নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জায়েদ ০

রঙ্গিন দিনের স্বপ্নবাজ

জায়েদ ০ › বিস্তারিত পোস্টঃ

Jsc পরিক্ষায় উচ্চ পাশের হার ও গন হারে A+ প্রাপ্তির অপ্রকাশিত রহস্য ।

১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:৩২


এরিমদ্ধে আমরা জেনে গেছি কি করে পরিক্ষার খাতা মূল্যায়ন হয়। বোর্ড থেকে নির্দেশ খাতায় লেখা থাকলেই পাস। লেখা না থাকলে লিখে পাস করিয়ে দিতে হবে। আরও কিছু তথ্য জানুন।

গত ৭ তারিখ থেকে শুরু হওয়া JSC পরিক্ষায় একজন invigilator হিসেবে দায়িত্ব প্রাপ্ত আছি। ১ম দিনই বুঝতে পারলাম কেন এই পরিক্ষায় এত উচ্চ পাশের হার ও বিপুল সংখ্যক A+ ।

১ ঘণ্টা জাওয়ার পর একজন প্রধান শিক্ষক ক্লাসে এলেন । তার পকেট থেকে একটা কাগজ বের করে বললেন , এটা বলে দেন। সেই কাগজটি ছিল ৪০ টা objective এর উত্তর। মন থেকে না চাইলেও অন্য শিক্ষকের ইঙ্গিতে বলতে লাগলাম। এটা বাংলা ১ম পত্র পরিক্ষার দিন। তো পরিক্ষা শেষে বের হয়ে অন্য শিক্ষকদের কাছ থেকে জানতে পারলাম, এটা MP সাহেবের নির্দেশ। কাউকে ফেল করানো যাবে না, উনার এলাকায়।

এবার আসি গনিত পরিক্ষার দিনের ঘটনায়। যথারীতি ২য় দিনও একই ঘটনা। একজন শিক্ষক objective বলে দিয়ে গেলেন ।ভাবলাম যাক শেষ। কিন্তু একটু পরেই আমার ভুল ভাঙ্গল। আরও ২ জন শিক্ষক এলেন হাতে কয়েকটা গনিতের সমাধান। উনি ছাত্রদের এইগুলি দিয়ে বললেন, আমি আছি , তোমরা লেখ। ছাত্ররা লেখা শুরু করল। আমাদের কিছুই করার ছিল না। শুধু ভিতরে ভিতরে রাগে ফোঁসা ছাড়া, আর আল্লাহ্‌র কাছে মাপ চাওয়া ছাড়া। (চলবে) ।



মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:৫৫

ফেরদাউস আল আমিন বলেছেন: শিক্ষাই জাতির মেরুদন্ড।
এই ধরনের শিক্ষা বা কর্মকান্ড দিয়ে জাতিকে তথা কোমলমতিদের দ্বারা দেশের কোন গঠনমুলক কাজ করানে যাবে না, কাসরন তারা ভবিষ্যতে কিছু করতে পারবে না। এ ক্ষেত্রে পরীক্ষার্থীদের পরীক্ষা বর্জন করার সমন্নিত সিদ্ধান্তে আসতে হবে।

২| ১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৩

নিজাম বলেছেন: আমার স্ত্রীও শিক্ষতকা করে। আমিও জানি এমন কিছু ঘটনা। বোর্ড থেকে বলা হয় খাতায় লেখা থাকলেই পাস নম্বর দিতে হবে। কেউ যেন ফেল না করে।

৩| ১২ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:৫৬

জায়েদ ০ বলেছেন: আমাদের সময় সারেরা জিগ্যেস করলেও বলতেন না। বলে দিলে আমরা কত খুশি হতাম। তো ওরা কেন পরিক্ষা বর্জন করবে। মেঘ না চাইতেই জল।

৪| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:০০

ভিটামিন সি বলেছেন: আমার বড় দুই বোন, দুই জামাইবাবু ও শিক্ষক। আমিও অনকে কিছু জানি কিন্তু কমু না। আমার ভাইগ্নারে পড়তে কইলে কয়ঃ-
আমার পড়া নিয়া আপনাদের চিন্তা করা লাগবে না।
তাইলে তুই পাশ করবি কেমনে?
রেজাল্টের পর দেখবেন কেমনে পাশ করি।

আমি তো পুরাই শিক্ষিত হইয়া যাই ওর কথা বার্তা শুনে।

৫| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫০

বিডি আইডল বলেছেন: আপনার অনেক কিছুই করার ছিলো...ব্লগে যেমন এখন লিখছেন...এভাবে আপনি পত্রিকা/মিডিয়াতে ছবি সহ লিখতে পারতেন। ফেসবুকে দিতে পারতেন। আপনার অন্যায়ের একজন একমপ্লিস।

৬| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩০

জায়েদ ০ বলেছেন: korlamto.

৭| ২১ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০১

জায়েদ ০ বলেছেন: শিক্ষকদের ইজ্জত ভূলুণ্ঠিত করিয়া শেষ হইল দুর্নীতির মহাযজ্ঞ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.