নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো বদলে যাই . . .

ইউরো-বাংলা

সবাই ভালো থাকুন।

ইউরো-বাংলা › বিস্তারিত পোস্টঃ

মুজিবুল হক এটা কি করলেন !

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০০

বেশি বয়সে বিয়ের সিদ্ধান্ত নিলেও হাস্যরসে যেন কোন অংশেই পিছিয়ে নেই সাতষট্টি (৬৭) বছর বয়সী এই ‘যুবক’! কনে হনুফা আক্তার রিক্তা (২৯) আলাদা একটি মঞ্চে বসা, মুখে লাজুক হাসি।

কুশল বিনিময়ের এক পর্যায়ে মন্ত্রী সাংবাদিকদের বললেন, “আমি নেত্রীর (শেখ হাসিনা) কাছে গতকালও দোয়া নিয়ে এসেছি। তিনি আমাকে দোয়া করেছেন যাতে বিয়ের সব অনুষ্ঠান সুন্দরভাবে হয়।” =p~
“আমার নেত্রী দোয়া করার পর দলীয় নেতারা সবাই খুশি, দেশবাসীও খুশি, এর কারণ দেশের মানুষ আমাকে স্নেহ ও মমতা করে।” =p~ =p~
পাত্রপাত্রী দুজনেরই বাড়ি কুমিল্লায়। সেখানে শুক্রবার বিয়ের জন্য আয়োজন চলছে পুরোদমে। :-P কুমিল্লাবাসি সকলকে আমন্ত্রন জানানো হয়েছে।

হলুদ অনুষ্ঠানের পরিকল্পনা হবু স্ত্রীর সঙ্গে আলাপ করে একসঙ্গে করা হয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, “আমাদের পরিবার ও রিক্তাদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী একসঙ্গে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।”


মুজিবুল হক আগেই জানিয়েছেন, পাত্রী মাস্টার্স পাস, তার সঙ্গে পরিচয় বছর তিনেক আগে। এতোদিন প্রেম ভালবাসার মধ্যেই সিমাবদ্ধ ছিল যা বিয়ের মাধ্যমে সমাপ্তি ঘটছে।

বিয়ের পর বৌভাতের আয়োজন করা হয়েছে আগামী ১৪ নভেম্বর শুক্রবার। অনুষ্ঠান হবে জাতীয় সংসদ ভবন চত্বরের এলডি হলে। এছাড়া ১৬ নভেম্বর কুমিল্লায় নিজের এলাকায় আলাদাভাবে বধূ বরণের ব্যবস্থা করা হয়েছে। কুমিল্লাবাসি সকলকে আমন্ত্রন জানানো হয়েছে।

১৯৪৭ সালের ৩১ মে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন মুজিবুল হক।

শেখ হাসিনার গত সরকারের শেষ দিকে ২০১২ সালে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এবারও রেলপথের দায়িত্ব তাকেই দিয়েছেন প্রধানমন্ত্রী।

বুড়ো বয়সে বিয়ে করে উনি এখন অনেকের কাছেই হাস্যরসে পরিনত হচ্ছেন। তার দলের ভিতর থেকেই অনেকে বলছে এই বিয়ে বেশিদিন টিকবে না।

সূত্র : বিডি নিউজ ২৪

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২৩

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: বিয়ে বেশিদিন টিকবে না কেন??? বুড়ো বয়সে বিয়ে করলে কি বিয়ে টেকে না???

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২৯

ইউরো-বাংলা বলেছেন: বউয়ের যদি জৈবিক চাহিদা থাকে তাহলে কোনক্রমেই টিকবে না।

২| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩২

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: আরে ভাই জৈবিক চাহিদা তো সবারই থাকবে, এটাতো স্বাভাবিক। এটার সাথে বিয়ে টেকার কি সম্পর্ক । মন্ত্রী যদি শারিরীকভাবে সুস্থ থাকেন এটা কোনো ব্যাপার না।

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৮

ইউরো-বাংলা বলেছেন: উনার বয়স কত জানেন, এক পা অলরেডি কবরে। বাংলাদেশের মানুষ গড়ে কত বছর বাঁচে জানেন ?

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৩

ইউরো-বাংলা বলেছেন: উনি ৬৯ বছর যেহেতু নুপুংসুক ছিলেন। জীবনের শেষ সময়ে এসে জৈবিক চাহিদা মিটিয়ে স্ত্রীকে খুশি করতে পারবে কি পারবে না তা সামান্য একটু লজিক খাটালেই বুঝা যায়।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩২

ইমরান আশফাক বলেছেন: আমি কই ছিলাম গো!

৪| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৫

রাজা মশাই বলেছেন: কি যে কমু, আমার নানার বয়স ৬২ বছর। নানী মারা গেছেন। রেলমুন্ত্রী যদি ৬৭ বছরে বিয়ে করতে পারেন তাইলে আমার নানা ....... ডট ডট ডট

৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৬

ইউরো-বাংলা বলেছেন: করিয়ে দিন, নানাজান বাদ থাকবে কেনো :)

৫| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩১

সাজিদ ঢাকা বলেছেন: অভিনন্দন মন্ত্রিকে , আমি তো কোন সমস্যা দেখতেসি না

৬| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫১

নতুন বলেছেন: লেখক বলেছেন: উনি ৬৯ বছর যেহেতু নুপুংসুক ছিলেন। জীবনের শেষ সময়ে এসে জৈবিক চাহিদা মিটিয়ে স্ত্রীকে খুশি করতে পারবে কি পারবে না তা সামান্য একটু লজিক খাটালেই বুঝা যায়।

আপনি এতো কিছু কেমনে জানলেন?

মানুষের ব্যক্তিগত ব্যপারে আমরা বেশি নাক গলাই...
অভিনন্দন মন্ত্রিকে ,তারা দুইজন মিলা সিদ্ধান্ত নিছে... আমাদের এতো চিন্তার কি আছে...

৭| ৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:০৭

খেলাঘর বলেছেন:


সুখী হোক।

তবে, বাংলাদেশের মেয়েদের জন্য ভালো উদাহরণ নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.