![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বস্ত সূত্র জানতে পারলাম, বাংলাদেশে শিশু আওয়ামীলীগ গঠিত হয়েছে , তাদের সকলের বয়স ৯-১৫ এবং তারা ভোটাধিকার পেয়েছে। ৫ই জানুয়ারীতে হয়ে যাওয়া প্রহসনের নির্বাচনে তারা বাংলাদেশের সর্বত্রই পুলিশের সহযোগিতায় ভোট দিয়েছে। আমার কথাগুলো কট্টর হাম্বালীগের কাছে খারাপ লাগতে পারে বা মিছা মনে হতে পারে, তাই কয়েকটি ফটো শেয়ার করলাম।
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৯
ইউরো-বাংলা বলেছেন: ওরা ওদের বাপের আর সোয়ামীর সম্পদ খরচা করছে না, ওরা আপ্নের আমার টাকাই খরচ করছে। জনগনের রাজস্ব থেকে উক্ত তামাশার নির্বাচনে প্রায় ৬শ কোটি টাকা খরচ করা হয়েছে !
তাহলে ঐ টাকার মধ্যে আমারো হক আছে, আমি আমার টাকার দাবি ছাড়ব না। যদি হাম্বালীগের নেতা-নেত্রীরা কেয়ামত ও পরকাল বিশ্বাস করে থাকেন, আমি আমার অর্থের জন্য আল্লাহর কাছে নালিশ করব।
২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩২
টি-ভাইরাস বলেছেন: ফেসবুকে জাতির নাতির একখানা পেজ আছে সে অনেক কিছু লিখে সে খানে ... নির্বাচনের পরের দিন জাতির নাতির লিখল নির্বাচন অনেক ভালো হয়ছে আর আমি বললাম ভাই যে ভাবে ভোটে চুরি করছে সেটা নিয়ে কিছু বলেন ... আজকে দেখি জাতির নাতি আমাকে তার পেজ থিকে ব্যান্ড করে দিছে ... চরম গনত্রন্ত্র ... কয় দিন পড়ে রাস্তাই কিছু বলে দেশ থিকে বের না করে দেয় ... জয় বাংলা
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০
ইউরো-বাংলা বলেছেন: জাতির নাতি আমাকেও ব্লক করেছে
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৫
মুদ্দাকির বলেছেন: নৌকা মার্কা মানেই অসাধারন কিছু
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৯
ইউরো-বাংলা বলেছেন: তাইতো দেখলাম
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৪
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ভাই জাতির নাতি আমাকেও ব্লক করেছে
আমি শুধু বলেছি ভোট ৪০% না ১০০% কাস্ট হয়েছে আর ১০০% ই আওয়ামী লীগ পেয়েছে..... বলেন ভাই আমি কি খারাপ কিছু বলেছি যে আমাকে ব্লক করে দিল
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৩
ইউরো-বাংলা বলেছেন: BAL নাতি বেরসিক লোক, হাসিনা হলে ব্লক করত না
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৭
এম এ কাশেম বলেছেন: শিশু ভোটে নৌকা বিজয়ী
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৪
ইউরো-বাংলা বলেছেন: এইসব শিশুদেরকেই আগামী দিনে মুক্তিযুদ্ধা হিসাবে ঘোষনা করা হবে
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৭
টি-ভাইরাস বলেছেন: এইটার নাম গনত্রন্ত ... জয় বাংলা খেতা বালিশ সামলা
৭| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৩
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: ???
৮| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪২
গান পাগলা বলেছেন: তাহলে ঐ টাকার মধ্যে আমারো হক আছে, আমিও আমার টাকার দাবি ছাড়ব না। যদি হাম্বালীগের নেতা-নেত্রীরা কেয়ামত ও পরকাল বিশ্বাস করে থাকেন ঐখানেও আমি টাকা চামু।
এখন থেকেই চাওন শুরু করি........
ট্যাকা দে কইলাম.....
০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৮
ইউরো-বাংলা বলেছেন: আপনার সুচিন্তিত মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
৯| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫১
ভিটামিন সি বলেছেন: ট্যাকা দে কইলাম।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩০
মেহেদী_বিএনসিসি বলেছেন: দুইটার বাপের আর সোয়ামীর সম্পদ খরচা করছে.......আপ্নের আমার সমস্যা আছে....?? ডাইনী নাকি একটা থাকলেই এক দেশ ধ্বংসে যথেষ্ট......আর আমাদের তো আছে দুইটা..... তাই চক্ষুবন্ধ কইরা বলেন "লাইফ ইজ ওন্ডারফুল"