নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানালা

জা না লা

বাতাসে ওড়া দিন

জা না লা › বিস্তারিত পোস্টঃ

বিয়ে করতে খরচাপাতি কেমন লাগে? [সিরিয়াস পোস্ট]

১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৩৪





প্রেম করতেছি মেলা দিন। বিয়েটা সাইরা রাখতে চাইতেছি, যাতে ভবিষ্যতে সমস্যায় না পড়ি। কাপড়-চোপড় গয়না গাটির কথা বাদ। হয় কোর্ট ম্যারেজ নাহয় কাজী অফিস।



শুনলাম কোর্ট ম্যারেজে নাকি ম্যালা খরচ। হাজার দশেক। কাজী অফিসে নাকি অল্পতেই সারা যায়। আমি নাস্তিক বইলা ইসলামী ধর্ম মত টা এড়াইতে চাইতেছিলাম। কি করা যায় বুঝতেছিনা।



নূন্যতম দেন মোহর কত করা যায়? আমার বাপ মায়ের ছিলো দুইটাকা পঞ্চান্ন পয়সা, তখনকার সময়ে এক দিরহামের সমপরিমান। আমার উনার ইচ্ছা ছিলো এক টাকা করার, কিন্তু সেটা মনেহয় পসিবল না। আইনে কি কয়?



আইনজ্ঞ কেউ থাকলে আওয়াজ দিয়েন।

মন্তব্য ১০০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪০

মাইন রানা বলেছেন: আমি নাস্তিক বইলা ইসলামী ধর্ম মত টা এড়াইতে চাইতেছিলাম। কি করা যায় বুঝতেছিনা।

কোর্ট ম্যারেজেওতো বলতে হবে আপনি কোন ধর্মের। নাস্তিকের কোন বিয়ের সিস্টেম কোর্টে আছে কিনা জানা নাই।

ওখানেও কাজী আছে বিয়ে হয় যার যার ধর্মের মত

১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪১

জা না লা বলেছেন: আপনি শিওর?

উপায় না পাইলে কি আর করা! আইন অনুযায়ী করুম।

টেকা পয়সা কতো লাগে?

২| ১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪১

খান ফেরদৌস বলেছেন: আপনার প্রতি জ্ঞ্যতব্য , কোর্ট মেরেজ বলতে কিছু নেই , কোর্ট এ গিয়ে রোটারী পাবলিক এর সামনে বিয়ে স্বিকার করে এফিডেফিট করা কেই কোর্ট মেরেজ বলে । এতে সরবনিম্ন খরচ ৩০০ টাকা । এখন আপনার কাছ থেকে উপরে যত খুশি খসায় নিতে পারে । তবে কাজী অফিস এ গিয়ে বিয়ে করাটাই ভাল ।

১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪৩

জা না লা বলেছেন: এক উকিল রে জিগাইছিলাম, হালায় কইলো ১০ হাজার টেকা লাগে! ওরে আমি খাইসি! X((

কাজী অফিসে বিয়া করা ভালো ক্যান? একটু বুঝায়া বলবেন?

৩| ১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪২

তিক্তভাষী বলেছেন: নাস্তিক হলে কোর্ট ম্যারেজ করাটাই ঠিক হবে। স্রেফ টাকা বাচাতে আপোষ করা ঠিক নয়।

১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪৯

জা না লা বলেছেন: টাকাটা একটা ফ্যাক্টর, এই মুহূর্তে হাতে টাকা নাই। সামনের মাসে লাখ খানেক আসতে পারে।

কোর্ট ম্যারেজটাই আমার বেশি পছন্দ।

৪| ১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪৪

ফটো পাগল বলেছেন: 7777 tk dia Bia koren.

১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪৯

জা না লা বলেছেন: হা হা হা, দেখি। :)

৫| ১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪৪

সাহায্যপ্রাপ্ত বলেছেন: ভাই পোষ্টটা কি আপনি দিলেন নাকি অটোমেটিক চলে আসলো? (সিরিয়াস প্রশ্ন)

১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪৭

জা না লা বলেছেন: মানে কি? সিরিয়াসলি জানার জন্য দিছি। সামনের মাসের মাঝে বিয়া করুম।

৬| ১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪৬

নাইটফল বলেছেন: কনে জানে আপনে যে নাস্তিক ??/ :-< :-< :-<
নাকি বিয়ার পর আস্তিক হবার পেলান আছে ??/ :-B :-B :-B
এক বড় ভাই পালায়া বিয়া কইরা এখন পুরা আস্তিক হই গ্যাছেন।

১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪৭

জা না লা বলেছেন: হ, সে প্রেম করার আগে থেকেই জানে আমি নাস্তিক। কলেজে এই বিষয় নিয়া ওর সামনেই টিচারদের সাথে গ্যাঞ্জাম হইতো।

৭| ১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪৮

হু-কেয়ারস বলেছেন: নাস্তিক হলে দেনমোহর দিবেন কেন? দেনমোহর দিলে তো আর নাস্তিক থাকলেন না !!!!!!

১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৫১

জা না লা বলেছেন: ব্যাপারটা আমি ঠিক ক্লিয়ার না, কোর্ট ম্যারেজ করলে কি দেনমোহরের ব্যাপারটা আসবে?

আমাদের মাঝে দেনমোহর ব্যাপারটা কোন ফ্যাক্টর না। সামাজিকতা ও আইন রক্ষায় যা করা লাগে আরকি।

৮| ১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৫১

টাক্কা বলেছেন: ২টা রিলেটেড পোস্ট

পালিয়ে বিয়ে করতে যাচ্ছি: অভিজ্ঞদের মতামত চাই

যারা ইয়ে করে বিয়ে করতে যাচ্ছেন, পালিয়ে (আইনী পরামর্শমূলক)


১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৫২

জা না লা বলেছেন: থেংকু বস। :)

৯| ১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৫২

ই এইচ মািনক বলেছেন: ধর্ম না মানলে দেন মোহর আসে কোথা থেকে???
মনে হয় আইনি ঝামেলা থেকে বাচার জন্য রেজিস্ট্রেশন করতে চায়।

১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৫৫

জা না লা বলেছেন: সেটাই। :)

১০| ১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৫২

আতিক.নিষিক্ত বলেছেন: ভাই আমার কাছে চইলা আসেন;
নাস্তিক মতে( কোর্ট ম্যারেজ ) রোটারী পাবলিক
১০০০/- টাকায় করাইয়া দিব;
{দুই কেজি মিষ্টি কেনার খরচ সহ } ।

বেশী জানতে চাইলে কল করতে পারেন - ০১৭১১ ৬৬৬৬৮৮.



১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৫৬

জা না লা বলেছেন: থ্যাংকস বস, ফোন দিমুনে। :)

১১| ১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৫৪

দিশেহারা আমি বলেছেন: মিস্টার নাস্তিক সাহেব- নাস্তিকদের বিয়ের কোন প্রথা নাই? B-)

১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৫৭

জা না লা বলেছেন: থাকার তো কথা।

১২| ১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৫৭

আকাশ মামুন বলেছেন: ১৫০টাকার স্ট্যাম্পে রেজিষ্ট্রি করে আপনার লিভটুগেদারই শ্রেয় হবে ।যেহেতু সঘোসিত নাস্তিক ।

১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৫৭

জা না লা বলেছেন: রেজিস্ট্রি করলে সেটা লিভ টুগেদার কেমনে হয়? :-*

১৩| ১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০১

নীল-দর্পণ বলেছেন: দেন মোহর ইসলামের রীতি। আপনি নিজেই বললেন আপনি নাস্তিক তবে কেন দেন মোহরের কথা চিন্তা করছেন।

যা পালন করবেন পুরোপুরি করাই ত বেটার মনে হয়.......

১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৫৮

জা না লা বলেছেন: ব্যাপারটা সম্পর্কে ধারণা ছিলোনা, তাই। :)

১৪| ১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:২১

বাক স্বাধীনতা বলেছেন: ঢং বাদ দিয়ে, উপযুক্ত দেনমোহর দিয়ে ইসলামী রীতিতে বিয়ে করেন। তারপর যদি ইচ্ছা হয়তো নাস্তিকদের জন্য লিভটুগেদার আইন পাশের নিমিত্তে আন্দোলন করতে পারেন। কোর্ট ম্যারেজ মানে "সন্তানদের দায়দায়ীত্ব নিব" এই মর্মে অঙ্গীকারপত্র।

১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৫৯

জা না লা বলেছেন: নাহ, ইচ্ছা নাই। কোর্ট ম্যারেজই শ্রেয়।

১৫| ১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:২৩

বাক স্বাধীনতা বলেছেন: বাংলাদেশে আমার জানামতে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা দেনমোহর দিয়ে বিয়ে করা যায়।

১৪ ই মার্চ, ২০১২ রাত ৮:০০

জা না লা বলেছেন: ভুল জানেন। সর্বনিম্ন মনে হয় এক দেরহাম সমান করা যায়।

এক হাজার টাকাও সই।

১৬| ১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:২৫

তিথির অনুভূতি বলেছেন: মেয়েটার জন্য দুঃখ হচ্ছে :( :(

১৪ ই মার্চ, ২০১২ রাত ৮:০১

জা না লা বলেছেন: মেয়েটা আমার পাশে বসেই সব পড়ছে। তার এ ব্যাপারে কোন অনুশোচনা নাই। :)

১৭| ১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:২৫

নাম বলবো না বলেছেন: আপনি যদি সত্যিকারের নাস্তিক হয়ে থাকেন তবে বিয়ে করতে যাচ্ছেন কেন? বিয়েতো একটা সামাজিকতার ব্যাপার যেটা ধর্মীয় অনুশাসন মেনে পালন করা হয়, আপনার ক্ষেত্রে এমন কোন বাধ্যবাধকতা নেই, আপনার এবং আপনার সাথে যিনি থাকবেন তাদের দুইজনের যতক্ষন ভালো লাগে ততক্ষন থাকবেন (সেটা সারাজীবনও হতে পারে, আবার নাও পারে), শুধু শুধু লৌকিকতা দেখানোর কি দরকার!!!

বিয়েরই যেখানে প্রশ্ন আসেনা, সেখানে দেনমোহর নিয়ে কথা বলা বোকামিই হবে।

১৪ ই মার্চ, ২০১২ রাত ৮:০২

জা না লা বলেছেন: আপনার প্রথম জানাটাই ভুল। বিয়ে শুধু ধর্মীয় মত পালন করতে করা হয় না।

বিয়ে ধর্ম ছাড়াও করা যায়।

১৮| ১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:২৬

মোঃ আব্দুস সালাম বলেছেন: ও ভাই আপনার বিবাহ কি দরকার
প্রেম করেন সাথে ইটিশ পিটিশও করেন।
আমাদের মত আস্তিকের জন্য তো ওগুলো নিষেধ।
আপনাদেরতো আর কোন নিষেধ নাই।
বিবাহ করলে আপনাকে স্বীকার করতেই হবে যে আপনি আস্তিক।
সম্পুর্ন আমার মতামত।

১৪ ই মার্চ, ২০১২ রাত ৮:০২

জা না লা বলেছেন: বিবাহ করলে আপনাকে স্বীকার করতেই হবে যে আপনি আস্তিক।

এটা ভুল কথা।

১৯| ১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:২৬

ভিজামন বলেছেন: নাস্তিক হইলে দেনমোহরের দরকার নাই কোর্টে/আঈনের লোকের কাছে গিয়া একসাথে থাকার আঈনগত চুক্তিটা সাইরা ফেলান... খরচ ১০০০ টাকার বেশি লাগার কথা নয়.. তবে ফেকরায় পরলে ৮০০০-১২০০০ লাগতে পারে .। তবে সবার আগে জেনে নিন আপনার জীবণসংগীনি এই ভন্ডামী মানবেন কি না??

১৪ ই মার্চ, ২০১২ রাত ৮:০৩

জা না লা বলেছেন: জ্বি এটা ভন্ডামি কিনা সেই বুঝতেছে, আমার পাশে বসেই সে সব পড়তেছে।

২০| ১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:২৮

জেনারেশন সুপারস্টার বলেছেন: এটা কি একটা স্যাটায়ার পোস্ট?উল্লেখ্য:সম্প্রতি একজন ব্লগনাস্তিকের বিয়ে হয়েছে।

১৪ ই মার্চ, ২০১২ রাত ৮:০৪

জা না লা বলেছেন: না ভাইয়া। পারভেজ ভাই মনে হয় ইসলামী ধর্ম মতে বিয়ে করেছেন।

২১| ১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৩৩

জাতির নানা বলেছেন:
তিন জন সাবালক সাক্ষীর সামনে তুমরা দুইজন নিজেদেরকে স্বামী স্ত্রী হিসাবে ঘোষণা দিয়ে সংসার শুরু করতে পার।

সামাজিক বা আইনগত বাধার ব্যাপারে আমার ধারনা নাই। ধর্ম এখানে কোন বাধা নয়।

১৪ ই মার্চ, ২০১২ রাত ৮:০৫

জা না লা বলেছেন: ধন্যবাদ নানা, সামাজিক ও আইন গত কিছু বাধা আছে, তা ছাড়া ওর ফ্যামিলির ব্যাপারটাও দেখতে হবে।

২২| ১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৩৪

জাহিদুল হাসান বলেছেন: আমার অফিসের এক কলিগের সেম সমস্যা, তবে তার সমস্যা টাকা। কোন উপায়ে বিয়ে করলে টাকা খরচ কম হবে এই চিন্তায় নাকি তার ঘুম আসে না। তার ফেবুতে এই পোষ্টের লিংক দিয়ে দিলাম।

১৪ ই মার্চ, ২০১২ রাত ৮:০৫

জা না লা বলেছেন: =p~উনারে বৈলেন আমরা একসাথে বিয়া করুম, খরচ আরো কম হবে। :P

২৩| ১৪ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৩৬

চাঁন মিঞা সরদার বলেছেন: নাস্তিক শুয়োরেরা বিয়ে প্রথায় আসতে চায়? এটা তো ধর্মীয় রীতি। বালের কোর্ট ম্যারেজ ক আর কাজি অফিসের বিয়াই ক। নতুন বোতলে পুরান কাসুন্দি। নাস্তিক শুয়োরেরা তো অনেক প্রাকটিক্যাল। এই সব সাক্ষি-সবুত আর কাগজের সাইনে কি আসে যায়। আসল গন্তব্য হইলো চো**ন। তুই না বাস্তব বাদি আর প্রাকটিক্যাল?

তাই এই সব বিয়া নামক ফাউল কাম বাদ দিয়া, ডাইরেক্ট একশন চালায় যা।


কমেন্ট মুছবি না। আর নিজেকে ধন্য মনে করবি , আমার পুরান পোষ্ট ঘুইরা দেখিস নাস্তিকেরা আমার কেমন জানের দোস্ত। :#) :#) :#) :#) :#)

১৪ ই মার্চ, ২০১২ রাত ৮:০৮

জা না লা বলেছেন: খানকির পোলা তরে আমি খুব ভালো কৈরাই চিনি, তোর গলায় পাড়া দিয়া তোর শিবিরগিরি ছুটামু বান্দির পুত। তোর বাপ মার কাছে গিয়া জিগা তোরে চুদাচুদি না কৈরা বাইর করছিলো কিনা, নাকি তর মায়েরে তোর পাড়ার লোকে চুদছে?

হোগায় বাশ ভৈরা দিলাম, পল্টন থেইকা গুলিস্তানের মোড়ে গিয়া খাড়ায়া থাক ভেন্ডি মাগীর পুত।

২৪| ১৪ ই মার্চ, ২০১২ রাত ৮:০২

ই এইচ মািনক বলেছেন: জাতির নানা বলেছেন:
তিন জন সাবালক সাক্ষীর সামনে তুমরা দুইজন নিজেদেরকে স্বামী স্ত্রী হিসাবে ঘোষণা দিয়ে সংসার শুরু করতে পার।


এটাই তো ধর্ম ....যাহাতে উনার চুলকানি আছে।




১৪ ই মার্চ, ২০১২ রাত ৮:০৯

জা না লা বলেছেন: কোনটা ধর্ম সেইটা আরো জানার বাকি আছে। আরো পড়াশোনা করার অনুরোধ রইলো।

২৫| ১৪ ই মার্চ, ২০১২ রাত ৮:০৬

সাহায্যপ্রাপ্ত বলেছেন: মানে হচ্ছে, পোষ্টটা যদি অটোমেটিক চলে আসে তাহলে আমার কিছু বলার নেই। আর যদি আপনি দিয়ে থাকেন তাহলে বলার আছে যে, সামান্য একটা পোষ্ট যদি নিজে থেকে না আসতে পারে তাহলে এই মহাবিশ্ব কেমন করে নিজে থেকে জন্ম নিলো? আপনি যদি পোষ্টের মালিক হন তাহলে এই মহাবিশ্বের ও মালিক আছেন।

হয়ত বা সময় নষ্ট করলাম তবুও নিজেকে সামলাতে পারলাম না বলে।

১৪ ই মার্চ, ২০১২ রাত ৮:১০

জা না লা বলেছেন: =p~ =p~ =p~ আর এস এস ফিড নামে একটা ব্যাপার আছে জানেন? যে পোস্টই আসুক না ক্যান লিংক আপ করা থাকলে পোস্ট টা অটোমেটিক ই আসবে।

লাভ নাই বস, আপনে অন্য দিকে দেখেন।

২৬| ১৪ ই মার্চ, ২০১২ রাত ৮:৩৫

নীরব দর্শক বলেছেন: যেহেতু ধর্ম মানে না লিভ টুগেদার করুন। সমাজ চিন্তা করতে গেলে ধর্ম আসবে। শত ঝামেলা।

আপনাদের জন্য অগ্রিম শুভকামনা।

১৪ ই মার্চ, ২০১২ রাত ৯:০৩

জা না লা বলেছেন: সমাজে তো চান মিয়া টাইপের কুত্তার বাচ্চাগুলোর জন্য তাহলে থাকা যাবে না, কল্লা কেটে ফেলবে।

২৭| ১৪ ই মার্চ, ২০১২ রাত ৮:৪৪

চাঙ্কু বলেছেন: মনে হচ্ছে আপনি নাস্তিক কিন্তু আপনার গার্লফ্রেন্ড আস্তিক। বিয়ের পরে এই আস্তিক-নাস্তিক ইস্যুটা দুইজনে কিভাবে হ্যান্ডেল করবেন এইটা খোলাখুলি আলোচনা করে নেন। বিয়ের পরে দুই-জনেই হয়তো দুইজনের প্রিন্সিপ্যালগুলো মেনে চলবেন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সময়ই এইগুলো ইস্যু হয়ে দাঁড়াতে পারে। কারন এখনও বাংলাদেশের অধিকাংশ সামাজিক/ মানবিক মূল্যবোধগুলোকে দেখা হয় ধর্মীয় মূল্যবোধের কোন থেকে। তাছাড়া এখনকার মেশিন লাইফে বিয়ে করার চেয়ে মনে হয় বিয়ে টিকিয়ে রাখাটা অনেক বেশী কঠিন।

আইনি বিষয়ে ধারনা না বিধায় সাহায্য করতে পারলাম না। বিয়ের জন্য শুভ কামনা রইল। দুইজনেই ভাল থাকুন, সব সময়।

অফটপিকঃ
ব্লগের কিছু ধর্মান্ধ ব্লগার কেন যে এখনও অন্যের একটা ব্যক্তিগত সিদ্ধান্তকে সন্মান করা শিখল না- বুঝলাম না। আমরা কাউকে গালি দিলে হয়ত আমাদের রাগ কমে বা আমরা মনে করি যে গালি দিয়ে নিজের বীরত্ব প্রকাশ করলাম কিন্তু এইটা বুঝতেছি না এই গালিটা/কমেন্টটা ব্লগে আমাকে, আমার ধর্মীয় এবং সামাজিক নৈতিকতা আর মূল্যবোধকে রিপ্রেজন্ট করছে। আল্টিমেটলি অন্যরা খুব স্বভাবতই আমাকে বলতে করতে পারে যে - আমার ধর্ম, পরিবার, সমাজ আমাকে ভাল নৈতিক শিক্ষা দেয় নাই।

জা না লা @ গালির উত্তরে গালি না দিয়ে আপনি একটু দেখালে উদারতা অনেক ভাল লাগত।

মন্তব্যটা অপ্রাসংগিক মনে হলে মুছে দিতে পারেন।


১৪ ই মার্চ, ২০১২ রাত ৯:০৯

জা না লা বলেছেন: বস এইটা নিয়া গত আট বছরে বহু আলাপ হৈছে। এরকম কোন সমস্যা আসলে আমাদের বোঝাপড়ার দরূন কোন সমস্যা হবার কথা না।

বস, কুত্তা কামড়াইলে মাইরা ফেলতেই শিখছি, নিম্নজাতের চিন্তাভাবনার অধিকারীদের কাছে মাথা নত করলেই আপনার ঘাড়ে চৈড়া বসবে। বুদ্ধি প্রতিবন্ধীদের কখনো লাই দিতে নাই। এটাই বুঝি।


চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৮| ১৪ ই মার্চ, ২০১২ রাত ৮:৪৫

রাহি বলেছেন: :-<

১৪ ই মার্চ, ২০১২ রাত ৯:১০

জা না লা বলেছেন: নাম ঠিক হৈছে, এবার নিশ্চিন্তে ঘুম পাড়েন। :)

২৯| ১৪ ই মার্চ, ২০১২ রাত ৮:৫৪

সাহায্যপ্রাপ্ত বলেছেন: তার মানে আপনি পোষ্টটা টাইপ করেন নি? এটাও হতে পারে সামুর কোনো অ্যাডমিন নাই। সাইট টা নিজে থেকে আপ হইছে আর নিজে থেকেই চলতেছে। এর কোড ও নিজে থেকেই তৈরি হইছে আর ... ... ...

অবশ্যই লাভ নাই সেটা জানি।

১৪ ই মার্চ, ২০১২ রাত ৯:০৬

জা না লা বলেছেন: আসল কথা আসেন, স্রষ্টারে সৃষ্টি করছে কে? আপনের সূত্র মতেই তারও একজন স্রষ্টা আছে? তাহলে আল্লা কয়জন?

৩০| ১৪ ই মার্চ, ২০১২ রাত ৯:০৮

মামুণ বলেছেন: আপনাদের নতুন জীভন শুভ হোক । আজাইড়া ফাজাইড়া লোকের কথায় কান না দিয়া নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে কাজ করেন।

১৪ ই মার্চ, ২০১২ রাত ৯:১১

জা না লা বলেছেন: ধন্যবাদ ভাই। :)

৩১| ১৪ ই মার্চ, ২০১২ রাত ৯:১৮

যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: বর্বর মুসলমানদের নিয়মে বিয়ে করবেন! লেটেস্ট নাস্তিক ফ্যাশনের মত লেটেস্ট লিভ-টুগেদার ফ্যাশনটা পালন করবেন না?

বর্বর হওয়া অপনার মানায় না, আপনি এত্ত ইসমার্ট!

১৪ ই মার্চ, ২০১২ রাত ৯:২৯

জা না লা বলেছেন: কোথাও কৈলাম নাকি বর্বর মুসলমানের মতো বিয়া করুম?

আমি স্মার্ট না, চরম ক্ষ্যাত, শুধু এইটুক জানি, আমি কতটুকু জানি।

৩২| ১৪ ই মার্চ, ২০১২ রাত ৯:২১

সাহায্যপ্রাপ্ত বলেছেন: "লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ" অর্থাৎ "তিনি কাউকে জন্ম দেননি (ঔরস অর্থে) কেউ তাঁকে জন্ম দেয়নি"।

আমি আপনাকে বাধ্য করতে পারিনা আমার মতামত গ্রহণ করতে, আমি শুধু যেটা সত্য সেটা প্রকাশ করছি।

১৪ ই মার্চ, ২০১২ রাত ৯:২৮

জা না লা বলেছেন: আপনে যেই সূত্রে যুক্তি দেখাইতেছেন, সেই সূত্রে কন, যেহেতু তারে কেউ জন্ম দেয়নি, সেহেতু তিনি হাওয়া থেইকা উদয় হৈছেন, তাইনা? তাইলে ধরেন সামুও হাওয়া থেইকা উদয় হৈছে।

আর যদি আল্লা নামের কেউ থাকেই, তাহলে আপনের যুক্তি অনুযায়ীই তার স্রষ্টা আছে, সেইডা কোন আল্লা? হেতি কৈ থাকে? ১৪ আসমান উপরে? এই আল্লা কি তারে সেজদা দেয়?

বই এর লেখাই যে সত্য, সেইডা আপনে কেমনে বুঝলেন? আমিও তো বই লিখতে পারি। সেইখানে ধরেন কৈলাম পানির তলে এক আল্লা থাকে, কোন আকার নাই, জেলিফিসের মতো স্বচ্ছ ও আকার পাল্টায়। তাইলে?

৩৩| ১৪ ই মার্চ, ২০১২ রাত ১০:০১

সাংবাদিকতার ছাত্র বলেছেন: দাওয়াত দিয়েন ভাইজান।দিল্লিকা লাড্ডু খাওয়া মোবারক।

১৪ ই মার্চ, ২০১২ রাত ১০:০৯

জা না লা বলেছেন: ওকে ভাই। :) অনুষ্ঠানের সময় অতি অবশ্যই দাওয়াত দিবো।

৩৪| ১৪ ই মার্চ, ২০১২ রাত ১১:০১

মেংগো পিপোল বলেছেন: আপনে নাস্তিক মানুষ বিপ() বিয়ার কাম কি? রুশদি বিপ() রে ফলো করেন, হেয়তো আবার আপনেগো নবী,


() ইচ্ছা মতন বসাইয়া নিয়েন।

২০ শে মার্চ, ২০১২ দুপুর ১২:৪৭

জা না লা বলেছেন: ভাগ শালা ছাগলের বাচ্চা।

৩৫| ১৪ ই মার্চ, ২০১২ রাত ১১:০৪

বেঈমান আমি বলেছেন: আমারে দাওয়াত দেওন লাগবো কইলাম। :P

২০ শে মার্চ, ২০১২ দুপুর ১২:৪৭

জা না লা বলেছেন: আগে দেশে আসেন :)

৩৬| ১৪ ই মার্চ, ২০১২ রাত ১১:৫০

নাহিয়ান বিন হোসেন বলেছেন: নিজেকে দাবি করলেন নাস্তিক! আর সামাজিকতা-লৌকিকতার দোহাই দিয়ে দেনমোহর দিতেও রাজি হচ্ছেন! এই বুঝি নাস্তিকদের তথাকথিত প্রগতিশীলতার উদাহরন! হাসি সামলানো মুশকিল!

যাই হোক, দুজন একটা বন্ধনে আবদ্ধ হচ্ছেন ,সুতরাং এটা নিয়ে অকারন নোংরা খোচাঁখুচি করতে চাই না (যেমনটা নাস্তিকরা ইসলাম নিয়ে করে থাকে!) শুভকামনা রইলো আপনাদের দুজনের জন্য। শুভ হোক আপনাদের যুগল জীবন।

২০ শে মার্চ, ২০১২ দুপুর ১২:৪৮

জা না লা বলেছেন: ধন্যবাদ। সামাজিকতা রক্ষার জন্য অনেককিছুই করা লাগে, ধর্ম রক্ষার জন্য নয়, বুঝবেন আশাকরি।

৩৭| ১৫ ই মার্চ, ২০১২ রাত ১২:০৩

স্বাধীকার বলেছেন:
একজন নাস্তিক বিয়ে করবে, সেই দেশের আইনের মাধ্যমে। আইনে যা আছে সে অনুযায়ীই হবে। আইনে যদি দেনমোহরের ব্যাপার থাকে, তাহলে অবশ্যই নাস্তিক সেই আইন মানবে-ধর্মকে নয়। এতে ধার্মিকদের খুশী হওয়ার কিছু নেই, কারণ ধর্ম একটি বিশ্বাস। নাস্তিক বিয়ে করছে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে, ধর্মের প্রতি বিশ্বাস দেখিয়ে নয়।

পারভেজ ভাইকে দেখলাম মোনাজাত করছে, আমি এতেও অবাক হয়নি। তাকে হিপোক্রেটও ভাবিনি। সেখানের ঐ পরিস্থিতিতে ওটাই ছিলো কালচার-সেটাই তিনি পালন করেছেন মাত্র। ধর্মকে বিশ্বাস করে তিনি মোনাজাত ধরেননি। ধর্ম বিশ্বাসের ব্যাপার হলে মোনাজাত ধরায় কেউ আস্তিক হয়ে যায়না। আপনি কাজি অফিসে গিয়ে বিয়ে করলেও আস্তিক হয়েছেন এটা ভেবে কারো আনন্দ পাওয়ার কিছু নেই। কারণ ধর্মটা আপনার বিশ্বাসের সাথে সম্পৃক্ত। বিয়ে করতে যা করার দরকার পড়ে-আইনী, ধর্মীয় রীতি ও সামাজিকতা আপনি পালন করবেন-এতে হিপোক্রেসীর কিছু নেই। প্রচলিত আইন মানাই সভ্য মানুষের দায়িত্ব, আপনি সেটাই করবেন। এখানে ধর্মীয় বিশ্বাস থেকে কখনোই আপনি মোনাজাত ধরবেন না বা দেনমোহর দিবেন না। এটা একটি রাষ্ট্রে প্রচলিত আইন, হোক তা মুসলিম পারিবারিক আইন বা রোমান আইন কোনো সমস্যা নেই। এতে আপনার নাস্তিকতার সাথে প্রতারণামূলক কিছু করা হচ্ছেনা, কেবল রাষ্ট্রীয় আইনই মানছেন। নিশ্চিন্তে আপনি এটি করতে পারেন।
তবে কোনো কোনো ধার্মিক মানুষ যদি একজন নাস্তিকের বিয়ের মোনাজাত কিংবা দেনমোহরের ব্যাপার দেখে হৃদয়ে শান্তি পায়-পাক । আপনার বিশ্বাসতো আপনার কাছে আছেই। আপনি যে কোনো ভাবেই বিয়ে করতে পারেন-রাষ্ট্রীয় আচার মেনে, এখানে দোষের কিছু নেই। আপনার জন্য শুভ কামনা।

২০ শে মার্চ, ২০১২ দুপুর ১২:৫১

জা না লা বলেছেন: আপনার কমেন্ট টা খুব ভালো লেগেছে। ধন্যবাদ।

৩৮| ১৫ ই মার্চ, ২০১২ রাত ১২:০৩

কালো স্বপ্ন বলেছেন: যেহেতু নাস্তিক বিয়ার কি দরকার ? লিভ টুগেদার করেন !

২০ শে মার্চ, ২০১২ দুপুর ১২:৫২

জা না লা বলেছেন: তোমাদের মতো শুয়োর গুলি যখন ইট ছুড়ে হত্যা করবে, তখন?

২০ শে মার্চ, ২০১২ দুপুর ১২:৫২

জা না লা বলেছেন: তোমাদের মতো শুয়োর গুলি যখন ইট ছুড়ে হত্যা করবে, তখন?

৩৯| ১৫ ই মার্চ, ২০১২ রাত ১২:২৩

জেনারেশন সুপারস্টার বলেছেন: লিভ টুগেদারই করেন।
অ:ট:চাঁন মিঞা সরদারের সাথে আগে থেকেই লাগালাগিআছে নাকি?

২০ শে মার্চ, ২০১২ দুপুর ১২:৫৩

জা না লা বলেছেন: হু, পোলাডা আগেও বেশ কয়েকবার আমার চোদা খেয়ে দূরে গিয়া ঘেউ ঘেউ করছে।

৪০| ১৫ ই মার্চ, ২০১২ রাত ১২:৪৮

প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: বিয়ে মানে হচ্ছে একজন মানব আরেকজন মানবিকে সংগী হিসেবে নিয়ে একসাথে থাকার একটি কমিটমেন্ট।যদি কারো সংগিকে আর ভাল না লাগে তখন তারা আলাদা হতে চায়। এক্ষেত্রে ধর্মগুলো মানুষের উপকারের জন্য কতগুলো নিয়মের বেড়াজাল দিয়ে দিয়েছে যা ধার্মিকদের মানতে হয় এবং এই নিয়মগুলো মানুষের দাম্পত্য জীবনে্র জন্য উপকারি প্রভাবক হিসেবে কাজ করে বলে আমি বিশ্বাস করি। এর মধ্য অন্যতম হল সামাজিক স্বীকৃতি।ধর্মগুলো এজন্য সাক্ষির উপস্থিতিতে বিয়ে, ও ডিভোর্স এর ব্যবস্থা করে যা টোটাল একটি সিস্টেম এবং নিয়মের মধ্যে পরিচালিত হয়।

আমি যতটুকু বুঝতে পারছি আপনি ধর্মিয় রীতিনীতি নয় সামাজিক স্বীকৃতি বা আইনি স্বীকৃতির মাধ্যমে আপনার সংগিকে পেতে চাচ্ছেন। এই সামান্য কথাটাই অনেক আস্তিক গুলিয়ে ফেলছে। আমাদের নবী (সাঃ) বলেছেন " যদি কাউকে কিছু বলতে হয় তাহলে সবচেয়ে ভাল ভাবে বল যাতে তার মনে কস্ট না পায়" এই কথাটা আমরা মুসলমানেরা ভুলে যাই। তাই আস্তিক বা মুসলমান ভাইদের বলব অযথা মুখ নস্ট করে নিজেদের খারাপ প্রমান করে আমরা ইসলামের ক্ষতিই বেশি করছি।

যাই হোক, আপনি নাস্তিক হন আর আস্তিক হন আপনার জন্য শুভকামনা রইল।

২০ শে মার্চ, ২০১২ দুপুর ১২:৫৩

জা না লা বলেছেন: ঠিক ধরেছেন, আস্তিকেরা চিরকালের মতোই আব্লামি দেখায়া গেছে।

ধন্যবাদ।

৪১| ১৫ ই মার্চ, ২০১২ রাত ১২:৫৩

নাফীস কাজী বলেছেন: যেহেতু নাস্তিক বিয়ার কি দরকার ? :-* :-* :-*

২০ শে মার্চ, ২০১২ দুপুর ১২:৫৪

জা না লা বলেছেন: তোমাদের মতো শুয়োর গুলি যখন ইট ছুড়ে হত্যা করবে, তখন?

৪২| ১৫ ই মার্চ, ২০১২ রাত ১:৫৩

শ্রাবণধারা বলেছেন: আপনাদের জন্য শুভকামনা। এখানে তথাকথিত ধার্মিকদের মন্তব্য গুলো পড়ে দুঃখ পেলাম। অনুমান করি, আপনি এবং আপনার পরিবার অন্তত এদের চেয়ে সুখী হবেন। এই অনুমানের সাহস একারনে পেলাম যে আপনার নাস্তিকতাকে একটা চুড়ান্ত সিদ্ধান্ত মনে না করে, অনুসন্ধানের আগ্রহ হিসেবে নিলাম। যিনি অন্তরতম, তাকে অন্তর দিয়েই বুঝতে হয়। ঘরের কোনের প্রদীপ হলে নাহয় কেরসিন আর সলতের ভিতর দিয়ে তাকে বোঝা যেত, কিন্তু এ আলো অনেক বড়, বিচিত্র, অজস্র। কে জানে হয়তো বুদ্ধি থেকে বোধের, প্রেম থেকে আরো বড় প্রেমের, ক্ষুদ্র থেকে বৃহতের জাগরণে আমরা তাকে অনুভব করতে পারব। আর আপনার প্রশ্নটা সময় কে নিয়ে, তাই স্রষ্টার স্রষ্টাকে জানতে চাচ্ছেন। কিন্তু কে জানে হয়ত এমন একটা সময় আছে যেটা ভবিষ্যতের দিকে দৌড়ায় না, সেখানে অতীত বর্তমান ভবিষ্যত সব সমান। যাই হোক, আবারো শুভকামনা...।

২০ শে মার্চ, ২০১২ দুপুর ১২:৫৪

জা না লা বলেছেন: ঠিকাছে, থ্যাংকু।

৪৩| ১৫ ই মার্চ, ২০১২ রাত ৩:৪৫

মাহমুদুল হাসান অনিক বলেছেন: ভাইয়া একটা যুক্তি মানতে পারলাম না আপনে কি আপনার জন্মদাতা পিতাকে দেখেছেন যে আপনাকে জন্ম দিয়েছে অবশ্যই দেখেন নি আপনার মা বা অন্য আত্মীয় স্বজনের মাধ্যমেই আপনি জেনেছেন।কম্পিউটার মানুষ তৈরি করেছে এখন এ কম্পিউটার কে তৈরি করেছে কম্পিউটার কি বলতে পারবে যদি program না করা থাকে?আর কম্পিউটার কি মানুষের সৃষ্টিকর্তা কে বলতে পারবে যদি program না করা থাকে বা memory তে না থাকে

sorry isdea নাই :(

২০ শে মার্চ, ২০১২ দুপুর ১২:৫৭

জা না লা বলেছেন: আমার বাপরে চোখের সামনে দেখি প্রতিদিন, তার চেহারার সাথে আমার চেহারার মিল দেইখাই বুঝি সেই আমার বাপ। তুমার বাপ নিয়া সন্দ থাকলে ডিএন এ টেস্ট করাইতে পারো। কিংবা বাপ খুইজা নাপাইলে মারে জিগাও।

বিজ্ঞান সবরকম সুবিধাই দিয়েছে, নিজের বাপ রে ডিএন এ টেস্ট করেই ধরা যায়।

তয় আল্লারে এখনো দেখিনাই, দেখলে ডিএন এ টেস্ট কইরা দেখতাম হে আল্লা কিনা।

৪৪| ১৫ ই মার্চ, ২০১২ রাত ৩:৫৫

সামদ বলেছেন: আপনাদের জন্য শুভকামনা রইল।


আর উপরে নির্বোধ রামছাগু গুলারে যে চটকানা দিলেন - এগো কয়টা দাত যে খুইলা পড়ছে কে জানে B-))

২০ শে মার্চ, ২০১২ দুপুর ১২:৫৮

জা না লা বলেছেন: :P B-))

থেংকু বস।

৪৫| ১৫ ই মার্চ, ২০১২ ভোর ৬:৫৯

রাইসুল জুহালা বলেছেন: আপনার প্রশ্নের উত্তর আমার জানা নাই, তাই কোন সাহায্য করতে পারলাম না। তবে হবুদম্পতির জন্য শুভকামনা। :)

২০ শে মার্চ, ২০১২ দুপুর ১২:৫৯

জা না লা বলেছেন: ধন্যবাদ, আপনের লাস্ট পোস্ট গেছে কই? বাশ নিয়া রেডি হইছিলাম।

৪৬| ১৫ ই মার্চ, ২০১২ সকাল ৭:০৬

লিন্‌কিন পার্ক বলেছেন: দাওয়াত না দিলেন কইলাম জানালা ভাইঙ্গা ঘরে ডুখমু X( X( ;)

২০ শে মার্চ, ২০১২ দুপুর ১:০০

জা না লা বলেছেন: আমার বৌ মেরুন বেল্টধারী। আমি নিশ্চিতে ঘুমামু, আপনের হাত পাও ভাইংগা গলায় ঝুলায়া দেবেনে।

৪৭| ১৮ ই মার্চ, ২০১২ রাত ১:৩৫

রাসেলবিথী বলেছেন: কোর্ট ম্যারেজ করলে সর্বোচ্চ ১০০০ টাকা খরচ হওয়ার কথা।আপনি যেকোন জেলার কোর্ট এ গিয়ে ওখানকার পি পি এর সাথে কথা বললেই হবে।পি পি ই সব ব্যবস্থা করবে।আর এই কোর্টের কাগজ টা ‍নিয়ে কাজী অফিসে গেলে,কাজী সাহেব ও খুব সহজে বিয়ে পরিয়ে দেবে।সেক্ষেত্রে আপনাকে দেনমোহর এর উপর ভিত্তি করে টাকা দিতে হবে।১ লাখ টাকার দেনমোহর এর জন্য কাজীর ফিস হবে ১ হাজার টাকা।আমার জানা মতে ৫০০০০ টাকা সর্বনিম্ন দেনমোহর।

২০ শে মার্চ, ২০১২ দুপুর ১:০০

জা না লা বলেছেন: ধন্যবাদ। দেনমোহর সম্পর্কে মনে হয় ভুল জানেন।

৪৮| ১৯ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:১২

রাহি বলেছেন: ধইন্যবাদ। নিশ্চিন্তে ঘুমাইতাছি :-<

২০ শে মার্চ, ২০১২ দুপুর ১:০১

জা না লা বলেছেন: হা হা হা, ঘুমান গিয়া।

৪৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:৫০

জেমস২৫২৫২৫২৫ বলেছেন: কমেন্ট করলে কি উত্তর পাবো? ৭ বছর আগের পোষ্ট এতোদিনে হয়তো আপনাদের বিয়ে হয়ে বাচ্চা হয়েছে তাই না ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.