নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিজাবি

ডন ৩৮৬

সবার মন ভালো থাকুক।

ডন ৩৮৬ › বিস্তারিত পোস্টঃ

সিলেটি ভাইয়রা হেল্প করেন....

১৪ ই মে, ২০১৩ রাত ৯:৪৭



২৩-২৪ তারিথ সিলেট যেতে চাচ্ছি- জাফলং। ট্রান্সপোর্টেশন ট্রেন বাস দুটোই জানালে ভালো হয়। ট্রেনের সময় সুচি , ভাড়া জানান।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৩ ভোর ৪:০৭

স্বাধীন শোয়েব বলেছেন: বাসে যেতে চাইলে সায়দাবাদের জনপথের োড়ে হানিফ,শ্যামলী ইউনিক গ্রিন লাইন ইত্যাদি পরিবহন োম্পানির বাসে যেতে পারেন। টিকেট এভাইলাবেল থাকে। গিয়ে কাটলেও সমস্যা নেই।

ট্রেনে যেতে চাইলে ৩দিন আগেই টিকেট করে রাখতে হবে। সকালে, দুপুরে, রাতে মোট চারটিট্রেন আছে। যেতে ৭-৮ ঘণ্টা লাগবে।

যদি সিলেটে থাকার প্ল্যান না থাকে, তাহলে রাতের ট্রেনে অথবা বাসে চলে যান। সারাদিন ঘুরে আবার রাতের বাসে অথবা ট্রেনে ব্যাক করতে পারেন। শাবিপ্রবি ক্যাম্পাসটা ঘুরে আসতে পারেন।

বাসে যান ট্রেনেই যান নামবেন গিয়ে কদমতলি টার্মিনালে। তারপর ওখান থেকেই তামাবিল-জাফ্লং এর বাস পাবেন। জাফ্লং বাস টার্মিনালের আগে একটা বাজার আছে ওখানে নাবেন। তারপর স্পটে হেঁটে যেতে ৫-১০ মিনিট লাগবে। জাফ্লং যেতে মনে হয় ১ ঘণ্টা লাগবে।

সময় থালে খাসিয়া পাড়াতেও ঘুরে আতে পারেন। সুন্দর চা বাগান আছে সেখানেও যেতে পারেন।

জিরো পয়েন্টে বেশি ফালাফালি কইরেন না।

১৫ ই মে, ২০১৩ সকাল ৯:৩৫

ডন ৩৮৬ বলেছেন: ধন্যবাদ শোয়েব ভাই। খরচ কেমন হবে জানেন?

২| ১৫ ই মে, ২০১৩ ভোর ৪:০৮

স্বাধীন শোয়েব বলেছেন: Click This Link

৩| ১৫ ই মে, ২০১৩ সকাল ১০:৩৪

রাতুল রেজা বলেছেন: আমরাউ যাচ্ছি সিলেট ওই ছুটিতে। আমরা ২২ তারিখে রাতে রওনা দিব। প্রথমে স্রিমঙ্গলে হামহাম যাব তার পরের দিন জাফ্লং ।

১৫ ই মে, ২০১৩ সকাল ১১:১৭

ডন ৩৮৬ বলেছেন: আপনাদের প্লানের বর্ননা দেন উপকার হবে। সমস্যা না থাকলে মোবাইল নং দেন।

৪| ১৫ ই মে, ২০১৩ দুপুর ১২:৪৯

রাতুল রেজা বলেছেন: প্রথমে ২২ তারিখ রাতে শ্রিমঙ্গল এ রওনা দিব, এর পর ভোরে পৌছালে সকালে হামহাম এর উদ্দেশ্যে কলাবন পাড়ায় যাব, হামহাম ঘুরে বিকালে ব্যাক করবো শ্রিমঙ্গল, পরের দিন লাওয়াছরা যেতে পারি, গেলে বিকালে সিলেট, না গেলে সকালেই সিলেট, এর পর ওই দিন ই জাফলং, তার পরের দিন মাধবকুন্ড(যদি লাওয়াছড়া না যাই), মাধবকুন্ড দেখে ওই দিন বিকালে ঢাকা রওনা দিব।

আমার মেইল [email protected]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.