নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর সহােদর আমি পৃথিবী আমার আমি হেটে যাব\nকেন এই পাসেপার্ট , কাটাতার কাটাতার খেলা\nপৃথিবী আমার আমি হেটে যাব------\n

জাহাঙ্গীর ফিরোজ

কবি

জাহাঙ্গীর ফিরোজ › বিস্তারিত পোস্টঃ

এই চাওয়া পূর্ণ কর

১১ ই জুন, ২০১৫ বিকাল ৪:৩৩

এই চাওয়া পূর্ণ কর
জাহাঙ্গীর ফিরোজ

একটি সম্পূর্ণ রাত্রির ভিতর অনন্ত ভোরের শরীর
অসীম ঘুমের মাঝে ধীরে ধীরে পরিপূর্ণ হলে
তিনি বলিলেন: ‘হও’
রাত ও দিনের খেলা শুরু হল
আকাক্সক্ষা সে এক অনন্ত ইচ্ছার চাওয়া
ফুল ফোটে ঝরে যায় আবার সে ফোটে
জন্ম-মৃত্যু অনিবার
শেষ হলে পুনর্বার নতুন প্রভাতে
স্বপ্ন ও দুঃস্বপ্নে খন্ডিত মহাদেশে
দুইদল মানুষের বসতি সেখানে
এরকম বিধানের একপাশে আমি একা দাঁড়িয়ে
শুধু তোমাকেই দেখতে চাই। প্রভু
তোমার যাবতীয় স্বপ্নের মাঝে আমাকে আশ্রয় দাও
আমি সেই স্বপ্নের মাঠে স্বপ্নীল ফড়িংয়ের পিছে ছুটে যাব
আমার শৈশব আর কৈশোরের স্মৃতি নিয়ে
প্রভু,
সেখানে হিজল তরু বনপরী এবং বকুল
টুপটাপ ঝরে পড়বে ভোরে
প্রখর রোদের দুপুরে গানের ছায়ার নিচে বিশ্রাম নিবো
সুরের বাতাস হয়ে মাঠেমাঠে ধানের শরীরে
রুয়ে দেবো আনন্দের ধারা,
মগ্ন বধির বিকেলে
পাতায় পাতায় নূপুরের ধ্বনি হয়ে
ডেকে নিয়ে আসব তাকে কান্তারের পথে
এরকম স্বপ্নের স্বপক্ষে তুমি ‘হও’ বল;
সেখানে রাতের তারা জোনাকিরা খেলবে অবাধে
সেখানে হুতুমপেঁচা শেয়ালের ডাকও থাক কাশবনে
প্রভু, তুমি হও বলে আমাকে পৌঁছে দাও আমার শৈশবে
আমার গোপন চাওয়া সেও তুমি জানো
প্রভু, পূর্ণ কর পূর্ণ কর প্রার্থনা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৫ বিকাল ৪:৪৯

জাহাঙ্গীর ফিরোজ বলেছেন: আমি একজন কবি।

আমার অনুজ প্রতীম এক ব্লগারের অনুপ্রেরণায় আজ থেকে ব্লগ যাত্র শুরু।
পাঠক ইন্টারেকশন একজন কবির বড় পাওয়া।
যদিও কবি লেখেন মনের আনন্দে... তারপরও তার প্রতিক্রিয়া কবিকে আনন্দ দেয় বৈকি!

সকলের সহযোগীতা কামনা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.