![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন অতি ফাও প্রানী ! সাহিত্যহীন সুখি জীবন যাপন করছি !! শিখছি কি করতে হবে আর কি করতে হবে না !!!
ছোট বেলায় ভাবসমপ্রসারন লিখতাম। 'জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো', 'শিক্ষাই জাতির মেরুদন্ড', 'মেঘ দেখে কেউ করিসনে ভয় / আড়ালে তার সূর্য হাসে', 'দশের লাঠি একের বোঝা' ..... আরো কত কি মনে নেই। মজাই ছিল, ছোট একটা কথাকে টেনেটুনে লম্বা করা। তখন আমার একটা প্রবনতা ছিল চামে চিকনে যেভাবেই হোক মানুষ হলো আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব এই কথাটা এক ফাকে ঢুকিয়ে দিয়ে মনের ভাব আরো কিছুটা সমপ্রসারন করা, মানে লাইন বাড়ানো। ভাবসমপ্রসারন বলে কথা ! মনে যত ভাব আসবে তাই সমপ্রসারন করতে হবে। এখনো কি স্কুলে আগের সেই ভাবসমপ্রসারন গুলো পড়ানো হয়? জানি না, ব্লগে যারা স্কুলে পড়ে তারা ভালো বলতে পারবে।
উৎসর্গ ঃ আমার ব্লগার বন্ধুদের এক বিশাল অংশ হলো পোলাপান, তাদের মধ্যেই একজন পছন্দের মানুষ সাকিব।
২| ১০ ই অক্টোবর, ২০০৬ সকাল ৮:৪৩
অতিথি বলেছেন: আপনি ও খোঁজ লাগান ... বইসা থাইকেন না
৩| ১০ ই অক্টোবর, ২০০৬ সকাল ৮:৫৪
রাগ ইমন বলেছেন: ঠিক ঠিক। আবার ধরো বড়বেলায় 10 মিনিটের আলাপ 126 মিনিটে সমপ্রসারিত ......এই জন্যই .......কে সেরা সেরা
আমি সারাংশ তে সবসময় কম নম্বর পাইতাম আর সমপ্রসারনে হাইয়েস্ট
৪| ১০ ই অক্টোবর, ২০০৬ সকাল ৯:০০
অতিথি বলেছেন: সারাংশ ও লিখতে হত.আমার এক বন্ধু একবার জোশ এর চোটে সারাংশ লিখসে দুই পৃষ্ঠা.পাইসে ডাব্বা.....ঝড়োর লিখা পড়ে বন্ধুর কথা মনে পরল.
৫| ১০ ই অক্টোবর, ২০০৬ সকাল ৯:০১
অতিথি বলেছেন: স্কুলের পোলাপানরে এখনো তো দেখি ভাবের সম্প্রসারণ করিতে হয়....
৬| ১০ ই অক্টোবর, ২০০৬ সকাল ৯:১২
অতিথি বলেছেন: ভাবসম্প্রসারন শুনছি এখন পরীক্ষার খাতা থেকে মোবাইল ফোনে বেশী হয়
৭| ১০ ই অক্টোবর, ২০০৬ সকাল ৯:৪৮
কাশফুল বলেছেন: দু'দিন আগে এক লোককে দেখে একটা ভাবসম্প্রাসারন মনে করতে পারছিলামনা । তবে এখন মনে আসছে ।
শৈবাদ দিঘিরে কহে উচ্চ করে শির
লিখে রেখ এক ফোটা দিলেম শিশির
৮| ১০ ই অক্টোবর, ২০০৬ সকাল ১১:০৩
অতিথি বলেছেন: এই মালগুলা কখনো মুখস্ত করতাম। 'বানিয়ে লিখা' বলে একটা জিনিস খুব পছন্দ ছিলো। অনেক সময় ঠিক বুঝতে পারতাম না, সমপ্রসারণটা কোনদিকে যাইবো। তখন আইলের ওপর মাইরা দিতাম। কলেজে একবার 'তুমি কি কেবলি ছবি...' এইটা আসছিলো প্রশ্নে। অহন এই তুমিটা কে আমি শিউর না। মাইরা দিলাম আইলের ওপর। এইডা মহাবিধাতাও হইতে পারে; আবার সদ্যযৌবনা জরিনাও হইতে পারে। দুইজনের লাইগাই খাটে এমুন কইরা মারছি। স্যার ডাইকা কয়, ভালোই চাপা মারলা। নম্বর দিলাম। 10 এ 7।
৯| ১০ ই অক্টোবর, ২০০৬ সকাল ১১:০৪
অতিথি বলেছেন: 'মুখস্ত করতাম না' হবে।
১০| ১০ ই অক্টোবর, ২০০৬ সকাল ১১:১৬
অতিথি বলেছেন: ঝড়ো হাওয়া,
আমি জানি না... কি করে আপনার সাথে আমার এটা মিলে গেল। আমিও ভাবসম্প্রসারন করতে গিয়ে একটু একটু করে কাহিনী বাড়াতাম... আর একটু একটু করে মার্কস বাড়তো ...
১১| ১০ ই অক্টোবর, ২০০৬ সকাল ১১:২১
অতিথি বলেছেন: আর আমার অবস্থা কেরসিন... ক্লাস শুরু হয়েছে... কিন্তু পরীক্ষাও শুরু হয়ে গিয়েছে... একটার পর একটা... খুব একটা সময় দিতে পারছি না...
ভাসির্টিতে যে এত্ত মজা ... আগে বুঝি নাই ... এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি
১২| ১০ ই অক্টোবর, ২০০৬ সকাল ১১:৩০
অতিথি বলেছেন: সাকিব ঃ
ভার্সিটিতে কি কি মজা করলা ... ছোট সাইজের পোষ্ট দিয়ে জানাই ও। আর কাউকে ভাও করতে পারছো নাকি ?
১৩| ১০ ই অক্টোবর, ২০০৬ সকাল ১১:৩৫
অতিথি বলেছেন: অন্য পরীক্ষায় লাগুক আর না লাগুক, বাংলা পরীক্ষায় অতিরিক্ত পাতা বেশ কয়েকটা লাগতো। মনের মাধুরী মিশিয়ে...
১৪| ১০ ই অক্টোবর, ২০০৬ সকাল ১১:৩৬
অতিথি বলেছেন: ঝড়ো হাওয়া,
ভাও করবো কি করে...? চোখে মুখে সরিষা ক্ষেত দেখছি... কি যে করি....
ভাবতাছি সরিষার ব্যবসা করবো
১৫| ১০ ই অক্টোবর, ২০০৬ সকাল ১১:৪২
অতিথি বলেছেন: মৃন্ময় ঃ
ভালো কথা মনে করাইছেন। বাংলা পরীক্ষার দিন তো নিজেকে "হুমায়ুন আহমেদ" মনে হইতো ... পেটের ভিতর যত সাহিত্য ডিপোজিট থাকতো .... তাই ঢেলে দিতাম পরীক্ষার খাতায় । আর খাতার সাইজও হইতো মাশাআল্লাহ।
১৬| ১০ ই অক্টোবর, ২০০৬ সকাল ১১:৪২
অতিথি বলেছেন: কি খবর ভাই? কেমন চলছে?
১৭| ১০ ই অক্টোবর, ২০০৬ সকাল ১১:৪৫
অতিথি বলেছেন: সাকিব ঃ
সরিষা ফুল বেচবা ফুলের দোকানে আর তেল বেচবা ইফতারীর বাজারে ... ভালো ... অতি উত্তম। বিবিএ 'তে 2দিন ক্লাশ করেই ব্যবসায়িক চিন্তা।
১৮| ১০ ই অক্টোবর, ২০০৬ সকাল ১১:৪৬
অতিথি বলেছেন: শরৎ ভাই ঃ
কেমন আছেন ? অনেক দিন পর দেখা।
১৯| ১০ ই অক্টোবর, ২০০৬ সকাল ১১:৫১
অতিথি বলেছেন: আরে ভাই চলছে আরকি। আপনি ভালো তো?
২০| ১০ ই অক্টোবর, ২০০৬ সকাল ১১:৫৩
অতিথি বলেছেন: হা হা হা...
কি করবো... ঐ MBA করা স্যার গুলো অনেক কষ্ট দেয়। হাসি দিয়ে দিয়ে কথা বলে... যখন অ্যাসাইনমেন্ট টপিস দেয়... তখন বুঝতে পারি কত্ত কষ্ট... ঐ দিন এর কথা না হয় নাই বা বললাম... তাও রোজা রেখে ....
২১| ১০ ই অক্টোবর, ২০০৬ সকাল ১১:৫৪
অতিথি বলেছেন: এখন তো কানতে ইচ্ছা করছে... ঐ জন্যে মনে হয় পাবলিক ভার্সিটি গুলো মজার... খালি ঘুড়াঘুড়ি... আর আমাদের....
২২| ১০ ই অক্টোবর, ২০০৬ সকাল ১১:৫৬
অতিথি বলেছেন: [যাক রিপ্লাই পাওয়া গেছে।]
শরৎ ঃ
ভাইজান আপনার ফোন নম্বর দিয়ে আমার জিমইেলে একটা মেইল মাইরেন। অপেক্ষায় আছি।
২৩| ১০ ই অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৭:১৪
শাহানা বলেছেন: আমি তো পোলাপান না, তাও পড়লাম। আমি বাবা এতো বড় সমপ্রসারণ লিখতে পারতাম না। দেখা যেত 3/4 লাইন লেখার পর আর কথা খুজে পাচ্ছিনা। তারপরও এস এস সি তে বাংলায় লেটার মার্কস পেয়ে গেলাম।
২৪| ১০ ই অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৭:১৭
পথিক!!!!!!! বলেছেন: আমি একবার 15 পৃষ্টা সম্প্রসারণ করেছিলাম। এর পর থেকে টিচিাররা ভয় পাইছিল , না পরেই বেশী নম্বর দিত।
২৫| ১০ ই অক্টোবর, ২০০৬ রাত ১০:৩৬
অতিথি বলেছেন: পড়লে হয়তো দিতো না।
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০০৬ সকাল ৮:৩৪
ধানসিঁড়ি বলেছেন: উত্তর পাইলে আমারেও জানাইয়েন