![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই কথা শুনলে কি মাথা ঠিক থাকার কথা। যেখানে ১৫৩ জন নির্বাচনের পূর্বেই সিলেকশনে পাশ করিয়ে নিয়েছে, অর্ধেকের বেশি মানুষের ভোটাধিকার হরন করা হয়েছে, সেখানে তোফায়েল আহমেদের মত জ্ঞানপাপীরা কিভাবে বলে- ''সরকার জনগণের ভোটে নির্বাচিত''!
দেশের সকলে জানে অসংখ্য অনিয়মের মধ্যে ৫ই জানুয়ারী প্রহসনের নির্বাচন হয়েছে। উক্ত প্রহসনের নির্বাচনে প্রায় ৬০০ কোটি টাকা নষ্ট করা হয়েছে ! খুব জানতে ইচ্ছা করে উক্ত টাকা কি লীগের দলীয় ফান্ডের টাকা নাকি দেশের জনগনের টাকা ? সচেতন দেসবাসী সকলেই প্রস্তাব করেছিল, ১৫৩টারে যেভাবে পাশ করিয়ে নেওয়া হয়েছিল, বাকিগুলারেও যেনো সে ভাবেই পাশ করিয়ে নেওয়া হয়। তাহলে দেশের অর্থ সম্পদ রক্ষা পেত।
হাম্বালীগের কাছে অনুরোধ ৫ই জানুয়ারীর প্রহসনের নির্বাচন হালাল করার ব্যর্থ চেষ্টা করবেন না এবং চাপাবাজি করবেন না। যদি ক্ষমতা চিরষ্থায়ী করতে মন চায় ঘোষনা দিয়ে রাজতন্ত্র কায়েম করুন, তাহলে মিশন ২০৪১ কেনো, কেয়ামত পর্যন্ত আপনারা ক্ষমতায় থাকতে পারবেন। প্রহসনের নির্বাচনের নামে দেশের অর্থ সম্পদ নষ্ট করতে হবে না।
১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২১
ইউরো-বাংলা বলেছেন: বাংলাদেশ এখন রাজতন্ত্রের দিকে যাচ্ছে। আপনার আশা পুরন হবার সম্ভবনা দেখতাছি না
২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫২
হেডস্যার বলেছেন:
আশঙ্কার কথা হইলো সংসদে এখন কোন বিরোধী দলই নাই...
সরকারের ভুলত্রুটি নিয়ে সংসদে কে কথা বলবে ?
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০১
ইউরো-বাংলা বলেছেন: জাতীয় পার্টি সরকারেও আছে , বিরোধীদলেও আছে ! দেশে রাজনীতির মাঠে চলছে চরম কমেডি
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১২
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ভাই এটা হল সংবিধানপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার না।
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৫
ঢাকাবাসী বলেছেন: নির্বাচনের জন্য ৬০০ কোটি টাকা তো আম্ফালীর ফান্ডেই গেসে, আর পাচ বছরের (কমসে কম ) জন্য একনায়িকাতন্ত্র এলো!
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৩
হাসিব০৭ বলেছেন: চিন্তা করতেছি আম আদমি পারটির মত আমারও নির্বাচনে দাড়াইতে হইব আর প্রতীক থাকব জুতা যা দিয়ে এইরকম সকল নির্লজ্জ, দেশাদ্রোহী এবং দালাল টাইপের রাজনীতিবিদদের এবং সুবিধাবাদীদের গালে আঘাত করা।