নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিন প্রতিদিন

জানা

জানা › বিস্তারিত পোস্টঃ

আমাদের শান্তির পায়রারা উড়বেই

০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯



আজ আমাদের বিজয় মাসের প্রথম দিন। ৭১ এর সেই দীর্ঘ নয় মাস ব্যাপী কালো রাত্রিময় রক্তাক্ত দিনগুলোতে ডিসেম্বর আমাদের জন্য একটি আলোকময় সম্ভাবনা এনে দিয়েছিল। সেই সম্ভাবনা আমাদের বাঙালীর জীবনে মুক্তির আলোর পরিপূর্ণতা দিয়ে, পূণ্যতা দিয়ে এবং অমূল্য সাফল্য দিয়ে জন্ম দিয়েছিল একটি শান্তির পায়রা, ১৬ই ডিসেম্বর, আমাদের গৌরবময় বিজয় দিবস।



আজ কিছুতেই বুঝে উঠতে পারছিনা কিভাবে আমরা সবকিছু মুখ বুজে সহ্য করে নিচ্ছি। হঁ্যা, সহ্য করেই তো চলেছি। নয়তো এতো এতো নিরিহ মানুষের আগুনে দগ্ধে, ঝলসে বিভৎস মৃত্যু, অসহনীয় যন্ত্রনা, মানুষের বুকভাঙা হাহাকার, হাজারো শিশুর জীবনের স্থায়ী অনিশ্চয়তা, হাজারো পরিবারের স্বপ্নভঙ্গ তার সাথে প্রিয় দেশটার সর্বাঙ্গজুড়ে যে ক্ষত তৈরী হচ্ছে, যে অন্ধকার ঘনীভূত হচ্ছে তা কেবল দেখে যাচ্ছি কি করে! কিভাবে আমরা প্রতিদিন এইসব ভয়াবহতা নিয়েও খাচ্ছি, ঘুমোচ্ছি, হাসি-কান্নায় সাধারণ থেকে যাচ্ছি! মানুষ ক'টা দিনই বা বাঁচে, মানুষের জীবনতো কচ্ছপের মত দীর্ঘ নয়। এই ছোট্ট জীবনে নিজের দেশে, এই সোনার বাংলাতেই একটু শান্তিতে বাঁচতে চাই। নিশ্চিন্তে নিরাপদে ঘুমোতে চাই আমরা।



আমাদের প্রাণপ্রিয় অতীত, বর্তমান ও ভবিষ্যৎ অভিভাবকেরা মহানন্দে আমাদের প্রাণ নিয়ে খেলে যাচ্ছেন। মেতে উঠেছেন বারুদ খেলায়, অগ্নিখেলায় আর রক্ত খেলায় কেবল ক্ষমতার হীরকক্ষন্ড হাতে পাবার লালসায়! তাঁরা আমাদের যত্ন করেই ঢাল বানিয়ে রেখেছেন সেইসব লালসায় সফল হবার জন্যে, পরবর্তিতে ও বারবার বহুবার ব্যবহারের সুযোগ পাবেন বলে। আমরা মস্তিষ্কসম্পন্ন বিবেকবান দামী ঢাল তাঁদের। নিজেদের জীবন ক্ষত-বিক্ষত বা নিঃশেষ করে হলেও তাঁদের লোলুপ চকচকে জীবন বাঁচিয়ে চলেছি প্রতিদিন...! এমনটা কি দীর্ঘ হতে পারে? না, তবে তো ২১শে ফেব্রুয়ারী, ১৬ই ডিসেম্বর, ২৬শে মার্চ আর ....... আসতো না আমাদের জীবনে।



আমি বিশ্বাস করি, আমি অনুভব করি ভেতরে ভেতরে কোথায় যেন তারুণ্যের আগ্নেয়গীরি টগবগ করে ফুটছে। আমাদের এই তারুণ্যের অগ্নুৎপাতের ছিটে-ফোঁটা কেবল দেখতে পেয়েছে বাংলার মানুষ এবং সারাটা পৃথিবী এই গেল ফেব্রুয়ারীতে। বড় অগ্নুৎপাতটি খুব বেশী দূরে নয়। আর যাই হোক, স্বদেশ, জাতীয় স্বার্থ, মানুষ আর মানবিকতা নিয়ে ছেলেখেলা তরুণরা বেশীদিন সইবে না। আর সত্যিকারের তারুণ্য বিক্রী হয়ে যায় না, তাকে গায়ের জোরে বিকৃত করাও যায় না- ঠিক যেমন ইতিহাস। ইতিহাস বিকৃত করার নোংরা যুদ্ধের পরিণাম বরাবরই লজ্জাষ্কর এবং মর্মান্তিক হয়। হাজার দহনে ইতিহাস কেবল সর্বোচ্চ শক্তিরই সত্য জায়গাটিই নিশ্চিত করে।



আমরা বিশ্বাস করতে চাই, অনুভব করতে চাই, ভেতরে ভেতরে কোথাও না কোথাও নিশ্চয়ই শান্তির পায়রারা জন্ম নিচ্ছে একের পর এক। ডানায় খানিকটা সময়ের জোর পেলেই উড়বে নিশ্চিন্তে নির্বিঘ্নে খুব কাছাকাছি একদিন। দুর্যোগময় এবং বেদনার রাত যত দীর্ঘই হোক, তা ফুরোবেই। আমরা আবারও আলোকময় হবো, উজ্জল হবো, বিশ্বময় প্রকাশিত হবো ১৯৭১ এর সেই দিনটির মত। আমাদের বিজয়ের সেই ১৬ই ডিসেম্বরের মতই। মানুষের জয় হবেই। মানবতার জয় হবেই।

মন্তব্য ৪৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২২

শরৎ চৌধুরী বলেছেন: ভেতরে ভেতরে কোথাও না কোথাও নিশ্চয়ই শান্তির পায়রারা জন্ম নিচ্ছে একের পর এ.....এই প্রত্যাশাই আমাদের বাঁচিয়ে রেখেছে।

০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২২

জানা বলেছেন:
ধন্যবাদ শরৎ।

মনটা বিষিয়ে রয়েছে!

২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪

লেখোয়াড় বলেছেন:
++++++++++++++++
সুন্দর লেখা।

ধন্যবাদ।

০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

জানা বলেছেন:
পড়ার জন্য ধন্যবাদ।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ, সেই শান্তির জন্য অপেক্ষা করে করে মানুষ ক্লান্ত হলেও এটা নিয়েই বেঁচে আছে। আমরা চাই, কেউ একজন ভালো দৃষ্টান্ত স্থাপন করুন।

বিজয়ের এই মাসে দেশের এই অস্থিতিশীল অবস্থা দেখে বড্ড খারাপ লাগছে।

০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

জানা বলেছেন:

ঠিক বলেছো কাল্পনিক_ভালোবাসা।

আমাদের এই কষ্টের সময় শেষ হোক এই বিজয়ের মাসেই। মানুষের জয় হোক।

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯

সাইবার অভিযত্রী বলেছেন: পায়রা তো উড়ছেই, প্রায় বড় বড় অনুষ্ঠানেই উড়ে, শান্তি তো দেখি না ! শান্তির পায়রাগুলো হয়ত শান্তি সাথে নিয়ে উড়ে চলে যায়, আমরা থাকি অশন্তিতে!!

০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

জানা বলেছেন:
পড়ার জন্য ধন্যবাদ।

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: শান্তি আর সত্যই শেষ পর্যন্ত টিকে থাকে !
বিজয়ের মাস হোক সম্প্রীতির মাস !

০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

জানা বলেছেন:
বিজয়ের মাস হোক সম্প্রীতির মাস, শান্তি ফিরে আসুক আমাদের জীবনে।
মানুষের জয় হোক।

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ফিরে আসুক শান্তি...

০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৪

জানা বলেছেন:

ধন্যবাদ।

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩

সোজা কথা বলেছেন: সেই আশাই করি।শান্তির পায়রারা একদিন আমাদের আকাশে উড়বে।কোন রক্তপিপাসু শিকারি ও থাকবে না।

০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৪

জানা বলেছেন:
ধন্যবাদ

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭

পুরানো আমি বলেছেন: এরশাদের পতন হয়েছে
বাকশালের পতন হয়েছে
সামু ব্লগ থেকে নাস্তিকের পতন হয়েছে
ফিরে এসেছে শান্তি ।

বাকশালী সরকারের পতন হবে। শান্তি ফিরে আসবেই।

এই বাংলায় কালেমা তায়েবার পতাকা উড়বেই।

৯| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩

সুনীল চাঁদ বলেছেন:
আমরা আবারও আলোকময় হবো, উজ্জল হবো, বিশ্বময় প্রকাশিত হবো ১৯৭১ এর সেই দিনটির মত। আমাদের বিজয়ের সেই ১৬ই ডিসেম্বরের মতই। মানুষের জয় হবেই। মানবতার জয় হবেই।
+

১০| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩

মহামহোপাধ্যায় বলেছেন: এই ক্ষোভ আক্ষেপ অনুভব আশাবাদ আমাদের সকলের। আমরা সবাই শান্তির পায়রার ডানার জোরের অপেক্ষায় আছি।

১১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হ্যাঁ। আমাদের শান্তির পায়রারা উড়বেই।

১২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০১

এসএমফারুক৮৮ বলেছেন: সত্য ও সুন্দরের জয় হবেই।

১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২০

কান্টি টুটুল বলেছেন:

দেশটা কত সুন্দর করে এগিয়ে যাচ্ছিল ...।

আবারো সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।



অটঃ গত কয়েকদিন যাবত আমার নামটা পড়াই যাচ্ছে না। একটু যদি শুদ্ধ করে দিতেন।

কান্টি টুটুল

১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৭

মামুন রশিদ বলেছেন: আমরা আশা হারাইনি । আমাদের শান্তির পায়রা উড়বেই ।

১৫| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৭

আমি ইহতিব বলেছেন: এতো হতাশ হওয়ার মতো ঘটনার মাঝেও আপনার আশাবাদী মনোভাব দেখে ভালো লাগলো আপু।

জানিনা ঐ জ্বলন্ত মানুষগুলোর জীবনের বিনিময়ে কার কয়টা ভোট বাড়লো।

আপনার মতো শান্তির পায়রার আশায় থাকি, অপেক্ষায় থাকি।

১৬| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
শেখ হাসিনা পদত্যাগ করলে, মুহুর্তের মধ্যে শান্তি নেমে আসবে দেশে।


ঐ ব্যাপারে কারো সন্দেহ আছে?

হ্যাঁ, ঐ মহিলার পদত্যাগেই মুহুর্তে শান্তি নেমে আসবে।

জ্বী ম্যাডাম, আপনি তো কোন পথ বাতলে দেননি। শুধু আশাবাদ ব্যক্ত করেছেন। আশাবাদ দিয়ে কোন কাজ হয় না। সুনির্দিষ্ট পথ বাতলে দিতে হবে। সাহসী হতে হবে। ভীরুতা কাম্য নয়।

সেই ভীরুতা দূরে ফেলে দিয়ে বলুন - দেশের শান্তির জন্য, শেখ হাসিনা, আপনি পদত্যাগ করুন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। তারপর জনগণ আপনাকে চায় কি-না যাচাই করুন।

ধন্যবাদ।

০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২০

জানা বলেছেন:

আমি এদেশের আর দশটা সাধারণ মানুষেরই একজন বৈ কিছু নই। আর সেই জায়গাটি থেকেই দেশের চলমান মর্মান্তিক পরিস্থিতি নিয়েই দু'টো কথা বলেছি মাত্র। একজন সুস্থ ও স্বাভাবিক মস্তিষ্কের মানুষ হিসেবে আমি আমার বোধ, অন্তর্দহন, আক্ষেপ এবং আশার কথা বলেছি, বলেছি বিশ্বাসের কথা, সম্ভাবনার কথাও।

আমি পথ বাতলে দিতে না পারলেও আপনি একটি পথ বাতলে দিয়েছেন সাহসিকতার সাথে, সুনির্দিষ্টভাবে (ঠিক আপনি যেমনটা লিখেছেন)। এটা আপনার ভাবনার অধিকার, প্রকাশের অধিকার মাত্র। আপনার এই মত প্রকাশে আমার বা আর সবার মত যদি না মিলে যায় তবে আপনি তাকে ভীরু বলতে পারেন না। সেটি আপনার এবং আমার কারোর জন্যেই বোধ করি মর্যাদার নয়।

আপনার মতে যখন একটি পদত্যাগই এইসব সহিংসতা, নির্মমতা আর চুড়ান্ত বর্বরতাকে থামিয়ে দেবার একমাত্র উপায় আমার তখন একেবারেই ভিন্নমত গলার কাছে ছটফট করছে বেরিয়ে আসার জন্য।

আমার মতে শুধুমাত্র একটি পদত্যাগকে কারণ করে শতশত নিরীহ মানুষ আর নিষ্পাপ শিশুকে পুড়িয়ে মারা, হত্যা করা, যে দেশের মাটিতে মায়ের সম্মান, ভায়ের রক্তের প্রতিটি বিন্দু জড়িয়ে আছে তার সমূহ ক্ষতিসাধন, স্বদেশের ঋণ অস্বীকার করে পদে পদে মানুষ এবং মানবিকতার অপমান করে চলা যাদের বিশ্বাস তারা যেই হোক, যে দল মত বর্ণ গোত্রের হোক, আমি তাদের মানুষ বলতে অস্বীকার করি। আমি সহিংসতা ঘৃণা করি। আমি বিশ্বাস করি, তারা দেশমায়ের সাথে সাথে তাদের জন্মদাতা মা-বাবার জন্যেও কোন ভালবাসা এবং সম্মান বোধ করে না। হতভাগা তারা! করুণা হয় তাদের জন্য।

আমি সাধারণ হলেও গর্বিত যে আমার কাছে মানুষ, আমার দেশ আর আমার জাতীয় মর্যাদা মূল বিষয়। আমি আমার জন্মের জন্যে, জীবনের জন্যে সৃষ্টিকর্তা, মা-বাবা আর আমার দেশের কাছে ঋণী।

আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ।


১৭| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১১

ইছামতির তী্রে বলেছেন: সেই আশা নিয়েই পথ চেয়ে বসে আছি। কিন্তু কবে দূর হবে এই অন্ধকার? কে করবে?

দেশের ৯০% মানুষ দু'ভাগে বিভক্ত। প্রিয়দলের সকল অন্যায় অবিচার এরা হাসিমুখে মেনে নেয়; কিছু ক্ষেত্রে বরং খুশি হয়। একজন ভাল করলে আরেকজন বেজার হয়। শুধু রাজনীতিবিদরা এমন করলে কথা ছিল না। কিন্তু তাদের সকল শ্রেনীর সমর্থকদের মধ্যেও এই বিভাজন প্রকটভাবে লক্ষ্য করা যায়। তাই ভয় হয় কে উড়াবে নতুন দিনের পতাকা????

তবু আপনার মতই আমরা আশাবাদী "সকল জঞ্জাল সরিয়ে একদিন শান্তির পায়রা সত্যিকার অর্থেই বাংলার আকাশে ডানা মেলবে"।

১৮| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২১

সুমন কর বলেছেন: অনেক যর্থাথ বলেছেন। আমরা চাই শান্তির পায়রা উড়বে স্বাধীন আকাশে।

১৯| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

শফিক১৯৪৮ বলেছেন: শুধু আশা আর প্রার্থনায় কিছুই হবেনা। আমাদের ভোগান্তি বিন্দুমাত্র কমবেনা। কিছু একটা করুন, কেউ করুন। মহিলা দুটিকে তাদের হাতা চামুচ সহ ঘৃনা করুন।

২০| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

ধূর্ত উঁই বলেছেন: শান্তির পায়রা উড়ুক এই বিজয়ের মাসে। তারুণ্য কে বিভ্রান্ত করা যায় না যাবে না্ ।তারা ঠিকই একত্রিত হয়ে দেশকে শান্তিও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। বিজয়ের মাসে গনতন্ত্র মুক্তি পাক...................................

২১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

পোয়েট ট্রি বলেছেন: ................
আমাদের গন্তব্যে যেতে
পথে পথে অর্ধশত গর্ত, একটা ঘনজঙ্গল
এবং পথের শেষপ্রান্তে খরস্রোতা নদী;
হরিণীই এগিয়ে এসেছিলো, বলেছিলো, বাঘ
কোনও কাজের নয়; বৃদ্ধ-অথর্ব। বলেছিলো,
নদী কোনও প্রতিবন্ধকতা নয়, পাড়ানির কৌশল
জৈব-ঐতিহাসিক বিবর্তনে কেবল হরিণদেরই করায়ত্ত।

এইসব আশ্বাস আর স্বপ্নের বিস্তারন
অবিশ্বাস করার কোনও কারণ ছিলো না; যদি না দেখতাম
জঙ্গলবর্তী হতে না হতেই পাল্টে যাচ্ছে হরিনীস্বর, দেহের
কোমলতা ও ত্বকের বর্ণবিভা; সেই হরিণী এবং
তার অনুসারী হরিণ-দল জঙ্গলপথেই ঘিরে ধরলো আমাদের;

আমরা দেখলাম ব্যাঘ্রবেষ্টিত নিজেদের বিপন্নতা
পরিবর্তিত আওয়াজ, বর্ণ ও আচণের প্যাঁচের মধ্যে
অপসৃয়মান সেই গন্তব্য; হা আমাদের নদী পেরোনোর স্বপ্ন!

জঙ্গলের আবছা অলোয়
হা আমাদের বাঘ ও হরিণ চেনার দক্ষতা!
................

২২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

মিতক্ষরা বলেছেন: "আমার মতে শুধুমাত্র একটি পদত্যাগকে কারণ করে শতশত নিরীহ মানুষ আর নিষ্পাপ শিশুকে পুড়িয়ে মারা, হত্যা করা, যে দেশের মাটিতে মায়ের সম্মান, ভায়ের রক্তের প্রতিটি বিন্দু জড়িয়ে আছে তার সমূহ ক্ষতিসাধন, স্বদেশের ঋণ অস্বীকার করে পদে পদে মানুষ এবং মানবিকতার অপমান করে চলা যাদের বিশ্বাস তারা যেই হোক, যে দল মত বর্ণ গোত্রের হোক, আমি তাদের মানুষ বলতে অস্বীকার করি।"


পুড়িয়ে মারার খল নায়কদের পরবর্তীতে মন্ত্রী হতে দেখা গিয়েছে। তারা এই সরকারের অংশ। সুতরাং অমানুষরাই ক্ষমতায় যায়। ৭৫ এর পট পরিবর্তনের আগে দেশে যে অরাজকতা ছিল সেটা কি আপনার মনে রয়েছে? ৭৫ এর পট পরিবর্তনের পরে কি দেশে শৃংখলা ফিরে আসেনি? আজকেও এই পুড়িয়ে মারার কালচার যারা শুরু করেছে তারাই যে সেটা এখনও করছে না তার কি বিশ্বাস? বিরোধী দলের বেশীর ভাগ নেতা কর্মীরাই তো জেলে। সুতরাং এক ব্যক্তির পদত্যাগেই শান্তি ফিরে আসলে সেটা চাইতে আপনার এত কার্পন্য কেন?

২৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:



একটি সুন্দর ও আলোকিত নতুন ভোরের প্রত্যাশায়। তবে এই বিজয়ের মাস হোক সেই ভোরের শুরু।

সুন্দর একটি পোস্টের জন্য অনেক অনেক অনেক শুভ কামনা রইল আপু।

২৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৬

খেয়া ঘাট বলেছেন: আজ কিছুতেই বুঝে উঠতে পারছিনা কিভাবে আমরা সবকিছু মুখ বুজে সহ্য করে নিচ্ছি। -

"“Democracy must be something more than two wolves and a sheep voting on what to have for dinner.”
― James Bovard, Lost Rights: The Destruction of American Liberty

২৫| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: শান্তির পায়রারা উড়বেই আপু । ঝড় শেষ হবার পরই তো সমুদ্র শান্ত হয় ।

২৬| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
আই এ্যাপোলোজাইজ, ম্যাডাম, ইফ ইয়্যু আর অফেনডেড বাই মাই কমেন্ট। দুঃখিত।

একজন ব্লগার হিসেবেই আমি আপনাকে দেখি। আপনার ভিন্ন পরিচয় বিবেচনায় নিই নি, যদিও আপনি তা' বলেছেন। ভাল লাগলো।

আমার ভুল হয়েছে রাজনৈতিক ব্যাপার নিয়ে আপনার সাথে আলোচনা করাটা। সেটা আপনার পজিশনের কারণেই। তা' না-হলে ভিডিও প্রমাণ সহ আরো কিছু এখানে বলার ইচ্ছে ছিলো, যা' বলার বা লেখার লোভ সংবরণ করলাম। সচেতন ভাবেই।

মাঠ পর্যায়ের সহিংসতা কে বা কারা করছে, তা' নিরপেক্ষ সোর্স থেকে তথ্য এসেছে। খোজঁ নিলে জানতে পারবেন।

বাস পুড়িয়ে মানুষ হত্যার ভিডিও প্রমাণ আছে। ইউটিউবে।
AWAMI SCANDAL LEAKED: Nanak-Azam's Jubo League Burned Co ......... । ইচ্ছে হলে দেখতে পারেন।

হিন্দু মন্দিরে কারা হামলা ও ভাংচুর করেছে তা-ও নিরপেক্ষ সোর্স থেকে সংবাদ পত্রে প্রকাশিত হয়েছে। জানেন নিশ্চই।

মাঠ পর্যায়ের বেশীর ভাগ সহিংসতা হচ্ছে - ফলস্ ফ্ল্যাগ এটাক। আন্তরিক ও নির্মোহ দৃষ্টিভঙ্গি নিয়ে খোঁজ নিলে জানতে পারবেন।

মিডিয়া কিন্তু ব্যাক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান। এ থেকে যা' বোঝার বুঝে নিন্ প্লীজ।

একমাত্র ভারতীয় মিডিয়া ছাড়া খ্যাতিমান কোন আন্তর্জাতিক মিডিয়া এ সরকারের খারাপ ছাড়া ভালো কিছু প্রকাশিত হয়নি।

আমার এ মন্তব্যের জবাব না-দিলে আমি খুশী হবো। কারণ দিস ইজ অনলি ফর ইয়্যুর কাইন্ড ইনফরমেশন।

ওয়ানস এ্যাগেন, আই এ্যাপোলোজাইজ ফর মাই হারশ্ কমেন্ট।

অনেক ধন্যবাদ ম্যাডাম।

২৭| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫১

এস এম কায়েস বলেছেন: সুন্দর লেখা। একদিন সবশান্তির পায়রারা উড়বেই।

২৮| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:০১

কয়েস সামী বলেছেন: আপনার কথাই যেনো ঠিক হয়। এই ডিসেম্বরেই যেন বিজয়ের কেতন উড়ে। না কোন রাজনৈতিক দল জয়ী হোক আমি চাই না, জিতে যেনো অামাদের সাধারন জনগণ যাদের রক্তে উল্লাস করছে আমাদের সেইসব চিরন্তন তথাকথিক রাজনৈতিক দলগুলো।

২৯| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৪

বাংলার আকাশ বলেছেন: শান্তির পায়রা কেমনে উরবো ? দলাদলি আর দালাল এ ভরা আমার এই ছোট্র দেশটা ।

কোন উপায় নাই রে মনা !

৩০| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৫

সায়েম মুন বলেছেন: শান্তির পায়রা শীঘ্রই উড়বে। এ প্রত্যাশা সব সময়।

৩১| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪

শ্যামল জাহির বলেছেন: জানি নীড়ের ঠিকানা। কিন্তু;
এক ক্রোশ দূরে অন্ধকার গলির মাঝে থেমে আছি।
না শুরু স্থানে ফিরে যেতে পারছি, না গন্তব্য স্থানে!
তবুও প্রত্যাশা...মাঝপথ হতে মুক্তির।।

একাত্মতা জানিয়ে গেলাম।

৩২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৩

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: আলাদিন হলে চেরাগের দৈত্যকে দেশের শান্তির বিষয়েই প্রথম বলতাম। #:-S

৩৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২২

মোজাম্মেল প্রধান বলেছেন: ফেসবুকে একটা পেজ ‍ওপেন করেছি ‘শান্তি আসুক দেশে’ -এই নামে।

দুর্যোগময় এবং বেদনার রাত যত দীর্ঘই হোক, তা ফুরোবেই। আমরা আবারও আলোকময় হবো, উজ্জল হবো, বিশ্বময় প্রকাশিত হবো ১৯৭১ এর সেই দিনটির মত।
-এই কথাগুলো মনেপ্রাণে বিশ্বাস করি।

ধন্যবাদ আপু চমৎকার একটি পোস্ট আমাদের উপহার দেয়ার জন্য।

৩৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০০

আরজু পনি বলেছেন:

আশা জাগানিয়া লেখা ।

:)

৩৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৩

আরজু পনি বলেছেন:

আপনার কাছে একটি দাবী নিয়ে এসেছি ।
আগামীকাল ১৯ ডিসেম্বর ৫ম বাংলা ব্লগ দিবসে আপনার কাছ থেকে একটি পোস্ট আশা করছি, যাতে আমরা কথা বলতে পারি ।

অনেক শুভেচ্ছা রইল, আপনার/আপনাদের জন্যে ।।

:)

৩৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৫

নীল কষ্ট বলেছেন: আমার ড্রাফ্টে থাকা পোস্ট আনড্রাফট করতে পারছি না। প্লিজ হেল্প করুন

৩৭| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন: বিজয় আমরা পেয়েছি। কিন্তু আজও আমরা স্বাধীন নই।
একটা মেয়ে আজও একা কোথাও ইন্টারভিউ দিতে যেতে সাহস পায় না। তাহলে বুঝুন দেশের অবস্থা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.