![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাসূল সাঃ ইরশাদ করেন মুমিনের
জিহ্বার চেয়ে আল্লাহর নিকট প্রিয়
আর কোনো গোশতের টুকরা নেই ।
আর কাফেরের জিহ্বার চেয়ে
আল্লাহর নিকট অপছন্দ আর
কোনো গোশতের টুকরা নেই ।
আল্লাহ তায়ালা আমাদের জবান দান
করেছেন, তা এমন এক অমূল্য
নেয়ামত যে, এর মাধ্যমেই আমার
নিজেদের মনের ভাব গুলো যখন-
তখন অন্যের নিকট পৌছাতে পারি ।
যদি এমন ব্যবস্থা হত যে, করো
সাথে মনের ভাব প্রকাশ করতে হলে
প্রথমে সুইচ অন করতে হবে । তার
পর নম্মার মিলিয়ে অন্যের সাথে
কথা বলতে হবে তাহলে আমাদের
কতো কষ্ট হত ?
অথচ আল্লাহর দেয়া এই নিয়ামত
আমাদের কত সহজ করে দায়েছে
যার মাধ্যমে আল্লাহ তা'য়ালা এমন
একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা দানকরে
দিয়েছেন যে, একদিকে মনের ভাবের
উদয় হয় আর অপর দিকে মস্তিস্ক
থেকে শুরু করে জবান পর্যন্ত
সবগুলো ইন্দ্র ক্রিয়াশীল হয় এবং
মূহুর্তের মধ্যেই মনের ভাবে অন্যকে
মুখের সাহয্য পরিস্কার করে বলে
দিতে পারি ।
কোন চার্জ বা সার্ভিসিং করতে
হয়না ।
এই জিহ্বা কতা বড় নিয়ামত যে কথা
বলতে পারেনা তাকে দেখলেই আমার
অনুমান করতে পারি ।
অতএব এই নিয়ামতের ব্যবাহর খুব
ভেবে-চিন্তে করতে হবে । ভাবতে হবে
এই জিহ্বা কি আল্লাহর সন্তুষ্ট
করার জন্য ব্যবহার করা হচ্ছে নাকি
রুষ্ট করার কাজে ব্যবহার হচ্ছে ।
এই জিহ্বাই মানুষকে জান্নাতের
দিকে নিয়ে যাবে এবং এই জিহ্বাই
মানুষতে জান্নাতের দিকে নিয়ে যাবে
©somewhere in net ltd.