নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমি

এটাকেই বোধহয় জীবন বলে

নোবেলজয়ী

অতি সাধারন একজন মানুষ। বন্ধুদের সাথে আড্ডা, পড়াশোনা, টিভি দেখা এসব সাধারণ কাজ ছাড়া আর কিছুই করি না। পছন্দ করি গান, কিন্তু গান গাইতে পারি না। অভিনয় করতে পারি না, কিন্তু ছবি দেখতে ভালো লাগে। ছোটকালে খুব ছিচকাঁদুনে ছিলাম, বড়কালে হয়েছি ঠিক এর উল্টোটা।

নোবেলজয়ী › বিস্তারিত পোস্টঃ

সাইফুল্লাহ হুজুরের বিশেষ শাস্তি ----- একটি সিম্পল ছোট গল্প

০৮ ই জুন, ২০০৮ রাত ১২:৩০

হাজিপারা উলুম মাদ্রাসার ছোট হুজুর মো: সাইফুল ইসলাম সাইফুল্লাহ এর সামনে দন্ডায়মান অবস্থায় তার ১০-১১ বছর বয়স্ক ছাত্র মো: মোশাররফ হোসেন (উচ্চারন: হোষেন) সুরা বলছে। ভয়ে ছাত্রের হাটু দুখানা একটু একটু কম্পমান, ঠিক যেমনি ছোট হুজুরের শরীরের ভিতরের প্রতিটি রক্তকণিকা, প্রতিটি কোষ উত্তেজনায় কম্পমান। ছোট হুজুরের শরীরের এহেন উত্তেজনার জন্য দায়ী তার মস্তিষ্কে বহমান চিন্তা। চিন্তার বিষয়: গত তিন দিন আগে হঠাৎ করে গ্রামের বাড়ি গিয়ে তিনি যে বিয়ে করে এলেন, সেই বিয়ের প্রথম রজনীর উত্তেজনাকর স্মৃতী। এহেন চিন্তার ফলে তার রক্ত কণিকায় যেই কম্পন চলছিল তার প্রকাশ স্বরুপ তার লুঙ্গির সামনের অংশের সমভুমি তে একটি পর্বতের জাগরন ঘটল।



"চুপ ব্যাত্তমিজ..."



ছোট হুজুর হুংকার দিয়ে উঠেন। আপাতদৃষ্টিতে হুংকারের কারন হিসেবে ছাত্র মোশাররফ হোসেনের সুরা পাঠে ভুল উচ্চারন কে দায়ী করা যায়। হুংকার শুনে মোশাররফের হাটুস্থ কম্পন বৃদ্ধি পেল। সাইফুল্লাহ হুজুরের চোখে কেমন যেন এক ধরনের ঘোর লাগা অবস্থা দৃষ্টিত হয়। মোশাররফ সেই দিকে তাকিয়ে হতাশ বোধ করে। তার মধ্যে এখন ভয়ের বদলে হতাশার ছাপ, পুরোনো ঘটনার পুনরাবৃত্তির হতাশা। তার চোখ হঠাৎ ছোট হুজুরের লুঙ্গিতে উদিত পর্বতের দিকে যায়, তা দেখে মেশাররফ সহজেই বুঝতে পারে এখন তাকে ছোট হুজুর বিশেষ শাস্তি দিতে পাশের ঘরে নিয়ে যাবেন। ছোট হুজুর চিকন বেত টা হাতে নিতে নিতে বলেন,



"আল্লাহ পাকের পাক কালাম পরতে ভুল করস? কেন, শিখাই নাই তোরে? ব্যাত্তমিজ..."



এই ডায়লগ শুনার দের মিনিট পার হওয়ার পর ইয়াসিন সুরা মুখস্তরত বাকি ছাত্ররা পাশের ছোট্ট কামরার বদ্ধ দরজার ওপার থেকে "উমমম" ধরনের শব্দ শুনে। শব্দ একই কিন্তু তা যে দুটি ভিন্ন ভোকাল কর্ড থেকে উৎপন্ন হচ্ছিল তা বুঝতে ছাত্রদের কোন সমস্যা হয় না। কি অদ্ভুত ব্যাপার! একই শব্দ-একই সুর, অথচ একটি শব্দে চাপা বেদনা আর একটি শব্দে আমোঘ আনোন্দের স্পষ্ট ছাপ পাওয়া যায়।



তিনশ-সারে তিনশ সেকেন্ড পরে বিষন্ন ও ভগ্ন চেহারা নিয়ে মোশাররফ কে পাশের কামরা থেকে বের হয়ে আসতে দেখা যায়, তার পিছনে ছোট হুজুর সাইফুল্লাহ তার লুঙ্গির বাধন শক্ত করতে করতে আসছিলেন। তার মুখে তৃপ্তি তৃপ্তি ভাব, কিন্তু গলায় বিরক্তি নিয়ে তিনি বিরবির করে বলছেন



"আল্লাহ পাকের পাক কালাম, আর তুরা এমুন মনযোগ সারা পরস...কত গুনা হইতাসে হেইডা চিন্তা করসস? গুনার ভাগিদার তো আমারেও বানাবি..."



মোশাররফ তার যায়গায় গিয়ে বসে পরে। এখন তার মুখের ভাব খুব স্বাভাবিক। সে আল্লাহ'র পাক কালাম মনযোগ সহকারে মুখস্ত করতে তার সমস্ত ইচ্ছাশক্তি নিয়োগ করে।

মন্তব্য ৭০ টি রেটিং +৪৯/-২৩

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০০৮ রাত ১২:৩৩

হ্যারি সেলডন বলেছেন: বাস্তবতার কঠিন চিত্রায়ন।

০৮ ই জুন, ২০০৮ রাত ১২:৩৫

নোবেলজয়ী বলেছেন: ধন্যবাদ হ্যারি ভাই...আমার নিজেরও লিখে খুব স্যাটিসফাইড বোধ হচ্ছে, এটা তৃতীয় ভার্সন, এর আগে দুটা ভার্সন লিখে ফেলে দিয়েছি। শেষ পর্যন্ত এটাকেই প্রকাশ করলাম।

২| ০৮ ই জুন, ২০০৮ রাত ১২:৪২

লেখাজোকা শামীম বলেছেন: এটা মাদ্রাসার বাস্তব চিত্র। এসব গে দের ব্যাপারে আমরা চিরকাল নীরব থেকে গেলাম। ইসলামে সমকামিতার কোন শাস্তি কি নাই ?

০৮ ই জুন, ২০০৮ রাত ১২:৪৯

নোবেলজয়ী বলেছেন: আমার জানামতে ইসলামে সমকামিতা নিষিদ্ধ, তবে আমার ধারনা এইসব হুজুররা "বিশেষ শাস্তি" কে হস্তমৈথুনের চে বেশি কিছু মনে করে না, যদিও আমি যতদুর জানি হস্তমৈথুনও ইসলাম পরিপন্থি। আমার মনে হয় "হুজুর" হওয়ার সুবাদে এরা ধরেই নিয়েছে যে এরা বেহেস্তে যাবেই, আর apparently বেহেস্তে যাওয়াই এদের একমাত্র লক্ষ। আল্লাহ এদের হেদায়েত করুন...

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ০৮ ই জুন, ২০০৮ রাত ১২:৪২

শফিকুল বলেছেন: আপ্নিই নোবেল পাবেন।

০৮ ই জুন, ২০০৮ রাত ১২:৫০

নোবেলজয়ী বলেছেন: আরে না রে ভাই...লজ্জা দিয়েন না।

মাইনাস টা কি আপ্নে দিসেন? ধন্যবাদ।

৪| ০৮ ই জুন, ২০০৮ রাত ১২:৪৪

শফিকুল বলেছেন: C:Documents and SettingsTOWHIDMy DocumentsMy Picturesৎkhaleda zia inaugural.jpg

০৮ ই জুন, ২০০৮ রাত ১২:৫১

নোবেলজয়ী বলেছেন: এইটা কি? :(

৫| ০৮ ই জুন, ২০০৮ রাত ১২:৪৫

দরদী নজরুল বলেছেন: এই সব ছোট হুজুরদের জন্য বিশেষ শাস্তির ব্যবস্হা করা উচিত। পোষ্টে প্লাস আর সব ছোট হুজুরদের মাইনাস।

০৮ ই জুন, ২০০৮ রাত ১২:৫২

নোবেলজয়ী বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ। সহমত

৬| ০৮ ই জুন, ২০০৮ রাত ১২:৪৯

লেখাজোকা শামীম বলেছেন: ইসলামে সমকামিতার শাস্তি কী ? কেউ জানলে বলেন।

০৮ ই জুন, ২০০৮ রাত ১২:৫৫

নোবেলজয়ী বলেছেন: আমার জানা মতে ইসলামে সমকামিতার শাস্তি অতি কঠিন। তাও congenitally homosexual দের কথা নাহয় বাদ দিলাম, কিন্তু এইসব মাদ্রাসীয় হোমো দের কি করা যায়? এদের দ্বারা যারা শিক্ষিত হয় তাদের কাছ থেকে "বোমা মাইরা এক ধাক্কায় বেহেস্তে গিয়া হুর বিয়া করুম" ছাড়া আর কি আসা করা যায়?

৭| ০৮ ই জুন, ২০০৮ রাত ১২:৫৭

দরদী নজরুল বলেছেন: @লেখাজোকা শামীম :
Click This Link

০৩ রা অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৬

নোবেলজয়ী বলেছেন: ....

৮| ০৮ ই জুন, ২০০৮ রাত ১২:৫৬

কানু বলেছেন: হ্যারি সেলডন বলেছেন: বাস্তবতার কঠিন চিত্রায়ন।

০৮ ই জুন, ২০০৮ রাত ১২:৫৭

নোবেলজয়ী বলেছেন: ধন্যবাদ...তবে কপি না মেরে নিজের মন্তব্য দিলে আরেকটু খুশি হতাম।

৯| ০৮ ই জুন, ২০০৮ রাত ১:০০

নোবেলজয়ী বলেছেন: ঘটনা কি? প্লাস মাইনাসের এমন সমতা রক্ষা করতেসে কে? :P

মজা পাইলাম!!!

০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১২:০৯

নোবেলজয়ী বলেছেন: আমিও ;)

১০| ০৮ ই জুন, ২০০৮ রাত ২:১৫

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

এই সত্যগুলো শুনতে খুব তিক্ত হলেও সত্য । এই সত্যটা নিতে পারার মানসীকতা এখনও আমাদের গড়ে উঠেনি । তাই পোস্ট অনেকের কাছে ভালো লাগেনি, তারা মাইনাস দিচ্ছেন ।

কিন্তু সত্যকে জানতে হবে, নিজের শিশু সন্তানটিকে এইসব ছোটহুজুরদের হাত থেকে বাঁচাতে হবে ।

আপনাকে ধন্যবাদ ।

০৮ ই জুন, ২০০৮ সকাল ৮:৪৭

নোবেলজয়ী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১১| ০৮ ই জুন, ২০০৮ রাত ২:১৯

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

ব্যাপারটাতো আসলেই মজার । ৫ নাম্বার প্লাসটা যখন দিলাম মাইনাস তখন ৪,
প্লাস দেওয়ার পরপরই দেখি মাইনাসও ৫ ! !

০৮ ই জুন, ২০০৮ সকাল ৮:৪৮

নোবেলজয়ী বলেছেন: বুইজলেন না? সামহয়ারে ছোট হুজুরের অভাব নাই ;)

এখন আমি কমেন্ট করতেছি সময় প্লাস ৭ টা মাইনাস ৬ টা, এখনই সমতা রক্ষায় কোন এক ছোট হুজুর ঝাপায়া পরবেন আশা করতেছি। :P

১২| ০৮ ই জুন, ২০০৮ রাত ২:৪৮

করবো জয় বলেছেন: সত্যিই দু:খের বিষয়, ভাবতেও যা রুচিতে বাধে তা কিভাবে ইসলামের লেবাসধারীদের পক্ষ থেকে প্রকাশ পেতে পারে। অথচ ইসলাম পরিচ্ছন্নতা শেখায়। পবিত্র কুরআনে সমকামীদের কঠিন শাস্তির বর্ণনা এসেছে।পূর্ববর্তী নবী হযরত লূত (আলাইহিস সালামের) অবাধ্য জাতি এমন অপকর্মে লিপ্ত ছিলো তাই তাদেরকে ভূপৃষ্টকে উল্টিয়ে দিয়ে শাস্তি দেওয়া হয়েছিলো।
আর সমকামিতার ব্যাপারে ইসলামের বিধার সুস্পস্ট। হাদীস শরীফে এসেছে :(( কাউকে সমকামিতায় লিপ্ত পেলে উভয়কে হত্যা করো)) {আবূ দাউদ ও তিরমিজী শরীফে হাদীসটি বর্ণিত হয়েছে}
উভয়কে হত্যা করতে বলা হয়েছে যদি পরস্পর সন্তুস্টচিত্তে এ অপকর্মে লিপ্ত হয়। কিন্তু কাউকে যদি জোরপূর্বক বাধ্য করা হয় তবে মৃত্যুদন্ড়ের বিধান শুধুমাত্র বাধ্যকারীর জন্য।

একটি সমাজিক সমস্যা তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু একটি ঘটনাকে পুজি করে পূরো একটি জনগোষ্টির উপর দোষ চাপানো মোটেও কাম্য নয়।

অপকর্ম যেই করুক ইসলামের বিধান তার ক্ষেত্রে প্রযোজ্য। এ ক্ষেত্রে হুজুর বা অহুজুরের কোন পার্থক্য নেই। ইসলামের নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একদিন একটি চুরির শাস্তি প্রয়োগ করতে গিয়ে বলেন : আল্লাহর কসম! যদি আমার মেয়ে ফাতেমা ও চুরি করত তবে আমি তার হাত কাটতেও কোন দ্বিধা করতামনা।

তবে লেখককে বলবো মন্তব্য করার ক্ষেত্রে যাতে নির্দোষ কেউ আপনার মন্তব্যের আওতায় পড়ে না যায়। বখন কিন্তু আপনি গ্রহণযোগ্যতা হারাতে বাধ্য।

০৮ ই জুন, ২০০৮ সকাল ১০:৫১

নোবেলজয়ী বলেছেন: আমি তো কোন জনগোষ্ঠির উপর দোষ চাপাই নি, কেবল মাত্র একটি উদাহরন দিয়ে মাদ্রাসা শিল্পের একটি "সাধারন" ঘটনা তুলে ধরেছি। সাধারনত হুজুররাই এটি বেশি করে থাকেন, অবশ্যই সবাই এক নন। আর নির্দোষ কাউকেও আক্রমন করেছি বলে মনে হচ্ছে না। তবুও যদি নির্দোষ কেউ আমার মন্তব্যের আওতায় পরেন তবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি।

১৩| ০৮ ই জুন, ২০০৮ রাত ৩:৫৮

হরিসূধন বলেছেন:
ছোট হুজুরদের লিংগ কর্তন করা জরুরী। খাসি সমাজের জন্য উপকারী
না হোক ক্ষতিকারক যে হবে না এতটুকু আশাকরা যায়।

প্লাস।

০৮ ই জুন, ২০০৮ সকাল ৮:৫০

নোবেলজয়ী বলেছেন: ধন্যবাদ হরিসূধন...আপনার ছবি টা সুন্দর

১৪| ০৮ ই জুন, ২০০৮ সকাল ১১:৩৪

ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: আমি ব্যপারটা একদম-ই জানতাম না। খুব নাড়া পেলাম পড়ে। আমার যেটা খুব রাগ লাগলো সেটা হলো, হুজুরদের থেকে বাচ্চাগুলা ভাল-খারাপ শিক্ষা পায়। আর এই মাদ্রাসার বাচ্চাগুলা কি শিক্ষা নিয়ে বড় হচ্ছে! এই শিক্ষা নিয়ে বড় হয় দেখেই এই বাচ্চারা বড় হলে মেয়েদের ধর্ষণ করতে বাঁধে না, যা ইচ্ছা তাই গালি-গালাজ করতেও বাঁধে না । আর এটার জন্য বাচ্চাগুলোকে দোষ দিয়েও লাভ নাই, তাদের জীবনটায় ভাল-খারাপ এর সীমানাটা খুব-ই ঘোলাটে। সমাজের কিছু নোংরা মানসিকতার মানুষের জন্য নিষ্পাপ বাচ্চাগুলো ধ্বংস হয়ে যায়। আমার ব্লগের শেষ গল্পটার কাহিনীতেও এক কঠিন বাস্তবতার স্বীকার হয়েছে একটা ছেলে। কতো কতো বাচ্চার জীবন নষ্ট হচ্ছে এই পশুগুলার জন্য! রূঢ় বাস্তব নিয়ে পোস্ট দেবার জন্য ধন্যবাদ নোবেলজয়ীকে।

০৮ ই জুন, ২০০৮ সকাল ১১:৪৬

নোবেলজয়ী বলেছেন: সহমত...তবে সব হুজুরই যে এমনটি করে তা বলছি না, তবে অনেকেই করে। এদের দ্বারা "শাস্তি" পেতে পেতে শিশুগুলোর মানুষিকতাও এরকম হয়ে যায় যার ফলস্রুতি তে তারাও কিছুটা সমকামী ধরনের যৌনাচারে অভ্যস্ত হয়ে যায়। হুজুর ক্যাটাগরি রা নারীদের কেন নিচু শ্রেনীর মনে করে তার একটা কারন এই বিকৃতিও হতে পারে।

১৫| ০৯ ই জুন, ২০০৮ বিকাল ৩:০৪

শেরিফ আল সায়ার বলেছেন: সাবলীলভাবে চরম বাস্তবতার প্রতিচ্ছবি। অসাধারন পোস্ট। প্রিয় পোস্ট কিভাবে সেভ করতে হয় আমি জানি না। জানা থাকলে প্রিয় পোস্টে তুলে রাখতাম।
অসাধারন পোস্টের জন্য আবারও ধন্যবাদ।

০৯ ই জুন, ২০০৮ বিকাল ৫:২১

নোবেলজয়ী বলেছেন: উপরে প্লাস দেওয়ার জায়গার পাশে একটি তারকা চিহ্ন আছে (লেখাটির ঠিক নিচেই) সেটিতে ক্লিক করলেই প্রিয় পোস্ট হিসেবে সেভ হয়ে যাবে।

ধন্যবাদ।

১৬| ০৯ ই জুন, ২০০৮ রাত ৮:২৪

নাফিস ইফতেখার বলেছেন: মজার বিষয় হচ্ছে এই হুজুররাই আবার আখলাকের (সুন্দর চরিত্র) মতো বিষয় ছাত্রদের পড়ান।

চাইলেও প্লাস না দিয়ে থাকতে পারবো না...সেই রকম পোস্ট এটা....

তাই +

১০ ই জুন, ২০০৮ সকাল ১০:২৫

নোবেলজয়ী বলেছেন: ধন্যবাদ...ছবিতে কেডা? কোমান্ড মনে হয়? ;)

১৭| ০৯ ই জুন, ২০০৮ রাত ৯:২৪

শেরিফ আল সায়ার বলেছেন: ধন্যবাদ। অনেকদিন ধরে অপশনটা খুজছিলাম। আপনি বলে দিলেন।

১০ ই জুন, ২০০৮ সকাল ১০:২৮

নোবেলজয়ী বলেছেন: নিজ লাভের স্বার্থে বললাম...আমিও কম যাই না...খিক খিক... ;)

প্রিয় পোস্টে যোগ করেছেন তো?

১৮| ০৯ ই জুন, ২০০৮ রাত ১১:৩০

করবো জয় বলেছেন: নোবেল ভাই , মনে হচ্ছে দেশের পরবর্তী নোবেল পদকটি আপনিই পাবেন।তাই আপনার সাথে কন্ঠ মিলিয়ে সেই ছোট হুজুরকে ধিক্কার জানাই। তবে একটু নিরপেক্ষ ভাবে চিন্তা করে দেখুন তো যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত নয় তারা কি এমন কাজ মোটেও করেনা? আমার মনে হয় সাদা কাপড়ে ময়লা লাগলে একটু বেশীই দেখা যায়। কিন্তু চরিত্র যাদের আজন্ম কলংকিত , যারা নিত্য নৈমিত্তিক ধর্ষন করে আবার ধর্ষনের সেঞ্চুরী উদযাপন করে প্রকাশ্যে , যারা বিভিন্ন ভাবে কথিত গার্লফ্রেন্ডদের নিয়ে বিকৃত রুচিবোধের চর্চা করে তাদের ব্যাপারে কিছূ লিখলে আমার মনে হয় আপনার নোবেল প্রাপ্তির সম্ভাবনাটা আরো ঘনিভূত হবে।
আপনাকে ধন্যবাদ

১০ ই জুন, ২০০৮ সকাল ১০:৪৮

নোবেলজয়ী বলেছেন: ওস্তাদ তো আমার মনের কথাটা মুখে টাইনা আনসেন। অতি শিঘ্রই গার্লফ্রেন্ডচারী দের নিয়ে একটি গল্প লিখব বলিয়া মনস্থির করিয়াছি।
তবে সমস্যা হল এই কন্টেন্ট নিয়ে জনাব রাজীব আহমেদ (পেশায় ফিল্ম মেকার) আবার কয়েকটি গল্প লিখে ফেলেছেন...তাই আমি লিকলে আবার নকলের দায় ঘারে নিতে হয় কিনা কে জানে? তাও লিখব... দোয়া করবেন।

আর জ্বী...অন্যরাও করে তবে হুজুরদের টা সবাই বেশি করে জানে (হয়তো সাদা কাপরে ময়লার ব্যাপার টার জন্য) আর আমি ব্যাক্তিগত ভাবে হুজুরদের কেস টা নিয়ে চিন্তিত কারন যারা সৃষ্টিকর্তা সম্পর্কে আমাদের জানায় তারা যদি এমন অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয় তবে সৃষ্টিকর্ত সম্পর্কে তাদের বক্তব্যগুলোয় বিশ্বাস করতে আসলেই কষ্ট হয়। অথচ বর্তমান পরিস্থিতি তে সৃষ্টিকর্তার উপর শক্ত বিশ্বাস খুবই জরুরী।

বাই দ্যা ওয়ে...নোবেল তো আমি পায়া গেছি, তাই তো নাম নোবেল জয়ী... ;)

ধন্যবাদ

১৯| ১০ ই জুন, ২০০৮ ভোর ৬:০৮

ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: লেখার বিষয়বস্তু নিয়ে সবাই অনেক ভাল গঠনমূলক কথা বলে ফেলেছে। তাই আর পুনরাবৃত্তি করবো না। মোটামুটি আমার মতামতটাও এরকমই।
আমি বরং অন্যকিছু নিয়ে বলি। গল্প/ছোটগল্প হিসেবে বেশ নিটোল এখারা ছিমছাম শরীর তোমার গল্পের, এটা ভাল লেগেছে। লেখার ম্যাচুইরিটি বেশ লক্ষণীয়, অর্থাৎ আগের চাইতে লেখায় গল্পকথনের স্টাইল অনেক সুসংবদ্ধ হয়েছে। বিষয়টিকে উপস্থাপনেও তুমি বেশ নিরপেক্ষ ছিলা, এটা খুব জরুরি ব্যাপার, লেখকের নির্লিপ্তি গল্পের টানটান ভাবটাকে জোরালো করে। ভালো থেকো, আরও তুমুল গল্প আশা করছি তোমার কাছে।

১০ ই জুন, ২০০৮ সকাল ১০:৩১

নোবেলজয়ী বলেছেন: অশেষ ধন্যবাদ...আরও তুমুল গল্প আসিতেছে। মাদ্রাসা ও "গার্লফ্রেন্ডচারী" রা সাবধান।

২০| ১০ ই জুন, ২০০৮ ভোর ৬:১০

ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: এখারা --> এবং

১০ ই জুন, ২০০৮ সকাল ১০:৩৩

নোবেলজয়ী বলেছেন: এ্যা ? :(

২১| ১০ ই জুন, ২০০৮ রাত ১০:৫১

রাজীব আহমেদ বলেছেন: আলমদোভার এর ব্যাড এ্যাডুকেশন মুভিটা দেখতে বলছি সবাইকে।

১০ ই জুন, ২০০৮ রাত ১১:২৮

নোবেলজয়ী বলেছেন: কেন? ঐ মুভি কি এই টাইপের ঘটনা নিয়ে? খাইছে রে...দেখতে হবে তো তাইলে...তথ্যের জন্য ধন্যবাদ।

২২| ১১ ই জুন, ২০০৮ রাত ১১:১৩

শেরিফ আল সায়ার বলেছেন: লেখক বলেছেন: নিজ লাভের স্বার্থে বললাম...আমিও কম যাই না...খিক খিক...

প্রিয় পোস্টে যোগ করেছেন তো?

আমার লিংকেও তাইলে একটু ঢুইকা দেহেন। করছি কি করি নাই। আর আমার লেখা গুলাও ফ্রিতে পরবেন।
হি হি হি

১২ ই জুন, ২০০৮ দুপুর ১:৩৬

নোবেলজয়ী বলেছেন: হে হে হে...জী জনাব পড়তেছি এক্ষনি। ধন্যবাদ।

২৩| ১২ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:২৪

শফিকুল বলেছেন: শফিকুল বলেছেন: আপ্নিই নোবেল পাবেন।
০৮ ই জুন, ২০০৮ রাত ১২:৫০
লেখক বলেছেন: আরে না রে ভাই...লজ্জা দিয়েন না।

মাইনাস টা কি আপ্নে দিসেন? ধন্যবাদ।

না ভাই মাইনাস আমি কাওকে দিই না।

১৩ ই জুন, ২০০৮ রাত ১২:২৮

নোবেলজয়ী বলেছেন: কাউকে মাইনাস না দেওয়ার জন্য ধন্যবাদ...আমিও খুব একটা দেই না। ;)

২৪| ১২ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:২৭

শফিকুল বলেছেন: শফিকুল বলেছেন: C:Documents and SettingsTOWHIDMy DocumentsMy Picturesৎkhaleda zia inaugural.jpg
০৮ ই জুন, ২০০৮ রাত ১২:৫১
লেখক বলেছেন: এইটা কি?


ছবি এড করতে চাইছিলাম পারিনি। কিভাবে ছবি এড করে জানাবেন।আমার এটা মুছে দিয়েন দয়া করে।

১৩ ই জুন, ২০০৮ রাত ১২:২৯

নোবেলজয়ী বলেছেন: ছবি কমেন্টে এড করা যায় এইটাই এইমাত্র আপনার থেকে জানলাম।

২৫| ১৯ শে জুন, ২০০৮ রাত ১০:৪৫

একজন ব্লগার বলেছেন: পোস্টার ট্যাগ ওয়ার্ড এগুলা কি দিছেন? =p~

১৯ শে জুন, ২০০৮ রাত ১১:৪৫

নোবেলজয়ী বলেছেন: আর কয়েন না...মডুদের উপর বিলা হয়া লেকসি...অরা তো আবার হুজুর/রাজাকার দের নিয়া কিসু বলেলই ক্ষেইপা যায়, এই গল্প শুনলে অদের তো আবার অজু তে ভাঙন ধরবো...তাই লিকসি। ;)

২৬| ১০ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৫৯

অনন্ত দিগন্ত বলেছেন: মাদ্রাসাতে এমন শিক্ষকরা শিক্ষা প্রদান করে বলেই বাংলাদেশ থেকে উগ্র মৌলবাদ , জন্গীবাদ, কখনোই বিলুপ্ত হবে না......

কারন শিক্ষক যদি ছাত্রদের সাথে এমন করে.... তাহলে ছাত্র ও সুযোগ পেলে যে কারো উপরে তার বিকৃত মানসিকতার (যা সে তার শিক্ষক থেকে পেয়েছে) ছায়া ফেলতে দ্বিধা করবে না।

১১ ই জুলাই, ২০০৮ রাত ১২:২১

নোবেলজয়ী বলেছেন: সহমত। ধন্যবাদ :)

২৭| ১০ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:০৮

কৌশিক বলেছেন: +

১১ ই জুলাই, ২০০৮ রাত ১২:২৩

নোবেলজয়ী বলেছেন: ধন্যবাদ। জুটিল ছুবি। ;)

২৮| ০৩ রা অক্টোবর, ২০০৮ সকাল ৯:২০

ফাহমিম বলেছেন: ভালো লাগলো।সাবলীল সত্যকথা!

০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১২:১১

নোবেলজয়ী বলেছেন: ধন্যবাদ

২৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫২

স্বপ্নকথক বলেছেন: পিলাস

২৫ শে নভেম্বর, ২০০৯ রাত ১:৩৭

নোবেলজয়ী বলেছেন: ধন্যবাদ

৩০| ১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০৩

আব্দুল্লাহ আল মামুন রাসেল বলেছেন: পিলাশ দিলাম

২৫ শে নভেম্বর, ২০০৯ রাত ১:৪৫

নোবেলজয়ী বলেছেন: ধন্যবাদ

৩১| ১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১৩

পাপতাড়ুয়া বলেছেন: মক্তব থেকে সেই যে কায়দা বয়সে পালিয়েছিলাম,যাই নি।

না।আমাদের হুজুরের এ রকম অভ্যাস ছিলো না।কিন্তু মাইরের উপ্রে কিভাবে রাখতে হয়....সে ব্যপারে উনি পিএইচডি করা।



বাস্তব চিত্র তুলে ধরায় আপনাকে ধন্যবাদ।

৩২| ১০ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৫০

বিসাম বলেছেন: লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ...আরও তুমুল গল্প আসিতেছে। মাদ্রাসা ও "গার্লফ্রেন্ডচারী" রা সাবধান

এমন তুমুল গল্প গুলো কী উদ্দেশ্যে ফাদেন।

৩৩| ১৩ ই অক্টোবর, ২০১০ রাত ১১:২৭

দু-পেয়ে গাধ বলেছেন: পিলাস দিলাম। সঙ্গে ধন্যবাদ ফ্রি। কান্ডটা আমার আগে জানা ছিলনা।
*********************************************

হরিসূধন বলেছেন:
ছোট হুজুরদের লিংগ কর্তন করা জরুরী। খাসি সমাজের জন্য উপকারী
না হোক ক্ষতিকারক যে হবে না এতটুকু আশাকরা যায়।
*******
সহমত

৩৪| ০৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:২৮

হুপফূলফরইভার বলেছেন: চ্রম বাস্তবতার নির্লিপ্ত দৃশ্যায়ন~
+ না দিয়ে উপায় আছে?

৩৫| ২৮ শে এপ্রিল, ২০১১ রাত ২:৩৩

মোরশেদুল আজাদ পলাশ বলেছেন: অসাধারন।
+++++সহ প্রিয়তে।

৩৬| ০৯ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:০২

খেয়ালী_পথিক বলেছেন: চমকে ওঠার মতোই গল্প, বাস্তবেও হয়তো এমন ঘটনা ঘটে থাকতে পারে। কিন্তু এমন কোন নিদৃষ্ট উদাহরণ জানা আছে কি আপনার? থাকলে এইসব কূলাঙ্গারদের উৎখাত করার ব্যাপারে ভূমিকা নেয়া সহজ হবে।

৩৭| ৩০ শে মার্চ, ২০১২ রাত ১:৫৮

নাঈম আহমেদ আকাশ বলেছেন: ভয়ংকর বাস্তবতার গল্প । :(

৩৮| ১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:০৪

রিফাত হোসেন বলেছেন: ইসলামের ভিতর তারা শয়তান ,, ছাড়া কিচ্ছু না !

মস্করা মারেন ?

সুস্থ মানুষ কি এই কর্মকান্ড করতে পারে ?

ইসলামের ইতিহাসে কি শাস্তি দিতে সমকামী হইত নাকি ?>?? আজব ...


ঘটনা সত্য হবে তবে একে ইসলামের মান দন্ডে কেন জড়িতে করছেন ।

পাদ্রী এমন কি শিক্ষক বা শিক্ষিকার মাঝেও এইরকম কাহিনী আছে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.