নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো বদলে যাই . . .

ইউরো-বাংলা

সবাই ভালো থাকুন।

ইউরো-বাংলা › বিস্তারিত পোস্টঃ

সরকার নিজেদের পাতানো ফাঁদে নিজেরাই আটকে যাচ্ছে।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭



এখন খালেদা জিয়ার উচিত হবে তিন শর্ত দিয়ে ঘরে বসে থাকা, আর দলের নেতা কর্মীদের ঢাকায় অবস্থান আর ঢাকা মুখী মার্চ অব্যাহত রাখা। শর্ত তিনটি হচ্ছে -



1. খালেদা জিয়ার প্রটোকল ফেরত না দেওয়া,

2. বাসার সামনে থেকে পুলিশ সরিয়ে না নেওয়া,

3. ঢাকার প্রবেশ পথ থেকে পুলিশি বাধা প্রত্যাহার না পর্যন্ত বিএনপি পল্টনে মিটিং করবে না।



সরকার না পারবে গিলতে, না পাবে উলগাইতে। ফলাফল দেশ অচল, অচলাবস্থা। যা আপাতত জানুয়ারীর ৫ তারিখ পর্যন্ত টেনে নিতে হবে।



ফেসবুক থেকে সংগৃহিত

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

মিটুল বলেছেন: উদ্দেশ্য কি?

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

ইউরো-বাংলা বলেছেন: হটাও বাকশাল - বাঁচাও দেশ।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

আজাইরা বলেছেন: এক গাধা বললো বিএনপি র কর্মসূচি নাকি ফুস করে বরবাদ হয়ে গেছে । এই গাধা কে বলি , সমস্ত যানবাহন চালু করো , পুলিশ প্রত্যাহার কর গুলশান থেকে , তারপর দেখ কি হয় । এই গাধাগুলি সরকার কে ডুবায় সবসময় ।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

ইউরো-বাংলা বলেছেন: গাধা কি কখনো মানুষ হয় ? ওরা নাক মূক ডুবাইয়া পানি খাইয়া অপরের যাত্রা ভঙ্গ করায় পটু।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

েমাহাম্মদ েমাজােম্মল হক বলেছেন: গাধা কি কখনো মানুষ হয় ?

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

ইউরো-বাংলা বলেছেন: ভালো মানুষের হাতে পিটুনি খেলে মানুষ হবার সম্ভবনা থাকে :)

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

ম্যাংগো পিপল বলেছেন: জয় বাবা বাকশাল

৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩

ইউরো-বাংলা বলেছেন: গনতন্ত্র বাকশাল
একসাথে চলে না।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

মিজভী বাপ্পা বলেছেন: মোরা আম পাবলিক শান্তি চাই।সু হাসিনা & খালেদা নানীর নিকট আকুল আবেদন আপনারা দুইজন অবসরে যান, নতুনদের সুযোগ দেন।নইলে আম্রে কেউ মাইরালা :(( :(( :((

৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪

ইউরো-বাংলা বলেছেন: আপার সাথে একমত।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

গুগলরকস বলেছেন: বিএনপি মানে জামাত সাধারন মানুষ মারা ছাড়া আরো একটা চুল ছিড়তে পারলে আমি আপ্নারে বিরিয়ানি খাওয়ামূ

৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬

ইউরো-বাংলা বলেছেন: আপনার কথা বুঝি নাই, আর শাহবাগিদের মতো ফ্রি বিরিয়ানী খাওয়ার অভ্যাস নাই।

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

আলোকন বলেছেন: একদিন আসবে, যেদিন বি.এন.পি আ.লীগকে এমনভাবে গৃহবন্দি করে বলবে আ.লীগের জনসমর্থন নেই।
সন্ত্রাসী ধরার নাম করে মা-বোনদের ঘর থেকে ধরে নিয়ে যাবে।
সংবিধানের দোহাই দিয়ে দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলবে।
সেইদিন আমরা গনতান্ত্রিক অধিকার না দেয়ার জন্যে বি.এন.পি কে ধিক্কার জানাবো।
ইতিহাস ফিরে ফিরে আসে।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭

ইউরো-বাংলা বলেছেন: খোদা না করুক, এমনটি যেনো না হয়। আমরা দেশের মানুষ শান্তিতে থাকতে চাই।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

িভৃতচারী বলেছেন: ধিক্কার জানাই এমন নোংরা রাজনীতিকে। X( X( X( X(

৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯

ইউরো-বাংলা বলেছেন: ভাই এই দুই মহিলা না মরা পর্যন্ত দেশে ভালো কোন দল বা নেতৃত্ব ক্ষমতায় আসার সম্ভবনা দেখতাছি না।

আমি স্বাভাবিক মৃত্যুর কথাই বলেছি ;)

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯

ওপেস্ট বলেছেন: koy din are ...... sobgula bakshal oder pisone dibo....

৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪

ইউরো-বাংলা বলেছেন: as u wish.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.