![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকের নামের আগে পিছনে দেখি টাইটেল। যেমন খান, শেখ, চোধুরী, পাশা, তালুকদার, মজুমদার, মুন্সী, ভুইয়া আরো অনেক। অনেকে নামের পিছনে টাইটেল দেখে চিন্তা করতাম এরা কি আসলেই টাইটেল উপাধিতে ভূষিতদের বংশদের। পরিচিত কয়েকজনের টাইটেল নিয়ে প্রশ্ন করলাম। একজন কে জিজ্ঞেস করলাম আপনি কি সত্যিই ভূইয়া বংশদ্ভূত। আপনার দাদা কি জমিদার ছিলেন । উত্তর নাই কারন বুঝতেই পারছেন। একজনের নামের পিছনে আছে খান। খান রা হচ্ছে সাধারণত আফগান বংশদ্ভুত। বাংলাদেরশের অনেক খান কে দেখে কোনভাবেই খান বংশীয়দের সাথে মিলান যায় না। এরকম অনেককে চিনি যাদের নামের পিছনে টাইটেল আছে। একজনের নাম হচ্ছে মুন্সী, বুড়া হয়ে গেছে। সারা জীবন মিডল ইস্টে কামলা দিয়েছে, পূব পুরুষের কোন লেখাপড়া নাই। মুন্সী টাইটেল ব্রিটিশ রাজ দরবারে একটা সমমানিত পদবী ছিল। এখন যদি ওনার ছেলে মেয়ে বাপের নামটা নিজেদের নামের পিছনে লাগিয়ে মুন্সী বংশীয় দাবি করে তাহলে বলার কিছু নাই। অনেকে টাইটেল নিয়ে একটু নাক উচা ভাব করে থাকে। সেজন্য একটু চিন্তা করে রহস্য উম্মোচন করার চেষ্টা করলাম। ইরাক কুয়েত যুদ্ধের সময় দেখলাম এক রিকশাওয়ালার ছেলের নাম রাখছে সাদ্দাম। এই সাদ্দামের পরবতী বংশধর যে নিজেদের ইরাকীয় বংশোদ্ভুত দাবি করবে এতে সন্দেহ নাই। ঠিক সেইভাবে অনেকে ছেলের নাম রেখেছ লাদেন। আমার যা মনে হয় যারা সত্যিকার অথে টাইটেল ধারী না কিন্তু নামের পিছনে টাইটেল আছে, ওদের মা বাবা এসব টাইটেল কে নাম মনে করে (যেমন মুন্সী, রিজভী) তাদের ছেলে মেয়েদের নাম রেখেছে।
©somewhere in net ltd.