![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Ainsringkhola o Nirbachoni Achoronbidhi Mene Cholun. Sustho, Obadh Nirbachone Sohaeota Korun. Shantipurno Nirbachoni Poribesh Bojay Rakhun - Election Commission
নির্বাচন কমিশনের উদ্দ্যেশে ৩টি কথা বলতে চাই -
১। বাংলা ফন্ট দিয়ে পরিপূর্ণ বাংলা লিখুন, না হয় পরিপূর্ণ ইংরেজী লিখুন, এইভাবে বাংলিশ লিখে SMS পাঠাবেন না।
২। কিসের নির্বাচন ? কিসের আইন শৃংখলা ? আর কাকে আপনারা আইন মেনে চলার উপদেশ দিচ্ছেন। উপদেশ যদি দিতে মন চায় আওয়ামী ছাত্রলীগ, যুবলীগ সন্ত্রাসীদের দিন। ঢালাওভাবে সারা বাংলাদেশের মানুষদেরকে উপদেশ দিবেন না।
যেখানে নির্বাচন না হতেই ১৫৪জন পাশ, সেখানে আবার কিসের সুস্থ্য, অবাধ নির্বাচন !? সারা বাংলাদেশের কোথাও দেখছিনা নির্বাচনের আমেজ, আর গৃহপালিত নির্বাচন কমিশন আওয়ামীলীগকে ক্ষমতায় বসানোর জন্য কুত্তা পাগল হয়ে গেছে।
৩।যেহেতু SMS রিপ্লাই করার কোন নাম্বার বা অপশন রাখে নাই। তাই ব্লগের মাধ্যমে নির্বাচন কমিশনকে জানাতে চাই। এই ধরনের SMS ভবিষ্যতে আর কখনো করবেন না, যদি করেন আদালতে মামলা করব। জানিনা এই ব্যপারে মামলা নিবে কিনা।
০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২২
ইউরো-বাংলা বলেছেন: বলেন কি ! দেশ এতো এগিয়ে গেছে
২| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩২
ঘাষফুল বলেছেন: আপনাকে তো Election Commission SMS দে্য়। আমাকে প্রধানমণ্ত্রী শেখ হাসিনা ফোন দেয় মাঝে মাঝে...ডিজিটাাাাাল।
০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৬
ইউরো-বাংলা বলেছেন: বলেন কি ! আমার ফোন পাবার সৌভাগ্য/দূর্ভাগ্য হয়নি। তো আপনার সাথে প্রধানমণ্ত্রী শেখ হাসিনার কি কথা হলো ?
৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২০
তিক্তভাষী বলেছেন: আপনার নির্বাচনবিরোধী পোস্ট দেখে হয়তো এ এসএমএস দিয়েছ। আমাকে কিন্তু দেয়নি।
০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৯
ইউরো-বাংলা বলেছেন:
৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯
মিজভী বাপ্পা বলেছেন: আমারে তো একটা দিছিল কইছে যে, ভোট দিতে যাইতে কইছে।আমি মনে মনে কলুম যে, নিবার্চন না হয়েছে তো সিলেকশন তা ভুট খান দিমু কারে
০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২০
ইউরো-বাংলা বলেছেন: আমাকে যা দিয়েছে তা আপনাদের সামনে হুবুহ শেয়ার করেছি।
৫| ০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
এয়ী বলেছেন: কই,আমাকে তো দেয় নাই ।
০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২০
ইউরো-বাংলা বলেছেন: পেয়ে যাবেন সবুর করুন, অনেকেই পেয়েছে
৬| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৫
ঘাষফুল বলেছেন: আরে.....আমাকে তো কথা বলার চান্সই দেয় নাই.....মাঝেমাঝে ফোন করে ৫ বছরে সরকার কি কি উন্নয়ন করেছে সেগুলো শেখ হাসিনা নিজ মুখে বলে..
প্রথম দিন তো থতমত খাইছিলাম...প্রথমেই.. আমি শেখ হাসিনা বলছি....
:#>
অনেকেই তো পাইছে...আপনি পান না্ই??? আফসুস
০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৯
ইউরো-বাংলা বলেছেন:
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৮
ঘাষফুল বলেছেন: কি যে বলেন না...........আমাকে তো সরকার ফোনই দে্য়....প্রায়ই দেয়.... :!>