নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাক স্বাধীনতা চাই, মিথ্যাচার চাই না। আমি সকলের সম অধিকার চাই, অনধিকার চর্চা চাই না।

বাক স্বাধীনতা

আমি বাক স্বাধীনতায় বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে, বাক স্বাধীনতা মানে সত্য বলার অধিকার। আমি এও বিশ্বাস করি যে বাক স্বাধীনতা মানে মিথ্যাচার নয়। আমি আরও বিশ্বাস করি যে, বাক স্বাধীনতা মানেই যা ইচ্ছা তা-ই বলা নয়।

বাক স্বাধীনতা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের কিছু নির্বীষ সাপ (নির্ভয়ে আসুন)

১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:০৩

বাংলাদেশের মানুষ যে প্রাণীটিকে সবচেয়ে বেশি ভয় করে সেটি হলো সাপ। সাপ সম্পর্কে মানুষের ভয় এতই তীব্র যে, অনেকে সাপ শব্দটি শোনা মাত্র লাফ দিয়ে খাট, টেবিল বা অন্য কোণ উঁচু জায়গায় গিয়ে উঠে পড়েন। আবার অন্ধকার ঘরে সাপ মানেই সারা ঘরময় সাপ! সাপ নিয়ে সবার ভয়ের কারণ হলো, সাপ দেখতে যথেষ্ট ভয়ঙ্কর, এবং এর কিছু কিছু প্রজাতি এতই বিষধর যে, এর কামড়ে মানুষ থেকে শুরু করে বিভিন্ন গৃহপালিত প্রাণী খুব দ্রুত মারা যেতে পারে। সাপ (Squamata) উপবর্গের অন্তর্ভুক্ত প্রাণী।



বাংলাদেশী সাপঃ বাংলাদেশে ঠিক কত প্রজাতির সাপ আছে তা নিয়ে মতভেদ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড : মুহম্মদ আলী রেজা খানের ‘বাংলাদেশের সাপ’ বই অনুসারে এ দেশে সাপের প্রজাতি ৮১ বা তারও কিছু বেশি। আসলে বাংলাদেশে সাপের প্রজাতির সংখ্যা নিয়ে তথ্য বিভ্রাট আছে। কারণ, ড: আলী রেজা খান তার অপর বই ‘বাংলাদেশের বন্যপ্রানী’তে বাংলাদেশে ৭৯ প্রজাতির সাপ আছে বলে উল্লেখ করেছেন। তন্মধ্যে ৫২ টি অবিষধর আর ২৭ টি বিষধর প্রজাতির সাপ বলে উল্লেখিত আছে।এক্ষেত্রে উল্লেখ্য যে, বাংলাদেশে একই নামে দুই থেকে তিন প্রজাতির সাপের অস্তিত্ব আছে। এ কারণে, বাংলাদেশে সাপের প্রজাতি এত বেশি হলেও আসলে সাপের নাম খুব কমই পাওয়া যায়। যেমন, দুমুখো সাপ বা ব্লাইন্ড স্নেক এর তিনটি প্রজাতি

Typhlops diiardii, T. porrectusT. briaminus থাকলেও সবগুলো একত্রে দুমুখো সাপ নামে পরিচিত।



সাপ সম্পর্কে কিছু প্রচলিত ভুল ধারণাঃ

বাংলাদেশে সাপ সম্পর্কে ভুল ধারণার কোন কমতি নেই। এর পিছনে কিছু কারণও রয়েছে। সাপ সম্পর্কে এ দেশের সাধারণ মানুষের যা জ্ঞান, তা এসেছে সাপুড়েদের থেকে। ফলে সাপ সম্পর্কে নানা প্রকার বিভ্রান্তিকর ও অমূলক ধারনা আমাদের দেশে প্রচলিত আছে। নিচে এর কিছু উল্লেখ করা হলোঃ



১. সাপের মণিঃ সাপের মাথায় এ জাতীয় কোন পাথুরে পদার্থ আদৌ তৈরী হয়না। সাপুড়েরা মানুষকে বিভ্রান্ত করতে নানা চটকদার কথা বলে। আর মাঝে মাঝে তারা মণি হিসাবে যা দেখায় তা হলো মুক্তা বা অন্য কোন পাথর যা কোনভাবেই মণি নয়।



২. সাপের দুধপানঃ অনেকের ধারণা, দুধরাজ (Elaphe radiate) নামক সাপ গরুর পা পেঁচিয়ে বাঁটে মুখ লাগিয়ে দুধপান করে। কেন এই ধারণার উৎপত্তি? উত্তরটা খুবই সহজ। উপমহাদেশের বেশিরভাগ মানুষ হিন্দু এবং দেবী মনসার বাহন হবার কারণে, সাপকে উচ্চ শ্রেণীর খাদক, এবং সম্মানযোগ্য প্রাণী হিসেবে একটা ধারণা অনেকের মধ্যে প্রচলিত আছে। সাপুড়েরা অতীতে যে কাজটি করতো তা হলো, সাপকে দীর্ঘ সময় পানি থেকে দূরে রেখে তাদের তেষ্টা দারুণভাবে জাগাতো। তারপর জনতার সামনে তৃষ্ণার্ত সাপের সামনে দুধের বাটি রাখতো। বেচারা সাপ তেষ্টার চোটে সেই দুধই পান করতো। এভাবে সাপের দুধপানের বিষয়টি জনমনে প্রচলিত হয়ে গেছে।



৩. প্রতিহিংসাঃ অনেকের ধারণা, সাপ একবার কারও দ্বারা আক্রান্ত হলে সে আক্রমণকারীকে চিনে রাখে এবং রাতে এসে কামড়ে দিয়ে যায়। এটা সম্পূর্ণরূপে কাল্পনিক ধারণামাত্র।



৪. জীহবা দিয়ে শ্রবণঃ সাপ চলাফেরার প্রয়োজনে বার বার জীহবা বের করে তা আসলে শোনার জন্য নয়। সাপের জিহবার অগ্রভাগে ‘জেকবসন অর্গান’ নামে একধরনের গ্রন্থি আছে যদ্বারা সাপ বায়ুস্থ বিভিন্ন পদার্থের অস্তিত্ব অনুভব করে। এটিকে ঘ্রাণ নেয়াও বলা যেতে পারে।



৫. লেজ দিয়ে আঘাতঃ অনেকেরই ধারণা দাঁরাশ (Coluber mucosus) সাপ লেজ দিয়ে আঘাত করে এবং এই আঘাত যেখানে লাগে সেখানে পচন ধরে ইত্যাদী। কিন্তু এই ধারনা সত্য নয়। সাপের মাথা চেপে ধরলে সাপ লেজ দিয়ে হাত পেঁচিয়ে ধরবে এটাই স্বাভাবিক। কিন্তু দাঁড়াশ সাপের ক্ষেত্রে কোন বিশেষত্বের প্রমাণ পাওয়া যায়নি। উপরন্তু এটি নির্বিষ ও মানুষের উপকারি বন্ধু। কারণ, এদের প্রধান খাদ্য ইঁদুর।



৬. পিচ্ছিল সাপঃ আমাদের দেশের সকলের ধারনা সাপ পিচ্ছিল। কিন্তু এটি সত্য নয়। সাপ পিচ্ছিলতো নয়ই বরং খসখসে। সাপের গা থেকে কোন প্রকার পিচ্ছিল পদার্থ নিঃসৃত হয়না।



৭. সাপের পাঃ আমাদের দেশে গ্রামাঞ্চলে ও অশিক্ষিত মানুষের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে, সাপের পা দেখলে রাজা হওয়া যায়। কিন্তু সাপের কোন পা নেই। তাই সাপের পা দেখে রাজা হবার কোন সম্ভাবনাও নেই।



৮. সাপের ওঝাঃ সাপের ওঝারা যে চিকিৎসা করে তা সম্পূর্ণ অবৈজ্ঞানিক। সাপের ওঝার চিকিৎসায় সেই রোগীই ভালো হয় যাকে এমন সাপে কামড় দিয়েছে যার বিষ নেই।



এছাড়াও আমাদের দেশে প্রায় সব সাপকেই বিষধর মনে করা হয়। কিন্তু তা সত্য নয়। যেমন, কালনাগিনী (Chrysopelea ornata) সাপের নাম শুনলেই মনে হয় যে, এই সাপের কামড়ে মৃত্য অনিবার্য, কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি নির্বিষ সাপ।



কয়েকটি নির্বিষ সাপের বর্ণনা নিচে দেয়া হলোঃ



অজগরঃ অজগর গোত্রের তিনটি প্রজাতি বাংলাদেশে আছে। এর মধ্যে (Python molurus) একসময় বাংলাদেশের সর্বত্র পাওয়া যেত। বর্তমানে সুন্দরবন এলাকা ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। এই সাপের দৈর্ঘ্য ৫-৬ মিটার। মোটা, গাছের সাথে ঝুলে থাকতে পছন্দ করে। খাবারের জন্য ঘাপটি মেরে বসে থাকে। শিকার কাছে এলে কামড়ে পেঁচিয়ে ধরে চাপ দিয়ে শ্বাস বন্ধ করে মেরে ফেলে আস্ত গিলে খায়।

ছবিঃ





গোলবাহার, রিগাল বা রেটিকুটেড পাইথন (Python reticulatus): অতি দীর্ঘ সাপ। লম্বায় ৯ মিটারের কিছু বেশি। ৩২ ফুট পর্যন্ত রেকর্ড আছে। সৌভাগ্যক্রমে বাংলাদেশে সাপটি পাওয়া যায়। সিলেট থেকে শুরু করে পূর্বাঞ্চলের চিরসবুজ বনগুলিতে খুব সামান্য সংখ্যায় হলেও গোলবাহার সাপের দেখা পাওয়া যায়। সাপটি লম্বা হলেও অজগরের মত স্থুল নয়। সরু ধরনের। বিভিন্ন ছোট ছোট বন্যপ্রাণী ধরে খায়।

ছবিঃ





ঘরগীন্নি সাপঃ ঘরগীন্নি সাপের তিনটি প্রজাতি আছে এর মধ্যে দুটি বিরল। বাংলাদেশে যেটি বেশী পাওয়া যায় সেটি হলো (Lycodon aulicus)বাংলায় ‘হলুদাভ ঘরগীন্নি সাপ’ (Yellow spectacled Wolf snake)। ঘরদোর, ভাঙা দালান কোঠা, ইঁটের পাঁজা ও গাছের খোরল এদের খুবই পছন্দের জায়গা। এদের গা হালকা বাদামী থেকে ধূসর বা কালো। এদের সামনে দুটি উঁচেউ দাঁত আছে যা দেখে বিষধর মনে হতে পারে। আসলে ঐ দাঁতের সাহায্যে এরা টিকটিকি ইত্যাদী ধরে খায়। এছাড়া (Lycodon jara) নামের ঘরগীন্নি সাপ এ দেশে অল্প বিস্তর দেখা যায়।

ছবিঃ

Lycodon aulicus





Lycodon jara



কুকরী সাপঃ কুকরী সাপের সাতটী প্রজাতি বাংলাদেশে দেখা যায় বলে বিশেষজ্ঞরা অভিমত দিয়েছেন। এর মধ্যে দুটী প্রজাতি দক্ষিণাঞ্চল বাদে বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়। এই প্রজাতিগুলোর নাম নিচে উল্লেখ করা হলোঃ

- Oligodon albonincutus

- Oligodon cinereus

- Oligodon taeniolata

- Oligodon theobaldi

- Oligodon dorsalis

- Oligodon cyclurus

- Oligodon arnensis


এই প্রজাতিগুলোর মধ্যে নিচের দুটি প্রজাতি বাংলাদেশে বেশি পাওয়া যায়।

ছবিঃ



Oligodon cyclurus



কালোমাথা সাপ (Sybinophis Sagittarius.): কালোমাথা সাপের গায়ের রঙ ধূসর বাদামী, দেখতে একটা মোটা কেঁচো থেকেও চিকন। সারা শরীর ক্ষুদ্র ক্ষুদ্র চিকচিকে আঁশে ভরা। ঘাড় থেকে মাথার অগ্রভাগ কালো। সাপটির দেখা কদাচিৎ পাওয়া যায়। এই সাপের দুটি প্রজাতি আছে।



ছবিঃ





ঢোঁড়া সাপ (Amphiesma stolata): সারা দেশের যে কোন অঞ্চলে পাওয়া যায়। হলুদে বাদামীতে মেশানো ঢোঁড়া সাপের পিঠের উপর দিয়ে দুটি হলুদ ডোরা চলে গেছে লেজ অবধি। দেহের পিছন ভাগে এই ডরা খুব স্পষ্ট। সারা শরীরের উপর দিয়ে কালো কালো বা বাদামী ছাপ রয়েছে। আরেক প্রজাতির ঢোঁড়া সাপ হচ্ছে (Xenochropis piscator)। এটিও বাংলাদেশের সবখানে পাওয়া যায়। এছাড়া আরেকটি প্রজাতি হলো (Xenochropis cerasogaster)



ছবিঃ

ঢোঁড়া সাপ (Amphiesma stolata)





মেটে সাপ বা বাইট্টা সাপ (Atretium schistosum): এটি বাংলাদেশের জলাশয়ের একই সাধারণ ও সহজলভ্য সাপ। এদের মাথা অপেক্ষাকৃত সরু। পেটের পাশ দিয়ে সারা পিঠ জলপাই সবুজ এবং পেট হলুদাভ কমলা রঙের। লম্বায় ৫০০-৬০০ মিমি।

ছবিঃ







দুধরাজ (Elaphe radiata): দুধরাজ নাম হলেও এই সাপ দুধ খায় না। এদের প্রধান খাদ্য এদের প্রধান খাদ্য ইঁদুর, টিকটিকি ও পাখি। এদের সংখ্যা খুবই কম। তবে যমুনার পশ্চিমাঞ্চল তথা পাবনা, সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলায় বেশি পাওয়া যায়। গোলাঘরে ইঁদুরের খোঁজে এরা ঢুকে পড়তে পারে। এছাড়া ক্ষেতে খামারে এদের দেখা মেলে।

ছবিঃ







ডারাশ (Coluber mucosus): এদের প্রধান খাবার ইঁদুর। এরা মানুষের উপকারি বন্ধু। গায়ের রঙ বাদামী। পূর্বাঞ্চলেরগুলির গায়ের রঙ জলপাই বাদামী। এদের চোখ বড় বড় ও গলা অপেক্ষাকৃত সরু। উপরের ও নিচের চোয়ালে ও গলায় কালো দাগ থাকতে পারে।

ছবিঃ







কালনাগিনী (Chrysopelea ornata): বাংলাদেশের একমাত্র কুলীন সাপ। এ কথা বলার কারণ, হলো এই সাপের কথা শুনলেই মনের মাঝে শিহরণ জাগে। ভাবা হয় এই সাপের বিষ অব্যর্থ। কিন্তু বাস্তবতা হলো এই সাপের কোন বিষ নেই। বাংলাদেশের সিলেট ও পার্বত্য চট্টগ্রাম ও সুন্দরবন অঞ্চলে এদের দেখা মেলে।

ছবিঃ





সুন্দরী সাপ (Elachistodon westermanni): বাংলাদেশে এই সাপ এককালে ছিলো বলে ধারনা করা হয়। বর্তমানে এই সাপ বাংলাদেশে আর পাওয়া যায় না। লম্বায় ৮০০ মিমি. পিঠের রঙ জলপাই বাদামী বা কালচে। চোখের মণির সামনে ও পিছনে কালো দাগ থাকে।

ছবিঃ





লাউডগা সাপ (Ahaetulla nasutus): এটি লখিন্দরের সাপ বলে পরিচিত। সরু, চিকন, লম্বা, মাথার অগ্রভাগ সুঁচাল একদম সবুজ সাপ। এই সাপ সুতানালী সাপ নামেও পরিচিত। এটি দেশের সর্বত্র পাওয়া যায়। গ্রামের লাউ বা শিমের মাচায় এরা উঠে বসে থাকে।

ছবিঃ







পড়ার জন্য ধন্যবাদ। এরপর বাংলাদেশের কিছু বিষধর সাপ নিয়ে একটা পোস্ট দেয়ার ইচ্ছা আছে। যদি পাঠকগণ উৎসাহ দেন তবে চেষ্টা করতে পারি। এছাড়া এর আগে বাংলাদেশের মাছ নিয়ে তিনটি পোস্ট দিয়েছিলাম। আরও কিছু বাকি আছে। পড়ে দেখবেন আশা করি। আর হ্যাঁ, ভুল হলে ধরিয়ে দেবার জন্য পাঠকগণের প্রতি বিনীত অনুরোধ রইলো।



আসুন বাংলাদেশের কিছু মাছ চিনি (প্রথম পর্ব)

আসুন বাংলাদেশের কিছু মাছ চিনি (দ্বিতীয় পর্ব)

আসুন বাংলাদেশের কিছু মাছ চিনি (তৃতীয় পর্ব)



সুত্রঃ 'বাংলাদেশের বন্যপ্রাণী' - বাংলা একাডেমী, উইকিপেডিয়া

ছবি কৃতজ্ঞতাঃ গুগল।

মন্তব্য ১১৩ টি রেটিং +৩৩/-০

মন্তব্য (১১৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:০৯

বাকপটু বলেছেন: খুবই ভালো একটা কালেকশন

১+

১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:১১

বাক স্বাধীনতা বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। :) :)

২| ১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:১৫

বিপ্লব কান্তি বলেছেন:

এই সাপটির নাম হলো কিং কোবরা , বাংলাদেশে সুন্দরবনে ও সিলেট অঞ্ছলে পাওয়া যায় । বছর খানেক আগে সিলেটের হাওড়পার ও পাহাড়ী অঞ্ছল ফেঞ্ছুগন্জে একটি কিং কোবরা ধরা হয়েছিলো যেটি শ্রীমঙ্গলে শীতেশ বাবুর চিড়ায়াখানায় দেয়া হয়েছিল। সাপটি বিলুপ্ত , তবে ভয়ানক সাপ , অন্য সাপ এর খাদ্য এবং বিষ এত বেশি যে অনেক হাতি এক ছোবলে মেরে ফেলতে পারে ।

এর আরেকেটি ছোট প্রজাতি হলো naja naja যেটি গোখরো সাপ নামে পরিচিত। ভীষন বিষাক্ত এবং বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায়

১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:১৭

বাক স্বাধীনতা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, বাংলাদেশে প্রাপ্ত বিষধর সাপদের নিয়েও একটা পোস্ট দেব। আশা করি আপনাকে পাঠক হিসেবে পাব। :) :)

৩| ১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:১৯

সসসসসসসসসস বলেছেন: ব্যাপক পোস্ট। ++++++

১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২৬

বাক স্বাধীনতা বলেছেন: ধন্যবাদ

৪| ১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২১

কালো চিতা বলেছেন: অনেক শিক্ষা মূলক পোষ্ট B-) । এখন আশা করি সবাই এই ধরনের ভূল করবেনা ।
আমার ও কয়েকটা ধারনা ছিল কালনাগীনি অনেক বিষাক্ত দুদরাজ সাপ দুদ খায় আরো এই ধরনের অনেক ধারনা ছিল :( । আপনার পোষ্ট দেখে তা চলে গেছে B-)

১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২৯

বাক স্বাধীনতা বলেছেন: হুমম। সাপ নিয়ে আসলে অনেক ভীতিকর কাহিনী প্রচলিত আছে। তাই সাপ নিয়ে অনেক ভুল ধারনাও আছে। আপনাকে ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টের জন্য। :) :)

৫| ১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২৫

জামান তালুকদার বলেছেন: ইনাদের দেখা পাইসি খুব কমই!

সুন্দর পোস্ট !প্লাস

১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৪০

বাক স্বাধীনতা বলেছেন: ইনাদের দেখা পাওয়া আসলেও কঠিন। তার উপর এ দেশের জংগল, জলাভূমি সব নষ্ট হবার ফলে এরা আরও দূর্লভ হয়ে উঠেছে।

৬| ১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২৮

সুপারনোভা ০০৭ বলেছেন: সাপ নিয়ে অনেক ভুল ধারনা আছে আমাদের মাঝে। ছোট বেলা থেকে বড়দের মুখে সাপ নিয়ে নানা ভয়ানক গল্প শুনে আমার মাঝেও সাপ নিয়ে অনেক ভয় কাজ করে। এখন সেগুলো দূর করার চেষ্টা করব। আপনার পোস্ট পড়ে ভাল লাগলো। ধন্যবাদ।

১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৪১

বাক স্বাধীনতা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যখানার জন্য।

৭| ১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৩০

শামীম আরা সনি বলেছেন: ব্যাপক গবেষনামূলক পোস্ট। তবে ইনাদের দেখা কখনও পেতে চাইনা।
ওরা পচা X(

১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৪২

বাক স্বাধীনতা বলেছেন: এই সাপগুলো তেমন পচা নয়। এদের বিষ নেই। :) :)

৮| ১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৩৭

আরজু পনি বলেছেন:

উপস্! :-&

নির্ভয়ে ঢুকলেও তেনাদের দেখার পর :( :((

৫ +

১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৪৩

বাক স্বাধীনতা বলেছেন: এরপর বিষধরদের নিয়ে পোস্ট দেব। তখন লেখা থাকবে 'সাবধানতা অবল্মবন করুন'। :)

৯| ১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৩৯

নানাভাই বলেছেন: ধূর মিয়া, কি দিলেন ঈদের দিনে?
দেইখ্যা অখন ডর লাগতাছে! :(

১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৪৬

বাক স্বাধীনতা বলেছেন: ভাই, ডরাইয়েন না। ঈদের দিনে কোন ডর নাই। :)

১০| ১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৪০

সাব্বির শওকত শাওন বলেছেন: আমি আসলেই জানতাম যে সাপ জিভ দিয়ে শুনতে পায়, এটা কি আসলেই সত্য নয়, তাহলে কি সাপের কান আছে?একটু জানাবেন, ধন্যবাদ ভাই

১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৪৮

বাক স্বাধীনতা বলেছেন: সাপের আসলে বহিঃস্থ কোন কান নেই। তবে এদের অন্তঃকর্ণ আছে- যা খুবই দূর্বল। অর্থাৎ বলা যেতে পারে, সাপের কান থাকলেও কানের ছিদ্র নেই। সাপ বায়ুশ শব্দ খুব সামান্যই শুনতে পায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।

১১| ১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৪২

আরজু পনি বলেছেন:

নানাভাই বলেছেন: ধূর মিয়া, কি দিলেন ঈদের দিনে?
দেইখ্যা অখন ডর লাগতাছে!
:(

আমারও সেইম সেইম :(

=p~ =p~ =p~

১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৪৯

বাক স্বাধীনতা বলেছেন: ডরাইয়েন না ভাই। আমি থাকতে কুনু ভরসা নাই।

১২| ১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৪৪

লুব্ধক০১ বলেছেন: ব্যাপক হইছে :) :)

১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৫১

বাক স্বাধীনতা বলেছেন: এক বস্তা ধইন্যা :) :) :) :) :) :) :)

১৩| ১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৪৮

তাশা বলেছেন: বিষ আসে না নাই ওইডা পরে............. কিলবিল কইরা 'উনারা' যাইতাসেন দেখলেই তো আত্মা লাফ দিয়া ওডে.......... B:-) B:-) B:-) :-/ :-/ :-/ :| :| :|

১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৩

বাক স্বাধীনতা বলেছেন: আমারও। :( :( :(

১৪| ১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৫১

বিপ্লব কান্তি বলেছেন: আপনি যেগুলো দিলেন এগুলোর মধ্যে সবচেয়ে পুংটা হলো দোড়া সাপ । সবকিছু গিইলা খেতে চায় । আর সবজায়গায় এর বিচরন । শহরে ও পাওয়া যায় । আর বদমেজাজী ও , কামড় দিলে সহজে ছাড়ে না । আমি সাপ মারি না, একবার এক দোড়া লুঙ্চি মাঝখান দিয়া (মানে দুপার মাঝখান দিয়া উঠে যেতে চায় ) আমি সরাইলাম, আবার ও উঠে , রাগ উইঠা গেলো , কিনার থাইক্কা একটা ডাল লইয়া দিলাম বাড়ি , সাপের সমস্যা হলো এক বাড়িতে পিঠ ভাইঙা যায় , তারপর আর এগুতো পারে না । তারপর মাথাটা পিইষা ফেললাম ।


এর মধ্যে লম্বা ও দ্রুতগামী হলো দুধরাজ । চোখের পলকে সরে যায় ।

আর দাঁড়াশ সাপ ও সমস্যা আছে , ভয় পাইলে প্যাচ মাইরা ধরে । লম্বা সাপ পাঁচটা অনেক শক্ত থাকে কিন্তু , দাঁড়াশ ও দ্রুতগামী

আর লাউডগা সাপ বিষাক্ত মনে হয় । দিনে দেখে না, হা করে কামড় দেয় । বছর দুয়েক আগে ময়মনসিংহ ৩৬ নম্বর মনে হয়, সারদা ঘোষ রোডের এক নিরীহ লোককে সন্ধ্যা রাতে কামড় দিয়েছিলো । লোকটি অচেতন হয়ে যায় এবং একদিন ময়মনসিংহ মেডিকেলে ভর্তি থাকার পর জ্ঞান আসে ।

অনেক প্রজাতির সাপ আসলে বিলুপ্ত হয়ে গেছে । এক ধরনের সাপ ছিলো একেবারে হলুদ বর্নের , বিলে কেচড়ের মধ্যে থাকতো , কামড় দিলে শুধু গা জ্বলতো । এইগুলি এখন আর নেই , কোন বইয়ে ও দেখি না ।

১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৫

বাক স্বাধীনতা বলেছেন: আপনার সাথে একমত। তবে লাউডগা সাপকে আমি নির্বিষ বলে জানি। বিভিন্ন বইয়েও এ কথাই লেখা আছে। যে লোক অজ্ঞান হয়ে গেছিলেন সেটা সম্ভবত ভয়ের কারণে। ঢোঁড়া সাপ আমি গত বছরেও ঢাকাতে দেখেছি।

১৫| ১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৪

ব্লগার মাজু বলেছেন: পোস্টে ঢুকলাম..."সাপ সম্পর্কে কিছু প্রচলিত ভুল ধারণাঃ" অংশটা পড়লাম..."কয়েকটি নির্বিষ সাপের বর্ণনা নিচে দেয়া হলোঃ" অংশে ছবি দেইখা লাফ দিয়া স্ক্রোল বারে দিলাম এক টান..এখন কমেন্ট করতেছি..পোস্টে আর ঢুকুম না..ভুই পাইছি!! B:-)

আচ্ছা আমি তো জানতাম সাপ জিহবা ব্যবহার করে সামনে কি আছে তা টের পায়..শব্দের ভাইব্রেশন থেকে। মানে প্রচলিত অর্থে কান না হলেও এক অর্থে এটা কানের মতই কাজ করে। আসলে ঘটনা কি? সাপ তাহলে সামনে কি আছে বুঝে কিভাবে?

১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:০১

বাক স্বাধীনতা বলেছেন: এটা নিয়ে আগে ঘভেষোনা কইরা লই। :D :D

১০ নং কমেন্টের জবাব দেখতে পারেন।

১৬| ১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:০১

সায়েম মুন বলেছেন: কালনাগিনী সাপটা সুন্দর। খেলনার মত হাতে নিতে মঞ্চায় :P

থ্যাংকস। অনেক সমৃদ্ধ একটা পোষ্ট। প্রিয়তে রাখলাম। বিষধর সাপ নিয়ে পোষ্ট দ্যান তাড়াতাড়ি।

অবশ্য কোন সাপকে কোলে নেয়া যাবে আর কোন সাপকে কাতুকুতু দিয়ে দূরে পাঠাতে হবে এ ব্যাপারে খানিকটা জেনে গেছি। এ ব্যাপারে আজকে আর একটা পোষ্টও দ্যাখলাম :P

১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:০৩

বাক স্বাধীনতা বলেছেন: কালনাগিনীরে খেলনার মত হাতে নিতে পারেন। সমস্যা নাই। তবে কামড় না খাওয়াই ভালো। নির্বিষ হলেও কামড়ে ক্ষত করে দিতে পারে।

১৭| ১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:০১

অপূর্ণ রায়হান বলেছেন: বুক চিতাইয়া আসিলাম B-)
উনাদের দেখিয়া :-&
এর মানে এই না যে আমি বুই (!) পাই :P

১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:০৪

বাক স্বাধীনতা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

আপনার কমেন্টে সত্যিই অনেক মজা পেলাম।

১৮| ১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৩৫

আলী খান বলেছেন: +++++++++++

১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৪২

বাক স্বাধীনতা বলেছেন: ধন্যবাদ ভাই।

১৯| ১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৩৬

কুবের মাঝি১০৭০০৭ বলেছেন: law doga sap ki bisakto?

১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৪৩

বাক স্বাধীনতা বলেছেন: না ভাই। লাউডগা সাপ বিষাক্ত নয়। এখানে যে কয়টি সাপের ছবি দেখছেন এর সবগুলোই নির্বিষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য রাখার জন্য।

২০| ১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৩৯

মাসুদ রবি বলেছেন: ভাল লাগলো।

১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৪৪

বাক স্বাধীনতা বলেছেন: অসংখ্য ধন্যবাদ

২১| ১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৫৪

একলা বগ বলেছেন: +

১৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:০৮

বাক স্বাধীনতা বলেছেন: ধন্যবাদ বক ভাই।

২২| ১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৫৮

দহন আহমেদ বলেছেন: +++++++++++++

১৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:০৯

বাক স্বাধীনতা বলেছেন: হি হি হি হি :) :) :) :)

২৩| ১৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:০৪

মোটামানুষ বলেছেন: সুন্দর পোস্ট !প্লাস

১৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:০৯

বাক স্বাধীনতা বলেছেন: ধন্যবাদ লইয়া যান।

২৪| ১৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:১৫

মরহুম ব্লগার বলেছেন: খুবি উত্তম পোস্ট । ভাইজান বেদে বা বাংলার গ্রামাঞ্চলে যারা সাপ নিয়ে কাজকারবার করে,যেমন ধরেন ওরা সাপের বিষ প্রতিষেধক হিসেবে কি ব্যাবহার করে,সাপ শিকারের পদ্ধতি,শোনা যায় মন্ত্র ফন্ত্রর কথা,এসব নিয়ে আপনার একটা পোস্ট আশা করছি ।


(পোস্টে প্লাস)

১৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:২১

বাক স্বাধীনতা বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বেদে জাত নিয়ে কথা বলতে গেলে নৃতত্ব নিয়ে পড়াশুনা করতে হবে ভাই।

২৫| ১৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:০১

পাগলা দাশু০০৭ বলেছেন: দারুন পোস্ট.।.।.।.।.।.।।বাংলাদেশে প্রাপ্ত বিষধর সাপদের নিয়ে লিখুন। ধন্যবাদ

১৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:০৬

বাক স্বাধীনতা বলেছেন: আপনাকেও ধন্যবাদ আপনার উৎসাহব্যঞ্জক মন্তব্যের জন্য।

২৬| ১৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:১১

তামিম ইবনে আমান বলেছেন: শিক্ষনীয় পোস্ট

১৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:১৩

বাক স্বাধীনতা বলেছেন: ধইন্যা............ :)

২৭| ১৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:২৫

বেতান বলেছেন: Very Good.

১৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৩৯

বাক স্বাধীনতা বলেছেন: থ্যাংকু। :)

২৮| ১৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৩১

*কুনোব্যাঙ* বলেছেন: সাপ নিয়ে, অনেক নতুন তথ্য জানলাম! প্লাস !!!


ঈদ মোবারক !!!

১৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৪১

বাক স্বাধীনতা বলেছেন: আপনাকে ধন্যবাদ ব্যাঙ ভাই। আফটার অল, সাপ নিয়ে তথ্য আপনার জানার দরকার আছে। সাপের প্রধান খাদ্য ব্যাঙ কি না!!

২৯| ১৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৩২

মেনােশদাস বলেছেন: আমাদের দেশের বন-জঙ্গলে , নদী-নালায় ও উপকূরভাগে বহু রকমের সাপ থথা সরীসৃপ দেখা যায় । অর্প কথায় এদের সকলের পরিচয় দেয়া কঠিন । এদের আবাসস্থল ধ্বংসের কারণে এরা বিলুপ্ত হতে চলেচে। তারপরও আপনার যথেষ্ট কর্মস্পৃহা এই লেখায় পরিলক্ষিত হয়েছে। ভালো লিেখছেন । ঈদ মোবারক।

১৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৪২

বাক স্বাধীনতা বলেছেন: ঠিক। অল্প কথায় এদের পরিচয় দেয়া কঠিন। তারপরও চেষ্টা করেছি। আপনাকে ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

৩০| ১৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৪৪

গ্রীনমাইল বলেছেন: খুব ভাল পোস্ট, অনেক সাপের নাম জানা গেল। ছোটকালে অনেক মাইট্টা সাপ ধরছিলাম মাছ ধরতে গিয়ে।

১৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৪৮

বাক স্বাধীনতা বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৩১| ১৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫৪

আরজু পনি বলেছেন:

@অপূর্ণ, আপনার কমেন্ট পইড়া আম্ওি হাসতে হাসতে শেষ :P =p~ =p~ =p~ =p~

১৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫৮

বাক স্বাধীনতা বলেছেন: =p~ =p~ =p~

৩২| ১৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫৫

মেহেদী পরাগ বলেছেন: আপনার পোস্টটা অনেক তথ্যমূলক। ভাল লেগেছে।

১৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫৮

বাক স্বাধীনতা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৩৩| ১৯ শে আগস্ট, ২০১২ রাত ৮:২৯

মো: আতিকুর রহমান বলেছেন: ডরাইছি সাপ দেইখা B:-) B:-) B:-) B:-) :-/ :-* ++++ এবং প্রিয়তে

১৯ শে আগস্ট, ২০১২ রাত ১০:০৭

বাক স্বাধীনতা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৩৪| ১৯ শে আগস্ট, ২০১২ রাত ৮:৩৮

নানাভাই বলেছেন: তাইলে গরুর পায়ে প্যাচাইয়া কুন সাপে দুধ খায়??????? :(

১৯ শে আগস্ট, ২০১২ রাত ১০:১০

বাক স্বাধীনতা বলেছেন: গরুর পা পেঁচিয়ে দুধরাজ সাপ দুধ খায় বলে অনেকে মনে করেন। কিন্তু আজ পর্যন্ত কেউ নিজে দুধ খেতে দেখেছে এমন প্রমাণ পাওয়া যায়নি। তবে অনেক ক্ষেত্রে গরুর বাঁটে অনেক লাল রক্তাক্ত ফুটকি দেখা যায়। প্রাণী বিশেষজ্ঞদের মতে ব্যাকটেরিয়ার আক্রমনে এমনটি হয়ে থাকে।

৩৫| ১৯ শে আগস্ট, ২০১২ রাত ১০:২৪

রবিন মিলফোর্ড বলেছেন:
তথ্যবহুল দারুন পোস্ট ।


+++++++

২০ শে আগস্ট, ২০১২ সকাল ৭:৩১

বাক স্বাধীনতা বলেছেন: ধইন্যা :D

৩৬| ১৯ শে আগস্ট, ২০১২ রাত ১০:২৮

নানাভাই বলেছেন: আমি নিজে দুধ খাইতে দেখি নাই, কিন্তু গরুর পায়ে পেচানো দাগ দেখছি।

২০ শে আগস্ট, ২০১২ সকাল ৭:৩২

বাক স্বাধীনতা বলেছেন: গবেষণার দাবি রাখে।

৩৭| ১৯ শে আগস্ট, ২০১২ রাত ১০:৩৩

নানাভাই বলেছেন: আমি নিজে দুধ খাইতে দেখি নাই, কিন্তু গরুর পায়ে পেচানো দাগ দেখছি, যা নাকি রশির মতো দেখতে।
তো ঐ দাগ আইলো কোত্থেকে?
:(

২০ শে আগস্ট, ২০১২ সকাল ৭:৩২

বাক স্বাধীনতা বলেছেন: কইতারি না। তয় গবেষণার দাবি রাখে।

৩৮| ১৯ শে আগস্ট, ২০১২ রাত ১১:৫৮

কমরেড কামরুল বলেছেন: কিছুকাল আগে ইচ্ছা হইছিল চিকন চিকন কিছু সাপ থাকে না, যেগুলা বেদেনীরা হাতে নিয়া ভয় দেখায়, ওইগুলা পালমু... বেদেনী দের দেইখা আর আগাই নাই, ভয় লাগে। আইচ্ছা, সাপ নাকী দুধ কলা খাইতে পারে না, তাইলে পানি খায় ক্যামনে?


পুষ্টে পিলাচ। বাংলাদেশে ডিসকভারির মত চ্যানেল চাই।।।

২০ শে আগস্ট, ২০১২ সকাল ৭:৪১

বাক স্বাধীনতা বলেছেন: সাপ দুধ কলা খায় না। পানি খায়। জানা মতে, সকল সাপ চুষে পানি খায়।

৩৯| ২০ শে আগস্ট, ২০১২ রাত ১২:১৬

রুদ্রাক্ষী বলেছেন: আপনার পোস্ট টা খুব সুন্দর গুছানো ,ভালো লাগলো ।

২০ শে আগস্ট, ২০১২ সকাল ৭:৪১

বাক স্বাধীনতা বলেছেন: আপনাকে অনেক ধইন্যবাদ।

৪০| ২০ শে আগস্ট, ২০১২ রাত ২:৪৬

ঘুমকাতুর বলেছেন: +++

২০ শে আগস্ট, ২০১২ সকাল ৭:৪২

বাক স্বাধীনতা বলেছেন: ধন্যবাদ।

৪১| ২০ শে আগস্ট, ২০১২ ভোর ৪:০০

স্বাধীকার বলেছেন:
++++++

লিখতে থাকুন।

লাউডগা সাপ আমার আম্মাকে কামড় দিয়েছিলো, আম্মার কিছুই হয়নি।

আমার আব্বাকে এ পর্যন্ত ৩ বার কামড় দিয়েছে, ১ বার সাপ দেখতে পেয়েছিলো। দুই বার দেখতে পায়নি, অন্ধকারে হাটার সময় কামড় দিয়েছিলো। হাসপাতালে নিতে হয়েছিলো, আব্বার কিছুই হয়নি। বিগত ৪০ বছরে আমাদের এলাকায় কোনো গোখরা সাপ দেখা যায়নি। তাই আব্বার বিশ্বাস ছিলো, তাকে ঢোড়া সাপে কামড় দিয়েছিলো, এখানে বিষাক্ত সাপ কামড় দেওয়ার কারণ নেই।
সাপে কামড়ে রোগী মরেনা, রোগী মরে ভয়ে হার্টফেইল করে। দূষ হয় সাপের। রোগী ভালো হয় সাহসের কারনে, প্রশংসা পায় ভন্ড ওঝা।
---------------------------------------------------------------------------

একটি পরামর্শ সবার জন্যঃ

----গোখরা সাপ ভয়ংকর বিষাক্ত এবং আঘাত পেলে ভয়ংকর রাগী হয়ে যায়। যদি কোনো কারণে গোখরা সাপের মুখোমুখী হন, তাহলে হাতে কাছে কিছু থাকলে কিংবা পায়ের জুতা খুলে সাপের সামনে ছুড়ে দিন। জুতাটি সাপের কাছে যাওয়ার সাথে গোখরা তার তাদের রাগের কারনে ফনা তুলে ছোবল দেওয়ার জন্য প্রস্তত হবে দ্বিতীয়বার জুতাটি নড়ার অপেক্ষায়। কিন্তু জুতাতো নড়বে না, গোখরাও ফনা ছাড়বেনা, অপেক্ষা করতেই থাকবে ফনা তুলে। এই ফাঁকে আপনি বাড়ীতে গিয়ে লোকজন নিয়ে আসতে পারবেন, লাঠিসোটাও নিয়ে আসতে পারেন, কিংবা বাজারে গিয়ে এককাপ চা-ও খেয়েও আসতে পারেন!! অত্যাধিক রাগের কারণে গোখরাটিকে বাজার থেকে এসেও পেয়ে যেতে পারেন। যদি না পান, তাহলে জুতাতো পেলেন! অত্যাধিক রাগের কারনে এই সাপটি নির্বিচারে মারা পড়েছে এক সময়। ‘‘রাগলেন তো হেরে গেলেন’’এই নীতিটি গোখরা জানেনা!!
----পেছন থেকে গুলি করার জন্য তাড়া করলে কিংবা সাপে কামড় দেওয়ার জন্য তাড়া করলে সোজা না দৌড়িয়ে এলোমেলো দৌড়াতে হয়!!! তাতে গুলি না লাগার সম্ভাবনা অন্তত অধের্ক কমে যায়, সাপেও দ্রুত দিক পরিবর্তন করতে পারেনা, তাতে আক্রমনকারী ও আক্রান্তের মধ্যে দূরত্ব বাড়বে, ক্ষতির পরিমানও কমবে!!!
----দুধ কলা দিয়ে সাপ পুষার ব্যাপারটি কেবল মানুষের বেলায় প্রযোজ্য, কখনোই সাপের বেলায় প্রযোজ্য নয়। কারণ সাপ দুধ দই কলার ধার ধারেনা। কলার দরকার হলে কলাবাগানেই সাপের উপস্থিতি অত্যাধিক থাকতো!!
----রূপালী পর্দা ছাড়া আর কোথাও সাপের মাথা মনি পাওয়া যায়নি!!!
----প্রচলিত আছে অত্যাধিক সুঘ্রানপ্রদানকারী ফুলের কাছে সাপ আসে বডিতে পারফিউম দিতে!! আসলে ফুলের টানে পতঙ্গ আসে, পতঙ্গের লোভে বোকা সাপ আসলেও আসতে পারে।
----অনেকেই ফুটানী দেখাতে অতি সুশুদ্ধ করে কথা বলতে গিয়ে এমন বলে, ‘‘এই খুকী ঐ জঙ্গলের দিকে যেয়োনা, দৌড়িওনা, ওখানে হাপ আছে!’’ :P :P

২০ শে আগস্ট, ২০১২ সকাল ৭:৪৫

বাক স্বাধীনতা বলেছেন: আপনার তথ্যবহুল মন্তব্যখানার জন্য সাধুবাদ। সাপ নিয়ে আমাদের সমাজের মানুষের মাঝে বিস্তর কুসংস্কার রয়েছে। ফলে সাপ যতটা না ভয়ঙ্কর তার চেয়ে বেশি বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। ফলে এই প্রাণীটির অস্তিত্ব ক্রমশ হুমকীর মুখে চলে এসেছে।

৪২| ২০ শে আগস্ট, ২০১২ সকাল ৮:১৮

প্রল্ল্যেখ বলেছেন: হাপ দেখলে গা ঘিন ঘিন করে !!!
আপনার পোষ্টের জন্য প্লাস।
আশা করি জলদিই বিষধর সাপের লিস্ট পাব।
ইদ মুবারাক।

২০ শে আগস্ট, ২০১২ সকাল ১০:১৬

বাক স্বাধীনতা বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ঈদ মুবারাক! :)

৪৩| ২১ শে আগস্ট, ২০১২ সকাল ১০:১৯

সঞ্জু বলেছেন: লাউডগা সাপ নির্বিষ!!!!

২২ শে আগস্ট, ২০১২ সকাল ১১:০৯

বাক স্বাধীনতা বলেছেন: জ্বি ভাই।

৪৪| ২১ শে আগস্ট, ২০১২ দুপুর ১:২৯

শূন্য থেকে যাত্রা বলেছেন: ধন্যবাদ। সবকিছুই বুঝি, কিন্তু নাম শুনলেই ভয়ের চোটে বলি দে মাইরা।

২২ শে আগস্ট, ২০১২ সকাল ১১:০৯

বাক স্বাধীনতা বলেছেন: অযথা সাপ মারা মোটেই উচিত নয়।

৪৫| ২২ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:১৮

চালক বলেছেন: প্রিয়তে...

২২ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৫৯

বাক স্বাধীনতা বলেছেন: থ্যাঙ্কু।

৪৬| ২৭ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:১৫

বিপ্লব কান্তি বলেছেন: Click This Link

Here is the king Cobra video of Maijgaon/Fenchuganj/Dist: Sylhet

৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১:৩৮

বাক স্বাধীনতা বলেছেন: দেখলাম। শঙ্খচূড় সাপ বিগত ২৫ বছরের মধ্যে ঐ অঞ্চলে দেখা যায়নি জেনে খারাপ লাগলো।

৪৭| ২৯ শে আগস্ট, ২০১২ রাত ১১:৩৬

শফিক আসাদ বলেছেন: আরে অনেক সুন্দর একটা পোস্ট তো! বিষধর সাপ নিয়েও লিখে ফেলেন । আগ্রহ পাচ্ছি।

আপনার লেখার স্টাইল-ও অনেক ঝরঝরে, এক নিশ্বাসে পড়েছি।

+++

৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১:৩৮

বাক স্বাধীনতা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আমার লেখার প্রশংসা করার জন্য। :#> :#>

৪৮| ৩১ শে আগস্ট, ২০১২ রাত ৮:৪৯

এ হেলাল খান বলেছেন: দারুন পোষ্ট। লেখককে ধন্যবাদ। তবে ভাই ভয় পাইছি :( :( :( :( :( :( :(

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৩

বাক স্বাধীনতা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য। আর ভয় পাবেন কেন যেখানে শীরোনামেই অভয় দিয়েছ? :) :)

৪৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩০

মুসাফির... বলেছেন: আপনি তো খুব খারাপ লোক...
পোষ্ট পড়ার সময় পা চেয়ারে তুইলা বসতে হলো...
এই সব আজে বাজে পোষ্ট না দিলে হয় নাহ্

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৫

বাক স্বাধীনতা বলেছেন: সাপ দেখলে সেটা নির্বিষ নাকি বিষাক্ত সেই চিন্তা আসলে মাথায় আসে না। আগে নিরাপত্তা তারপর অন্য চিন্তা।

৫০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৫৯

rasel246 বলেছেন: শিক্ষণীয় পোস্ট। ভালো লাগল।

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৫

বাক স্বাধীনতা বলেছেন: ধইন্যা :)

৫১| ১৮ ই অক্টোবর, ২০১২ ভোর ৬:২০

জাল মুড়ি্‌ বলেছেন: আমার দোস্তরে নিয়া পোস্ট করছেন :) তাই পিলাচ.।.।.।.।।।

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২১

বাক স্বাধীনতা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫২| ১৮ ই অক্টোবর, ২০১২ ভোর ৬:৪৮

লিন্‌কিন পার্ক বলেছেন:
দূর !! সাপ পাইলেই মাইরা ফালামু /:)

বা*ডারে ডরাই X((

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৩

বাক স্বাধীনতা বলেছেন: না ভাই, আপনারে ভয় না দেখাইলে কিছু কইয়েন না।

৫৩| ০৩ রা নভেম্বর, ২০১২ রাত ৯:১৭

আলফা-কণা বলেছেন: খুব সুন্দর পোস্ট, খুব সুন্দর

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৬

বাক স্বাধীনতা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।

৫৪| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৪

মঈনউদ্দিন বলেছেন: চমৎকার পোণষ্ট
আপনাকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য
প্রিয়েত ++++++++++

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৮

বাক স্বাধীনতা বলেছেন: আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ।

৫৫| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৬

মদন বলেছেন:
ভয়ে ভয়ে + দিলাম,
+ না দিলে যদি কামড়ে দেয় :(

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৫

বাক স্বাধীনতা বলেছেন: ভাই, উহারা আমার পোষা সাপ নয়, তাই কামড় দেয়ার রিস্কতো আছেই!

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

৫৬| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৯

দ্যা অক্সি সেভেন বলেছেন: ভাই ছোট বোন খায়তে চায় না। আপনার সাপের ছবি দেখাইয়া আর গল্প বলে খাওয়ালাম। অনেক উপকারী পোস্ট দিছেন। ধন্যবাদ। বিষাক্ত সাপের পোস্ট কি দিছিলেন পরে? লিঙ্ক দেয়া নাইতো :) । থ্যাংকস এগেইন।

৫৭| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৮

ড. জেকিল বলেছেন: সেই পোস্ট, সুন্দর লাগছে। ধন্যাবাদ।

৫৮| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০৬

মোশারফ তানভীর বলেছেন: ধুর !!! কি দেখাইলেন এটা ?

এখন মনে হইতাছে, ঘরের আশে পাশেই শ'খানেক সাপ কিলবিল করতেছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.