নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরে কোথাও আছি বসে...

অপেক্ষায় আছি সেই পলিনেশিয়ান তরুণীর যার বাম কানে সাঁজানো লাল জবা...

জীবনানন্দদাশের ছায়া

the be_st...

জীবনানন্দদাশের ছায়া › বিস্তারিত পোস্টঃ

নিজের সাথে নিজের কথোপকথন

২২ শে জুন, ২০১২ রাত ১০:৩৮

১.

মরনোত্তর পুরুষ্কার বিষয়টি আমাকে মাঝে মাঝে দ্বিধান্বিত করে। কেন এই পুরুষ্কার! যিনি পুরুষ্কার পাচ্ছেন তার কি লাভ হচ্ছে!! না পেলে ক্ষতি কি!!! তবে ইদানিং সম্ভবত আমি মরনোত্তর পুরুষ্কারের বিষয়টা কিছুটা বুঝতে পারছি, হয়তবা কিছুটা। এটাও একধরণের স্বীকৃতি, একজন বা অনেকের বুঝতে পারা "লেখা/কাজ-এ সে ভুল ছিলনা!" কাউকে বোঝানে সহজ নয়, অনেক সময়ই একটা আস্ত জীবন চলে যেতে পারে...



২.

অনেকদিন পর দুটো দিন গাজীপুরে কাটালাম। চমৎকার ঘুম হলো রাতে। ফিরে আসার পথে রাত ১১:১০ এর দিকে মহাখালী বাস স্ট্যান্ডের কাছাকাছি একটি দৃশ্য কেন যেন খুব ভালো লেগে গেল। একজন ভদ্রলোক গাড়ি ড্রাইভ করছেন আর তার পাশে চমৎকার সুন্দরী একজন। মনে হলো চমৎকার একটি পরিবার! সুহাসিনি পৃথিবীর তাবৎ মায়া, উৎসাহ আর মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছেন ভদ্রলোকের দিকে। এবং দু'জনই হাসছেন। চমৎকার দৃশ্য, মন এমনিতেই ভালো ছিল আরো খানিকটা ভালো হলো :)



৩.

কবিতা আর পড়া হয়না আজকাল। এক সময় যে আবৃত্তির ঝোক ছিল তাও ভুলতে বসেছি। আজ হঠাৎ করে প্রিয় কবি নির্মলেন্দু গুণের "খেলাঘর" কবিতার লাইনগুলো মনে পরে গেলঃ



বড়রাও খেলাঘর করে।

তাদের বাসন-কোসনগুলো আকৃতিতে বড়,

তাদের কামনা বাসনার মত।

তারা তাদের খেলাঘরের নাম রাখে সংসার।

শিশুদের মত তারাও ক্লান্ত হয়,

তারাও সংসার ভাঙে, কিন্তু শিশুদের মত

তারা ঘুমাতে পারে না।



৪.

নিজের ক্ষুদ্রতায় লজ্জিত, আহত!



৫.

প্রতিটা মানুষ নিজের কাছে অসহায়। অন্যকে ধোঁকা দেয়া খুব কঠিন কাজ নয় কিন্তু নিজেকে ধোঁকার মাঝে রাখা অসম্ভব বিষয়। দিন শেষে আর যাই হোক তুমি জানো তোমার ঝোলায় কি জমা হয়েছে; ঘৃণা, অভিশাপ, ভালোবাসা, উপেক্ষা! তুমি যা দেখো তা কতটুকু যা দেখো তাই সেটা বিবেচ্য বিষয়। ঘটনার পেছনে ঘটনা থাকে। যা দেখো তা দিয়ে বিচার করোনা বা সীদ্ধান্তে এসোনা। অপেক্ষা করো। কেউ হয়ত বাইরে থেকে সুখে আছে, হাসছে, গাইছে অথচ দিন শেষে টানা বারান্দায় উদাস হয়ে চেয়ে আছে শুন্যের দিকে। তোমার কাছে যে জিনিসটা লাল রঙের, মৌমাছি তাকে কি রঙে দেখে? মানুষকে বিচার করার ক্ষমতা মানুষ হিসেবে মানুষের নেই, সময় সেই বিচার করবে।



... ... ... সময়ের অপেক্ষায়!



৬.

সবার আগে নিজেকে ভালোবাসতে শেখো, নিজের জন্য বাঁচতে শেখো। নিজের জীবন নাটকের পরিচালক, কেন্দ্রিয় চরিত্র নিজে হও। এখানে কোন কম্প্রোমাইজ করোনা। নিজের জন্য বাঁচো, তীব্রভাবে, ভীষণভাবে বাঁচো!



৭.

অতঃপর তুমি যাই করোনা কেন তুমি তোমার নিয়তিকে বদলে দিতে পারোনা। তোমার দিন ফুরানোর সাথে সাথে অবশ্যই তোমার আশা বাড়তে থাকবে এবং হতাশাও। বেঁচে থাকা আনন্দময় অথচ যখন আমরা বেঁচে থাকি সেই আনন্দকে অবহেলায় তুচ্ছ করি এবং অবশ্যই মৃত্যু যখন ধীরে ধীরে নিকট থেকে নিকটে চলে আসে তখন আমরা নিজের অতীতকে নিয়ে অপরাধবোধে ভুগি। বেঁচে থাকা আনন্দময় হোক, সবাই ভীষণভাবে বেঁচে থাকুক!



৮.

আমি উড়ে বেড়াই, আমি ঘুরে বেড়াই, আমি সমস্ত দিনমান পথে পথে পুড়ে বেড়াই... কিন্তু আমার ভালো লাগেনা কিছুতেই যদি ঘরে ফিরে না দেখতে পাই তুমি আছো... তুমি...



[কার কবিতা মনে নেই]



৯.

well if you are a fan of psychological thriller and crime genre of movie you can watch 1995 (surely an old one) Se7en. it has a 8.7/10 rating on IMDb and has an 85% rating at Rotten Tomatoes. my personal rating will be 8.6/10 for this extraordinary movie. http://www.imdb.com/title/tt0114369/



১০.

আচ্ছা, জীবনের সঙা বিষয়ে পুরাতন কাসুন্দি আরেকবার ঘাটা যাক! জীবনকে হয়ত এভাবে সঙায়িত করা যায়ঃ জীবন একটি আঁকাবাঁকা পথ যে পথে খানিক পরপর বাঁক। পথের শেষটা সবার জানা; মৃত্যু। সবচেয়ে মজার হচ্ছে বাঁকগুলো, এর কোনটি ঘুরলে হয়ত ভালোবাসা মাখা এক গ্লাস জল নিয়ে দাঁড়িয়ে আছে কেউ, অন্য এক মোড়ে এক ঝুড়ি টসটসে গাছ পাঁকা আনন্দ। এমনও হতে পারে তারপরের বাঁকেই চোখের জল, ঘৃণা, উপেক্ষা, হারানো! তবুও বাঁক ঘুরলেই চমক। আর তাই-ই জীবন সুন্দর!!!

মন্তব্য ৩৯ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১২ রাত ১০:৪৬

জালিস মাহমুদ বলেছেন: নিজেই নিজের বন্ধু !!

২২ শে জুন, ২০১২ রাত ১১:১৭

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
নিজেই তো নিজের সবচেয়ে ভালো বন্ধু হতে হয়।

:) ধন্যবাদ জালিস!

২| ২২ শে জুন, ২০১২ রাত ১০:৫১

চেয়ারম্যান০০৭ বলেছেন: ১.মরোণত্তর পুরষ্কার দেয়া প্রহসন বৈ কিছু নয়।যার কাজ সেই যদি না জানে টার মন্জিল সঠিক কিনা তাহলে আর লাভ কি?

২.সবাই ভালো থাকুক।সুন্দর দেখতে,সুন্দরের সাথে বাচতে,সুন্দরভাবে বাচতে খুব ইচ্ছে হয়।

৩.পড়া হয়নি।ভালোই লাগলো।

৪.নিজের অক্ষমতা কে বুঝতে পারাও কিন্তু অনেক বড় অর্জন

৫. ৬. ৭. একমত

৮.এটা গান হলে মন্দ হতোনা

৯.ডাউনলোড শুরু করলাম

১০.হুমম তাই

মাঝে মাঝে মানুষের এমন অদ্ভূত ছোট খাটো চিন্তাভাবনা জানতে ভালোই লাগে।অন্যরকম পোস্টে ভালোলাগা।

২২ শে জুন, ২০১২ রাত ১১:১৮

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:

ধন্যবাদ চেয়ারম্যান দ্য বন্ড ;) আপনি দেখছি প্যারা ধরে মন্তব্য করলেন!

সেভেন দেখে ফেলুন, এক কথায় অসাধারণ!

৩| ২২ শে জুন, ২০১২ রাত ১০:৫৪

ঘুমন্ত আমি বলেছেন: তাই জীবন সুন্দর ।ভিন্ন ভিন্ন দশটি দৃশ্যপট পড়তে খুব ভালো লাগলো ।তবে দশম দৃশ্যপটের কথার সাথে খুবই একমত।ভালো থাকুন কারন জীবন সুন্দর ।

২২ শে জুন, ২০১২ রাত ১১:২০

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:

দশম উপলব্ধিটা একদম ইদানিংকার। জীবন তার বাঁকে বাঁকে প্রতিনিয়ত চমৎকৃত করে। তাই জীবনটা একঘেয়ে হয়ে যায়না।

ধন্যবাদ ঘুমন্ত :)

৪| ২২ শে জুন, ২০১২ রাত ১০:৫৭

মামুণ বলেছেন: জালিস মাহমুদ বলেছেন: নিজেই নিজের বন্ধু !!

২২ শে জুন, ২০১২ রাত ১১:২২

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:

নিজেকে নিজের বন্ধু ভাবি। নিজের সাথেই কথা বলি, নিজেকে বলি :)

শুভকামনা নিরন্তর মামুণ!

৫| ২২ শে জুন, ২০১২ রাত ১১:০৬

দূর্যোধন বলেছেন: এইটা আবার কেমনতরো লেখা ?!?

২২ শে জুন, ২০১২ রাত ১১:২৪

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:

:|

দূর্যোজী এটাকে টাইমলাইন ঘরণার লেখা বলা যেতে পারে। বিভিন্ন সময়ের ফেসবুক স্ট্যাটাসে নিজেকে নিজে যে কথাগুলো লিখেছি সেগুলোই একসাথে করলাম :||

৬| ২২ শে জুন, ২০১২ রাত ১১:০৭

রাহি বলেছেন: তবুও বাঁক ঘুরলেই চমক। আর তাই-ই জীবন সুন্দর!!! 8-|

২৩ শে জুন, ২০১২ দুপুর ১:১৩

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:

হ্যা, জীবনের চমকগুলোই জীবনকে বাঁচিয়ে রাখে #:-S

৭| ২২ শে জুন, ২০১২ রাত ১১:০৮

রেজোওয়ানা বলেছেন: সবার আগে নিজেকে ভালোবাসতে শেখো, নিজের জন্য বাঁচতে শেখো[/si........এই কথাটা বারবার মনে করি, কিন্তু কাজের বেলায় আর হয়ে ওঠে না, তাই কষ্টের পাল্লাও ভারী হতে থাকে!

২৩ শে জুন, ২০১২ দুপুর ১:১৫

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:

আমিতো বয়ান দিয়েই খালাস :( মানুষ খুবই বিচিত্র প্রানী, নিজেকে ভালোবাসায়ও দ্বিধা!! নিজেকে ভালোবাসার জন্য, একান্তে নিজেকে দেয়ার জন্য সময় সবারই থাকা উচিত। তারপরও কই হয়ে ওঠেনা :|

৮| ২২ শে জুন, ২০১২ রাত ১১:১১

দূর্যোধন বলেছেন: দিন কয়েক আগে সেভেন দেখলাম,ভয়ংকর কঠিন ছবি ! :|

২৩ শে জুন, ২০১২ দুপুর ১:১৭

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:

শেষটায় গিয়ে কি হলো :| আসলেই ভয়ংকর! ম্যুভিটা আমি দেখেছিলাম সম্ভবত নাফিজ-এর একটা ম্যুভি রিভিউ পড়ে। অদ্ভুত!!

৯| ২৩ শে জুন, ২০১২ রাত ২:১৫

বড় বিলাই বলেছেন: হুমম, আত্মোপলব্ধি। মন্দ নয়।

২৩ শে জুন, ২০১২ দুপুর ১:২১

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:

ধন্যবাদ বড় বিলাই :D

১০| ২৩ শে জুন, ২০১২ ভোর ৪:৪০

মুনসী১৬১২ বলেছেন: হুম

২৩ শে জুন, ২০১২ দুপুর ১:২২

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:

:D

১১| ২৩ শে জুন, ২০১২ সকাল ১০:৩৭

সায়েম মুন বলেছেন: কথাগুলো ভাল লাগলো অনেক।

২৩ শে জুন, ২০১২ দুপুর ১:২২

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:

ধন্যবাদ চাঁদ B:-/

১২| ২৩ শে জুন, ২০১২ দুপুর ১২:১৩

হাসান মাহবুব বলেছেন: সভেন দেখসি। ফাটাফাটি। তোমার আবৃত্তির লিংক দাও শুনি কিরম করতা নাকি চাপাবাজী /:)

২৩ শে জুন, ২০১২ দুপুর ১:২৫

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
:-*

লিংক খুঁজে দেখি :| হাসনাইনের কবিতা আবৃত্তি করেছিলাম (আবৃত্তি নয় ঠিক কবিতা পাঠ আরকি!), শায়মা'র একটা কবিতাও পড়েছিলাম। খুঁজে বের করি :||

২৫ শে জুন, ২০১২ রাত ১:২৯

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: হামা, এ দু'টা শুনে দেখো :-&

এই পোস্টের মন্তব্য ১৪৯!

হাসনাইনের এই পোস্ট !!

১৩| ২৪ শে জুন, ২০১২ সকাল ১০:৪৬

নস্টালজিক বলেছেন: ডিয়ারডায়েরি!


ভালো আছো?

২৫ শে জুন, ২০১২ রাত ১:১৮

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:

প্রেসিডেন্টো দ্য ডিয়ারো ইনসমনিয়াকো!!


চমৎকার আছি :)

১৪| ২৪ শে জুন, ২০১২ রাত ১১:৩১

অর্পণ! বলেছেন: একলা একলা কথা কওনের দরকার নাই। আমি আছি না! ;)

২৫ শে জুন, ২০১২ রাত ১:১৯

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:

:-*


অর্পণ না হয়ে অর্পণা হলেও না হয় একটা কথা ছিল /:)

১৫| ২৫ শে জুন, ২০১২ রাত ১:৪৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
জীবনের সঙা পড়ার কেন জানি নিজেরে ফিলোসফার মনে হইতাসে, বুঝলাম না 8-|

পোষ্টে ভালো লাগা ।

২৫ শে জুন, ২০১২ রাত ২:১২

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:

ধন্যবাদ আহমেদ সরকার!

যাক সঙাটা আপনাকে তাহলে কিছুটা হলেও ভাবাচ্ছে। ভালো থাকুন :)

১৬| ২৫ শে জুন, ২০১২ রাত ১:৫২

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: নাইস টাইমলাইন :) সেভেন আমার কাছেও মারাত্মক লাগছিলো!!

২৫ শে জুন, ২০১২ রাত ২:১৫

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
ধন্যবাদ চয়ন :)

টাইমলাইনের ধারাবাহিকতা ব্লগ পোস্টে রক্ষা করা হয়নি!

সেভেন এক কথায় অদ্ভুত ধরনের অসাধারন। শেষটাতো... হলি হেল!!!

১৭| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৫:৪৩

অদম্য১২৩৪ বলেছেন: মরোণত্তর পুরষ্কার দেয়া প্রহসন বৈ কিছু নয়

২৭ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:২০

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:

আমার কাছে কিন্তু প্রহসন মনে হয়না! ইদানিং মনে হয়, মরোনোত্তর পুরুষ্কারেরও এক ধরণের আবেদন আছে :)

ধন্যবাদ অদম্যা১২৩৪!!

১৮| ২৭ শে জুন, ২০১২ রাত ১১:১৮

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার প্রকাশভঙ্গি অসাধারন।নিজেকে অনেক ক্ষুদ্র মনে হয়।

২৮ শে জুন, ২০১২ বিকাল ৫:৫৭

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:

ধন্যবাদ আজাদ :)

নিজের ক্ষুদ্রতায় নিজেই লজ্জিত!!

১৯| ০৩ রা জুলাই, ২০১২ রাত ৯:১৭

শায়মা বলেছেন: আরও আবৃতি করো ভাইয়াজী।:)

০৩ রা জুলাই, ২০১২ রাত ৯:২১

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:

আবৃত্তিতে আর মন নেই শ্যামাজী :( জীবন আনন্দে শুধু ছায়া আর ছায়া, বাস্তবতা ধীরে ধীরে সুক্ষ অনুভুতিকে খুন করে যাচ্ছে, করেই যাচ্ছে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.