![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিমু না পরিচয়, তার জন্যে মনে ব্যাথা পাইয়েন না
পাদ বা বায়ুত্যাগ , আলোচনার জন্যে অতীব নোংরা বিষয়, তবু একটু আলাপ করতে ইচ্ছে হলো । কাহিনীর সূত্রপাত আসলে আমার রুমমেটদের থেকে , তারা প্রতিদিন ঘুমের মধ্যে ভীষন জোরে পাদ মারতে থাকে । তো হঠাৎ করেই মাথায় ঢুকল যে আচ্ছা পাদ দিলে এত জোরে আওয়াজ হয় কেন? আর এই জিনিসটাই বা কিভাবে তৈরী হয়? ফলস্বরুপ ইন্টারনেট সার্চ দিয়ে মাত হয়ে গেলাম একদম ।
এটা আসলে আমাদের পেটের ভেতর আটকে পড়া বাতাসের জন্যে ঘটে । এই বাতাসের কিছু অংশ আমরা পান করা অথবা চিবানোর সময় গ্রহণ করি , কিছুটা আমাাদের রক্ত থেকে অন্ত্রে চুইয়ে চুইয়ে প্রবেশ করে , আবার কিছু বাতাস পাকস্থলির ভেতরে রাসায়নিক বিক্রিয়ার সময় উৎপন্ন হয় ।
পাদ জিনিসটার উপাদান গুলো জানতে চান ? ৫৯ ভাগ নাইট্রোজেন, ২১ ভাগ হাইড্রোজেন, ৯ ভাগ কার্বন ডাই অক্সাইড, ৭ ভাগ মিথেন আর ৪ ভাগ অক্সিজেন , ব্যস । ভাবছেন শুধু এই টুকুই ? নাহ ! আরো একটু বাকি আছে , সেটা হল ১ ভাগ হাইড্রোজেন সালফাইড । পচা ডিম যদি নেড়েচেড়ে থাকেন তাহলে হাইড্রোজেন সালফাইড সম্পর্কে ধারণা পাবেন । জি জনাব, দুর্গন্ধযুক্ত পাদের জন্যে এনার মধ্যে থাকা সালফারই দায়ী ।
এবার আসেন আওয়াজের ব্যপারে আসি । আওয়াজ বেশি হবে না কম হবে তা আসলে বাতাসের কত জোরে নির্গমন হবে তার উপর নির্ভর করে । বাতাস বের হওয়ার সময় পায়ু ছিদ্রের কম্পনের কারনে পাদের আওয়াজ শুনতে পাই আমরা । পায়ু পথের মাংসপেশীর নমনীয়তাও একটা মুখ্য বিষয় ।
এবার আসি পাদের দুর্গন্ধ হওয়ার কারণ গুলো সম্পর্কে , সাধারনত সালফারযুক্ত খাবার খাওয়ার কারণেই পাদে বেশী দুর্গন্ধ হয় । সীম , কপি , পনির , সোডা , ডিম ইত্যাদি সালফার সমৃদ্ধ খাবার খেলে দুর্গন্ধের পরিমান বাড়ে । ভেবে দেখেন , কোথাও যাওয়ার সময় জ্যামে আটকে আছে বাস, প্রচন্ড গরমে বাস ভর্তি মানুষের মাঝ খানে কেউ একজন এমন একটা পাদ দিল, তখন সবার ফিলিংস কেমন হবে ?
দিনে একজন মানুষ গড়ে ১৪ বার বায়ুত্যাগ করে থাকে । পুরুষ এবং নারী ভেদে এই পরিমান একই , যদিও কিছু কিছু নারী এটা অস্বীকার করেন । দেখা গেছে যে , একই ধরনের খাবার গ্রহণের পর কিছু ক্ষেত্রে মহিলারা পুরুষের তুলনায় একটু বেশি বায়ু ত্যাগ করেন । গানিতিক ভাবে হিসেব করে দেখা গেছে যে একজন ব্যক্তি যদি একটানা ৬ বছর ৯ মাস বায়ু ত্যাগ করেন তার ফলে যে গ্যাস তৈরী হবে তা একটি আণবিক বোমার শক্তির সমান ।
কেউ পাদ দেয়ার ১০ থেকে ১৫ সেকেন্ড পরে আ্মরা গন্ধ পেয়ে থাকি । অর্থাৎ ফিজিক্সের হিসেবে পাদের গতিবেগ ১০ ফিট/সেকেন্ড ।
এই পাদ কিন্তু দাহ্য ক্ষমতা যুক্ত , উপরে দেয়া আছে যে এতে মিথেন এবং হাইড্রোজেন আছে , এগুলো কিন্তু উচ্চ ক্ষমতা সম্পন্ন দাহ্য পদার্থ । সেজন্যে আপনি একটা পরীক্ষা করে দেখতে পারেন আপনার বন্ধুদের নিয়ে, উনারা পাদ দিবে আর আপনি একটা করে ম্যাচের কাঠি জ্বালবেন । তবে পাদ আটকে রাখা রাখা ক্ষতিকর হতে পারে ,হজমে সমস্যা সহ অনেক সমস্যা সৃষ্টি হতে পারে ।
©somewhere in net ltd.