নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am in constant search of your sweet fragrance..

জামিল আনসার

প্রতিনিয়ত আমি আস্বাদ খুজি তোমার..(I am in constant search of your sweet fragrance..)

জামিল আনসার › বিস্তারিত পোস্টঃ

খোলা বিস্তৃত জমিনের সনেই তুমি আছ

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৯

তুমি বল প্রেমের কবি হতে?

আমি তো ইহজাগতিক জন্মেই প্রেম ও কামের কবি।

আমার পরজন্মের বাসনায় তুমি আমাকে বল হরিণ শাবক হতে,

জোছনাস্নাত বালুকায় অস্থির বিচরণ, মায়াবী চোখে ইতি-উতি তাকানো;

এবং তুমি কি তখন পু্র্নজন্ম নিবে জোনাকী হয়ে?

নাচবে কি তখন মাপা খুরের ছন্দবৃও তালে হরিণ শাবকের সনে?



ইহজাগতিক স্বপ্নে নাকি আমি হব কোন মেষবালক?

লোমশ কালো বলিষ্ট মেষের পিঠে চড়ে ইতি-উতি তাকানো;

কাশবনের বুক চিরে খেলা করতে করতে তুমি আসবে দুরন্ত ষোড়শী,

ভেজা জমিনে তুমি একে দিও কিশোরী পায়ের ঘূর্ণিপাক,

রচনা করো নতুন অনুভূতির মানচিএ, শিশিরেরা চুমু খাক তোমার পায়ে।।



নাকি আমি হব সেই স্বপ্নের রেল চালক?

কু-ঝিক-ঝিক শব্দেরা ছুটবে দুরন্ত গতিতে,

শুষ্ক পাতারা মর্মর ধ্বনিতে অভিবাদন কি জানাবে এই গতিময় আমাকে?

অজস্র না-জানা উওরের চোরাবালিতে;

আপাতত হোক না উওর এখন:

খোলা বিস্তৃত জমিনের সনেই তুমি আছ।

















মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.