![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
।জ্ঞানের প্রতি বিপুল আগ্রহ । সংগ্রাম মুখর আমার জীবন ।
জন্মের পর মানুষ বলতে পারেনা সে কোথা থেকে আসল অথচ তার কিন্তু মনে প্রশ্ন জাগে - এ আমি কে ? কোথা থেকে আর্বিভূত হলাম ? জন্মের পর পরই হয়ত তার এ প্রশ্ন করার বোধ জাগেনা কিন্তু এক সময় তার জ্ঞান বুদ্ধি হয় , কারো কি মনে পড়ে শৈশব থেকে বড় হওয়ার পর প্রথম তার নিজেকে নিয়ে ভাবনা শুরু হয় ? আমি যতই আমার শিশু কালের কথা মনে করার চেষ্টা করি কিছু বাছা বাছা স্মৃতি মনে পড়ে কিন্তু এটা মনে পড়েনা আমি প্রথম কবে আমার আমিকে আলাদা করে চিনে ছিলাম । প্রথম স্কুলে যাওয়ার কথা মনে নাই । অনেক কিছুই মনে নাই ।
বয়সের উপর নির্ভর করে মানুষের মন কেমন হবে । শিশুকালে আমার যে মন ছিল , তা কৈশোরে পরিবর্তন হয়ে যায়, বর্তমানে যৈাবনে আবার অন্যরকম । শরীরটা যেমন অনেকটা বংশ গতির উপর নির্ভর করে হয়, মনটা ও কি তাই হয় ? না । মন হয় পারিপার্শ্বিক পরিবেশের প্রভাবে । আবার একই পরিবেশে বড় হয়েও দুই ভাইয়ের মন এক হয়না , এর কি কারণ ? সুতরাং এখানেও একটা থিওরী কাজ করে ।
যৈাবন পেরিয়ে বৃদ্ধ , এক নিংসঙ্গ সময় , বড় অসহায় ও দু সহ সময় ....মৃত্যুর অপেক্ষা !!! মৃত্যু কি ? এ কি জীবনের শেষ ?
পৃথিবীর কোন মানুষ মৃত্যুকে ঠেকিয়ে রাখতে পারেনি পারবেনা , মৃত্যু অবধারিত । বুকের এই ঢিপ ঢিপ এক সময় বন্ধ হবেই ...যতই মহাকাশ সার্চ করো, কোথাও কেউ নাই... পৃথিবী ছাড়া মানুষের কোথাও যাওয়ার স্হান আছে কি ?
সুতরাং মানব জীবনের অবসান হবেই.......শেষ হবেই...সুতরাং আমাদের কি উচিত হবেনা মৃত্যুকে মেনে নিয়ে এ নশ্বর পৃথিবীতে হানা হানা মারামারি না করে অল্প যে কয়টা দিন বাচি একটু সবাইকে নিয়ে ভালোভাবে বাচা ?
ধর্ম ছাড়া মানুষের এই আসা ও যাওয়ার প্রশ্নের উত্তর আর কিছু দিতে পারে কি ? আর যে মানুষ মনে করে এই প্রশ্নের কোন উত্তর নাই সে কি বুঝে প্রশ্ন করার যার ক্ষমতা আছে তার উত্তর পাওয়ারও সম্ভাবনা আছে ? আর যে এ প্রশ্ন নিয়ে মাথা ঘামায়না তার সাথে পশুর কি পার্থক্য আছে কি ? দেহটা ছাড়া ?
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২৮
সূর্য বলেছেন: ধর্মের বিষাক্ত স্পর্শে যুগে যুগে মানুষের জীবন হয়েছে দূষিত। ধর্মের চাইতে বরং জ্ঞান-বিজ্ঞানের প্রসার বেশী দরকার।
১২ ই জুন, ২০১১ সকাল ৯:৩৬
জেমসবন্ড বলেছেন:
...................... ধর্ম মানুষকে মুক্তি দিয়েছে বরং বলুন মানুষ ধর্মকে বিকৃত করে যখন নিজের স্বার্থের জন্য ব্যবহার করেছে তখনই মানুষ নিজের জীবনকে দূষিত করেছে ।
৩| ১২ ই জুন, ২০১১ সকাল ৯:৪৫
ডাইনোসর বলেছেন: তবে যাই বলুন। ধর্মের পৃথিবী ক্রমেই ছোট হয়ে আসছে।
৪| ১২ ই জুন, ২০১১ সকাল ১০:২৭
অাবু জাফর বলেছেন: ভালো লাগলো......ধন্যবাদ!!!!!
১২ ই জুন, ২০১১ বিকাল ৪:১৩
জেমসবন্ড বলেছেন: ...পড়ার জন্য ধন্যবাদ ।
৫| ১২ ই জুন, ২০১১ সকাল ১০:৩৩
এস এইচ খান বলেছেন: সত্য কথা। ধন্যবাদ।
৬| ১২ ই জুন, ২০১১ সকাল ১১:৫৫
শুধু প্যচাল বলেছেন: আপনার কথাগুলো ভাল লাগল। ধন্যবাদ।
সমস্যা হল আজ ধর্ম সাধারনের হাতে চলে গেছে। অর্থাৎ সাধারনেরাই আজ সকল কিছুর নিয়ন্তা হয়ে দাড়ীয়েছে। কাগজের পুথির বিদ্যান ব্যক্তিরা আজ ধর্মের লেবাস পড়ে ধর্মের ধারক বাহক হয়েছে। তাইত যারা একটু জ্ঞানী, মুক্ত স্বাধীন তারা ঐ সকল কাগজের পুথির টিয়া পাখিদের রাস্তায় দাড়াতে চায়না।
বিভিন্ন স্থানে ধর্মের নামে মূলত নিজেদের স্বার্থ উদ্ধারের কাজে ন্যস্ত। যেমন মসজিদের ঈমাম, মন্দিরের ঠাকুর, গীর্জার পাদ্রি, সকলেই কাগজের পুথির মহা বিদ্যান। আসলে জ্ঞান গর্ভের কোন কিছুই নেই।
এই যেমন ধরুন একটি উদাহরন দেইঃ
জাকির নায়কের মত ভন্ড, বাটপার, পশু আজ ধর্মের নেতা। আবার দেখুন দেলোয়ার হোসেন সাঈদির মত জানোয়ার ধর্মের চরম খুটি ধরে রেখেছে। তো সেই ধর্মের কথা কে শুনবে বলুন? আর সেই ধর্ম সাধারন মানুষকে কিসের মুক্তির চিন্তা দিতে পারবে বলুন? যেখানে তারা জান্নাত আর হুরের লোভে মত্ত, তারা সত্যের দিক কিভাবে দেখাবে?
আসুন ঈমান নিইয়ে যে চরম খেলা এরা খেলছে সেকি আসলেই সত্য?
Click This Link
পড়ার নিমন্ত্রন রইল।
ধন্যবাদ
ভালথাকবেন।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:০৩
অাহাবীব বলেছেন: ভালো লাগলো......ধন্যবাদ!!!!!