![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কয়দিন ধরে ইচ্ছা হইছে যে ফটোগ্রফি শিখব। আমার বাজেট ৪০ হাজার টাকা। ভবিষ্যতে wedding photography professionally করার ইচ্ছা আছে। কোন ক্যামেরা কিনলে ভালো হবে যাতে ভবিষ্যতে আর ক্যামেরা চেন্জ করতে না হয়, আর কয়েকটা web site এর ঠিকানা দেন যাতে করে ব্যসিক শিখতে পারি। আর photography শিখার জন্য কোন প্রতিষ্ঠান ভালো হবে? দয়া করে ডিটেইলস দিলে খুশি হব। আমার মত অনেকের উপকার হবে।
সবাইকে অগ্রিম ধন্যবাদ।
০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৫
ডন ৩৮৬ বলেছেন: anar kono issa e nai j hen karenga ten karenga type. But ame chassee ata k professional hesebe newer, so amar akta camera obbossoi dorkar. R vai apne kon camera use koren, janale khuse hobo.
২| ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০০
অদ্ভূত সেই ছেলেটি... বলেছেন: আপনার বাজেটের সাথে মিল রেখে এন্ট্রি লেভেল DSLR হিসেবে CANON 600D নিতে পারেন । পাঠশালায় বেসিক ফটোগ্রাফি কোর্স করতে পারেন। বিস্তারিতঃ এখানে গেলেই পাবেন
০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৬
ডন ৩৮৬ বলেছেন: Thanks. Ame pathsalar web age dekhse. but akhon o decision nete parse na.... kon course korbo.
৩| ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৪
পুংটা বলেছেন: ওইসব বাদ দেন.. একটা ডিএসএলআর কিনে গলায় ঝুলান। দেখবেন কত মেয়ে ভাইয়া ভাইয়া করতেছে
০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৯
ডন ৩৮৬ বলেছেন: একজন তো আছে আর দরকার নাই। আর মেয়েদের ভাইয়া ভাইয়া করার জন্যতো ক্যামেরা কিনব না....
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১
রাজীব নুর বলেছেন: ছবি তোলাটা শুধুমাত্র ক্লিক করলাম আর ছবি উঠল এমন কিছু না এটা মনে হয় আর বলার দরকার নাই। মনে তীব্র ইচ্ছা রাখুন- আমি ভালো ছবি, তুলতে চাই। মন থেকে হিংসা বিদ্বেষ বাদ দিন। লোভী হবেন না। হাসি খুশি থাকুন। প্রতিদিন প্রচুর ছবি তুলতে থাকুন। ছবি তুলতে তুলতে একদিন ভাল ফটোগ্রাফার হয়ে যাবেন ।
ইদানিং অনেক ছেলে পেলে ফোটোগ্রাফী নিয়ে খুব বেশী লাফা লাফি করছে! হেং করেংগা- তেং করেংগা টাইপ। আসলে এটা ওদের বয়সের দোষ। কিছুদিন এমন লাফালাফি করে একদম চুপ হয়ে যাবে। ক্যামেরার আগে অনেকে গিটার নিয়ে খুব লাফালাফি করত। ছোটবেলা সব বাচ্চা'রাই ক্রিকেট খেলে- কয়জন আর জাতীয় দলে চান্স পায়। যুগের সাথে তাল মিলিয়ে সবাই চলতে পারে না। তবে যারা ভালো কিছু করতে চায়- তাদের আমি খুব সম্মান করি। একদিন একছেলে এসে আমাকে বলল- ভাইয়া ক্যামেরা কিনব, কোন ক্যামেরাটা ভালো হবে? 'কোন ক্যামেরা কিনব'- খুবই বোকা'র মত একটা প্রশ্ন। একজন দক্ষ ফোটোগ্রাফারের জন্য ক্যামেরা কোনো সমস্যা না, সে মোবাইল দিয়ে দারুন ছবি তুলতে পারেন। দামী ক্যামেরা হলেই- যে আপনি ভালো ছবি তুলতে পারবেন- এই রকম ধারনা মন থেকে মুছে ফেলাই উত্তম ।