![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে ভারতের দেরাদুনের একটি হাসপাতালে মারা যান তিনি। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আকরাম আলী এ তথ্য জানিয়েছেন।
চিকিত্সার জন্য ভারতের দেরাদুনে গিয়েছিলেন এই সাংসদ। তাঁর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
নাসিম ওসমানের ছোট ভাই নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ শামীম ওসমান। অপর ভাই এ কে এম সেলিম ওসমান নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি। নাসিম ওসমানের স্ত্রী পারভীন আক্তার। ছেলে আজমেরী ওসমান, মেয়ে আইরিন ও আফরিন ওসমান।
১৯৮৬, ১৯৮৮, ২০০৮ ও ২০১৪ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সাংসদ হন নাসিম ওসমান। তাঁর বাবা এ কে এম সামসুজ্জোহা ১৯৭০ ও ১৯৭৩ সালে একই আসনের সাংসদ ছিলেন। (প্রথম আলো)
৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৮
নয়ামুখ বলেছেন: ঠিক বলেছেন
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৬
বাশের কলম বলেছেন: শামীম ওসমানের কাপ ধইরা গেছে, স্বাভাবিক ভাবেই একভাইয়ের মহা প্রস্থানে সবারই মৃত্যুর কথা স্মরন করা উচিত । আজ উনি সকল কিছুর ধরা ছোয়ার বাইরে । উনার আমলটুকু উনার সাথে যাবে । ভা্ল কাজ করে থাকলে সবাই ভাল বলবেন । খারাপ কিছু করে থাকলে তা ও ভুক্তভোগীরা বলবেন । সবাইকে মরনের স্বাদ নিতে হবে । যে কাফনের কাপড় পরে কবরে শয়ন করানো হবে , সেই কাফনের পোষাকে তো কোন পকেট নাই । ধন দৌলত টাকা পয়সা, বাড়ী ঘর , সম্পত্তি, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব , হোমরা চোড়া কউ কারো মরনের সাথী হবে না । অতএব, আমাদের সকলেরই মৃত্যুর স্বাদ নিতে হবে । আমাদেরকে সে অনুযায়ী মরনের গাট্রি তৈরী করতে হবে ।