![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবচেয়ে কম জানা একজন
লিখেছেন আমার সহধর্মিনী, মোসা: শাহীন আরা সিমা।
ভূবনময়ী মা যে আমার
চলে গেল ছেড়ে,
যেথায় যাও সেথায় পাব
স্মৃতি গুলো নেড়ে।
জগৎময়ী মা তুমি যে আমার
পাইনা তোমায় কাছে,
না পেলেও রেখে গেছ যত ভালবাসা
কখনো যাবেনা তা মুছে।
এতো কিছু দিয়ে গেছো মা
তবু যে লাগে খালি,
শুধু একটু ছোয়া, একটু আদর
আর একটু যদি পেতাম চরণ ধুলি।
মাগো সবাইকে তো বিদায় দিতে হয়
সত্য এটা জানি,
জেনেও কেন বুঝাতে পারি না নিজেকে
মা!তুমি যে পরশ মনি।
©somewhere in net ltd.