নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Criticism is our fundamental right. The revolution will come only from our pen #save constitution

Titanic

এক সময় আমরা সবাই মানুষ ছিলাম।হঠাৎ করে তখন এক ভণ্ডু খোদার আবিষ্কার হল।শুরু হয়ে গেলে ধর্মের/খোদার দলের দালালী(মানুষের মধ্যে মারামারি হানাহানি)ভণ্ডু খোদার এক বিশেষ দালাল হল ইসলামধর্মের নবী মুহাম্মদ।ধর্মিয় বই নাকি আসমান থেকে এসেছ,আরে বোকার দল তাহলে তদের মালিককে বল আমাকে একটি আইটির বিশেষ বই দিতে।আমি আইটির ব্যবহার ও উন্নত মান দিয়ে তোদের খোদা হওয়ার দাবী করব।তোমরা বল কোরান,বাইবেল, গীতা আরও কত্তকিছু উপর হতে এসেছে।তোমরা কি দেখনা এখন মানুষ উপর(চন্দ্র,মংগল ইত্যাদিতে ভ্রমণ করছে)চোখ খুল মানুষ, চোখ খুল।

Titanic › বিস্তারিত পোস্টঃ

দীঘা বিজ্ঞান কেন্দ্র

০৩ রা আগস্ট, ২০২০ সকাল ৯:৪৪

মজার ছলে বিজ্ঞান শেখার অন্যতম একটি প্রতিষ্ঠান দীঘা বিজ্ঞান কেন্দ্র। চলুন দেখি সেখানে কি হয়।

প্রথাগত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বিজ্ঞান শেখার চেয়ে হাতে কলমে বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ করা ও বোঝা অনেক বেশি মজাদার। কিন্তু হাতেকলমে করবো বললেই করা যায় না। তার জন্য অনেক সময় সরঞ্জাম চাই, পরিকাঠামো চাই, অর্থ চাই। হাতেকলমে বিজ্ঞান হাতের নাগালে আনতে রাষ্ট্রীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদের বিভিন্ন শাখা বা কেন্দ্রগুলি জাতীয় স্তরে দীর্ঘদিন ধরেই ইতিবাচক ভুমিকা পালন করে চলেছে। বঙ্গোপসাগরের তটে দীঘা বিজ্ঞান কেন্দ্র এমনি একটি প্রতিষ্ঠান। বিভিন্ন প্রদর্শনী ও শিক্ষামূলক কর্মসূচীর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য দীর্ঘ দুই দশক ধরে তারা নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে।

এই সংস্থার মূল লক্ষ্য হলঃ

১। বিভিন্ন মজাদার ও সহজ পরীক্ষার সাহায্যে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও জীবনবিজ্ঞান শেখানো। বিষয়গুলি কিন্তু পাঠ্য ক্রম থেকেই নেওয়া। তবে এভাবে শিখলে আশা করা যায় শিক্ষার্থীরা আগ্রহও পাবে, নিজে থেকে ভাবতেও শিখবে।
চিত্র ১ – ওরে বাবা দেখো রে, ঝুলে আছে শূন্যে।

২। সাধারণ মানুষ ও ভ্রমনপিপাসু দর্শকদের কাছে বিজ্ঞান জনপ্রিয় করে তোলা। এর জন্য আমাদের দৈনন্দিন জীবনযাত্রার সাথে সম্পর্কিত বিভিন্ন ঘটনাকে আকর্ষণীয় প্রদর্শনীর সাহায্যে দেখানো হয়।

৩। শিক্ষার্থীদের সুবিধার্থে ও সাধারণ মানুষের জন্য অভিজ্ঞ ব্যাক্তিদের নিয়ে আলোচনা সভা ও বিজ্ঞানের প্রয়োগভিত্তিক কর্মশালার আয়োজন করা।

তিনটি গ্যালারি, কয়েকটি প্রদর্শনী ও একটি বিজ্ঞান পার্ক নিয়ে গড়ে উঠেছে এই দীঘা বিজ্ঞান কেন্দ্র। গ্যালারি তিনটি হলঃ

১। আলোর প্রতিফলন ও তার বিভিন্ন ঘটনা তথা সূত্রকে ভিত্তি করে গড়ে উঠেছে Reflection Gallery।
চিত্র ২ – নিজের সাথে নৈশ ভোজনঃ তাও কি কভু সম্ভব?
চিত্র ৩ – তাকিয়ে দেখে আয়নাতে, পা পড়েনা মাটিতে।

২। জীবন বিজ্ঞানের বিভিন্ন বিষয় যেমন জৈব প্রযুক্তি, জৈব বিবিধতা, ভারতীয় জৈব বৈচিত্র্য, জীবন্ত জীব জন্তুদের ক্রিয়াকলাপকে সরাসরি পর্যবেক্ষণের সুযোগ করে দেওয়ার জন্য গড়ে তোলা হয়েছে জীবন বিজ্ঞান বা Life Science গ্যালারি।
চিত্র ৪ – ও পাড়ার মোড়েতে আছে এক গাছ যে, হাততালি দিলে সেথা কি যেন কি হচ্ছে?

৩। মজাদার বিজ্ঞান বা Fun Science Gallery তে আছে এমনি অনেক মজার প্রদর্শনী, যেমন – দ্রুতগতিতে জ্বলতে নিভতে থাকা আলোর মাধ্যমে টেবিল ফ্যানের ঘুরন্ত ব্লেডকে স্থির দেখানো বা আলোর প্রতিপ্রভাকে ব্যবহার করে নিজের ছায়াকে ফ্রেমে আটকে রাখা।
চিত্র ৫ – ভার্চুয়াল খেলা
চিত্র ৬ – ফলের সাথে কাটামুণ্ডু, ধড়-টা কোথায় গেল?
চিত্র ৭ – অদ্ভুত সুড়ঙ্গ

দীঘা বিজ্ঞান কেন্দ্রের কয়েকটি উল্লেখযোগ্য প্রদর্শনী হলঃ

১। ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মনে গ্রহ ও তারাদের বিষয়ে নানান ধারণা ও রাতের আকাশে তারাদের চিনিয়ে দেবার জন্য তারামণ্ডল।

২। ত্রিমাত্রিক জগতকে জানার জন্য 3D শো, space and astronomy শো।

৩। প্রতিফলনের সাধারণ ধারণাকে কাজে লাগিয়ে বিশেষ মজাদার ঘটনাকে দেখানোর জন্য 3D Anaglypha ।
চিত্র ৮ – Zoom table
চিত্র ৯ – অবহেলায় পড়ে ছিল বোতল, শিশি, ঢাকনা/ নানান রঙ্গে রাঙ্গিয়ে নিয়ে হোল মনের আয়না।
চিত্ র১০ – Wildlife week-এ আয়োজন করা প্রদর্শনী।

সমাজের প্রতিটি স্তরে বিজ্ঞানকে জনপ্রিয়করনের জন্য এখানে যে কর্মযজ্ঞ চলেছে তা আরও ভালোভাবে জানতে গেলে অবশ্যই ঘুরে আসতে হবে দীঘা বিজ্ঞান কেন্দ্র।

প্রচ্ছদ এবং অন্যান্য ছবির সূত্র : দেবাশীষ ধর

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.