নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিজাবি

ডন ৩৮৬

সবার মন ভালো থাকুক।

ডন ৩৮৬ › বিস্তারিত পোস্টঃ

স্যামসাং এস ২ -Telstra

০৯ ই জুন, ২০১৩ রাত ১২:০৯



আমি স্যামসাং এস ২ -Telstra এই সেট টা কিনতে চাই। Telstra এর কি কোন সমস্যা আছে।। স্যামসাং এস ২ এর সাথে স্যামসাং এস ২ Telstra এর পার্থক্য কি? প্লিজ হেল্প করেন।।। নেট এ দেখছি বাট কোন ইউজার জদি তার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন ভালো হয়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৩ রাত ১২:৩১

আল্পেনকর্পস বলেছেন: Telstra একটা মোবাইল অপারেটর। এই সেটটা স্যামসাং Telstra এর জন্য বিশেষভাবে তৈরী করেছে। মোবাইলের সফটওয়্যারে কিছু পরিবর্তন ছাড়া আর তেমন কোন তফাত থাকবে না। আপনি চাইলে জেনেরিক ফার্মওয়্যার ইন্সটল করে নিতে পারেন, তাহলে সেট ডি-ব্রান্ডেড হয়ে যাবে।

২| ০৯ ই জুন, ২০১৩ রাত ৩:৪৭

বহুরুপি জীবন বলেছেন: প্রথমে দেখবেন লক করা কিনা। Telstra র সব সেট Telstra র জন্য লক থাকে। যদি আনলক হয় তাহলে ব্যাবহার করতে কোন সমস্যা হবে না। কিছু জিনিস একটু চেঞ্জ থাকে বিশেষ করে লোগো। যেমন সেট বন্ধ করে ওপেন করলে স্যামসাং এর এনিমেটেড লোগো দেখায় এখানে হয়তো স্যামসাং এবং Telstra উভয় অথবা শুধু Telstra র লোগো দেখাবে। এরকম ছোটখাট বিষয়। গুনগত মান একই থাকে। প্রথবার বাংলাদেশে ব্যাবহার করার সময় ইন্টারনেট সেটিংস চেঞ্জ করা লাগে।

গুড লাক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.