নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিনাদিনী ফেরদৌস

নিনাদিনী ফেরদৌস › বিস্তারিত পোস্টঃ

বিশ্বস ভালোবাসা দিবস

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭

একদিন ফোযালা নামের এক ব্যক্তি রাসূল সাঃ কে হত্যা করার জন্য মক্কায় গেলেন । রাসূল সাঃ তার মনের ভাবে বুঝতে পেরে ফোযালার বুকে হাত রেখে তাকে ইসতিগফার করতে বললেন ।
তারপর ফোযালা বলেন রাসূলের হাত আমার বুক থেকে সরানোর আগেই আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হয়ে গেলেন ।
অতপর যখন আমি রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম তখন এক পরিচিতা মহিলা আমাকে ডেকে বললেন ফোযালা চল আমারা "আলাপ" করি ।

তখন আমি বললাম না; কারণ আল্লাহ এবং ইসলাম এটা প্রত্যাখ্যান করে ।

একজন লোক কিছুক্ষণ পূর্বেও যার মনে রাসূলকে হত্যার পরিকল্পনা ছিল সেই ব্যক্তিই এখন রাসূলের প্রেমে পরে দুনিয়ার সকাল পাপের আহবানকে দূরে ঠেলেদিলেন ।

কিন্তু আমাদের হলোটা কি ?

আমাদের অন্তরে কি আল্লাহর নাবীর প্রেম ভালোবাসা নেই ?
যেই নবীকে ভালোবেসে আমাদের অন্তরকে দুনিয়া আখেরতে মূল্যবান করেছি সেই অন্তরেই আবার কি ভাবে "ভালোবাসা দিবসে"র মত বেহায়াপনা আর বেলাল্লাপনা দিবসকে প্রস্রয় দেই ?

ঈমান ও ইসলামের পবিত্র গণ্ডিতে প্রবেশ করার পর নিজস্ব মত প্রয়োগের এবং ঐশী বিধান লঙ্ঘনের যেমন কোন অধিকার থাকেনা, তেমনি অধিকার থাকে না আল্লাহর রাসূলের কোন সিদ্ধান্তে দ্বিধা প্রকাশের এবং অন্য কোন বিচারকের দ্বারস্থ হওয়ার । এমনকি শরীয়তবহির্ভূত কোন আচার-প্রথা ও সংস্কার-সংস্কৃতি অনুসরণেরও থাকেনা কোন অবকাশ ।

আমাদের সমাজ আর সভ্যতা যতই অপসংস্কৃতির প্রতি ধাপিত হবে ততই অশান্তি আমাদের গ্রাস করবে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮

নিনাদিনী ফেরদৌস বলেছেন: আাল্লা আমাদের রক্ষা করুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.