নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জায়েদ ০

রঙ্গিন দিনের স্বপ্নবাজ

জায়েদ ০ › বিস্তারিত পোস্টঃ

তারেক রহমান নাকি পলাতক

২২ শে জুলাই, ২০১৪ সকাল ৭:৫২

যতটুকু জানি, তারেক রহমান অসুস্থতার জন্য পেরলে মুক্তি নিয়া বিদেশে চিকিৎসা করতে গেছে। তার পেরলের মেয়াদ অনেকদিন আগেই শেষ হইছে। তাইলে এখন সে আইনের কাছে ধরা দেয়া উচিৎ। সে দিবে না, এইটাই সাভাবিক। চোর ছাড়া পাইলে কি আর ধরা দেয়। সে তার কাজ করতেছে।



এখন কথা হইল, সরকারের কাজ অর্থাৎ আইনের কাজ তাকে ধরা। কিন্তু আইন বলতেছে সে পলাতক। পলাতক মানে হইল, আমি জা জানি, লুকিয়ে থাকা। কিন্তু তারেক ত লুকাইয়া নাই। :) :) । তাকে প্রায়ই টিভিতে দেখা যায়। সভা ,সমাবেশ করতেছে, এখন আবার হজেও গেছে। সাংবাদিকেরা তার সাক্ষাতকার নিতেছে। তাইলে সে পলাতক কেমনে। :P



তাকে দেখার পরেও যেহেতু সরকার তাকে গ্রেফতার করতেছে না, তার মানে সরকার তার কাছ থেকে ঘুষ খাইছে, বাংলা ছিনেমার কাহিনি অনুসারে। নইলে তারে ভয় পায়। যে সরকার একজন আসামিরে ভয় পায়, তার হাতে দেশের ক্ষমতা রাখার অধিকার নাই। বাই বাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.