![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাই যারা স্যামসং এস-২ ইউজ করেন তাদের কে বলছি-- আমি একটা স্যামসং এস-২ সেকেন্ডহেন্ড নিছি। পারফরমেন্স খুব ভালো। সমস্যা হলো আমি বসুন্ধরা সিটি তে এই সেট টি দেখতে গেলাম বাট একটু খটকা লাগল- কারন আমার সেটে একটা এনটেনা আছে বাট ওই এস-২ তে নাই। বাট এটা সিওর যে আমারটা চায়না ক্লোন ও না। অরিাজনাল। এই ডিফারেন্স এর কারন কি? কেউ জানেন আর এই এনটেনার কাজ কি?
২| ২১ শে মে, ২০১৩ দুপুর ২:১৯
আমি শুধুই পাঠক বলেছেন: IMEI নাম্বার চেক করেন।
৩| ২১ শে মে, ২০১৩ দুপুর ২:৩৪
স্বপ্ন দেখতে চাই বলেছেন: ভাই আমি স্যামসাঙ বাংলাদেশের একজন ইঞ্জিনিয়ার বলছি,
আমার এস ২ টাও একি, ভয় পাবার কোন কারণ নাই।আপনার ওই সেট টি কোরিয়ান দের জন্য বিশেষ করে বানানো, যার কাছ থেকে এটি কিনেছেন তিনি অবশ্যই কোরিয়া থেকে সেটটি কিনেছেন, এই ব্যাপার এ বাংলাদেশের স্যামসাঙ র যে কোন শোরুমে বলা উচিৎ, জানি না কেন আপনাকে তারা সাহায্য করেনি। যাই হোক আপনি সিউর থাকেন যে ওইটা আসল সেট, আমি নিজে কোরিয়া থেকে এমন সেট কিনেছি। So don't worry, have smile :-)
৪| ২১ শে মে, ২০১৩ দুপুর ২:৪১
ধৈঞ্চা বলেছেন: এটা হলো DMB এন্টিনা। যে সকল সেট কোরিয়াতে ব্যবহারের জন্য কোরিয়ায় তৈরী করা হয় সেই সেটগুলোতে এই এন্টিনা থাকে। তবে আমি কিছু কিছূ মেইড-ইন-চাইনা সেট কোরিয়ায় দেখেছি যা কোরিয়ায় ব্যবহারের জন্য স্যামসং চায়না থেকে তৈরী করিয়ে আনে। তবে স্যামসং গ্যালাক্সি এস-২ এখন চাইনা ছাড়াও ভিয়েতনাম, থাইল্যাণ্ড ও মালয়েশিয়াতে তৈরী হচ্ছে এবং সেখানকার সেটগুলোতে এই এন্টিনা থাকে না।
এই এন্টিনা দিয়ে কোন ইন্টানেট বা মোবাইল নেটওয়ার্ক ছাড়াই অনেকগুলো টিভি চ্যানেল দেখা যায়। এটা কোরিয়াতে সম্ভব, চাইনাতেও কিছু কিছু সিটিতে সম্ভব কিন্তু বাংলাদেশে মোটেও সম্ভব নয়। সেটগুলোর বিল্ট-ইন এণ্ড্রয়েড ওএস-এ ডিএমবি এপস ইনস্টল করা থাকে যার দ্বারা টিভি দেখা যায়।
৫| ২১ শে মে, ২০১৩ বিকাল ৩:১৯
ডন ৩৮৬ বলেছেন: Thanks vai.
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১৩ দুপুর ২:১০
আমি_জানি বলেছেন: vai 100% sure apnar s2 clone coz dui bochor jabot ami use kortesi,amar onek frnd o use korse,karo s2 tei antena bole kichu chilona r kono samsung mobile o nai.jodi barti kichu theke thake seta holo stylus pen jeta note e dekhben,eita sotti dukkhojonok.