![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৈশাখ আজো আমার চৈতন্যে
জাহাঙ্গীর ফিরোজ
বৈশাখী ঝড় এখনো আমার চৈতন্যে ঝড় তোলে
হাওয়ার প্রবল স্রোতে ভেসে যাই অজানা তরাসে
ডুবে যাই ঘোরলাগা কৈশোরের রোদে।
বৈশাখী ঝড় – যেন অসংখ্য মানুষের করতালিতে হঠাৎ
উড়ে আসা পাখার উল্লাস, বনের চিৎকার আর
ছিন্ন পাতার দিকবিদিক ওড়াউড়ি
তাড়া খেয়ে নেমে আসা পায়রার ঝাঁক সাঁজবেলা।
বৈশাখ এখনো আমার চৈতন্যে ভয়ের মোড়কে ভালোলাগা
আমের বাগানে ঝড়েপড়া সেই নীল কিশোরীটি;
হার্মাদ বাতাসের ভয়ে যে আমার শরীরের সাথে
ভেজাকাপড়ের ঘনিষ্ট প্রশ্রয় খুঁজে ছিলো সেই বেলো;
আমি তাকে কালবৈশাখী থেকে আড়াল করেছি বুকে নিয়ে;
পিঠে সেই ঝড়ের চিহ্ন জেগে আছে।
আজও সেই ঝড় ছিন্নপাতার মতন আমাকে
উড়িয়ে নিয়ে যায় কৈশোরের বনে
মন্থিত বাতাসের ঘূর্ণির মাঝে
বৈশাখী আজও সেই আমের বাগানে ভয়-ভালোলাগা নিয়ে
ঘনিষ্ঠ শিহরণে বেঁচে আছে;
এখনও সে ছিন্নশাখার কাঁচা আম।
আজ দেখি অধীত বিদ্যার আলো-আঁধারিতে বৈশাখ আসে
ঘুরে ফিরে কবিতায়…
কখনো সে কালোঘোড়ার কেশর উড়িয়ে
বুসিফেলাসের পিঠে সেকান্দার,বখতিয়ার,চেঙ্গিশ…
চৈতীর পিঠে শিবাজির মতো বর্গীর ঝাঁক নিয়ে বাঙলায়।
তবু আমার বৈশাখ সেই ঘোর থেকে – ভয়-ভালোলাগা থেকে
বেরিয়ে আসে না ।সে এখনো ভীরু…
ভেজা কাপড়ের মতো আমার শরীরে লেগে আছে
সে এখনো আমার চৈতন্যে সারাবেলা...
………
বৈশাখী খোঁপায় কুসুম
জাহাঙ্গীর ফিরোজ
সংখাতীত ছিলো চারপাশে
জোড়া জোড়া ছাড়া ছাড়া;তবু
তিনটি দুই মানে তিন জোড়া।
শাড়ি শার্ট ছাতা ও কামিজ:
পাখি,মুড়িমুড়কি ও বেলুনের সাথে ছিলো বাঁশি
আরো বহুকিছু হতে পারে…
তবে ছয়টি গাজর নিয়ে জুতো শার্ট শাড়ি ও কামিজ
দুটো ছাতা রোদে ভিজে ভিজে হেঁটে যায়
হাসির হররায় চারিদিকে আরও কিছু পাখি
উড়িল আকাশে ঘনদেয়া…
বোশেখের দুপুরের হাওয়া
শাড়ি ছাতা দমকা বাতাসে এলোমেলো
হুড়মুড় মুড়িমুড়কির বনে
মনে এক পাখি বসেছিলো
সহসা সে উড়ে গিয়ে বসে
এক জোড়া পাকা পেঁপে ঝুলে আছে
ঠোঁটে রঙ, সেইমতো ছয় ফুট গাছে।
তখনো গাজর ছিলো হাতে;
শাড়িদের ভাঁজ থেকে নেবু ফুল ঘ্রাণ
ভেসে ভেসে আসে।তারসাথে
এলোমেলো বেলুনের বাঁশরির টিয়াপাখি
খোঁপা থেকে বেলিফুল উড়ে আসে রোদে
তখন সে উবু হয়ে ব‘সে পাদুকায় হাত রাখে;
কানে আসে যুবকের বিস্ময়ঃ‘এই দেখ!দেখ!’
তবুও সে ধীরে মৌমাছি পিপীলিকা ভিড়ে
আমাজানলিলি।এ মানবজঙ্গলে
দলে দলে দলমেলে সংখ্যাতীত ফুল ফুটে আছে্
এসো হে বৈশাখ তোমার খোঁপায় ফুল গুঁজে দেই।
,,,,,,,, ,,,,,, …..
২| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩১
জাহাঙ্গীর ফিরোজ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৬
আন্তরিক ছেলে বলেছেন: অসাধারন