![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টিভি ও প্রিন্ট মিডিয়াগুলো খুললেই দেখা যাচ্ছে BAL-এর নেতা-নেত্রীরা বলছে ৫ই জানুয়ারী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে এবং সেই নির্বাচনে আওয়ামীলীগ পাশ করে আসবে।
সারা বিশ্বের সবাই জানে আওয়ামীলীগ ইতিমধ্যেই ১৫৪টি আসন বিনাপ্রতিদ্বন্ধিতায় পাশ করে গেছে এবং এই সংখ্যা সরকার গঠনের জন্য যথেষ্ঠ। দেশবাসি সকলের দাবি ছিল বাকি গুলারে এইভাবেই পাশ করিয়ে নিয়ে আসা হোক এবং দেশের অর্থ সম্পদ রক্ষা করা হোক।
২০১৩ সালে এসেও BAL-এর নেতা-নেত্রীরা কি মনে করছেন বাংলাদেশের মানুষ অকারাচ্ছন্ন যুগে আছেন ? সেটা মনে করে থাকলে ভুল করছেন। এখন প্রায় সবার ঘরেই ডিশ কানেকশন ও ইন্টারনেট পৌছে গেছে। সবাই তৎক্ষনাক সারা দুনিয়ার সংবাদটি জানতে পারছেন। কিছু সংখ্যক কট্টর দালাল ছাড়া সারা দেশের সবাই চাচ্ছে সকল দলের অংশগ্রহনে একটি নির্বাচন। কিন্তু BAL-এর একশ্রেণীর নেতা-নেত্রীরা কোন কর্ণপাত করছেন না!
BAL-এর নেতা-নেত্রীদের বলতে চাই ৫ জানুয়ারী যে নির্বাচন করতে যাচ্ছেন তা কি আপনাদের দলীয় ফান্ডের টাকা দিয়ে করবেন ? নাকি জনগনের রাজস্ব থেকে খরচ করবেন ?
যদি জনগনের রাজস্ব থেকে উক্ত তামাশার নির্বাচনে কয়েকশ কোটি টাকা খরচ করতে চান, তাহলে ঐ টাকার মধ্যে আমারো হক আছে, আমি আমার টাকার দাবি ছাড়ব না। যদি কেয়ামত ও পরকাল বিশ্বাস করে থাকেন, আমি আমার অর্থের জন্য আল্লাহর কাছে নালিশ করব।
উল্লেখ্য BAL = Bangladesh Awami League
৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫২
ইউরো-বাংলা বলেছেন: আপনার সুচিন্তিত মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯
মুণণা বলেছেন: ai sob nostami dekhe nijer dhorjo dhora ta kosto kor.. nijeke kapurus lage... nirmachon korbe.. lolz
৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮
ইউরো-বাংলা বলেছেন: একমত
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬
পৃথিবীর আলো বলেছেন: আমিও দাবী ছাড়বো না। আপনার কথাগুলো ভাল লাগল ভাই।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৯
ইউরো-বাংলা বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমিও আনন্দিত হয়েছি
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯
পৃথিবীর আলো বলেছেন: bal মানে কি মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। আমি তো আবার একবারে এক শব্দ হিসাবে পড়ে ফেলি।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৯
ইউরো-বাংলা বলেছেন:
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭
গোবর গণেশ বলেছেন: এখানে নির্বাচনের যেহেতু দরকার নাই, তাই নির্বাচন না করাটাই বোধহয় ভালো। আমিও টাকার দাবি ছাড়তে চাই না।