নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো বদলে যাই . . .

ইউরো-বাংলা

সবাই ভালো থাকুন।

ইউরো-বাংলা › বিস্তারিত পোস্টঃ

হাসিনা বুবুর কি আরো ৫ বছর ক্ষমতায় থাকার টার্গেট ?

০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯



লীগের কিছু নেতা ও পাতি নেতার কথা শুনে মনে হয়েছিল প্রার্থীবিহিন পাতানো নির্বাচন নিয়ে তারা কানামাছি ভো ভো খেলবে। গুন্ডা, পান্ডা, ডান্ডা দিয়ে জোড় পূর্বক এই নির্লজ্জ নির্বাচন করবেই এবং তা স্বল্প সময়ের মধ্যেই বিরোধী দলের দাবি মেনে ভেঙ্গে দিবে। যেমনটা বিএনপি করেছিল ৯৬ সালে।



কিন্তু বুবুর ভাষন শুনেতো সব উল্টা-পাল্টা মনে হচ্ছে। বুবুতো ৫ বছর ক্ষমতায় থাকার খায়েশ প্রকাশ করেছে! তিনি বললেন ২০০৮এর নির্বাচনী ইশতেহারের সবগুলো কাজই নাকি সম্পূর্ণ করেছে! সামনের ৫ বছরে তারা অনেক কিছু করবে এবং দেশ ও জাতিকে অনেক কিছু উপহার দিবে।



তবে একটা জিনিস ভালো লেগেছে। তারা অটিজম নিয়ে কাজ করবে। আশাকরছি তথ্যবাবা ''জয়''এর চিকিৎসাটা ফ্রি হয়ে যাবে।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:০০

রাখালছেলে বলেছেন: সব নিবাচর্নী ইশতাহের মধ্যে কি পদ্মা সেতু ছিল না ...?

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৫

ইউরো-বাংলা বলেছেন: আমরাতো জানি ছিল। বুবু হয়ত আবুলদের কারনে ভুলে গেছে !

২| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:০২

রামন বলেছেন:
বুঝা গেল শেখ হাসিনা ভাঙ্গবে কিন্তু মচকাবে না। এটা সত্যি শেখ হাসিনা ২০০৭ সালের চেয়ে ২০১৪ তে অনেক বেশী শক্তিশালী। এগিয়ে চল বাংলাদেশ।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৬

ইউরো-বাংলা বলেছেন: ভাই এটাকে কি গনতন্ত্র বলবেন, নাকি বাকশাল বলবেন ?

৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৮

েফরারী এই মনটা আমার বলেছেন: আজকে আমাদের ভাবার সময় হয়েছে কে আমাদের আপন,কে পর। কে আমাদের শুভাকাঙ্খী , কে নয়। কে বন্ধু, কে বন্ধু বেশে শত্রু।আমরা সকলেই জানি যে,
আমাদের দেশের কোন রাজনৈতিক দলের কোন নেতাই দেশ বা জনগনের জন্য রাজনীতি করে না, আদর্শে জন্য করে না ।সবাই নিজের জন্যেই রাজনীতি করে । বড়জোর নিজ পরিবারের জন্য ,দলের জন্য করে । সে বর্তমান প্রধানমণ্ত্রীই হোক আর বিরোধীদলীয় নেত্রীই হোক,এরশাদ সাহেবই হোক আর সাবেক প্রেসিডেন্ট বদরূদ্দোজা চৌধূরীই হোক। সে ৭১'রণান্গনে বীর যোদ্বা আবদুল কাদের সিদ্দীকিই হোক আর দেলোয়ার হোসেন সাইদীই (দেইল্ল্যা রাজাকার) হোক। সাকাচৌই হোক আর তেতুঁল হুজুর(যদিও এদের নামের সাথে হুজুর শব্দটি লেখা ঠিক নয )শফি সাহেবই হোক। এদের মধ্যে কেউ একত্তরের চেতনা ফেরী করে বন্ধু বেশে শত্রু প্রতিবেশী দাদাদের আশির্বাদের(!) জন্য দেশের স্বার্থ বিকিয়ে দেয়,কেউ বা জাতীয়তাবাদী চেতনা ফেরী করে বন্ধুবেশি শত্রু , বিশ্ব সন্ত্রাসী মার্কিন যুক্তরাস্ট্রের আস্থা অর্জনের জন্য সবকিছু করার অন্গীকার করে,কেউ ইসলাম রক্ষার দোহাই দিয়ে জণগনের জানমালের ক্ষতি করে বেড়ায় ইত্যাদি ইত্যাদি ।এরা সকলেই এক ও অভিন্ন আদর্শে (?) বিশ্বাসী। সেটা হলো দেশ ও জাতীর জন্য সর্ব্বোচ্চৌ ত্যগের কিছু গৎবাধাঁ বুলি আওড়াও , জণগন নামক একদল গাধাঁর সামনে একগাদা মিথ্যা আশ্বাসের মুলা ঝুলিয়ে ছলে বলে কৌশলে ক্ষমতায় যাও । তারই ফল আজকের এই জ্বালাও-পোড়াও রাজনীতি ।সুতারাং এখন সময় এসেছে আমাদের সাবধান হওয়ার। নয়তো আরো কঠিন পরিণতি আমাদের দিকে ধেয়ে আসছে।
Click This Link

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৮

ইউরো-বাংলা বলেছেন: আপনাকে তো দেখছি সবাইকেই বাঁশ দিয়েছেন, ভালো বলবেন কাকে ?

৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৩

ইউরো-বাংলা বলেছেন: বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম - টেলিভিশনে এশার আজান চলছিল মাঝপথে আজান বন্ধ করে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা ভাষণ দিয়েছেন !

উনাদের কাছে কি - আজান হইতে ভাষন উত্তম ?

৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৯

রামন বলেছেন:
ভাই বাকশাল শব্দটি আমার কাছে " কাজীর গরু" র মত মনে হয় যা রাষ্ট্রযন্ত্র হিসেবে কখনই প্রয়োগ হয় নাই, ফলাফল তো দুরের কথা।

আর আপনাকে বুঝতে হবে বিশ্ব এখন গনতন্ত্র এবং গনতন্ত্রের লেবাসে সাম্রাজ্যবাদীদের দখলে। শেখ হাসিনা যদি স্বৈরাচারী হতেন তাহলে কোন অবস্থাতেই বাংলাদেশের মত একটি জনবহুল এবং দরিদ্র দেশে এতদিন রাষ্ট্র পরিচালনা করতে পারতেন না।

০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৪

ইউরো-বাংলা বলেছেন: আপনে হয়ত জানেন না, বঙ্গবন্ধুর মৃত্যুর পিছনে বাকশালী শাসন ব্যবস্থাও দায়ী ছিল। ইতিহাস পড়ুন, জানতে পারবেন।

হাসিনা তো নিজের সুবিধার জন্য বাকশালী কায়দায় সংবিধান ইচ্ছামত সংশোধন করে নিয়েছে। কেয়ামত পর্যন্ত যাতে ক্ষমতায় থাকতে পারে হাম্বালীগ সেটাই চাচ্ছে।

৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৩

আমি লিখতে চাই না বলেছেন: আপনার পোস্ট পড়ে মনে হচ্ছে জাতির বইনের শুধু পাঁচ বছর না; মৃত্যুর পর সোলাইমান নবীর মত গদিতে ঠাঁই বসে থাকার পরিকল্পনা আছে ।

০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৭

ইউরো-বাংলা বলেছেন: অবস্থাদৃষ্টে তাইতো মনে হচ্ছে।

৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৯

রাজীব বলেছেন: ৫ বছরের ১ দিনও কম নয়

০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৭

ইউরো-বাংলা বলেছেন: B:-)

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০১

নীল জানালা বলেছেন: আল্লায় বাচাইলে আরকি!!! আমি শুনছি এইবার তিনি নোবেল কমিটির লগে যুদ্ধও ঘোষনা করবেন শান্তি পুরস্কারের দাবীতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.