![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাক স্বাধীনতায় বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে, বাক স্বাধীনতা মানে সত্য বলার অধিকার। আমি এও বিশ্বাস করি যে বাক স্বাধীনতা মানে মিথ্যাচার নয়। আমি আরও বিশ্বাস করি যে, বাক স্বাধীনতা মানেই যা ইচ্ছা তা-ই বলা নয়।
সামহওয়্যার ইন ব্লগে আছি অনেকদিন হলো। নানা রকম লোকের নানা রকম মতের সাথে পরিচয় হয়েছে। যখন একটা ইস্যু আসে তখন সেটা নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ে। পরে আবার নতুন একটা ইস্যু আসলে আগেরটা সবাই ভুলে যায়। রোমানা মাহমুদের কথা কি কারো মনে আছে? ফেলানীর কথাও এখন আর কেউ বলে না। সৌদী আরবে আট বাংলাদেশীদের শিরোচ্ছেদের কথাও কি আমরা ভুলে গেছি? এর আগেও আরো অনেক মানুষকে নিয়ে আলোচনা হয়েছে- অনেক ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। ব্লগের একটি বাস্তবতা হলো, কোন বিষয়েই ব্লগারদের সবাইকে বা একটা বড় অংশকে একসাথে বা একই মতের উপর পাওয়া যায় না। ফেলানী'র ব্যাপারটা অবশ্য ব্যতিক্রম ছিলো- কিছুটা।
এখন এসেছে মুহম্মদ জাফর ইকবালের ইস্যু। তার পেয়ে অর্ধ উলংগ হয়ে সী বিচে নাচানাচি করে এটা নিয়ে আ্লোচনা সমালোচনার কমতি নেই। যাই হোক, আমি এ ধরনের পোশাক ও কাজকর্ম সমর্থন করি না। আমি বিশ্বাস করি যে, বাঙালি নাস্তিক বা অন্য যে কোন ধর্মের লোকজনও বাঙালি কোন মেয়ের বা নিজের মেয়েদের এ ধরনের আচরন সমর্থন করবেন না। কিন্তু জাফর ইকবালের মেয়েরটা অনেকে পরোক্ষভাবে সমর্থন করছেন- কারণ, এটি তার নিজের মেয়ে নয়- অন্য কারও মেয়ে বলেও নয়-এটি মুহম্মদ জাফর ইকবালের মেয়ে।
মুহম্মদ জাফর ইকবাল দেশের একজন অতি পরিচিত মানুষ- প্রায় সকল স্তরের পাঠকের শ্রদ্ধার স্থানে তিনি আছেন। এটাই সত্য যে এ দেশের শিশু কিশোরদেরকে তিনি দেশ, দেশের মানুষ ও মুক্তিযোদ্ধাদেরকে ভালোবাসতে শিখিয়েছেন- শ্রদ্ধা করতে শিখিয়েছেন। অনেক শিশু কিশোরই আছে যারা জাফর ইকবালের অন্ধভক্ত- তিনি যা বলবেন তারা তা-ই বিশ্বাস করবে। মুহম্মদ জাফর ইকবালও এটা জানেন।
আমি ছোটবেলা থেকেই জাফর ইকবালের একজন ভক্ত। তার প্রায় সকল বই (আমার জানা মতে) আমার পড়া। এটাও সত্য যে, জাফর ইকবালের লেখা পড়েই আমি 'বাংলাদেশকে আমার নিজের দেশ- প্রাণের দেশ' বলে ভাবেতে শিখেছি। উনাকে এই জন্য অভিনন্দন যে তিনি শিশুকিশোরদের মধ্যে দেশপ্রেমের বীজ বুনতে সক্ষম হয়েছেন, যা একসময় দেশপ্রেমের মহীরুহতে পরিনত হবে। মুহম্মদ জাফর ইকাবালও এটা জানেন।
মুহম্মদ জাফর ইকবাল স্কুলের বাচ্চাদের জন্য বই লেখেন এবং একজন লেখকের বৈশিষ্ট্য অনুসারে তিনি তার নিজের বিশ্বাস ও মতামতকে বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দিতে চান। তার লেখা পড়ে আমি এটা বুঝেছি যে তিনি আসলে ধর্মবিশ্বাসী নন- তার এই নাস্তিকতার বীজ ছড়িয়ে পড়বে বাচ্চাদের মাঝে এরকমটা অনেকে আশংকা করেন- তবে আমি বলবো যে, এটা সত্য নয়। কারণ, একজন পাঠক কখনো একজন লেখকের বই পড়ে না। জাফর ইকবালের চাইতে অনেক বড় বড় লেখক এ দেশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও আসবেন। সুতরাং ছেলেমেয়েরা শুধু তার কথার উপরেই ধর্মকে ভুলে যাবে এমনটি ভাববেন না। একজন প্রকৃত পাঠক জীবনের প্রথমাংশে হয়তোবা কাউকে 'আদর্শ' মেনে তার মত অন্ধ সমর্থক হতে পারে কিন্তু যখন সে একজন চিন্তাশীল ব্যক্তিতে পরিণত হয় তখন সে অনেক কিছু চিন্তা করেই জীবনের সিদ্ধান্তগুলি নেয়। তাই দুঃশ্চিন্তা না করে নিজের পরিবারকে, ছেলেমেয়েদেরকে সঠিক শিক্ষা প্রদান করেন। কারণ, আপনই আপনার সন্তানের পিতা- মুহম্মদ জাফর ইকাবাল নয়।
০৮ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:১৩
বাক স্বাধীনতা বলেছেন: উনিও একজন জনপ্রিয় নায়ক- তবে চিত্রনায়ক।
২| ০৮ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:১৪
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: আপনি ও একি প্রসঙ্গে লিখলেন, যাই হোক, যদি আল্লাহ তায়ালা আমাকে সন্তান দেন, আমি তাকে উপদেশ দিব সৎ পথে থাকার, মার্জিত জীবন যাপন করার, তাকে নামায পড়তে বলব, রোযা রাখতেও বলব ইনশাআল্লাহ,
আমি তাকে দেখতে চাই কথায় কাজে , রুচিতে জীবন যাপনে মার্জিত হতে, আমি তাকে রুচিহীন পোশাক পরিচ্ছদ পড়তে বাধা দিব, একি সাথে যদি কট্টরপন্থী হয়, তাতেও বাধা দিব, আমি তাকে শিক্ষা দিতে চাই, শারীরিক সংযম জরুরী, তার থেকেও মনের সংযম আরো কঠিন, যাতে সে রোযার শিক্ষাটাকে অনুধাবন করতে পারে । আমি তাকে শিক্ষা দিতে চাই গীবত না করার, মিথ্যা না বলার, আর হালাল উপার্জনের আর মানুষের সেবার। ধন্যবাদ। হিজাব বা আলখেল্লা পড়া মানুষ বা খুব ই সংক্ষিপ্ত পোষাক পড়ে জনসম্মুখে ঘোরা কোনটাই যাতে তার আদর্শ না হয়, সে ব্যাপারে সচেষ্ট থাকব। কিন্তু অবশ্য ই আমিও তার উপরে এডাল্ট হওয়ার পরে ও সব কিছু চাপিয়ে দিব না।
০৮ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:২০
বাক স্বাধীনতা বলেছেন: হ্যাঁ অবশ্যই আপনি তা-ই করবেন। একজন আদর্শ পিতা মাত্রই এই কাজ করবে। কিন্তু তারপরেও যদি সে বিপথে যায় তাহলেতো আপনার আর কিছু করার থাকে না। আপনার সন্তান যদি আপনার আদর্শে না চলে তবে সে আপনার প্রতি শ্রদ্ধাশীল নয়- একইভাবে মুহম্মদ জাফর ইকবালের মেয়ে যদি মুহম্মদ জাফর ইকবালের আদর্শে না চলে তাহলে বুঝতে হবে যে সেও তার পিতার আদর্শে বিশ্বাসী নয়।
তবে আমি বিশ্বাস করি না যে, মদের বোতল হাতে বিদেশী ছেলের বুকে শুয়ে থাকাটা মুহম্মদ জাফর ইকবাল সমর্থন করবেন।
৩| ০৮ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:১৭
রিপেনডিল বলেছেন: ইয়েশিম, জন্ম আমেরিকায়, বড় হয়েছে আম্রিকায় সেই পরবেশে বড় হওয়া একটি মেয়ে তার পরিচিত অঙ্গনে এমন তার কালচার অনুসারে পোশাক পরবে সেটাই স্বাভাবিক। ব্যাপারটাকে দৃষ্টিকটূ এবং জাফর ইকবালের হিপোক্রেসি বলা যেত যদি তারা বাংলাদেশের আশার পরেও এ আমাদের আমেরিকান সংস্কৃতির চর্চা করত যেখানে তার বাবা বাঙ্গালঈ সংস্কৃতি নিয়ে অনেক লেখা লেখি করেন।
ইয়েশীমের এই ছবিগুলো নিয়ে তোলপাড় করার কিছু নেই। ইয়েশিম বাঙ্গালী এবং সে এখনো বাঙ্গালীই আছে। তবে এরা বাঙ্গালী কিনা সেটা আগে চিন্তা করুন। দেশে থেকে যারা দেশ কে অপমান করছে তাদের ধামা ধরা মানুষের অভাব নেই।
০৮ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:২৪
বাক স্বাধীনতা বলেছেন: আসলে যুগে যুগে মানুষের চালচলন, পোশাক, চিন্তাভাবনা, জীবনাচরণ- তথা সংস্কৃতিতে পরিবর্তন আসে। কোন জাতি নতুন কোন পোশাক ধারন করলে যে সেটা তাদের জন্য ভালো হবেই এমন কিন্তু নয়। এই যেমন- ছবির মেয়েগুলো যে পোশাক পরেছে এতে করে অনেক সমালোচনা হয়েছে- কিন্তু তারা যদি শাড়ি বা সালোয়ার কামিজ পরতো তাহলে কিন্তু সমালোচনাগুলি হতো না।
৪| ০৮ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:৩৩
বীরেনদ্র বলেছেন: মনে হচ্ছে বাংলাদেশটাই রসাতলে গেল। জাতি গেল, ধর্ম গেল।
ছবি গুলো দেখলাম।খুব আপত্তিকর কিছু দেখলাম না।
উদ্দেশ্য মনে হচ্ছে লেখক জাফর ইকবালকে হেয় প্রতিপন্ন করা। ওর লেখা দু একটা বই যা পড়েছি ভালই লেগেছিল।
আশ্চর্য দেশ আশ্চর্য মানুষ এবং মানষিকতা। সমালোচনার ঝড় তুলছেন তুলুন, কিন্তু আপনাদের চরিত্র ফুলের মত পবিত্র নয়।
কোন ব্যাক্তিকে আক্রমন করাটা অপরাধ।
০৮ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:৪১
বাক স্বাধীনতা বলেছেন: দাদা, আপনাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরাতো পশ্চিমা সংস্কৃতিকেই ধারন করতে চাইছে- আপনারাও আপনাদের চিরন্তন বাঙালি সংস্কৃতিকে রক্ষা করতে চাইছেন বলে মনে হয়না। আমরা বাংলাদেশের লোকেরা চাইছি যেন আমাদের বাঙালি সংস্কৃতিটা রক্ষা পায়। গড্ডলিকা প্রবাহে গা ভাসাতে চাইন না বলেই আমাদের দেশে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। জয় বাঙালি সংস্কৃতিরই হবে- জেনে রাখুন।
৫| ০৮ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:৪১
ম্যাক্রোফেজ বলেছেন: যা ফোরিকবাল দিন দেকি পয়গন্বর হই গেলু , বাবারা, বাংলাদেশে কি আড় কুনো ষমষ্যা নাই নাকি ?
০৮ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:৩৯
বাক স্বাধীনতা বলেছেন: আচে আচে ওণেখ ষোমুষ্যা আচে। খিন্থু শমাদাণ খড়াড় খেঊ ণাঈ।
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:০৭
কামাল_কক্সবাজার বলেছেন: একজন ক্ষণজন্মা জাফর ইকবালের অকালে চলে যাওয়া এবং তাকে নিয়ে আমার দু চারটা কথা।(স্মৃতিকাতরমুলক পোষ্ট)