নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো বদলে যাই . . .

ইউরো-বাংলা

সবাই ভালো থাকুন।

ইউরো-বাংলা › বিস্তারিত পোস্টঃ

কমিশন আমাকে ২টি SMS দিয়েছে! আপনি কি পেয়েছেন ?

০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৬



১। Vote Bikri to Bibek Bikri, Vote Bikri Korben Na. Nirbachone Sarbik Nirapotta Nischit Kora Hosse. Nirvoye, Nirbighne Vote Dite Kendre Jaben - Election Commission



২। Ainsringkhola o Nirbachoni Achoronbidhi Mene Cholun. Sustho, Obadh Nirbachone Sohaeota Korun. Shantipurno Nirbachoni Poribesh Bojay Rakhun - Election Commission



নির্বাচন কমিশনের উদ্দ্যেশে ৪টি কথা বলতে চাই -



১।আমার এলাকায় বিনাপ্রতিদ্বন্ধিতায় পাশ! আমাদের পাশের এলাকায় আওয়ামীলীগ বনাম আওয়ামীলীগ নির্বাচন হচ্ছে। এই ধরনের নির্লজ্জ নির্বাচন বাংলাদেশের মানুষ কখনো দেখেনি।

কোথায় গেল আমার ভোট দেবার অধিকার ? ইচ্ছা থাকা সত্বেও ভোট দিতে পারলাম না। আবার বেহায়ার মতো সরকারের চাটুকারিতা করে মানুষকে SMS পাঠিয়ে বিভ্রান্ত করেন ।



২।কিসের নির্বাচন ? কিসের আইন শৃংখলা ? আর কাকে আপনারা আইন মেনে চলার উপদেশ দিচ্ছেন। উপদেশ যদি দিতে মন চায় আওয়ামী ছাত্রলীগ, যুবলীগ সন্ত্রাসীদের দিন। ঢালাওভাবে সারা বাংলাদেশের মানুষদেরকে উপদেশ দিবেন না।



যেখানে নির্বাচন না হতেই ১৫৪জন পাশ, সেখানে আবার কিসের সুস্থ্য, অবাধ নির্বাচন !? সারা বাংলাদেশের কোথাও দেখছিনা নির্বাচনের আমেজ, আর গৃহপালিত নির্বাচন কমিশন আওয়ামীলীগকে ক্ষমতায় বসানোর জন্য কুত্তা পাগল হয়ে গেছে।



৩।যেহেতু SMS রিপ্লাই করার কোন নাম্বার বা অপশন রাখে নাই। তাই ব্লগের মাধ্যমে নির্বাচন কমিশনকে জানাতে চাই। এই ধরনের SMS ভবিষ্যতে আর কখনো করবেন না, যদি করেন আদালতে মামলা করব। জানিনা এই ব্যপারে মামলা নিবে কিনা।



৪।রক্ত দিয়ে আদায় করা বাংলা ভাষা, বাংলা ফন্ট দিয়ে পরিপূর্ণ বাংলা লিখুন এবং বাংলা ভাষাকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করুন। আর যদি ব্যর্থ হোন বা অপারগ হোন তাহলে পরিপূর্ণ ইংরেজী লিখুন, দয়াকরে এইভাবে বাংলিশ লিখে SMS পাঠাবেন না ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩২

রডারিক বলেছেন: এই নির্বাচন কমিশন বিনপি আমলের আজিজ কমিশনকেও হার মানিয়েছে। আমার এলাকায়ও ভোট হচ্ছেনা । আমিও ভোটের অধিকার হারিয়েছি। তার পর ইসির এস এম এস আমার সাথে এক মহা কৌতুক বলেই মনে হল।

০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০০

ইউরো-বাংলা বলেছেন: ভাই ওরা কি আমাদের মানুষ মনে করে না ? আমাদের কি ভোটের অধিকার নাই ?

২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪২

আরিফুর রহমান বাবুল বলেছেন: নির্বাচন কমিশতো কমিশন খেয়ে নিরর্বাচন করছে। এটাতো ইলেকশন না, কমিশন পাওয়ার জন্য একটা কাজ। সব চুর..................বাটপার, বদমাইশ! যতসব মুর্খের বসবাস।

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৬

ইউরো-বাংলা বলেছেন: আপনার সঙ্গে শতভাগ একমত।

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০০

নাহিদ পারভেজ বলেছেন: Apnar Vote Apnar Gonotantrik Odhikar, Apnar Vote Apnar Pochondo. Dayittoshil Vabe Pochonder Prarthike, Dekhe-Shune Bujhe Apnar Vote Din - Election Commission

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৭

ইউরো-বাংলা বলেছেন: ভাই আপনারে আবার এইটা দিয়েছে নাকি ?!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.