নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো বদলে যাই . . .

ইউরো-বাংলা

সবাই ভালো থাকুন।

ইউরো-বাংলা › বিস্তারিত পোস্টঃ

বাসে আগুনের চেষ্টা, ছাত্রলীগের ৩ নেতা-কর্মী আটক

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৮



মাগুরা শহরের পারনান্দুয়ালি কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁরা বাসে আগুন ধরানোর চেষ্টা করছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ। আজ বুধবার রাত পৌনে আটটার দিকে তাঁদের আটক করা হয়।



আটককৃত ব্যক্তিরা হলেন, জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক সাজ্জাদ মোল্লা (২৪), ছাত্রলীগকর্মী লিমন (২২) ও রানা (১৯)। তাঁদের কাছে পেট্রলভর্তি দুটি বোতল ও দিয়াশলাই পাওয়া গেছে।



পুলিশ সূত্রে জানা যায়, রাত পৌনে আটটার দিকে বাস টার্মিনালের পাশে ঢাকা-খুলনা মহাসড়কে চলাচলকারী গাড়িতে পেট্রল ছুড়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন ওই তিন যুবক। এ সময় পুলিশ তাঁদের হাতেনাতে আটক করে।



জানতে চাইলে মাগুরা পুলিশ সুপার জিহাদুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, তাঁদের কাছে মাম ব্রান্ডের পানির বোতলে ভরা পেট্রল এবং সঙ্গে দিয়াশলাই পাওয়া গেছে। এটিকে পেট্রল বোমা বলা ঠিক হবে না। পেট্রল বোমা কাচের বোতলে তৈরি করা হয়। এর সঙ্গে আগুন ধরানোর সলতে থাকে। তিনি বলেন, আটক নেতা-কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



রাত ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার সুদর্শন রায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাসেমসহ পুলিশ কর্মকর্তারা আটক নেতা-কর্মীদের জিজ্ঞাসাবাদ করছিলেন।



মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় বলেন, সাজ্জাদ, লিমন ও রানাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, নাশকতা সৃষ্টিই তাঁদের উদ্দেশ্য ছিল।



ওই তিন ছাত্রলীগকর্মীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা স্বীকার করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলাম। তিনি বলেন, মোটরসাইকেলে ব্যবহারের জন্য তাঁরা পেট্রল কিনে নিয়ে যাচ্ছিলেন। তিনি এই প্রতিবেদককে ভালো করে জেনে-শুনে ওই ব্যাপারে প্রতিবেদন করার পরামর্শ দেন।



জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান বলেন, ‘পেট্রলবোমাসহ জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক সাজ্জাদ মোল্লা ও ছাত্রলীগকর্মী লিমন ও রানাকে পুলিশ আটক করেছে বলে শুনেছি। বিষয়টি দুঃখজনক।’



প্রথম আলো'র এই সংবাদটিতে প্রায় ৩০০ মন্তব্য পড়েছে। মন্তব্যগুলো মনোযোগ সহকারে পড়লে আওয়ামীলীগের ইতিহাস সম্পর্কে অনেকটা পরিষ্কার হয়ে যাবেন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৪

হেডস্যার বলেছেন:
এগুলারে গাছে সাথে বেঁধে আগুন লাগিয়ে দেয়া হোক।

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২২

ইউরো-বাংলা বলেছেন: কি আবোল-তাবোল বলছেন, ওদেরকে ইতিমধ্যে জামাই আদরে ছেড়ে দেওয়া হয়েছে এবং ৫ তারিখের প্রহশনের নির্বাচনের ক্যাম্পিং করে ট-পাইস কামাচ্ছে ;)

২| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৭

মোঃ আনারুল ইসলাম বলেছেন: এখন সহি আ'লীগনামা অনুযায়ী এরা বিএনপি-জামাতের কেডার উপাধি পাবেন। :P

০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৪

ইউরো-বাংলা বলেছেন: আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ :)

৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১০

তাজুল_ইসলাম বলেছেন: এখানে মন্তব্য তেমন পাবেন না। ধন্যবাদ

০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৮

ইউরো-বাংলা বলেছেন: সমস্যা নাই। ঘটনাটি সারাদেশবাসি জানলেই হলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.