![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগে প্রথমবারের মত লিখছি।লেখার জন্য দেশে বর্তমানে প্রচুর বিষয় রয়েছে। অন্যান্য ব্লগাররা তা নিয়ে লিখছেন। আমি শুধু বলতে চাই এই দেশটা কারও বাবারও নয়, কারও স্বামীরও নয়। এই দেশটা আমার, আমার মত সাধারন জনতার, যারা এই দেশকে ভালবাসে। এই দেশটা তাদের নয় যারা ক্ষমতায় থাকার জন্য বা ক্ষমতায় যাবার জন্য সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করতে চায় বা করছে। এ দেশের জনগন ঐ সব খেলোয়াড়দের উপযুক্ত জবাব উপযুক্ত সোময়েই দিবে। সবাই সাবধান। স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা যারা মানেনা, এখনও যারা পাকিস্তানের ভূত ঘারে নিয়ে ঘুরে বেরায় তাদের এই দেশে থাকার কোন অধিকার নেই। তারা নির্লজ্জ, বেহায়া, বেশরম। ইসলাম শান্তির ধর্ম। এই ধর্মের বিরুদ্ধে যারা কটাক্ষ করে তারাও সাবধান। ধর্মভীরু মুসলিমরা তার প্রতিবাদ করবেই। কেউ তাদের দমিয়ে রাখতে পারবেনা। এই ধর্মের নামে যারা বিশৃঙ্খলা করতে চায়, ক্ষমতায় যেতে চায়, যারা তাদের মদদ দেয়, তারা মুসলমান কিনা সন্দেহ। তাদেরও জাতি ক্ষমা করবেনা, ধর্ম ক্ষমা করবেনা। সবুজ। শ্যামল এই বাংলাদেশকে যারা ভালবাসতে পারবেনা, তাদের এই দেশের অক্সিজেন নিয়ে বেচে থাকার অধিকার নেই। সবাই সাবধান।
©somewhere in net ltd.