নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো বদলে যাই . . .

ইউরো-বাংলা

সবাই ভালো থাকুন।

ইউরো-বাংলা › বিস্তারিত পোস্টঃ

বিবাহের পূর্বে লিভ টুগেদার করতে পারবেন বেশি বেশি কিন্তু Video করতে পারবেন না !

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৬



অনেকে হয়তঃ অবাক হচ্ছেন এই কথা শুনে...



এতে হতবাক হওয়ার কিছুই নেই, গত রবিবার ABC রেডিওতে প্রচারিত দূধর্ষ ধর্ষকের কাহিনী প্রচারকালে এটাই ছিল কুলাঙ্গার কিবরিয়ার বক্তব্য!

""কিবরিয়া বলে কি, আর যাই করেন-

video করবেন না""



কিবরিয়াদের মতো মানুষদের বলতে চাই ভিডিও হইলেই দোষ কি, বাংলাদেশের অন্যতম সেলেব্রিটি প্রভা'র ভিডিও অনলাইনে ভরপুর, তারপরেও জনসম্মখে প্রভার কোন সমস্যা হয়েছে কি ? প্রভা ও রাজিবের ভিডিও ফাঁস হবার পরেও প্রভার কয়েকটি বিয়ে হয়েছে, হয়ত ভবিষ্যতেও হবে, তাতে প্রভা বা প্রগতিশীলদের কোন সমস্যা হয়েছে কি? প্রভার মতো মেয়েরাএখনো দূর্দান্ত দাপটে নানা রকম নাটক ও সামাজিক কর্মকান্ডে অংশগ্রহন করে যাচ্ছে।



সত্যিই দেশ এগিয়ে যাচ্ছে,

জয় এবিসি রেডিও।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১১

খেয়া ঘাট বলেছেন: প্রভার কিছুই হবেনা। প্রভা আরো প্রভা ছড়াবে।
প্রভার ভিডিও দেশে বিদেশে নেটে সবজায়গায়। আমি শুধু চিন্তা করি প্রভার সন্তানদের জন্য। ওদের চোখে যেন কোনোদিন এই ভিডিও ক্লিপগুলো না পড়ে।
আল্লাহ রাব্বুল আলামীন যেন এই দয়াটুকু উনার সন্তানদের করেন।

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩

ইউরো-বাংলা বলেছেন: এই ধরনের ঘৃন্য কাজে যারা উসকে দিচ্ছে, তাদের উদ্দ্যেশে কিছু বলবেন না ?

২| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৫

একজন ঘূণপোকা বলেছেন: খেয়া ঘাট বলেছেন: প্রভার কিছুই হবেনা। প্রভা আরো প্রভা ছড়াবে।
প্রভার ভিডিও দেশে বিদেশে নেটে সবজায়গায়। আমি শুধু চিন্তা করি প্রভার সন্তানদের জন্য। ওদের চোখে যেন কোনোদিন এই ভিডিও ক্লিপগুলো না পড়ে।
আল্লাহ রাব্বুল আলামীন যেন এই দয়াটুকু উনার সন্তানদের করেন।


++++++++++


হয়ত দেখবেন ওদের সন্তান এমন হবে, যে আজ থেকে ২০/২৫ গর্ব করে বন্ধুদের বলবে জানিস আমার মা না যে হার্নি ছিল :( :( :( :(

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫

ইউরো-বাংলা বলেছেন: আপনার সুচিন্তিত মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩১

মোঃ আনারুল ইসলাম বলেছেন: গুড পুস্টো।।।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩

কবিরাজমশাই বলেছেন: লিভ টুগেদার এবং ভিডিও এখন হালের ফ্যাশন ।




১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮

ইউরো-বাংলা বলেছেন: হালের ফ্যাশন ও BAL-এর ফ্যাশনের মধ্যে পার্থক্যগুলো বলতে পারবেব কি ?

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬

মোমেরমানুষ৭১ বলেছেন: এই কিবরিয়াটা কিছু দিন আগেও কওমী মাদরাসা বিরুদ্ধে প্রপাগন্ডা করতে গিয়ে আমাইন্না চোরের কাহীনি সাজিয়েছে।

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৫

ইউরো-বাংলা বলেছেন: এই হারামীটারে মখা আলমগীরের মতো মেহমানদারী করা হোক।

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০০

ঢাকাবাসী বলেছেন: ভালো মানুষের পোষ্ট!

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০০

কবিরাজমশাই বলেছেন:
হালের ফ্যাশন ও BAL-এর ফ্যাশনের মধ্যে পার্থক্যগুলো আমি জানি না।

আপনি যদি জেনে থাকেন বলেন জানতে চাই ।


২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৭

ইউরো-বাংলা বলেছেন: গবেষনা হচ্ছে, সময়মত দেশ ও জাতি জানতে পারবে ;)

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২১

িভৃতচারী বলেছেন: খেয়া ঘাট বলেছেন: প্রভার কিছুই হবেনা। প্রভা আরো প্রভা ছড়াবে।
প্রভার ভিডিও দেশে বিদেশে নেটে সবজায়গায়। আমি শুধু চিন্তা করি প্রভার সন্তানদের জন্য। ওদের চোখে যেন কোনোদিন এই ভিডিও ক্লিপগুলো না পড়ে।
আল্লাহ রাব্বুল আলামীন যেন এই দয়াটুকু উনার সন্তানদের করেন।

আমিন।

৯| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৭

হেডস্যার বলেছেন:
পোষ্ট নিয়া কিছু বলার নাই।

খালি খেয়া ঘাটের কমেন্টে +

১০| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৯

শিপু ভাই বলেছেন: খালি খেয়া ঘাটের কমেন্টে +

১১| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৯

ড. মোস্তাফিজুর রহমান বলেছেন: সমাজকে ডুবাবে এরা কিন্তু কোন দায়িত্ব নেবেনা। ভিডিও অন্য গ্রহে আর স্পেসে পাওয়া যাবে। থিওরী আছে শুধু বাস্তবিক প্রযুক্তির অপেক্ষা। তখন কি উপদেশ দেবেন?

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬

ইউরো-বাংলা বলেছেন: তথাকথিত প্রগতিশীলরা বলতে পারবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.