নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো বদলে যাই . . .

ইউরো-বাংলা

সবাই ভালো থাকুন।

ইউরো-বাংলা › বিস্তারিত পোস্টঃ

BAL-এর নেতা-নেত্রীরা এসব কি বলছেন !

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৭



টিভি ও প্রিন্ট মিডিয়াগুলো খুললেই দেখা যাচ্ছে BAL-এর নেতা-নেত্রীরা বলছে ৫ই জানুয়ারী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে এবং সেই নির্বাচনে আওয়ামীলীগ পাশ করে আসবে।



সারা বিশ্বের সবাই জানে আওয়ামীলীগ ইতিমধ্যেই ১৫৪টি আসন বিনাপ্রতিদ্বন্ধিতায় পাশ করে গেছে এবং এই সংখ্যা সরকার গঠনের জন্য যথেষ্ঠ। দেশবাসী সকলের দাবি ছিল বাকি গুলারে এইভাবেই পাশ করিয়ে নিয়ে আসা হোক এবং দেশের অর্থ-সম্পদ রক্ষা করা হোক।



২০১৩ সালে এসেও BAL-এর নেতা-নেত্রীরা কি মনে করছেন বাংলাদেশের মানুষ অকারাচ্ছন্ন যুগে আছেন ? সেটা মনে করে থাকলে ভুল করছেন। এখন প্রায় সবার ঘরেই ডিশ কানেকশন ও ইন্টারনেট পৌছে গেছে। সবাই তৎক্ষনাক সারা দুনিয়ার সংবাদটি জানতে পারছেন। কিছু সংখ্যক কট্টর দালাল ছাড়া সারা দেশের সবাই চাচ্ছে সকল দলের অংশগ্রহনে একটি নির্বাচন। কিন্তু BAL-এর একশ্রেণীর নেতা-নেত্রীরা কোন কর্ণপাত করছেন না!



BAL-এর নেতা-নেত্রীদের বলতে চাই ৫ জানুয়ারী যে নির্বাচন করতে যাচ্ছেন তা কি আপনাদের দলীয় ফান্ডের টাকা দিয়ে করবেন ? নাকি জনগনের রাজস্ব থেকে খরচ করবেন ?

যদি জনগনের রাজস্ব থেকে উক্ত তামাশার নির্বাচনে কয়েকশ কোটি টাকা খরচ করতে চান, তাহলে ঐ টাকার মধ্যে আমারো হক আছে, আমি আমার টাকার দাবি ছাড়ব না। যদি কেয়ামত ও পরকাল বিশ্বাস করে থাকেন, আমি আমার অর্থের জন্য আল্লাহর কাছে নালিশ করব।



উল্লেখ্য BAL = Bangladesh Awami League

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৫

রামন বলেছেন:
ধরলাম বি এন পি নির্বাচনে এলে পরাজয় বরণ করত, তাহলে এখন নির্বাচনে না এসে তারা কি লাভবান হয়েছে? খালেদা জিয়া ম্যানসনে বসে এবং তার ছেলে লন্ডনের বিলাসবহুল প্রাসাদে বসে নির্বাচন বর্জনের হুকুম দিচ্ছে, সমর্থকদের সংঘাতের মধ্যে ঠেলে দিয়ে নিজেরা ঠিকই আরাম আয়েশ করে নিচ্ছেন। আগামী কাল ঠিকই নির্বাচন হবে। সংসদ গঠন করা হবে, আর সেই সংসদে বি এন পি যেতে পারবে না. তখন তারা কি করবে? সংঘাত ও সন্ত্রাস দিয়ে কেউ কখনও দাবী আদায় করতে পারেনি। আফসোস জামাত প্রেমে অন্ধ বি এন পি ইতিহাস থেকে শিক্ষা নিতে পারল না।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৪

ইউরো-বাংলা বলেছেন: ভাই এতো তেনা পেচাইয়া লাভ নাই, আমি এখন দেশে আছি আমার এলাকায় বিনাপ্রতিদ্বন্ধিতায় পাশ! আমাদের পাশের এলাকায় আওয়ামীলীগ বনাম আওয়ামীলীগ নির্বাচন হচ্ছে।

এই ধরনের নির্লজ্জ নির্বাচন বাংলাদেশের মানুষ কখনো দেখেনি।

কোথায় গেল আমার ভোট দেবার অধিকার ? ইচ্ছা থাকা সত্বেও ভোট দিতে পারলাম না :(

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এদের কথা শুনে মনে হয় এখনো ফলাফল অন্য রকম হতে পারে। যেভাবে ভোট চাইছে, যেভাবে সংবাদ সম্মেলন করছে মনে হয় দারুণ একটা প্রতিদ্বন্দ্বীতা হবে! যত্ত সব! আমার মনে হয়ে এই আওয়ামী লীগ আবারও আগের মত ২/৩ টার্ম ক্ষমতায় আসতে পারবেন‍া।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৭

ইউরো-বাংলা বলেছেন: আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, দেশ চালাচ্ছে - টুকু, টাকলু, ইনু ও চোরঞ্জিত বাবু।

দেশটার মধ্যে ওরা জাহান্নামের আগুন জ্বালিয়ে দিল, জানিনা কবে শান্তি আসবে :(

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৪

এম এ কাশেম বলেছেন: ভারত অন্ধ BAL কি পেরেছে?

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৯

ইউরো-বাংলা বলেছেন: ওরা জোড় করে ক্ষমতায় থাকার জন্য সবরকম নাটকই করছে। সামনে আরো দৃষ্টিনন্দন নাটক দেখতে পারব।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৬

নানাভাই বলেছেন: শেখ হাসিনা যে কখন কি বলেন নিজেও নিশ্চয়ই তার তাত্পর্য ভেবে দেখেন না। দুর্গাপূজার মণ্ডপে গিয়ে তার ভোটব্যাংককে তোষণের উদ্দেশ্যে তিনি দেশে ফসল ভালো হওয়ার জন্য তার মা দুর্গাকে ধন্যবাদ দেন, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের তিনি সন্ত্রাসী রূপে চিত্রিত করেন, আল্লাহ-রাসুল (দ.) আর ইসলামের বিরুদ্ধে কুত্সা রটনাকারী শাহবাগী ব্লগারদের তিনি পোষণ ও তোষণ করেন.............দয়া করে জিহ্বা সামাল দিন...।নেত্রী আমার হাসতাছেন ...............

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:২২

ইউরো-বাংলা বলেছেন: এখনতো আবার হাসিনার সাথে তার বুদ্ধি প্রতিবন্ধি সন্তান তথ্য বাবা জয় কোন অংশে কম যাচ্ছে না।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৯

সাইলেন্স বলেছেন: সেইম।

আর কিছু বলার নাই।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:২২

ইউরো-বাংলা বলেছেন: ধন্যবাদ ;)

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:২১

েফরারী এই মনটা আমার বলেছেন: কবি বলেছেন,
পাগলের সুখ মনে মনে , রাইত হইলে তারা গুনে ।।
এই হইলো আম্‌গো politician-গো অবস্হা।
ফলাফলঃ জরুরী অবস্হা।অতঃপর মাইনাচ....
Click This Link

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৫

ইউরো-বাংলা বলেছেন: ভাই খোদার কসম কইয়া কইতাছি ওরা রাজনীতি থেকে স্থায়ীভাবে মাইনাচ হইলে মসজিদে মিলাদ পড়াইয়া মিষ্টি বিতরন করুম।

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৭

পাগলা বস বলেছেন: মিষ্টি খেতে মুঞ্চায় , আশা করছি অতি শিগ্রই দাওয়াত পেতে যাচ্ছি ;) ভুলিয়েন না কিন্তু :-)

০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৮

ইউরো-বাংলা বলেছেন: আশা পুরন হলে অবশ্যই খাওয়াবো ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.