নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নারায়ণগন্ঞ্জের একটি স্পিনিং মিলে যন্ত্র প্রকৌশলী হিসেবে কর্মরত আছি।

জুয়েল ফুজি

সবচেয়ে কম জানা একজন

জুয়েল ফুজি › বিস্তারিত পোস্টঃ

মৌসুমি ফল বনাম ফরমালিন

১২ ই জুন, ২০১৪ রাত ১০:২৩



এক আম ব্যবসায়ী তার নিজ পরিবারের জন্য গাছ থেকে আম পেড়ে নিয়ে আসে। বাবা বলে খাসা আম খেলে জান ভরে যাবে, তোমরা নিশ্চিন্তে খাবা। গাছ থেকে পাড়া মানে তাজা আম, সকলে মজা করে খাবে। আম ব্যবসায়ির মেয়ে বাবার এ কান্ড দেখে বুঝতে পারে ফরমালিন কতটা ক্ষতি কারক। প্রতি বছর আমার বাবা আমাদের জন্য দেখে শুনে ভাল গাছ আম পাড়িয়ে আনেন।পরিবারের জন্য ঐ ব্যবসায়ী কতটা সচেতন।তাই বাবাকে মাঝে মধ্যে ধন্যবাদ দিতে ইচ্ছে হয়।গর্ব করতে ইচ্ছে হয় এমন সচেতন বাবা আর হয় না।

আমের মৌসুমে বাবা অনেক লাভবান হন। ব্যবসা অস্মভব ভাল হয়। বাবার মনটাও চাপাইনবাবগঞ্জের পাকা আমের মত টসটসে থাকে। তাই বাবাকে চমকে দিয়ে বললাম, জানো বাবা এই আমের সময়ে যেখানে বেড়াতে যায় না কেন সবাই নাস্তা হিসাবে আম কেটে খাওয়াই। আজ তিন বন্ধুর বাসায় গেলাম সবার মা একই নাস্তা মানে ঐ পাকা আম দিল।আমিও মজা করে খেলাম। যেই বলা বাবার মুখ সৌদিআরবের শুকনা খেজুরের মত হয়ে গেল। আর আমিতো হেসেই কুটিকটি।

উপসংহার:- আসুন শুধু নিজ পরিবারের কথা চিন্তা না করে দেশের কথা ভাবি। কেননা দেশের প্রতিটি মানুষই কোন একটা পরিবারের অংশ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৪ রাত ১০:৩০

sshovon বলেছেন: ভাল লিখেছে । শুভকামনা থাকল । অন্যের পোষ্ট পড়ুন, মন্তব্য করুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.