![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। বিরোধীদল কখন কোন ধরনের আন্দোলন করবে এর জন্য প্রধানমন্ত্রীর উপদেশ/নির্দেশ বিরোধীদলীয় নেত্রীর কাছে পৌছে দেওয়া ।
২। বিশেষ বিশেষ দিনে ( বিশ্ব ভালোবাসা দিবস, শহীদ নুর হোসেন দিবস, স্বৈরাচার পতন দিবস) প্রধানমন্ত্রীর বাণী/শুভেচ্ছাপত্র বিরোধীদলীয় নেত্রীর কাছে পৌছে দেওয়া ।
৩। মিডিয়ার সামনে বিরোধীদলীয় নেত্রী কি ধরনের বক্তব্য দিবেন এ বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দিক নির্দেশনা বিরোধীদলীয় নেত্রীর কাছে পৌছে দেওয়া ।
৪। বিরোধীদলীয় নেত্রী কোন কারনে রেগে গেলে তাকে শান্ত করানো ।
৫। জনগন বিপক্ষে থাকলে রাষ্ট্রের ক্ষমতায় কিভাবে থাকা যায় এ বিষয়ে কুট-কৌশল শিখানো ।
৬। পল্টি কিভাবে খাইতে হয় তা হাতে কলমে শিখানো ।
৭। স্বৈরাচার উপাধী কিভাবে পাইতে হয় এবং পতন পরবর্তী পরিস্থিতি কিভাবে সহ্য করতে হয় এই বিষয়ে পরামর্শ দান ।
৮। বিরোধীদলীয় নেত্রীর সাথে প্রতি রাতে (!) কি কথা হয় তা প্রধানমন্ত্রীকে জানানো ।
৯। প্রধানমন্ত্রীর বিশেষ দুত হিসেবে থাইল্যান্ডের প্রেসিডেন্ট ইংলাক সিনাওত্রা, হিলারি ক্লিন্টন, আলিনা কাভাবা, সানি লিউনের সাথে সাক্ষাত করা
১০। মাঝে মাঝে বিরোধীদলকে বজ্রকন্ঠে (হানিফের মত) হুশিয়ার করা ।
১১। মুক্তিয়োদ্ধের সময় পাকিস্তানে পালিয়ে গেলেও বিএনপি-জামাতের আন্দোলনে যুদ্ধাপরাধীর বিচার বানচালের ষড়যন্ত্র খুজে পাওয়া ।
১২। গনতন্ত্রের জয়গান গাওয়া । (শেখ হাসিনা গনতন্ত্রের কথা বলতে পারলে এরশাদ পারবে না কেন? )
তাছাড়া এই অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রীর বিশেষ দুতের দায়িত্ব পালনকালে এই সাবেক স্বৈরশাসকের আর কি কি করতে হবে আপনারাও শেয়ার করতে পারেন।
ফেবু থেকে সংগ্রেহিত।
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৬
ইউরো-বাংলা বলেছেন: ধন্যবাদ
২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৭
জনাব মাহাবুব বলেছেন:
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৮
কবীর হুমায়ূন বলেছেন:
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৬
এম এ কাশেম বলেছেন: লং ড্রাইবে যাইতে পারে
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৯
ইউরো-বাংলা বলেছেন: কে কাকে নিয়ে যাবে, খোলাশা করুন।
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৮
ইউরো-বাংলা বলেছেন: ইমোটিন দেখে বুঝা যাচ্ছে, হগ্গলে মজা পাইছে
৬| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৯ নং টা মানানসই।
১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৯
ইউরো-বাংলা বলেছেন: ৯। প্রধানমন্ত্রীর বিশেষ দুত হিসেবে থাইল্যান্ডের প্রেসিডেন্ট ইংলাক সিনাওত্রা, হিলারি ক্লিন্টন, আলিনা কাভাবা, সানি লিউনের সাথে সাক্ষাত করা।
৭| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬
HHH বলেছেন: এরশাদের মত পুরুষ সকল আধ-বুড়ো মহিলাদের কাম্য
১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১০
ইউরো-বাংলা বলেছেন: আশাকরি এরশাদ সাপ আপনার কথাটি আমলে নিবেন।
৮| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮
েফরারী এই মনটা আমার বলেছেন: ধর্ম যার যার উৎসব সবার!!!এই মতবাদের প্রবক্তারা আজ কোথায়?আসুন সবাই পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করি।
Click This Link
১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১১
ইউরো-বাংলা বলেছেন: তারা কোথায় জানি নারে ভাই, খোঁজ করে দেখুন।
৯| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৫
HHH বলেছেন: আপনি 'ধ' এর স্থলে ভুলে 'ত' লিখেছেন
১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৩
ইউরো-বাংলা বলেছেন: তাই নাকি
১০| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪২
গান পাগলা বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৫
মোঃ আনারুল ইসলাম বলেছেন: