![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত আমি আস্বাদ খুজি তোমার..(I am in constant search of your sweet fragrance..)
চশমা চোখে পুরুষটি সূর্যদীঘল দিনে স্বচ্ছ কাচের আড়ালে চশমাহীনা নারীকে দেখে!
চশমা চোখে পুরুষটি বাদল দিনে ঘোলাটে কাচের আড়ালে দেখে চশমাহীনা নারীর অপসৃয়মান মুখ!
চশমা চোখে পুরুষটি রংধনুর আড়ালে চশমাহীনা নারীর হয়তো প্রিয় নীল রংটিকে খুজে!
চশমা চোখে পুরুষটি কাশফুলের চৈতন্য দোলায় দেখে দোদুল্যমান চশমাহীনা নারীর কায়া!
চশমা চোখে পুরুষটি চমকে উঠে আবিষ্কার করে মুক্ত আকাশে সুতো ছেড়া ঘুড়ির বুকে চশমাহীনা নারীর হাসি!
চশমা চোখে পুরুষটি একাকী ঝুপ রাএির আহবানে অবিরাম ডেকে চলা ঝিঝি পোকার অনুরাগে চশমাহীনা নারীর নিঃশ্বাসকে খুজে!
চশমা চোখে পুরুষটি চশমাহীন হয়েও চশমাহীনা নারীকে দেখে।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৭
শায়মা বলেছেন: এত চশমা কেনো ভাইয়া???
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫
জুন বলেছেন: ওনার মনে হয় চশমা পছন্দ শায়মা মনি ।
ভালোলাগলো চশমা কাব্য নাকি কথিকা ।
+
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৩
জামিল আনসার বলেছেন: হাহাহা। আমি নিজেও চশমা পড়ি যে তাই।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৯
অবনি মণি বলেছেন: হুম