![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আন্তরজাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা পৃথিবী রাষ্ট্রীয় ভাবে ২১ শে ফেব্রুয়ারী পা্লন করার কথা। হ্যাঁ দিনটি সারা পৃথিবীতে পা্লিত হয়, কিন্তু শুধু বাঙা্লিদের উদ্যোগে। কোন দেশে সরকা্রী ভাবে দিনটি পা্লিত হতে শুনি না। বিবিসি বা আল জা্জিরা চ্যানেলে কোন খবর তো দুরের কথা , শিরনা্মেও থাকে না মহা্ন এই দিনটির কথা। কোন দেশের সংশ্লিষ্ট কোন মন্ত্রনালয়কে কোন বিব্রিতিও দিতে দেখি না। যেই ইউনেস্কো এই দিনটিকে স্বীকৃতি দিয়েছে তাদের কোন শীর্ষ পদের কাউকে কোন বিবৃতি দিতে দেখি না। অর্থাৎ আন্তরজাতিক স্বীকৃতি শুধু জাতিসঙ্ঘের কাগজে কলমে, আর আমাদের বাঙ্গাালিদের মুখে মুখে ।
দিনটির আন্তরজাতিক মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হলে, পৃথিবীর সব দেশে শহীদ মিনা্র হওয়া জরুরী। কোন কোন দেশে শহীদ মিনা্র হচ্ছে স্থানিয় দূুতবাস বা বাঙ্গা্লিদের উদ্যোগে। রাষষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মিনা্র হওয়া প্রয়োজন। রাষ্ট্রীয় কর্তাবেক্তিদের অংশগ্রহণ প্রয়োজন। নইলে দিনটি শুধু আমাদেরই রয়ে যাবে। এই বেপা্রে স্থানিয় দূুতবাস ও সরকা্রের ভুমিকা প্রয়োজন।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৬
জায়েদ ০ বলেছেন: Eta asole ain korar bisoy noy, feelings er bisoy
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৩
ফাহিম আবু বলেছেন: আইন করা হোক যাতে পৃথিবীর সব দেশ তাদের দেশে শহীদ মিনার বানাতে বাধ্য হয় !!! যেসব দেশ আদেশ অমান্য করবে , তাদের ট্রাইবুনালে বিচারের ব্যবস্থা করতে হবে !!