নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নারায়ণগন্ঞ্জের একটি স্পিনিং মিলে যন্ত্র প্রকৌশলী হিসেবে কর্মরত আছি।

জুয়েল ফুজি

সবচেয়ে কম জানা একজন

জুয়েল ফুজি › বিস্তারিত পোস্টঃ

আসুন ছবি দেখে আম চেনার চেষ্টা করি ( ছবি ব্লগ ) ১ম পর্ব

১৯ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩৫

অনেক দিন থেকেই ছবি গলো শেয়ার করবো ভাবছিলাম কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। আজ ভাবলাম যেভাবেই হোক ছবি গুলো সবাইকে দেখাই যে, আমের নাম কত রকম হতে পারে।অথচ আমরা জানি হাতে গোনা কয়টা। যদিও এখানে মাত্র ৫০ রকম আমের নাম সহ ছবি দিলাম অন্য গুলো সংগ্রহ করে আগামীতে শেয়ার করবো আশা রাখি।

১.



২.



৩.



৪.



৫.



৬.



৭.



৮.



৯.



১০.



১১.



১২.



১৩.



১৪.



১৫.



১৬.



১৭.



১৮.



১৯.



২০.



২১.



২২.



২৩.



২৪.



২৫.



২৬.



২৭.



২৮.



২৯.



৩০.



৩১.



৩২.



৩৩.



৩৪.



৩৫.



৩৬.



৩৭.



৩৮.



৩৯.



৪০.



৪১.



৪২.



৪৩.



৪৪.



৪৫.



৪৬.



৪৭.



৪৮.



৪৯.



৫০.

মন্তব্য ৫১ টি রেটিং +৩১/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩৬

রাজসোহান বলেছেন: সুন্দর পোস্ট +

১৯ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩৯

জুয়েল ফুজি বলেছেন: আপনাকে অভিনন্দন।

২| ১৯ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৪৩

হামানিদস্তা বলেছেন: !:#P

৩| ১৯ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৪৪

ঢাকাইয়া টোকাই বলেছেন: জটিল প্লাস..

সবচেয়ে মজা কোনটা?

অনেক আনকমন জিনিশ দেখলাম.. খাইতে ইচ্চা করে...

তবে আমার একটা প্রিয় আম মিস করছেন... কাচমিঠা ।

১৯ শে জুন, ২০১০ রাত ৮:০১

জুয়েল ফুজি বলেছেন: কাচামিঠা ২য় পর্বে পাবেন।

৪| ১৯ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৪৪

মামন বলেছেন: +

৫| ১৯ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৪৯

জিকসেস বলেছেন: এইভাবে মাছেরো একটা পোস্ট দিয়েন। আমি মাছ ও চিনিনা। ++++

১৯ শে জুন, ২০১০ রাত ৮:০০

জুয়েল ফুজি বলেছেন: এই ছবি গুলো গত বছর আম প্রদর্শনী থেকে তোলা । যদি কখনো সুযোগ হয় তবে মাছের ছবি তোলবো।মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

৬| ১৯ শে জুন, ২০১০ রাত ৮:০২

মুকুট বলেছেন: ধন্যবাদ শেয়ারের জন্য, অনেক নতুন আম চিনলাম

১৯ শে জুন, ২০১০ রাত ৮:০৪

জুয়েল ফুজি বলেছেন: মুকুট ভাই আপনাকেো ধন্যবাদ।

৭| ১৯ শে জুন, ২০১০ রাত ৮:০৪

শিক কাবাব বলেছেন: যেটা কমন আম, ফজলি আম। খেতেও মজা। খেয়েছিও। নামও জানি ও চেহারায়ও চিনি (যেগুলি সাধারণত বাজারে পাওয়া যায়।) কিন্তু ফজলিটা আবার কোন প্রকারের তা জানি না।

দ্বিতীয়ত : মামার বাড়ি আম কুড়াতে সুখ। মামার বাড়িতেও বিভিন্ন প্রকার আম পাওয়া যায়। কিন্তু কোনটার কি নাম জীবনে কখনো ভাবিনি। পাও আর খাও।

এইবার ছবি দেখে চিনতে পারবো।

১৯ শে জুন, ২০১০ রাত ৮:২৬

জুয়েল ফুজি বলেছেন: ফজলি অনেক ধরনের হয় এখানে গোল ফজলি,চিনি ফজলি পাদ্রি ফজলি-র ছবি দেয়া আছে। এছাড়া বাজারে সুরমা ফজলি পাোয়া যায়।

৮| ১৯ শে জুন, ২০১০ রাত ৮:২৫

শিক কাবাব বলেছেন: ফটোতে আছে ৫০ প্রকার আম। হয়তো আরো কয়েকটা বেশী প্রকারও থাকতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে এত সব প্রকারের মধ্যে সবচেয়ে বেশী মিষ্টি, সুস্বাদু, মজাদার কোন প্রকারেরটা?

১৯ শে জুন, ২০১০ রাত ৮:৩৪

জুয়েল ফুজি বলেছেন: একেক জনের কাছে একেকটি ভালো লাগতে পারে। তবে আমার কাছে ১.খিরসা পাত ২.ল্যংড়া
৩. গোপাল ভোগ

৯| ১৯ শে জুন, ২০১০ রাত ৮:৪৫

সুরঞ্জনা বলেছেন: এখন নতুন নতুন আম নতুন নতুন নাম। আগেকার দিনে গোপালভোগ, খিরসাপাত, ল্যেংড়া, ফজলি এসবই বেশী পাওয়া যেতো। ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।
আগামীতে সম্ভব হলে মাছের ছবি দিবেন। এ প্রজন্ম মাছের সাথে তেমন পরিচিত নয়। আর মিঠা পানির অনেক মাছ বিলুপ্ত প্রায়।

১৯ শে জুন, ২০১০ রাত ১০:২৯

জুয়েল ফুজি বলেছেন: যদি কখনো সুযোগ হয় তবে মাছের ছবি তোলবো।মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

১০| ১৯ শে জুন, ২০১০ রাত ৮:৫০

জয়ার ভুবন বলেছেন: ওরে বাবারে,

এতো এতো আম :| :| #:-S 8-| :||

১১| ১৯ শে জুন, ২০১০ রাত ৮:৫৪

সুন্দর সমর বলেছেন: কই 'পাম?'
আম খাম!

১২| ১৯ শে জুন, ২০১০ রাত ৮:৫৫

সায়েম মুন বলেছেন: আম চিনিনা শুধু খাই:(
রেড মাসুদটা সেইরাম!

১৩| ১৯ শে জুন, ২০১০ রাত ৮:৫৫

পরমানন্দ বলেছেন: ভাল লাগল। তবে বাজারে গিয়া চিনতে পারব বলে মনে হ্য়না।
আপনি কি রাজশাহীর মানুষ ?

১৯ শে জুন, ২০১০ রাত ১০:৩০

জুয়েল ফুজি বলেছেন: না, আমি চাপাইনবাবগঞ্জ এর মানুষ।

১৪| ১৯ শে জুন, ২০১০ রাত ৯:০১

আসকওয়ানমি বলেছেন: +++

তয় ১টা কথা , "সুরাইয়া"র (২৫) এই অবস্থা কেন ?? তার গায়ে কি কেউ এসিড মারছে ??? !!!!!!!!

১৫| ১৯ শে জুন, ২০১০ রাত ৯:০২

শিক কাবাব বলেছেন: মাছের কথা যখন কইতাছেন, কই। সবচাইতে কম দামের কম স্বাদের নিকৃষ্ট মানের মাছ হইতাছে পুটি মাছ। আমরা যখন বাজারে যেতাম তখন দেখতাম নিম্ন বিত্তরা পুটি মাছ কিনতো। এক ভাগা (প্রায় ৪০০ গ্রাম) মাত্র ৫ টাকা (১৯৮৫র পরবর্তী)।

কিন্তু জীবনে ১ বার কিনেছিলাম শখ করে। তারপর আর কি কানে ধরা। মাছটা যেমন তিতা তেমন কাটা। কেমনে যে মানুষ খায়।

কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে এমন বিস্বাদের পুটি থেকেই তৈরী হয় চাপা শুটকি। যেখানে পুটি মাছ আমার অপ্রিয়, তেমনি চাপা শুটকির ভর্তা আমার প্রিয় একটি খাদ্য।

১৬| ১৯ শে জুন, ২০১০ রাত ৯:০৬

বাবুনি সুপ্তি বলেছেন: !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১৭| ১৯ শে জুন, ২০১০ রাত ৯:১৫

প্রবাস কন্ঠ বলেছেন: আমার জনমেও আমি এতো আম দেখি নাই। এই পোষ্ট প্রিয়তে না রাখলে পস্কাতে হবে।

অনেকগুলো আমের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। ;)

১৯ শে জুন, ২০১০ রাত ১০:৩১

জুয়েল ফুজি বলেছেন: আপনাকে ো ধন্যবাদ।

১৮| ১৯ শে জুন, ২০১০ রাত ৯:২১

সজীব আকিব বলেছেন: ওহ, চমৎকার!!!!!!!!!!!!!!

১৯| ১৯ শে জুন, ২০১০ রাত ৯:২৬

রণদীপম বসু বলেছেন: আগে ভাবতাম আম চিনি আমি। এই পোস্ট পইড়া তো সব আউলাইয়া গেলো ! সবই তো প্রায় একরকম লাগতেছে রে ভাই !

তবে পোস্টটা বেশ কৌতুহলোদ্দীপক। ধন্যবাদ আপনাকে।
শো-কেসে রেখে দিলাম।

১৯ শে জুন, ২০১০ রাত ১০:৩২

জুয়েল ফুজি বলেছেন: আপনাকে অভিনন্দন।

২০| ১৯ শে জুন, ২০১০ রাত ৯:৩২

গরীবের কথা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ...
গুটিকয়েক জাতের নাম শুনেছিলাম আগে। প্রিয়তে নিলাম, পরে অনেক কাজে দিবে।

২১| ১৯ শে জুন, ২০১০ রাত ৯:৩৪

সোহান বাশার বলেছেন: প্রিয়তে রাখলাম.........

২২| ১৯ শে জুন, ২০১০ রাত ৯:৩৭

সালাহ উদ্দিন০০৭ বলেছেন: ভাই কি কৃষিবিদ নাকি?...............

২০ শে জুন, ২০১০ সকাল ৯:০৯

জুয়েল ফুজি বলেছেন: না ভাই ,আমি যন্ত্র প্রকৌসলী।

২৩| ১৯ শে জুন, ২০১০ রাত ৯:৪৩

নীল ভোমরা বলেছেন: ল্যাংড়া, চোষা...কই?!

১৯ শে জুন, ২০১০ রাত ১০:৩৪

জুয়েল ফুজি বলেছেন: ল্যাংড়ার ইমেজ টি ভাল ছিলনা, ২য় পর্বে দিব আশা রাখি।

২৪| ১৯ শে জুন, ২০১০ রাত ১০:২৪

আন্ধার রাত বলেছেন:
এইগুলা যদি খাওয়াইতেন আরো খুশী হইতাম। :D

১৯ শে জুন, ২০১০ রাত ১০:৩৩

জুয়েল ফুজি বলেছেন: আমার বাড়ী এলে খেতে দিব।

২৫| ১৯ শে জুন, ২০১০ রাত ১১:২৭

লুথা বলেছেন: +++

২৬| ২০ শে জুন, ২০১০ রাত ১২:০১

রাক্ষস বলেছেন: খাইছে এত জাতের আম আছে!

২০ শে জুন, ২০১০ বিকাল ৫:১৩

জুয়েল ফুজি বলেছেন: মোট কত ধরনের আমের নাম আছে আমার জানা নাই। তবে এখানে আমার তোলা ছবির মধ্যে পরিচিত ৫০টির ছবি দিয়েছি। বাকি গুলো আগামীতে দেবার ইচ্ছে আছে।

২৭| ২০ শে জুন, ২০১০ রাত ১২:০৬

গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম বলেছেন: খুবই সুন্দর হইছে... ভালো একটা কাজ করর্চেন....
আমি তো আমের জাত চিনিনা...
গতকালই দুইঝুড়ি আম কাওরান বাজার হইতে কিইন্যা আনলাম.. নাম কইছে.. "রেশমী আম"

২৮| ২০ শে জুন, ২০১০ রাত ১:৫৬

দূর আকাশের নীল তারা বলেছেন: এইবার যে কোন পদের ১টা আম খাইতে দেন

২০ শে জুন, ২০১০ সকাল ৯:১১

জুয়েল ফুজি বলেছেন: দিলাম, খেয়ে বলুন কেমন লাগলো।

২৯| ২০ শে জুন, ২০১০ দুপুর ১২:০৪

বড় বিলাই বলেছেন: এত নামও যে আছে তাই তো জানতাম না। খুব ভালো লাগল।

৩০| ২০ শে জুন, ২০১০ দুপুর ১:৩৬

বন্ধন ১৯৮৩ বলেছেন: এত্ত আম!! এত্ত আম!! এত্ত আম!! এত্ত নাম!! এত্ত সাইজের আম!! ওরে আল্লাহ!! আমি কোনোদিন এত্ত আম দেখিনি। এত্ত আমের নামের সাথেও পরিচিত নই। খাইওনি। :( । মালতি, ফজলি, ল্যাংড়া এগুলো খেয়েছি।

আম আমার প্রিয় ফল। তাই দেখে খুবই ভালো লাগলো। প্রিয়তে নিলাম। আপনাকে প্লাস!
সেন্দুরিয়া আমের গায়ের রঙ যেকি! উফ!
ভাইয়া, আমের মেলা কোথায় হয়েছিল?

২০ শে জুন, ২০১০ বিকাল ৫:০৬

জুয়েল ফুজি বলেছেন: চাপাইনবাবগঞ্জের হরিমোহন হাইষ্কুল মাঠে ।আয়োজন করেছিল চাপাইনবাবগঞ্জ আম গবেষনা কেন্দ্র।সময় জুন ২০০৯.
সন্দুর মতামতের জন্য অভিনন্দন।

৩১| ২০ শে জুন, ২০১০ দুপুর ২:৫৯

ফিরোজ-২ বলেছেন: ধন্যবাদ শেয়ারের জন্য, অনেক নতুন আম চিনলাম

২০ শে জুন, ২০১০ বিকাল ৫:০৮

জুয়েল ফুজি বলেছেন: আপনাকে ো ধন্যবাদ।

৩২| ০৪ ঠা জুলাই, ২০১০ সকাল ৮:৪১

০০৭৭৭৭৭ বলেছেন: ভাই আমি sorry............ আমাকে ক্ষমা করে দেন আমি লজ্জিত......... আমাকে সাধারন ব্লগারে করে দেওয়া হয়ছে......।আমি ভুল করছি আমি মানি......। আমার ব্যবহার বদলাতে হবে......।আমি sorry আমি sorry

৩৩| ১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:১৩

আেনায়ার এইচ ভূইয়া বলেছেন: কত রকমের আম! পেলে খেতাম। পাবোনা জানি।

৩৪| ০১ লা জুন, ২০১২ রাত ৩:০৫

এবিসি১০ বলেছেন: সরাসরি প্রিয়তে বস। :)

এখানে একটাই আম পাই- পেরু থেকে আসা। এই আমের গন্ধ মোহনীয়, তবে খেলে বমি আসে- এমন বিস্বাদ। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.