নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাক স্বাধীনতা চাই, মিথ্যাচার চাই না। আমি সকলের সম অধিকার চাই, অনধিকার চর্চা চাই না।

বাক স্বাধীনতা

আমি বাক স্বাধীনতায় বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে, বাক স্বাধীনতা মানে সত্য বলার অধিকার। আমি এও বিশ্বাস করি যে বাক স্বাধীনতা মানে মিথ্যাচার নয়। আমি আরও বিশ্বাস করি যে, বাক স্বাধীনতা মানেই যা ইচ্ছা তা-ই বলা নয়।

বাক স্বাধীনতা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে ব্যবহৃত কিছু হালকা অস্ত্র :) :) :)

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৫২

দেশে তৈরী কিছু অস্ত্র চেনার পরে আসুন বাংলাদেশ ডিফেন্সের সদস্যরা ব্যবহার করে থাকেন এমন এক ডজন অস্ত্র চিনিঃ





১. কিউএসজেড ৯২:





এটি একটি সেমি অটোমেটিক পিস্তল। চীনের তৈরী ৭৬০ গ্রাম ওজন ও প্রায় সাড়ে ৭ ইঞ্চি দৈর্ঘের এই পিস্তলের কার্যকর রেঞ্জ ৫০ মিটার। বক্স ম্যাগজিনের তাররম্যের উপর ভিত্তি করে এটিতে কত রাউন্ড গুলি রাখা যাবে। সাধারনত ১৫-২০ রাউন্ড গুলির ক্যাপাসিটি থাকে।



২. Browning Hi-Power:





বেলজিয়াম ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে তৈরী এটি অনেক পুরনো মডেলের পিস্তল। সেই ১৯৩৫ সাল থেকে আজও এটি ব্যবহার করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটির বহুল ব্যবহার ছিলো। ১ কেজি ওজনের এই পিস্তলের গুলির ক্যাপাসিটি ১০-১৩ রাউন্ড। এটির রেঞ্জ ৫০ মিটার। মডেল পুরনো হলেও অস্ত্র হিসেবে ভয়ঙ্কর।



৩। টাইপ ৫৪ পিস্তলঃ





এটি চীনের তৈরী একটি সেমি অটোমেটিক পিস্তল। সেই ১৯৫৪ সাল থেকে এটি ব্যবহৃত হয়ে আসছে। ৪২০ মাজল ভেলোসিটি সম্পন্ন এই পিস্তলের রেঞ্জ ৫০ মিটার। এই পিস্তলের বেশ কিছু ভেরিয়েশন রয়েছে। বাংলাদেশ ডিফেন্স অবশ্য সবচেয়ে পুরনো মডেলটাই ব্যবহার করে। চীন আর বাংলাদেশেই এই পিস্তল সাধারনত ব্যবহৃত হয়।



৪। ওয়ালথার পিপিকেঃ





মাসুদ রানা যারা পড়েছেন তারা অবশ্যই এই পিস্তলের নাম শুনেছেন। হ্যাঁ এটিই বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের দূর্ধর্ষ এজেন্ট মাসুদ রানার প্রিয় অস্ত্র ওয়ালথার পিপিকে। জার্মানির তৈরী এই পিস্তল ১৯৩৫ সাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। বিশ্বর প্রায় ২২ টি দেশে এই পিস্তল ব্যবহৃত হয়। অত্যন্ত জনপ্রিয় এই অস্ত্রের অনেক ভেরিয়েশন আছে।



৫। রেমিংটন ৮৭০:





এটি যুক্তরাষ্ট্রে তৈরী একটি পাম্প একশন শটগান। পৃথিবীতে এই অস্ত্রের সংখ্যা এখন দশ কোটিরও বেশি । ৩.২ কেজি ওজনের এই শটগানের ব্যারেলের দৈর্ঘ্য ১৮ ইঞ্চি। ৩ থেকে ৮ রাউন্ড আভ্যন্তরিন টিউব ম্যাগজিন বিশিষ্ট এই শটগান বিভিন্ন সিনেমায় দেখানো হয়। বিখ্যাত কম্পিউটার গেম ম্যাক্স পাইন –এ এই শটগান নিয়ে খেলা করা যায়।



৬। সিগা ১২ শটগানঃ





সিঙ্গেল শটে শত্রুকে কুপোকাত করতে এই অস্ত্রের জুড়ি নেই। একবার গুলি করার পর স্বয়ংক্রিয়ভাবে রিলোড হয়। জনপ্রিয় এই অস্ত্রের নানা প্রকার ভেরিয়েশন আছে।



৬। এআইএমঃ





রোমানিয়াতে তৈরী এই অস্ত্র প্রথম তৈরী হয় ১৯৬০ সালে। ১৬.৩ ইঞ্চি ব্যারেলের এই অ্যাসল্ট রাইফেল মিনিটে ৬০০ রাউন্ড গুলি গুলি করতে পারে।





৭। এম ৪ কারবাইনঃ





প্রস্তুতকারক দেশ যুক্তরাষ্ট্র। কুখ্যাত এই অস্ত্র আফগানিস্তান ও ইরাক যুদ্ধে ব্যবহৃত হয়েছে। ওজনদার এই অস্ত্র ম্যাগজিন ছাড়াই প্রায় ৩ কেজি ওজনের। প্রতি মিনিটে ৭০০ রাউন্ড গুলি ছুঁড়তে সক্ষম। এই অস্ত্র ৫০০ মিটার দূরের পয়েন্ট টার্গেটে গুলি করতে সক্ষম।



৮। এআইএডব্লিউ(Accuracy International Arctic Warfare):





যুক্তরাজ্যের অ্যাকুরেসি ইন্টারন্যাশনাল কোম্পানি তৈরী করেছে এই স্নাইপার রাইফেল। বোল্ট অ্যাকশন মোডের এই স্নাইপারের রেঞ্জ ৮০০ মিটার। ১০ রাউন্ড ডিটাচেব্‌ল বক্স ম্যাগজিন বিশিষ্ট। ওজন প্রায় ৬.৫ কেজি।



৯। ব্যারেট এম ৯৯:





ছবি দেখে ছোট মনে হলেও এই স্নাইপার রাইফেলের ওজন প্রায় ১০.৪ কেজি। দৈর্ঘে ৫০ ইঞ্চি ও শুধু ব্যারেলের দৈর্ঘ্য ৩২ ইঞ্চি। রেঞ্জ মাথা ঘুরে যাবার মত। ২৬০০ মিটার!! তবে সমস্যা একটা আছে। সেটি হলো এই স্নাইপার রাইফেলটি সিঙ্গল শট। এই স্নাইপার তৈরী করেছে যুক্তরাষ্ট্র।



১০। আরপিডি হালকা মেশিন গানঃ





প্রস্তুতকারক দেশ সোভিয়েট ইউনিয়ন। RPD এর পূর্ণাংগ রূপ হলো- Ruchnoy Pulemyot Degtyaryova (উচ্চারণ করে নিন)। বহু যুদ্ধে ব্যবহৃত এই অস্ত্র মিনিটে ৬৫০ রাউন্ড গুলি করতে পারে। ১০০ থেকে ১৫০ মিটার সাইট অ্যাডজাস্টমেন্ট করা যায়



১১। এইচকে ২১:





পশ্চিম জার্মানীতে তৈরী। জেনারেল পারপোজে ব্যবহার করা হয়। প্রথম তৈরী করা হয় ১৯৬১ সালে। বহুল ব্যবহৃত এই হালকা মেশিন গানের অনেক ভেরিয়েশন আছে। তবে সাধারনত এর রেঞ্জ ১২০০ মিটার।



১২। ডিএসএইচ ভারী মেশিন গানঃ





প্রস্তুতকারক দেশ রাশিয়া। প্রথম তৈরী করা হয় ১৯৩৮ সালে। বহু যুদ্ধে ব্যবহৃত হয়েছে এই ভারী মেশিন গান। এমনকি তালেবানদের হাতেও এই অস্ত্র ছিল। প্রায় ২ কিলোমিটার রেঞ্জ বিশিষ্ট এই মেশিন গান মিনিটে ৬০০ রাউন্ড গুলি ছুঁড়তে পারে।



ধন্যবাদ। পরে আসবো আরো কিছু ভারী অস্ত্রের পরিচয় নিয়ে- যেগুলো বাংলাদেশের সেনারা ব্যবহার করেন। B-) B-) B-)

মন্তব্য ৫৭ টি রেটিং +২১/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৪

পাগলমন২০১১ বলেছেন: শোকেসে রাখলাম :)

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৮

বাক স্বাধীনতা বলেছেন: মহা খুশি হলাম। :) :) :)

২| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:০৪

অনিক আহসান বলেছেন: একটা গ্লক পিস্তল কিনতে মুঞ্চায়..

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:০৫

বাক স্বাধীনতা বলেছেন: আগে লাইসেন্স করে নিয়েন।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:০৮

অাবু জাফর বলেছেন: কিনতে মনে চায়।

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৭

বাক স্বাধীনতা বলেছেন: কিনে ফেলেন। তার আগে একটা একটা লাইসেন্স আবশ্যক।

৪| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:০৯

এসাসিন বলেছেন: +++++++++++++++

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৯

বাক স্বাধীনতা বলেছেন: ধন্যবাদ।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:১০

শিশেন সাগর বলেছেন: দুইটা গুলি করতে মন চায়

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৪১

বাক স্বাধীনতা বলেছেন: এ ইচ্ছা আপনার একার না ভাই।

৬| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:১০

পিদিম বলেছেন: এম ৪ কারবাইন ও এআইএডব্লিউ(Accuracy International Arctic Warfare) ভাই দাম কত।এটা দুই খুব পছনের জিনিস।ভাল লাগছে।

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৪১

বাক স্বাধীনতা বলেছেন: দাম কইতারি না।

৭| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:১৯

কালীদাস বলেছেন: কোনটা কোন বাহিনী ইউজ করে বললে ভাল হত, সবগুলা জানি না:(

পুলিশের হোলস্টারে ম্যাক্সিমাম সময় ব্রাউনিং দেখি। স্ট্যান্ডার্ড ম্যাগের ক্যাপাসিটি ১০, কোল্ট ১৯১১ এর চেয়ে পারর্ফমেন্স কোন অংশে খারাপ না :)

ওয়ালথারের রিভলবার ইউজ করে বাংলাদেশের পুলিশ, কিন্তু পিপিকে আজ পর্যন্ত কারো হাতে দেখিনি। কারা ইউজ করে বলতে পারেন?

+++++++++

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৪৭

বাক স্বাধীনতা বলেছেন: ওয়ালথার পিপিকে আমার জানামতে রাষ্ট্রপতির এপ্সহাল সিকিউরিটি ফোর্স ইউজ করে।

৮| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:২৩

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ভয় পাচ্ছি :|
+++++++

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৪৯

বাক স্বাধীনতা বলেছেন: ভয় নাই। এগুলো ছবি।

৯| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:২৪

আমার মন বলেছেন: কোনটা নিমু ভাবতাছি...!

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৫০

বাক স্বাধীনতা বলেছেন: ভাবেন। আর পছন্দ হইলে আমারে জানাইয়া যাইয়েন।

১০| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:২৭

রাতুল_শাহ বলেছেন: সরাসরি প্রিয়তে রাখলাম, পরে ++++ দিব।

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৫১

বাক স্বাধীনতা বলেছেন: ধন্যবাদ।

১১| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৪৬

আমি তানভীর বলেছেন: এম ৪ কারবাইনটা পছন্দ হৈছে B-)

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৫৪

বাক স্বাধীনতা বলেছেন: তাই নাকি?

১২| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৪৮

কারা বন্দি বলেছেন: কোনটা কিনুম কন তো দেহি.........................................
কিউএসজেড ৯২: অবস্য হ্যান্ডগান হিসেবে ভালো লাগসে।



আর আলমারিতে রাখার লাইগা ৯ নাম্বার টা খারাপ না কি কন ওস্তাদ? :-/ :-/ :-/ :-B

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৫৫

বাক স্বাধীনতা বলেছেন: আপনার সাথে পুরোপুরি একমত।

১৩| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৪৯

বিতর্কিত বিতার্কিক বলেছেন: ভাল পোস্ট।

বাংলাদেশে বৈধ আর অবৈধ অস্ত্রের পরিসংখ্যান সম্পর্কে তথ্য জানার ইচ্ছা রইল।

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৫৮

বাক স্বাধীনতা বলেছেন: বৈধ অস্ত্রের পরিসংখ্যান পাওয়া যাবে। কিন্তুক অবৈধ অস্ত্রের পরিসংখ্যান কই পাবো?

১৪| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৫৩

রাজীবসাদ্দাম বলেছেন: একটা পাইলে সব কুত্তালীগ দের মাইরা দরকার হলে জেলে যাইতাম X( X( X( X( X( X(

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১:০০

বাক স্বাধীনতা বলেছেন: কথা খারাপ বলেন নাই।

১৫| ৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:০৪

}নবজাতক{ বলেছেন:

"RPD এর পূর্ণাংগ রূপ হলো- Ruchnoy Pulemyot Degtyaryova (উচ্চারণ করে নিন)"

-- রাশিয়ান ভাষার বাংলা উচ্চারন করে দিলাম "রুচ্‌নোই পুলেমিওত্‌ দেগ্‌তিয়ারোভা"

B-))

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১:০১

বাক স্বাধীনতা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। দীর্ঘজীবী হোন।

১৬| ৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:১৯

দুঃখ বিলাসি বলেছেন: ভাই দাম কত আর কই পাওয়া যায়? ;)

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১:০২

বাক স্বাধীনতা বলেছেন: /:) /:) /:)

১৭| ৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:২৪

অন্য মানুষ।। বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-) ওমা ডরাইছি

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১:০৩

বাক স্বাধীনতা বলেছেন: ডরানোর মতই ব্যাপার। মানুষ মারার জন্যই এতো আয়োজন।

১৮| ৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:২৮

একজন বাউন্ডুলে বলেছেন: খাইসে !!!!!!!!!!!! রাইখা দিলাম পড়ে কামে দিব

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১:০৫

বাক স্বাধীনতা বলেছেন: ধন্যবাদ লইয়া যান।

১৯| ৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৮

স্বর্ণমৃগ বলেছেন: ওয়ালথার পিপিকে কিনবার মন চায়!
আফটার অল, মাসুদরানা আবার এইটা ব্যবহার করত কিনা!

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১:০৮

বাক স্বাধীনতা বলেছেন: আমারতো মাসুদ রানার মত হইতেই মন চাইতো আগে। খালি তার নারী সংক্রান্ত ব্যাপারটা পছন্দ হয় না।
;) ;)

২০| ৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১:০০

ফারজুল আরেফিন বলেছেন: ভাল লাগলো পোস্ট :)
+++++++++++++

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১:০৯

বাক স্বাধীনতা বলেছেন: ধন্যবাদ ভ্রাতঃ

২১| ৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১:১০

রিফাত হোসেন বলেছেন: +

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১:১৮

বাক স্বাধীনতা বলেছেন: ধন্যবাদ

২২| ৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১:৩২

সুদীপ্ত কর বলেছেন: একটা কিনতে মুনচায়। :(( :((

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:০৭

বাক স্বাধীনতা বলেছেন: কোনটা?

২৩| ৩০ শে জানুয়ারি, ২০১২ সকাল ৮:০৫

ময়ূখ বলেছেন: ওয়ালথার পিপিকে অনেক আর্মি অফিসাররা পার্সোনাল প্রটেকশান এর জন্য ইউস করে ।

২৪| ৩০ শে জানুয়ারি, ২০১২ সকাল ৮:০৯

ময়ূখ বলেছেন: বেসিক ভার্সন এর দাম ৩৭৫ ইউরো ছিল গত বছর।

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:০৮

বাক স্বাধীনতা বলেছেন: ধন্যবাদ।

২৫| ৩০ শে জানুয়ারি, ২০১২ সকাল ৮:১৯

অ্যামাটার বলেছেন: ব্যারেট এম ৯৯ স্নাইপারটা ব্যাপক পছন্দ হয়েছে:D

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:০৯

বাক স্বাধীনতা বলেছেন: পছন্দ হবার মতই জিনিস। আড়াই কিলোমিটার দূর থেকে লক্ষ্যভেদ করার জন্য এমন জিনিসইতো চাই!

২৬| ৩০ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:১৫

Observer বলেছেন:


এইটা কিনতে চাই :)

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:১৩

বাক স্বাধীনতা বলেছেন: মাসুদ রানার পছন্দ আসলেই সুন্দর। ;)

২৭| ৩০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:০৮

ঝড়ো হাওয়া বলেছেন: ইন্টারেস্টিং পোষ্ট, ভালো লেগেছে।

১০ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:৪৩

বাক স্বাধীনতা বলেছেন: ধন্যবাদ

২৮| ২৪ শে মে, ২০১২ রাত ১:০০

রাখালছেলে বলেছেন: X( X( X( X( X( X( X( X( X( :P

১০ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:৪৫

বাক স্বাধীনতা বলেছেন: মিশ্র প্রতিক্রিয়া।

২৯| ১০ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:০০

আগে নাকি ভালো ছিলাম বলেছেন: শিশেন সাগর বলেছেন: দুইটা গুলি করতে মন চায় X( X((

১০ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:৪৬

বাক স্বাধীনতা বলেছেন: আমারও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.