![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"জাল ভোটের ছবি দিছে তো............
আমি বলছি এটা এভয়েড করে যাওয়া জাস্ট...............
রাইগেন না হা হা হা...................
জাসদের মুখ দিয়া এখন গণতন্ত্রের কথা শুনতে হচ্ছে..............
এগুলো সব অন এয়ারে আছে................"
(সংবাদ সম্মেলনের একটু আগে মাইকের সমস্যার কারণে দেরীর ফাঁকে ইনু ও শেখ হাসিনার মধ্যকার গোপন আলাপ)
ইনুঃ আপনার সাথে একটু অন্য ব্যাপারে আলাপ করি, সবাই যাতে মনে করে জরুরী রাষ্ট্রীয় কাজ করছি।
শেখ হাসিনাঃ সব রেকর্ড হয়ে যাচ্ছে, (অস্পষ্ট কিছু কথা) আপনার সিক্রেট কথা।
ইনুঃ আপনার একটা পয়েন্ট নিয়ে আমি একটু ফেস করছিলাম। ওই জাল ভোটের ছবি দিছে তো, আমি উত্তর দিছি, জাল ভোটই যদি করতে হতো তাহলে টার্ন আউট আপনারা পড়েছে বলছেন দশ পার্সেন্ট ভোট। সরকারের তো বহুত ক্ষমতা আছে, ফেক ভোট হলে তো সেভেন্টি পার্সেন্ট দেখাতাম। তাহলে কোনটা কারেক্ট? টার্ন আউট লো নাকি ফেক ভোটিং? তাহলে এটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা, সব ভোটেই হয়, ক্ল্যাশ হয়, ভোট ছিনতাই হয়, ব্যালট পেপার কুড়িয়ে পাওয়া যায়, এইটা সেই ঘটনা, এটার সাথে আমাদের কোন সম্পর্ক নেই। এবং নরমাল ইলেকশনেও আমাদের কিছু সেন্টার বন্ধ হয়ে যায়, স্থগিত হয়ে যায়, মানে আমি বলছি এটা এভয়েড করে যাওয়া আর কি জাস্ট। এই কোয়েশ্চেনটা যদি চলে আসে আর কি। আর এটা চমৎকার বিষয় ছিল, আঠারো হাজার ভোট সেন্টার ছিল আমাদের, এইটিন থাউজেন্ট সেন্টার। সেখানে ইন্সপাইট সহিংসতা, মানে সহিংসতার পরেও, প্রতিরোধের ঘোষণার পরেও, আঠারো হাজার জায়গায় ভোট হয়ে গেছে, এটি সফলতা, গণতন্ত্রের সফলতা, এবং সংবিধানের সফলতা, ওরা সংবিধানের বাইরে দেশটাকে নিয়ে যেতে চাচ্ছিল, আল্লাহ বাছাইছে, জনগণের সাপোর্ট আমরা সংবিধানের ভিতর রেখেছি।
শেখ হাসিনাঃ আজকে জাসদের মুখ দিয়ে গণতন্ত্রের কথা শুনতে হচ্ছে?
হা হা হা হা (সমস্বরে হাসি)
জাসদের মুখ থেকে গণতন্ত্রের কথা শুনতে হচ্ছে।
ইনুঃ (সামনের মাইক্রোফোনগুলোর দিকে ইঙ্গিত করে) এইগুলো সব অন এয়ারে আছে।
শেখ হাসিনাঃ জানি তো সব। তাইতো সব বলে দিলাম।
ফেসবুক লিন্ক : Click This Link
Youtube লিন্ক : http://youtu.be/ybBtcMCmbMQ
০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৫
ইউরো-বাংলা বলেছেন: ভাই ধিক্কার কি আমাকে দিলেন ? !
২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩০
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: আমিও শুনেছি, অবাক হয়ে গেছি।
এতো আনাড়ি পলিটিশিয়ানদের হাতে দেশ!
ভালো করে ম্যানুপুলেশনও করতে পারে না।
ঐখানে সেন্সিটিভ কথা বললো, বাকি সময় কি করে???
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪২
ইউরো-বাংলা বলেছেন:
ভালো করে ম্যানুপুলেশনও করতে পারে না।
ঐখানে সেন্সিটিভ কথা বললো, বাকি সময় কি করে???
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭
অপু ওপি বলেছেন: ইনু গণতন্ত্র কে সরকারের ক্ষমতায় দিয়ে একতন্ত্র করে দিয়ে ছে
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৫
ইউরো-বাংলা বলেছেন: নৌকা'কে ডুবানোর জন্য এক ইনু'ই যথেষ্ঠ।
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭
মোঃ আনারুল ইসলাম বলেছেন: ধুর মিয়া আপনাকে কেন । গর্ভণমেন্টকে
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৭
ইউরো-বাংলা বলেছেন: দেশে গর্ভণমেন্টতো এখন কয়েকটা, আপনি কোন গর্ভণমেন্ট বুঝিয়েছেন ?
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪
শেরশাহ০০৭ বলেছেন: জাতিকে উপহার...............
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪০
বিশ্ব চিন্তাবিদ বলেছেন: যাহার জন্য প্রযোজ্য।
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৮
ইউরো-বাংলা বলেছেন: দেখি আপনার জুতার বাড়ি খাইয়া ইনু, মেনন, বাদল, চোরঞ্জিতরা মানুষ হয় কিনা।
৭| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৬
মাহাদি হাসান বলেছেন: সত্যিকার অর্থে এরা গনতন্ত্রকেই এড়িয়ে চলে। এরা যেসব বিদ্যাসাগরদের কাছ থেকে গনতন্ত্রের সবক নিয়েছে তাতে নিশ্চয়ই মানুষের ইচ্ছা অনিচ্ছার পরিবর্তে শাসক শ্রেনীর ইচ্ছাকেই গনতন্ত্র বলা হয়ে থাকে।
বাংলাদেশে এখন আর গনতন্ত্রের প্রয়োজন নেই বলেই গনবিচ্ছিন্ন দলগুলোর কাছ থেকে শেখ হাসিনা সবক নেন। আবার বলেই ফেলেন জাসদের কাছে গনতন্ত্রের কথা শুনছেন! শেখ হাসিনা গনতন্ত্রের বা গনতান্ত্রিক মুল্যবোধের কিছু বোঝেন বলে মনে হয় নি। লজ্জার সীমা ভেঙ্গে নির্লজ্জতার পরিচয় রেখেছে তার দল এবং জোট শরীকরা।
কিছু আমলাকে বলতে শুনেছিলাম যে এদের অধীনে নাকি পাঁচ হাজারের অধিক নির্বাচন হয়েছে, সেগুলো নিয়েই এখন সন্দেহ করা দরকার! আসলেই কি মানুষের প্রতিনিধি পেয়েছে জনগন, নাকি ভোট জালিয়াতি করেছে শাসক দলের সমর্থক গোষ্ঠী।
স্থানীয় নির্বাচনগুলোতে মিডিয়ার তৎপরতা বলতে শূন্যের কোঠায়, তাই তাতে জাতীয় সিলেকশানের মতই কারচুপি হতে বাধ্য।
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫২
ইউরো-বাংলা বলেছেন: আপনার প্রতিটি কথার সাথে একমত।
৮| ০৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৩৮
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: এখোনো বালেরা দাবী জানাইনি যে এটা বানানো ভিডিও? শেখ হাসিনা আর ইনু এই রকম কিছু বলে নাই। সব জামাত শিবিরের ষরযন্ত্র।
বালের সমর্থকদের পেমেন্ট মনে হয় বন্ধ করে দিছে, তাই তারা তাদের দায়িত্ব পালন করতেছেনা।
আমার কথাগুলো শুধুমাত্র যারা বালের অন্ধ সমর্থক তাদের জন্য।
এক তরফা নির্বাচনেও যদি এই রকম কারচুপি হয় তাহলে বলব বিএনপি নির্বাচন বর্জন করে ভাল করেছে। আর এই নির্বাচনের মাধ্যমে হাসিনা প্রমাণ করল সে কোনদিন ফেয়ার নির্বাচন করতে পারবে না আর বাংলাদেশের জন্য ত্বত্তাবধায়ক সরকার দরকার।
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৬
ইউরো-বাংলা বলেছেন: ভাই আমিও কিছুই বুঝতাছি না গত ২০০৮ এর নির্বাচনের সময় ব্লগে BAL-এর পোলাপানদের তৎপরতা ছিল লক্ষনিয়। এবার ওরা গেলো কোথায়, আর পেমেন্ট করবেই বা কেনো? নির্বাচন ছাড়াইতো ১৫৩জন জারজ এমপি পেয়ে গেছে। বাকিটা শুধু নামকা ওয়াস্তে আনুষ্ঠানিকতা করে মাত্র।
৯| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১৫
ভষ্ম মানব বলেছেন: এ সংলাপ থেকে স্পষ্ট আমাদের রাজনীতিবিদেরা কতটা অপরিনামদর্শী! রাজনীতিকজ্ঞানের অভাব তাদের মধ্য প্রকট। তাইতো ক্ষমতালোভী সমাজতান্ত্রিক ইনুর কাছে হাসিনা গণতন্ত্রের টিপস নেয়।
তথ্য প্রযুক্তির এ যুগে ইনু জনগণ কে এতটা বোকা ভাবে দেখে অবাক হলাম ।হাসি ও পেল
।
সংবিধান গনতন্ত্র কইরা চিল্লান হাসিনা ও তো দেখি রসিক বটে । গনতন্ত্র-টনতন্ত্র এসব আসলে একনায়কতন্ত্রের আড়ালে ভেলকিবাজী।
জনগণকে মূলা দেখায়া চলার দিন শেষ আসছে।সংবিধান-গনতন্ত্র রক্ষার আগে দেশ রক্ষা করুন।
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৭
ইউরো-বাংলা বলেছেন: আপনার প্রতিটি কথার সাথে একমত, অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৬
মোঃ আনারুল ইসলাম বলেছেন: জয় বাংলা জয় বঙ্গবন্ধু!!!!!!!!!! ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছিছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছিছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ধিক্কার আপনাকে............