নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার দেশ বাংলাদেশ

নয়ামুখ

নয়ামুখ › বিস্তারিত পোস্টঃ

সন্ত্রাসীকে সাথে নিয়ে সন্ত্রাসমুক্ত সিলেটের প্রতিস্রুতি দিলেন কামরান

০৩ রা জুন, ২০১৩ ভোর ৪:৫৮

গত দুই / তিন যাবত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪ দলীয় প্রার্থী মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন কামরানের একটি বক্তব্য এবং সাথে যুক্ত ছবি আমার আমার দৃস্টি কেড়েছে। বিভিন্ন গণ সংযোগ ও সভায় কামরান ঘোষণা দিয়েছেন তিনি নির্বাচিত হলে সিলেটকে সন্ত্রাসমুক্ত করবেন। বক্তব্য অবস্যই সাধুবাদ পাওয়ার যোগ্য।কিন্তু বাধ সেধেছে স্থানীয় গণ মাধ্যমে বক্তব্যের সাথে প্রকাশিত ছবি। কামরান যখন সমাবেশ ও জন সংযোগে সন্ত্রাসমুক্ত সিলেটের প্রতিস্রুতি দিচ্ছেন, ঠিক সে সময়ই তিনি সাথে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সিলেটের টপ-সন্ত্রাসী পীযুষকে।



শুধু এখানেই শেষ নয়, তার সাথে ঘুরে ঘুরে ভোট চাইতে দেখা গেছে সিলেট এম সি কলেজ হোস্টেল জ্বালিয়ে দেয়ার মূল হূতা রঞ্জিতকেও।



তাই স্বাভাবিক ভাবে আমার মনে প্রশ্ন জেগেছে, কামরান যদি নির্বাচিত হন, তবে কি তিনি পারবেন সন্ত্রাসমুক্ত নগর গড়ে তুলতে ?







মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:০৫

নানাভাই বলেছেন: ডিজিটাল স্টাইল।এইটাই নিয়ম।
সন্ত্রাসীকে সাথে নিয়ে সন্ত্রাসমুক্ত মিছিল, নেশাখোর নিয়া নেশার বিরুদ্বে মিছিল।

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:১৪

নয়ামুখ বলেছেন: হাহা , যা কইছেন

২| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:০৮

ধীবর বলেছেন: আওয়ামি লিগে ভালো মানুষ কেউ আছে, যে তাকে নিয়ে নির্বাচনি প্রচারণা চালাবে?

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:১৯

নয়ামুখ বলেছেন: কামরান গতকাল সাংবাদিকদের বলেছেন,-"নির্বাচনী প্রচার প্রচারণার সময় কে সন্ত্রাসী এটা দেখার দায়িত্ব আমার নয়।”

সুত্র

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.