|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
এক দশকের চেয়ে বেশী কিছু সময় আগে এনার্জি ড্রিংক বলে বাংলাদেশের বাজারে কিছু ছিল না (যতদূর মনে পড়ে)। ১৯৯৬/৯৭ সালে আমি প্রথম এই বস্তুর সাথে পরিচিত হই। তখন দেশের বাইরে ছিলাম। আমার প্রথম পান করা এনার্জি ড্রিংক ছিল Magic. এরপর Redbull. Redbull কোম্পানীর সেই লেবনানী (লেবাননী) মেয়েদের বক্ষদেশ আর পশ্চাদ প্রদর্শন করে বিভিন্ন শপিংমলে দাড়িয়ে ফ্রি Redbull বিতরণ আমি আজো ভুলতে পারিনা। আমার সৌভাগ্য হয়েছিল তাদের হাতের স্পর্শ  পাওয়া একটা Redbull পান করার । বড় বড় বিল বোর্ডে মোহনীয় বিগ্গাপন আর মন কারা সব বর্ণনা আমাকে আর্কৃষ্ট করেছিল। বেশ কিছু দিন পান করেছি আবার ছেড়েও দিয়েছি এসব। "পানে যেন প্রাণ ফিরে পাই" এমন একটা ভাব জাগতো মনে। 
এনার্জি ড্রিংক কি?
এনার্জি ড্রিংক এক জাতীয় পানীয় যা পানে শরীরের সাময়িক স্টামিনা ও কর্মদক্ষতা বাড়িয়ে দেয়। এনার্জি ড্রিংক কি সত্যি শরীরে এনার্জি বাড়ায়? 
এনার্জি ড্রিংক কত প্রকার ?
কিছু এনার্জি ড্রিংক বিশেষভাবে তৈরী হয় খেলোয়াড়দের জন্য। কিন্তু অধিকাংশ তৈরী হয় আমজনতার কথা মাথায় রেখে। আজকাল কিছু কম্পানি যৌন শক্তি বৃদ্ধির জন্য এনার্জি ড্রিংক তৈরী করছে। যা খেলে ইহুম্.. ইহুম্.. 
এনার্জি ড্রিংক তৈরীর মূল উপাদান কি কি ? 
এনার্জি ড্রিংক মূলত চিনি (Sugar), কেফিন (Caffeine), টাউরিন (Taurine),  গ্লোকোরোনোলেকটন (glucuronolactone) , ephedrine, guarana and ginseng  নামক পদার্থ দিয়ে তৈরী হয়। কিছু কিছু কম্পানির এনার্জি ড্রিংক গুলোতে opium poppy seed extract or ephedrine এর উপস্হিতি লক্ষ্য করা যায়। 
সাময়িক শক্তি জোগালেও কিন্তু আসলে কি হচ্ছিল ভিতরে?  আসুন আজ আমরা জেনে নেই এনার্জি ড্রিংক এর আসল মাজেজা কি?
এ নিয়ে দেশ বিদেশের পত্র পত্রিকায় বিস্তর লেখা লেখি হয়েছে। সবাই কম বেশী জানে। বিভিন্ন দেশের বিভিন্ন গবেষকগণ সর্তক করেছে। তবুও আমরা এড়িয়ে যাই।  তারপরও লিখলাম সবাইকে আবার সর্তক করার জন্য।
এ সমস্ত ড্রিংক গুলোতে মাত্রাতিরিক্ত চিনি (Sugar), কেফিন (Caffeine) এবং টাউরিন (Taurine) নামক পদার্থ থাকে যা শরীরের ডায়াবেটিস, হার্ট এট্যাক , ব্লাড প্রেসার ও কিডনী ফেইলরের ঝুকির মাত্রা বাড়িয়ে দেয়। মাত্রাতিরিক্ত কেফিন (Caffeine) সেবনকারী প্রতিদিন কেফিন পান না করলে প্রচন্ড মাথা ব্যাথা, ডিপ্রেশন (Depression) ও নার্ভাসনেসে ভুগেন। বুঝতে পারছেন কেন একবার অভ্যাস হয়ে গেলে প্রতিদিন মন চায় পান করতে। 
গবেষনায় দেখা গেছে, এনার্জি ড্রিংক গুলোতে ব্যবহৃত কেফিন এর পরিমান ১৬ বছরের নীচে ছেলে মেয়েদের জন্য  বিপদজনক। পাশাপশি গর্ভবতী মহিলা ও দূর্বল চিত্তের লোকদের তো বটেই।
টাউরিন (Taurine) , গ্লোকোরোনোলেকটন (glucuronolactone) নামক পদার্থ আমাদের শরীরে এমনিতে তৈরী হয়। টাউরিন (Taurine) এটি একটি এমিনো এসিড (Amino acid) জাতীয় । এনার্জি ড্রিংক গুলোতে প্রচুর পরিমানে এ এসিড ব্যবহার হয়। যার অতিরিক্ত উপস্হিতি শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।
আমরা অনেকে শরীরের পানির চাহিদা পূরণ করতে এনার্জি ড্রিংক পান করি। মনে করি পানির চাহিদা ও মিটলো বাড়তি কিছু এনার্জি ও যোগ হলো। এ ধারনা একদম ভুল। এনার্জি ড্রিংক আপনার শরীরে বাড়তি কিছু স্টামিনা বাড়ালেও পানির অভাব পূরন করতে পারে না । আপনার নিজের অজান্তে আপনার শরীরে dehydration তৈরী করে।
বুঝতে পারছেন এনার্জি ড্রিংক এর নামে আমাদের কি ক্ষতি করা হচ্ছে। পান করার আগে একবার ভাবুন।
 ১৮ টি
    	১৮ টি    	 +২২/-০
    	+২২/-০২|  ২২ শে জুলাই, ২০১০  রাত ১২:০৩
২২ শে জুলাই, ২০১০  রাত ১২:০৩
হাসান মাহবুব বলেছেন: রেড বুল ভালা পাই।
৩|  ২২ শে জুলাই, ২০১০  রাত ১২:০৫
২২ শে জুলাই, ২০১০  রাত ১২:০৫
মএসএইসভূইয়া বলেছেন: আমার প্রথম পান করা এনার্জি ড্রিংক ছিল Magic. এরপর Redbull. Redbull কোম্পানীর সেই লেবনানী (লেবাননী) মেয়েদের বক্ষদেশ আর পশ্চাদ প্রদর্শন করে বিভিন্ন শপিংমলে দাড়িয়ে ফ্রি Redbull বিতরণ আমি আজো ভুলতে পারিনা। 
luis........
৪|  ২২ শে জুলাই, ২০১০  রাত ১২:০৬
২২ শে জুলাই, ২০১০  রাত ১২:০৬
মএসএইসভূইয়া বলেছেন: আমার প্রথম পান করা এনার্জি ড্রিংক ছিল Magic. এরপর Redbull. Redbull কোম্পানীর সেই লেবনানী (লেবাননী) মেয়েদের বক্ষদেশ আর পশ্চাদ প্রদর্শন করে বিভিন্ন শপিংমলে দাড়িয়ে ফ্রি Redbull বিতরণ আমি আজো ভুলতে পারিনা। 
luis........alam
৫|  ২২ শে জুলাই, ২০১০  রাত ১২:১১
২২ শে জুলাই, ২০১০  রাত ১২:১১
সূর্য রশ্মি বলেছেন: ভালো লাগল। প্রিয়তে রাখলাম।
৬|  ২২ শে জুলাই, ২০১০  রাত ১২:১৬
২২ শে জুলাই, ২০১০  রাত ১২:১৬
নুভান বলেছেন: আমি গ্যাটোরেড ভালা ফাই 
৭|  ২২ শে জুলাই, ২০১০  রাত ১২:২৩
২২ শে জুলাই, ২০১০  রাত ১২:২৩
আলী প্রাণ বলেছেন: হাদা মিয়া মিয়া পোস্ট....
শুকরান হাবিবি...
+
৮|  ২২ শে জুলাই, ২০১০  রাত ১২:২৪
২২ শে জুলাই, ২০১০  রাত ১২:২৪
বুড়ো বলেছেন: ভালো লেখা।
৯|  ২২ শে জুলাই, ২০১০  রাত ১২:২৮
২২ শে জুলাই, ২০১০  রাত ১২:২৮
রাজসোহান বলেছেন: হাসান মাহবুব বলেছেন: রেড বুল ভালা পাই।
১০|  ২২ শে জুলাই, ২০১০  রাত ১২:৪২
২২ শে জুলাই, ২০১০  রাত ১২:৪২
দুখী মানব বলেছেন:  এনার্জি ড্রিংক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।      
 
১১|  ২২ শে জুলাই, ২০১০  রাত ১২:৫৬
২২ শে জুলাই, ২০১০  রাত ১২:৫৬
বিডি আইডল বলেছেন: জীবনে এই পর্যন্ত কোন এনার্জি ড্রিংক্স খাইবার দুর্ভাগ্য হইলো না...পুরাই আপসুস!
১২|  ২২ শে জুলাই, ২০১০  রাত ২:৩৪
২২ শে জুলাই, ২০১০  রাত ২:৩৪
একলোটন বলেছেন: দুখী মানব বলেছেন: এনার্জি ড্রিংক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 
বিডি আইডল বলেছেন: জীবনে এই পর্যন্ত কোন এনার্জি ড্রিংক্স খাইবার দুর্ভাগ্য হইলো না...পুরাই আপসুস! 
ভালো জিনিসে হাত চালাইছেন।খুব দরকারি লেখা।সচেতনতা বাড়ান।+
১৩|  ২২ শে জুলাই, ২০১০  ভোর ৪:৫৫
২২ শে জুলাই, ২০১০  ভোর ৪:৫৫
সবুজ-ভাই বলেছেন: ক্যাফিন শরীরের অনেক ক্ষতি করে, কোকাকোলাতেও ক্যাফিন এর পরিমান বেশী যা কি না ক্ষতিকর ও বটে।
১৪|  ২২ শে জুলাই, ২০১০  ভোর ৪:৫৬
২২ শে জুলাই, ২০১০  ভোর ৪:৫৬
অরণ্য সৌভিক বলেছেন: হাসান মাহবুব বলেছেন: রেড বুল ভালা পাই।
১৫|  ২২ শে জুলাই, ২০১০  দুপুর ২:০৫
২২ শে জুলাই, ২০১০  দুপুর ২:০৫
রিফাত হোসেন বলেছেন: অস্ট্রিয়াতে এক সরকারী কর্মচারী মহিলা রেড বুল পান করতে করতে একদিন মারা যায় । পরে ময়না তদন্তে রেডবুল এর কেফিন ধরা পরলে তার পরিবার ক্ষতিপূরণ মামলা করে ।
১৬|  ২২ শে জুলাই, ২০১০  দুপুর ২:৩৫
২২ শে জুলাই, ২০১০  দুপুর ২:৩৫
খাইছি ধরা বলেছেন:   
   
   
 
১৭|  ২২ শে জুলাই, ২০১০  বিকাল ৩:৪৮
২২ শে জুলাই, ২০১০  বিকাল ৩:৪৮
গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম বলেছেন: এইদশের শার্ক, স্পীড, ব্ল্যাক হর্স, টাইগার ইত্যাদিতে কি এত উপাদান থাকে। আমার মনে হয় না শুধু গ্লুকোজ ছাড়া আর কিছু আছে।
শুধু চিনি বা গ্লুকোজ গুলানো পানি খাইতে আমার আপত্তি নাই ...  
 
১৮|  ২৭ শে জুলাই, ২০১০  বিকাল ৫:২৭
২৭ শে জুলাই, ২০১০  বিকাল ৫:২৭
স্পাইডারওয়েব বলেছেন: আপনি কি মডু? আপনি আইলেন আর জেনারেল হলুম দাদা
©somewhere in net ltd.
১| ২২ শে জুলাই, ২০১০  রাত ১২:০২
২২ শে জুলাই, ২০১০  রাত ১২:০২
সার্জন বলেছেন: সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এনার্জি ড্রিংক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 
  