নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৃত্তের ভিতরে বন্দী আমি ....!

*~*জীবনে যত কম প্রত্যাশা থাকবে ... .. . তত বেশী ভালো থাকা যাবে*~*

জেরী

"কাউকে ব্লক করা হবেনা। যার ভালো লাগে মন্তব্য করবেন.....না লাগলে নিদেনপক্ষে মাইনাস দিয়ে চলে যাবেন"

জেরী › বিস্তারিত পোস্টঃ

::**::বুড়া-বুড়ি কার্টুন চরিত্ররা::**::

০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪৬

ছোটবেলা থেকেই আমাদের প্রিয় কার্টুন চরিত্রগুলোকে একই রকম অর্থাৎ এভারগ্রীন হিসেবে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি.......এদেরকে যদি বর্তমান বয়স থেকে আরো ৫০-৬০ বছর বাড়িয়ে দেখি তাহলে কেমন লাগবে.......আমি তো এই বুড়া-বুড়ি কার্টুন চরিত্রগুলোকে দেখে প্রথমে অনেক হাসলে ও পরে মন খারাপ হয়ে গেছে.....বদের হাড্ডি বয়স কার্টুন চরিত্রগুলোকে ও শান্তিমতন এভারগ্রীন থাকতে দিলো না..............



*Tweety Bird is 60 year's old....!!!





*Superman....!!!





*Barbie Doll ....!!!





*Batman and Robin.....!!!






*Spiderman......!!!





*Thor......!!!



...................................................................................

আরেকটা বুড়ি কার্টুন চরিত্রের ছবি নেটে পেয়েছি,কিন্তু সে ৫০-৬০ বছর বয়স পরে যেরকম ছোট ছোট কাপড় পরে ফটোসেশন করেছে সেই ছবি ৫০-৬০ বছর আগেই বর্তমানে দেখে রীতিমতন টাশকিত........ তাই সেটা দিতে পারলাম না...........কার্টুন চরিত্র হয়েছে বলে কি তাদের লজ্জ্বা ও থাকবে না নাকি???:|

মন্তব্য ১০৩ টি রেটিং +২৫/-০

মন্তব্য (১০৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০০

শাওন৩৫০৪ বলেছেন: লজ্জাওয়ালা ফটো দেখুম...:(

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৭

জেরী বলেছেন: ঐ পিক তো দেখামাত্রই ডিলিট মারছিX(

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০২

বৃত্তবন্দী বলেছেন: জেলীদি তুমার আগেই একজন দিয়া দিসে :P লিংকু দিমু??? ;):P

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৪

জেরী বলেছেন: sotti kaw dile link ta den........ami post ta soriye dicci:)

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৩

ম্যাভেরিক বলেছেন: কার্টুন চরিত্রের বয়স বাড়ানোর জন্য মাইনাস। জেলিবু'র বয়সও বাড়ুক, তাও চাই না। X(

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৩

জেরী বলেছেন: জেরীরে এভারগ্রীণ থাকার উইশ করলেন.....এইজন্য আপনার মুখে ফুল-চন্দন পড়ুক:)

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৪

স্বপ্নরাজ বলেছেন: জেলিবুর ব্ত্তমান ছবি দেকতে মন চায় :)

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৬

জেরী বলেছেন: জ্বী ভাই, এই পোস্টের ডানদিকের এককোনাতে হিল পরা জেরীর ব্ত্তমান ছবি দেওয়া আছে

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৯

বৃত্তবন্দী বলেছেন: সরাইবা কিল্লিগা? ফাজ্লেমী নাকি? লিংকু ফিংকু দিমু না। তয় ঈদের আগে দিয়া দিসিলো একজন।

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৮

জেরী বলেছেন: ব্লগে নিয়মিত থাকা হয় না বলে খেয়াল করি নাই কে দিয়েছিলো:(

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১৩

ক্যামেরাম্যান বলেছেন: বুড়ি জেরী দেখতে কেমন :)

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২৪

জেরী বলেছেন: সে আরো ৫০-৬০ বছর আসবে/:)

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১৩

রুদমী বলেছেন: আহারে tweety কে দেখে মায়া লাগছে :(...থাক ওদের কারো বুড়োভবার দরকার নাই....ওরা এমনিই ভালো।

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩১

জেরী বলেছেন: টুটিরে তো তাও দেখা যায় বারবিরে দেখেন বার্গার খেতে খেতে বাংলাদেশের নায়িকা হয়ে গেছে

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২১

ক-খ-গ বলেছেন: পুলাপান বদ হয়া যাইতেছে

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৪

জেরী বলেছেন: আপনার নাম তোতাপাখি রাখেন...বিয়ের পর থেকে দেখছি সবাইরে এই কমেন্টস দেন/:)

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২৭

সুলতানা শিরীন সাজি বলেছেন:
জেরীর বয়স কত হলো?
জানতে পারি?:)

সারাজীবন এক বয়সে থেমে থাকুক জেরী।
শুভেচ্ছা নাও.......
ছবিগুলো বেশ মজার।আমার প্রিয় টুইটির এই অবস্হা?
কখনো দেখিনি আগে।

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৬

জেরী বলেছেন: বয়স আমার মা জানে ....তারে জিজ্ঞেস করে আসি:)

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৬

জেরী বলেছেন: টুটিরে দেখে আমারো মায়া লাগছে:(

১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩০

জুল ভার্ন বলেছেন: জেরী, তোমার বর্তমান কালের একটা ছবি এড করে দাওতোদিকিনি.........

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৯

জেরী বলেছেন: না আমি এই বুড়া-বুড়িদের মাঝে থাকবো না:((

১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩১

চাচামিঞা বলেছেন: সারাজীবন এক বয়সে থেমে থাকুক জেরী।

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪১

জেরী বলেছেন: এটা শুনে আজ আর আপনারে চাচাজী ডাকলাম না.....ভাইয়া কেমন আছেন;)

১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩৩

মেসবাহ য়াযাদ বলেছেন: কার্টুনগুলি আর জেরীর জন্য মায়া হইতাছে

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৩

জেরী বলেছেন: হ্যালো ভাইজান,জেরী কিন্তু এইখানে নাইX(

১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩৪

ঘাসফুল বলেছেন: এইটা চমৎকার হৈছে বোন :)

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৫

জেরী বলেছেন: ধন্যবাদ ভাই:)

১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩৬

নুরুন্নবী হাছিব বলেছেন: :)

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৮

জেরী বলেছেন: :)

১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪৮

বিবর্তনবাদী বলেছেন: আমার প্রিয় কার্টুন চরিত্র। ডাক টেলসের স্ক্রুচ মেকডাক। চরিত্রটি এক কোটিপতি বৃদ্ধের কিন্তু সর্বদা তরূণ।

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৯

জেরী বলেছেন: আমার মিকি-মাউস বেশী ভালো লাগে:)

১৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৩

মুকুট বলেছেন: হা হা হা, জোস!

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫০

জেরী বলেছেন: কেমন আছেন ভাইয়া

১৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৪

সাইফুর বলেছেন: হেহেহ..মজারতো

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫১

জেরী বলেছেন: টুটি আর বারবির জন্য মায়া লাগছে:(

১৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৬

আশাবাদী মানুষ বলেছেন: মজারু :)

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮

জেরী বলেছেন: :)

১৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৭

ধ্রুবমেঘ বলেছেন: স্পাইডারম্যান এতো কাহিল হইয়া পড়ল ক্যামনে?
বেচারা!!

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫০

জেরী বলেছেন: সে আর কত এক বিলি্ডিং থেকে আরেক বিল্ডিং এ লাফালাফি করবো..........তাই সে কাহিল

২০| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৯

নুশেরা বলেছেন: eta ki korle! tomake minus :(

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫০

জেরী বলেছেন: :(.........:((

২১| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৯

সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: হা হা.....মজা পাইসি।

কেমন আছেন।

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫১

জেরী বলেছেন: :)

valo asi vaia

২২| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২০

পাপী বলেছেন: ++

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫২

জেরী বলেছেন: :):)

২৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২৫

বৃত্তবন্দী বলেছেন:

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪

জেরী বলেছেন: শয়তান পুলাপাইনে দেশটা ভরে গেছে......জেরীর চেহারা তো খুঁজেই পাচ্ছি নাX(

২৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩০

সত্যাশ্রয়ী বলেছেন: অরিজিনাল জেলীবুর ছবি দেকতে মন্চায়.....

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬

জেরী বলেছেন: প্রো-পিকে দেওয়া আছে:)

২৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৩

ত্রিশোনকু বলেছেন: জেরী,

এটা আমি ১৯শে সেপ্টেম্বর রাত আট টা দুই মিনিটে পোস্ট করি।

Click This Link

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৭

জেরী বলেছেন: আপনি চাইলে আমি পোস্ট টা সরিয়ে নিবো.....আমি দেখিনি আগের পোস্ট টা:(

২৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩৯

শাওন৩৫০৪ বলেছেন: আমি তো ঐ ফডু গুলাই দেখতে চাই....:P:P:P

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬

জেরী বলেছেন: X(X(

২৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫১

হাসান মাহবুব বলেছেন: :(

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭

জেরী বলেছেন: :(

২৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৮

নুভান বলেছেন: :(

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭

জেরী বলেছেন: :(

২৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৫

নীল-দর্পণ বলেছেন: জেলীবুর বুড়া কালের থবি দেত্তে চাই.....:)



আমি মাঝে মাঝে বসে চিন্তা করি আমার আশেপাশে যাদের এত সুন্দর লাগছে বুড়া হলে তাদের কেমন লাগবে......
চামড়া কুচকে যাবে...ঝুলে পরবে..... :P

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮

জেরী বলেছেন: অতদিন যে বাচঁবো তার তো কোন গ্যারান্টি নাই:(

৩০| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৩

চাচামিঞা বলেছেন: বয়সের ভারে আপনার বারবী ডলের দেখি বাড়তি মেদও জমসে শরীরে.......দেইখা খুব হাশি পাইলো।
ছোটোকালে তিন গোয়েন্দা (কিশোর থ্রিলার) পড়েছেন? ওদের বয়স এখন কেমন হবে?

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯

জেরী বলেছেন: বারবি মনে হয় বেশী ফাস্টফুড খেয়ে মোটি হয়ে গেছে

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৫

জেরী বলেছেন: ছোটোকালে তিন গোয়েন্দাদের কথা তো ভাবি নাই:(

৩১| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১০

চাচামিঞা বলেছেন: জেরী যখন বুড়ো হয়ে শীতে যুবুথুবু হবে:)

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০১

জেরী বলেছেন: বুইড়া জেরী এত রাগী কেন?? আর লেজ কাটেন.......লেজ তো প্রেস্টিজ পাংচার করে দিবোX(

৩২| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:২১

শারফুদ্দীন হোছাইন বলেছেন:
কার্টুন কোনকালেই ভাল্লাগেনাই

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৩

জেরী বলেছেন: আপনারমন পাথরের হয়ে গেছে.......আগেও টিপস দিয়েছিলাম বেশী করে গান শুনুন,ফুল আর বাচ্চা ভালোবাসুন/:)

৩৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৬

নকীবুল বারী বলেছেন: হা হা হা জোসসস

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫

জেরী বলেছেন: :)

৩৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮

কালপুরুষ বলেছেন: জোশ আইডিয়া। একেই বলে জেরী'র "চিকন বুদ্ধি"।

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০২

জেরী বলেছেন: আমি কিছু করি নাই....মেইলে পেয়েছি

৩৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৯

শারফুদ্দীন হোছাইন বলেছেন:
গান শুন্তেছি


........... এই মন আমার পাথ্থর তো নয় সব বেথা শয়ে যাবে নিরবে.................................

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৫

জেরী বলেছেন: গানের কি ছিরি/:)

৩৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৫

কাঙাল মামা বলেছেন: আমি বুড়া হইতাম চাই না :(

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৬

জেরী বলেছেন: আচ্ছা......বুড়া হবার আগেই যাতে মরে যান দোয়া করলাম

৩৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩৯

ভাঙ্গা পেন্সিল বলেছেন: আহারে...বুড়া কার্টুন দেখি দেখতে ভাল্লাগে না/:)

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৭

জেরী বলেছেন: আমার ও:(

৩৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪২

সহেলী বলেছেন: জেরীর স্বভাব অন্যদের পেছনে লাগা ! নিজের বুড়ো বয়সের ছবি কই ?

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৭

জেরী বলেছেন: পাই নাই:(

৩৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২২

বোহেমিয়ান কথকতা বলেছেন: জেলীবু আপনার বুড়া পিক টা এড কইরা দ্যান!!!!

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৮

জেরী বলেছেন: আচ্ছা.......আরো কয়েক বছর পরে দিবো

৪০| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৪

ত্রিশোনকু বলেছেন: লেখক বলেছেন: sotti kaw dile link ta den........ami post ta soriye dicci:)

২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১৬

জেরী বলেছেন: এখন মুছবো না...সরি...২৫নং কমেন্টস রিপ্লাই দিয়ে এবং আপনার ঐ পোস্ট ও কমেন্টস দিয়ে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেছি......কিছু বলেননি তাই রেখে দিলাম আর সবার কমেন্টেসের ও রিপ্লাই দিচ্ছি

৪১| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৬

একরামুল হক শামীম বলেছেন: ভেরি গুড :)

এলাকাবাসীর খবর কি?

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৪

জেরী বলেছেন: ভালো.....আপনি কেমন??

৪২| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১১

পুরাতন বলেছেন: আগেই দেখছি :)

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১২

জেরী বলেছেন: হ....:)

৪৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৫

অপ্‌সরা বলেছেন: বুড়ি বারবিটা বেশী সুন্দর!!!

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১১

জেরী বলেছেন: :)

৪৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১২

আউলা বলেছেন: আপনার বয়সের লেহাজ নেই!!! ওই বুড়া কার্টুনগুলোকে দেখে শিক্ষা নিন আপনার এখন এসব পোস্টানোর বয়স না!

আমি আপনাকে আবারও রিকোয়েস্ট করছি আপনি আমার পোস্টে কমেন্ট করবেন না!

২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১৩

জেরী বলেছেন: @আউলাকে ব্লক করা হলো

৪৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৭

আউলা বলেছেন: ওকে মাফ করে দিলাম।

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১১

জেরী বলেছেন: সিনিয়র ব্লগার হিসেবে আপনার কাছ থেকে আরো ভালো আচরণ আশা করেছিলাম.....আর আমি কারো হাতে-পায়ে ধরে মাফ চাই না......ভদ্রতা শিখুন

৪৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩৬

ত্রিশোনকু বলেছেন: লেখক বলেছেন: এখন মুছবো না...সরি...২৫নং কমেন্টস রিপ্লাই দিয়ে এবং আপনার ঐ পোস্ট ও কমেন্টস দিয়ে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেছি......কিছু বলেননি তাই রেখে দিলাম আর সবার কমেন্টেসের ও রিপ্লাই দিচ্ছ।

লেখক বলেছেন: sotti kaw dile link ta den........ami post ta soriye dicci

আপনার কথা আপনি রাখছেন না আপনি নিজকে সম্মান করেন না।

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৯

জেরী বলেছেন: নিজেকে মানুষই মনে করি না আবার সম্মান করার কথা বলছেন!!!!! আপনি আমার কমেন্টসটা বুঝেননি সম্ভবত......

আর কথা বাড়াতে ভালো লাগছেনা.....পোস্ট টা আমি মুছবোনা....আপনি কি ভাবছেন সেটা একান্তই আপনার ব্যাপার

৪৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৩

কাব্য বলেছেন: বুড়ী জেরীরে দেখতে মুন্চায় :(

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৪

জেরী বলেছেন: আরো ২০-৩০বছর পরে বুড়ী জেরী আসবে

৪৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৯

আহমেদ রাকিব বলেছেন: জেরীও একদিন বুড়ি হবে।

৪৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:০৪

দূর্ভাষী বলেছেন: লজ্জার ছবিটি কি জেরী'বুর

৫০| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৮

অন্ধ দাঁড়কাক বলেছেন: মরাল অফ দ্য স্টোরী: জেরী ও একদিন বুড়ি হবে ;)

৫১| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮

তায়েফ আহমাদ বলেছেন: হাসতেই আছি।
:)

৫২| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩০

পথে-প্রান্তরে বলেছেন: মিকি মাউস এর ছবি যে দাও নাই এর লাইগা অনেক ধইন্যা । ইজ্জত বাঁচাইলা ভইন । আমার ডিসপ্লে ছবি মিকি মাউস কিনা ? আসো .. দুই জন মিইল্লা এভার গ্রীন থাকি..... :)

৫৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:১৬

ত্রিশোনকু বলেছেন: লেখক বলেছেন: "আপনি আমার কমেন্টসটা বুঝেননি সম্ভবত......"

- না বোঝার কিছু নেই। ২ নম্বর কমেন্টে বৃত্তবন্দী আপনাকে জানান যে এ পোস্ট টা আগেই আরেকজন দিয়েছেন। তার উত্তরে আপনি বলেন যে "সত্যি কেউ দিলে লিংক দেন আমি পোস্ট টা সরিয়ে দিচ্ছি"।

২৫ নম্বর মন্তব্যে আমি আপনাকে লিংক দেই। ৫২ নম্বর পোস্ট পর্যন্ত আপনি আপনার দেয়া কথা না রেখে পোস্ট টা বহাল রেখেছেন।

আপনি আপনার কথামত পোস্ট টি না সরিয়ে আমাকে জিজ্ঞেস করেন সরাবেন কিনা যা অর্থহীন।আপনি কালক্ষেপন করছেন।

"আর কথা বাড়াতে ভালো লাগছেনা"

আপনার কথা না বাড়াতেই ভাল লাগার কথা কারন আপনি যে কথা দিয়ে কথা রাখছেন না সেটা আমি আপনাকে স্মরন করিয়ে দিচ্ছি বারবার।

"আপনি কি ভাবছেন সেটা একান্তই আপনার ব্যাপার"

-আমার ভাবাভাবির কোন অবকাশ এখানে নেই। আমি ঘটনা পরাম্পরা বর্ননা এবং আপনার কথা না রাখার ব্যাপারটা তুলে ধরেছি মাত্র।

৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩২

জেরী বলেছেন: আমি তো বলেছি যে পোস্ট সরাবো না....এরপর ও এত কথা আসছে কেন!!কথা দিয়ে তা মেনে চলা যেহেতু আমার স্বভাবে নেই সেটা কেন আমাকে জোর করে শিখাতে চাচ্ছেন.....!! এনিওয়ে,পোস্ৎ টা আমি সরাবো না ঠিক কিন্তু কারো কোন কমেন্টস আর নিচ্ছি না......এরপর ও কথা না বাড়ালে খুশী হবো.....ব্লগে খুব দরকার না পড়লে পোস্ট সরাই না.....বাকিটা আপনি কি ভাবছেন সেটা আপনার ব্যাপার .....শুভ-ব্লগিং....।

বাকিদের আলাদা করে রিপ্লাই দিলাম না....সরি...

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.