নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো বদলে যাই . . .

ইউরো-বাংলা

সবাই ভালো থাকুন।

ইউরো-বাংলা › বিস্তারিত পোস্টঃ

এরশাদের নতুন প্রেমিকা কে এই সাথী ?

২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪০



ভেলকি দেখাচ্ছেন হুমু এরশাদ। সিএমএইচ থেকে বারিধারার বাসায় ফেরার পর তার বাড়িতে সারাক্ষণই দেখা যাচ্ছে সাথী নামের এক তরুনীকে। রাজধানীর একটি মহিলা কলেজের ছাত্রী সাথী নাকি রাতযাপনও করছেন এরশাদের প্রেসিডেন্ট পার্ক ভবনে। একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, ওই বাড়িতে শুধু বসবাস করা নয়, রীতিমতো গৃহকর্মীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সাথী।



তবে কি এরশাদ আবারও বিয়ে করেছেন? সাথীর সঙ্গে তাঁর কীসের সম্পর্ক। প্রেসিডেন্ট পার্কে যাতায়াতকারী জাতীয় পার্টির নেতাকর্মীদের মনে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সারাক্ষণ।



এরশাদের প্রথম স্ত্রী রওশন এরশাদ নানা ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে তাঁর সঙ্গে আছেন ঠিকই। পরবর্তীতে মেরি মমতাজকে বিয়ে করলেও ঘর করা হয়নি তাদের। ‘বান্ধবী’ জিনাত মোশাররফকে এরশাদ বিয়ে করেছিলেন বলে জোর গুজব ছিল। দু’জন কোনো দিন বিষয়টি অস্বীকার করেননি।



এরপর মেধাবী তরুণী বিদিশাকে বিয়ে করেন এরশাদ। তাদের ঘরে জন্ম হয় এরিকের। কিন্তু চারদলীয় জোট সরকারের আমলে বিএনপির সঙ্গে আঁতাতের অংশ হিসেবে বিদিশাকে শুধু তালাকই দেননি এরশাদ, নানাভাবে হয়রানিও করেছেন।



বিবাহ বহির্ভূত অসংখ্য নারীর সঙ্গে হুমুএরশাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় মুখরোচক আলোচনা আছে। এরশাদ কখনো বিষয়টি এড়িয়ে গেছেন। আবার কখনো মুচকি হেসে কার্যত বিষয়টি স্বীকারই করে নিয়েছেন।



সূত্র : ফেবু ও বাংলাদেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৭

shapon বলেছেন: পুরুসের কাজ করলেন শুধু তেতুল নিয়ে কথা বলে লাপ কি?

২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৩

ইউরো-বাংলা বলেছেন: আরো খোলাশা করে বলুন . . .

২| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫২

ক্ষমতাসীন দল বলেছেন: কোন দরদী ব্যবসায়ী হয়তো ব্যবসায় লগ্নী করেছেন ।

২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৩

ইউরো-বাংলা বলেছেন: B:-)

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ফাউল পোষ্ট।

২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২২

ইউরো-বাংলা বলেছেন: যতকিছুই বলুন, ঘটনা কিন্তু সত্যি ;)

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৭

স্বপ্ন বাংলা বলেছেন: পিতার দৃষ্টিতেও'ত দেখতে পারে ? কেন আপনারা বেচারার পেছনে লেগেছেন !! আপনারা পঁচা :D :D :D

২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৪

ইউরো-বাংলা বলেছেন: =p~ =p~ =p~

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৬

ঢাকাবাসী বলেছেন: আচ্ছা এতে অসুবিধাটা কি?

৬| ২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

খেলাঘর বলেছেন:

এদএশের মানুষ বাংলাদেশ স্বাধীন করেছিল এরশাদ, হাসিনা ও খালেদার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.