![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নদীর অসুখ
জাহাঙ্গীর ফিরোজ
কবি তোমার মন থেকে আজ
আমার আকাশ দাও না ভরে মেঘে
শরৎ ঋতুর শেফালি মেয়ে
বলল আমায় ডেকে।
নদী আমায় বলল কবি তোমার মনোভূমে
কাশের বনে উদাস হাওয়া বইছে ক্ষণে ক্ষণে
আমার পাড়ে দাও না বুনে ওই কাশেদের বন
জলে তাদের পড়ুক ছায়া
আকাশ থেকে মেঘের মায়া
অামার বুকে ভাসুক
দেখ না এই শীর্ণ দেহ
আমার ভীষণ অসুখ।
বর্জ্য এবং কাদায় আমি মরছি ধীরে ধীরে
আমার দিকে তাকায় না কেউ ফিরে।
আমাকে তুমি বাঁচাতে পার কবি
আমার গভীর অসুখ নিয়ে আঁকতে পার ছবি
কবি তোমার মন থেকে এক পালতোলা নাও
আমায় তুমি দিও
ছইয়ের নিচে নথনাড়ামুখ নোলক পরা,একজোড়া চোখ
টলটলে জল দেখুক;
কবি, আমার ভীষণ রকম অসুখ
কবি, আমার বুক ভরে দাও জলে
আমার বুকে এখন শুধু কলের নৌকা চলে।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩
গ্রিন জোন বলেছেন: দারুন ভাই.......আমাদের দেশের পর কোন হাউজে আছেন?
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৭
জাহাঙ্গীর ফিরোজ বলেছেন: কবিতা পাঠের জন্য ধন্যবাদ। কোথাও নেই।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৬
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভাল লাগলো।