নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতির বোঝা। তবে আমাকে আপনি জাতির ভাতিজাও বলতে পারেন। জাতির কোন উপকার করছি কিনা জানি না। জাতির থেকে কোন উপকার পাইনি এটা বলতে পারি।

জাতির বোঝা

বাংলাদেশের ১৬ কোটি মানুষের সিরিয়াল নম্বর দিলে আমার নম্বরটা পড়বে সবার শেষে । আমি এক জন কামলা। দেশে কোন কাজ পাইনি। পেটের দায়ে বিদেশে কামলা দেই। আমি জাতির বোঝা। জাতি আমাকে কিছু দেয়নি। তবে আমি জাতিকে রেমিট্যান্স দিই।

জাতির বোঝা › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়াগামী শ্রমিকদের রক্ত পানি করা টাকা চুষে খাচ্ছে সিন্ডিকেট!

২৩ শে জুন, ২০১৮ ভোর ৫:৪২

বাংলাদেশের এক জন মানুষ কত টা অসহায় হলে নিজের জমিজমা, বসত বাড়ি বিক্রি করে শ্রম বিক্রি করে সংসার চালানোর জন্য বিদেশে পাড়ি দেয় এটা একটু চোখ বন্ধ করে ভাবলেই বুঝা যায়। মানুষ দেশে বেচেঁ থাকার মতো আয় করার উপায় না পেয়ে শেষে বাধ্য হয়ে বিদেশে যাবার সিদ্ধান্ত নেয়। এটা বড় কষ্টের।

গ্রামের সহজ সরল এক জন মানুষ, যে কোন পড়াশোনা জানে না, এমনকি জীবনে কখনো ঢাকা যাওয়া তো দূরের কথা নিজের জেলা সদরেও যে লোকটি যায়নি তার পক্ষে অচেনা একটি দেশে একাকী কাজ করতে যাওয়া বিশাল এক চ্যালেঞ্জ তো বটেই। আর এই চ্যালেঞ্জের মোকাবিলায় কেউ তাকে সহযোগিতা করে না। বরং তার জমি বেচা টাকা থেকে প্রায় প্রতিটি লোক যেমন লোকট পাঠানোর এজেন্সী, জনশক্তি বিভাগ, আদম বেপারী, দূতাবাসের লোক সবাই দু পয়সা কামিয়ে নিতে চায়। অসহায় মানুষটি চোখ মুখ বুজে পরিবারের অসহায় মুখের দিকে তাকিয়ে সব হজম করে নীরবে।

মালয়েশিয়ার শ্রম বাজারের সিন্ডিকেট এখন আর গোপন কোন বিষয় নয়। অনেকেই জানে। ৩৯ হাজার টাকায় শ্রমিক পাঠানোর যে মুখরোচক ( নাকি কান রোচক) কতা বলে প্রচারণা চালানো হয়েছিল সেই টাকার পরিমাণ এখন নানান সিন্ডিকেটের কারণে এখন সাড়ে তিন থেকে চার লাখ টাকায় পৌছে গেছে। মনে রাখতে হবে একজন শ্রমিক মালয়েশিয়াতে লাখ লাখ টাকা কামাই করে না। যে সামান্য টাকা কামাই করে তার থেকে তাকে বছরে ভিসা বাবদ প্রায় লাখ খানেক টাকা খরচ করতে হয়। তারপর নিজের থাকা খাওয়া। তারপর দুপয়সা বাঁচাতে পারলে দেশে পরিবারকে পাঠানোর চিন্তা।

শ্রমিক পাঠানোর এই মহাসিন্ডিকেট নিয়ে মালয়েশিয়ার বহুল প্রচারিত ইংরেজি দৈনিক ‘ দি স্টার’ বিশাল এক প্রতিবেদন প্রকাশ করেছে। উল্লেখ করা যেতে পারে যে, মালয়েশিয়ার পত্রিকায় বাংলাদেশের কোন খবর সাধারণত ছাপে না। এই মাসে মাদক নিয়ে হত্যাকান্ডের একটি খবর ছাড়া আর কোন খবর আমার চোখে কখনো পড়েনি।

শ্রমিক পাঠানোর সিন্ডিকেট নিয়ে প্রকাশিত খবরে কি আছে আসুন আমরা কষ্ট করে একবার পড়ি।

Over 100,000 Bangladeshi workers paid RM20k each to syndicate involving 'Datuk Seri' fatcat to work in Malaysia


EXCLUSIVE- PETALING JAYA: A human trafficking syndicate, spearheaded by a Bangladeshi businessman with alleged political connections with the Home Ministry, raked in at least RM2bil in just two years from Bangladeshi workers looking to land jobs in Malaysia.
An investigation revealed that the workers paid RM20,000 each to their local agents who then paid half of the sum to the syndicate to facilitate work permit approvals and flight tickets to Malaysia.
It is learned that since late 2016, more than 100,000 Bangladeshi workers have been brought into the country under the system, while more than 100,000 are waiting for their turn.
Our investigation also revealed that the businessman, who even has a “Datuk Seri” title, was the mastermind behind the organised and “legalised” multibillion-ringgit human trafficking scam.
Due to his strong political influence in both Malaysia and Bangladesh, the businessman was also instrumental in getting the two countries to sign a government-to-government agreement in 2016, giving only 10 companies from Bangladesh the right to recruit migrant workers for Malaysia.
image: Click This Link
Furthermore, according to a source, some of the 10 authorised agents were merely fly-by-night companies created solely to rake in money by playing middleman between the workers and their prospective employers in Malaysia.
Despite the hefty RM20,000 price tag, the whole process – from documentation and transporting these workers to Malaysia – costed the agents less than RM2,000 a person.
“The ‘Datuk Seri’ has grown richer, his close aides and business associates living lavishly,” said the source.
“The Datuk Seri also shares a portion of the money he makes with politicians and government staff from both countries,” he said, adding that the man, who is in his late 40s, was married to a Malaysian for more than 15 years.
The source said the “Datuk Seri” even went a step further to grease what he described as a “well-oiled money-making scheme to exploit Bangladeshi workers”.
To facilitate the smooth operation of the system and to secure the interest of the 10 companies, he also set up a new online registration system called Sistem Perkhidmatan Pekerja Asing (SPPA), the only one that can be used to hire Bangladeshi workers.
Prior to the introduction of SPPA, Bangladesh was merely one of several source countries including Indonesia, India, Nepal, Pakistan and Myanmar that supplied a migrant workforce to Malaysia.
“Employers are required to pay RM305 for each worker hired from Bangladesh under SPPA, which is operated by a private company called Bestinet Sdn Bhd.
“The money collected under SPPA goes to Bestinet as a service charge for the distribution of the workers to their employers via the 10 companies,” said the source.
Migrant workers from the other source countries only needed to pay some RM2,500 to be hired in Malaysia, he added.
Bestinet was also the company that developed the Foreign Workers Centralised Management System (FWCMS), used by the Immigration Department for foreign workers’ visa applications.
Prior to the introduction of SPPA, the cost of hiring Bangladeshi workers was much lower, said Chirara Kannan, owner of a consultancy service for several employers in the Klang Valley.
“In the past, the workers only paid between RM7,000 and RM8,000 each,” he said.
However, Bangladeshi workers now had to pay off a legion of middlemen.
Chirara said workers paid the RM20,000 to “sub agents” from their villages, who then had to go through at least two more middlemen before they got connected to the local agents appointed by the Bangladesh government.
Previous licensed recruitment agents had now became “sub agents” for the big 10 companies, he added.
“It has gone from bad to worse as some employers even solicit commissions from the agents after realising that the workers were paying an exorbitant amount of money to work in Malaysia.
“Some of the employers receive up to RM1,500 in commissions for each Bangladeshi worker they hire,” said Chirara, adding that the reputation of the migrant worker recruitment industry had been “severely tarnished”.

Source: The Star online, 22 June 2018
মালয়েশিয়ার পত্রিকায় বাংলাদেশের আদম বেপারী সিন্ডিকেটের খবর


খবর প্রকাশি হয়েছে ডয়চেভেলের পাতায়ও

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৮ ভোর ৬:০৪

চাঁদগাজী বলেছেন:


সরকারীভাবে মানুষকে নিজের সম্পদ বিক্রয় করায়ে ও নিজের ঋনের বিপরিতে দাসে পরিণত করেছে গড় ৪০ বছর।

এখন দরকার, সরকারের বাহিরে, নিজদের জন্য চাকুরী সৃষ্টি করা; এবং এটা সম্ভব।

২৩ শে জুন, ২০১৮ ভোর ৬:১৩

জাতির বোঝা বলেছেন: জনাব, আমার কাছে কষ্ট লাগে যখন এই সব টাকার ভাগ বাংলাদেশের উপর দিকের হাই প্রফাইল ব্যাক্তিরাও পায়। শ্রমিকরা কত অসহায় আপনি একবার মালয়েশিয়ায় এসে দেখে যান। এখানকার প্রচুর বাংলাদেশেী সাংবাদিক যারা দালাল সাংবাদিক নামে পরিচিত তারাও এই সব শ্রমিক ব্যবসায়ে জড়িত। তাই সাধারণ মানুষ যারা দেশে আছে তারা জানতে পারে না। এবার বড় প্রচার মাধ্যমে ছাপা হচ্ছে । এবার জগৎ দেখুন- শ্রমিকরা কি ভাবে মালয়েশিয়াতে চলিল!

২| ২৩ শে জুন, ২০১৮ ভোর ৬:২১

চাঁদগাজী বলেছেন:


নিজের ব্উ, বাচ্চাদের পেছনে ফেলে বাংগালীরা ৪৪ বছর দেশের আদম বেপারী ও সরকারের লোকদের বিলিওনিয়ার বানায়েছে; এখন পারলে বুঝুক, না হয় দাশয়ে থাকুক।

২৩ শে জুন, ২০১৮ ভোর ৬:২৬

জাতির বোঝা বলেছেন: মহোদয়, দেশে একটা পরিবর্তন দরকার। আমি খুব হতাশ যে বর্তমান নেতারা ভাল মানুষ নন। তারা খাই খাই পার্টি। তাদের পাতি , আধুলি আর সিকি নেতাদের ক্ষুধা আরো বেশী। তারা পারে তো সব খেয়ে ফেলে।

মালয়েশিয়ার মানুষ আমাদেরকে একটা নোংরা জাতি মনে করে। একটি পোস্ট দিব। আগেই দিতাম। শরম লাগে বলে দিচ্ছি না।

৩| ২৩ শে জুন, ২০১৮ সকাল ৭:২৬

চাঁদগাজী বলেছেন:


মালয়েশিয়ান ও আরবরা আমাদের মগজহীন দাস ভাবে।

২৩ শে জুন, ২০১৮ সকাল ১১:৫১

জাতির বোঝা বলেছেন: দাস ভাবলেও কথা ছিল। তারা আমাদেরকে মানুষই তো ভাবতে চায় না। আর আমার দেশের নেতারা তো আরো কয়েক গ্রেড এগিয়ে।

৪| ২৩ শে জুন, ২০১৮ সকাল ৭:৪১

হাসান কালবৈশাখী বলেছেন:
মালয়েশিয়ার পুলিশ ও প্রশাসন বাংলাদেশের চেয়েও দুর্নীতিবাজ।

২৩ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৩

জাতির বোঝা বলেছেন: মালয়েশিয়ার পুলিশ ও ইমিগ্রেশনে চাকুরীরতরা উৎসব করে বাংলাদেশী শ্রমিকদের রক্ত পানি করা টাকায়। এদের কত ইনকাম কল্পনাও করা যায় না। আমাদের শ্রমিকরা আসলেই হতভাগ্য। তাদের দেখার কেউ নেই। মালয়েশিয়ান পুলিশ বাংলাদেশী শ্রমিক দেখলে খুশী হয়। টাকা কামানোর গাছ হাতে পায়।

৫| ২৩ শে জুন, ২০১৮ সকাল ৮:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: এজেন্সিতে সিন্ডিকেটের ভূত: লোক নেওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে মালয়েশিয়া

ডয়চে ভেলের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না।

আর মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর সাইদুল ইসলাম ডয়চে ভেলেকে বলেছেন, তারা সংবাদ মাধ্যমে খবরটি দেখেছেন৷ তবে মালয়েশিয়া সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের কিছু জানানো হয়নি৷

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক গোলাম মুজতবা ধ্রুবকে বলেন, “বাংলাদেশের দশটি এজেন্সি এখন মালয়েশিয়ায় লোক পাঠায়। যারা কাজটি করে তারা প্রত্যেকেই বাংলাদেশে থাকে। মালয়েশিয়া স্টারের ওই প্রতিবেদনটি আমি পড়েছি। সেখানে যে প্রবাসী বাংলাদেশির কথা বলা হচ্ছে তার বিষয়ে কোনো তথ্য আমার জানা নেই।”

জনগণের টাকায় খায়, দায়, ফুটানি মারে! আর তাদের বিষয়ে কোন খবর তাদের জানা থাকে না।
সিঙাগাপুরের মতো পিছনের কাপড় খুলে চাবুক মারা দরকার! X((

২৩ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৬

জাতির বোঝা বলেছেন: "জনগণের টাকায় খায়, দায়, ফুটানি মারে! আর তাদের বিষয়ে কোন খবর তাদের জানা থাকে না।
সিঙাগাপুরের মতো পিছনের কাপড় খুলে চাবুক মারা দরকার! "

উক্ত চাবুক মারাকে রাতাং বলে। এটা মালয়েশিয়ার জেলে অবৈধ বাংলাদেশী শ্রমিকদেরকে মারা হায়। এটা মারার দৃশ্য ইউটিউবে দেখতে পারেন। অনেক অমানবিক দৃশ্য। বুক ফেটে যাবে।

৬| ২৩ শে জুন, ২০১৮ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রনালয় যদি দক্ষ ও সৎ হতো তাহলে প্রবাসীরা ভালো থাকতো।

২৩ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৭

জাতির বোঝা বলেছেন: ভাইজান, বাংলাদেশের ৩ জন সৎ মন্ত্রী, সৎ সচিব, সৎ অফিসার বা কর্মচারীর নাম বলুন। আমি তাদেরকে নোবেল পুরস্কার দিব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.