নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জামাই

বাংলার জামাই › বিস্তারিত পোস্টঃ

নতুন প্রজাতির ডিম পাড়া মুরগি আবিষ্কার

১৩ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪১

সম্প্রতি নতুন জাতের ডিমপাড়া (লেয়ার)
মুরগি উদ্ভাবন করেছে বাংলাদেশ প্রাণিসম্পদ
গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)। উদ্ভাবিত এই
নতুন জাতের মুরগির নাম
দেওয়া হয়েছে ‘বিএলআরআই লেয়ার স্ট্রেইন-২’
বা ‘স্বর্ণা’।
বিএলআরআই জানায়, স্বর্ণা মুরগির উদ্ভাবক মো.
নজরুল ইসলাম। তিনি বিএলআরআইয়ের
মহাপরিচালকও। নতুন জাতের মুরগি উদ্ভাবনের
গবেষণায় আরও রয়েছেন বিএলআরআইয়ের গবেষক মো.
রাকিবুল হাসান ও মো. আবদুর রশিদ।
বিএলআরআই কর্তৃপক্ষের দাবি,
খামারপর্যায়ে মুরগিটি লালন-পালন করে এর
উৎপাদনদক্ষতা যাচাই করা হয়েছে। আশাব্যঞ্জক ফল
পাওয়া গেছে। এ ছাড়া মুরগিটি দেশের বিভিন্ন
এলাকায় মাঠপর্যায়ে যাচাই করা হচ্ছে।
বিএলআরআই জানায়, গত বৃহস্পতিবার বরিশালের
বাবুগঞ্জের হিজলারপুলে একটি মাঠ দিবসের
আয়োজন করে প্রতিষ্ঠানটি। এতে মো. নজরুল ইসলাম
মুরগিটির বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেন।
মো. নজরুল ইসলাম প্রথম আলোর কাছে দাবি করেন,
এই মুরগির বিশেষ গুণাগুণ হলো, এক দিন বয়সের
বাচ্চার গায়ের রং দেখেই এটি মোরগ না মুরগি,
তা শনাক্ত করা যায়। এটি ১০০ সপ্তাহ পর্যন্ত
লাভজনক হারে ডিম উৎপাদন করে। ডিমের
রং বাদামি এবং আকারে বড়।
এই মুরগি পালন করে খামারিরা কীভাবে লাভবান
হবেন, এ বিষয়ে ওই অনুষ্ঠানে দিকনির্দেশনা দেন
বিএলআরআইয়ের মহাপরিচালক।
মো. রাকিবুল হাসান জানান,
বর্তমানে খামারে যেসব
মুরগি বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়, সেগুলো ৮০
সপ্তাহ পর্যন্ত লাভজনক হারে ডিম উৎপাদন করে।
নতুন উদ্ভাবিত মুরগিটি প্রাণিসম্পদ অধিদপ্তর ও
ব্রিডিং কোম্পানিগুলোর
মাধ্যমে দেশব্যাপী ছড়িয়ে দিতে পারলে খামারি
হবেন বলে মত দেন অনুষ্ঠানে উপস্থিত
বিশেষজ্ঞরা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.